নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আহা!
বাবা যদি থাকতেন বেঁচে আজ ও
বাবা যদি ডাকতেন আমায় আগের মতো
রোজ সকালে সূর্য ওঠার ও আগে;
আমারও যে বাবা বলে ডাকার খুব ইচ্ছে জাগে।
বাবা বেঁচে নেই ভাবতেই কষ্ট লাগে
বাবা যে আর আসবেন না কোনদিন
সতত চেষ্টাতেও শোধ হবে না তার ঋণ।
বাবার মতো আপন কে আর আছে এই ভবে
বিষন্ন অবুঝ মন কিছুতেই বুঝতে চায় না যে।
থেকে থেকে ভেসে ওঠে চোখে বাবার অবয়ব
দু'চোখ বেয়ে অশ্রু নামে মোর ব্যথা ভরা বুক।
জানিনা বাবা হীন পৃথিবীতে বাঁচবো কতো দিন
বাবা আমার মাথার মুকুট আসবে না কোন দিন
নামাজ পড়ে যাই তাই বাবার কবরে
বেহেশতের ঐ বাগান থেকে বাবা যেন ডাকে
আমি শুধু প্রার্থনা করি স্রষ্টার দরবারে
হে আমার প্রতিপালক বাবা যেমন স্নেহ ভরে মোরে করেছে লালন পালন এই অবণীর পরে
তুমি ও তারে করিও যতন ঐ অন্ধকার কবরে
ঠিক তেমন করে।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা। ও ক্বুর রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা ।
২| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: বাবাকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। পড়ে ভালো লাগল। + +
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা।
৩| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৩
শেরজা তপন বলেছেন: ভীষণ মন খারাপের কবিতা।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: বাবার মৃত্যুর চেয়ে কঠিন আর কিছু কী আছে?
৪| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: সেলিম ভাই কবিতাটা ভালো লাগলো। শেষের তিন লাইন তো অনেকটা এই দোয়াটার মত 'রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা'।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমার স্রষ্টার কাছ থেকে আসি স্রষটার কাছে যাই ফিরে।
৫| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১:১৫
ফারহানা শারমিন বলেছেন: আহ্! বাবা, মা! এই রতন যে হারায় সেই বুঝে!
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: মা বাবার তুলনা হয় না। আহা আমার বাবা থাকতেন যদি বেঁচে।
৬| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি সব সময় আল্লাহপাকের কাছে প্রার্থনা করি - “যেই সকল বাবা আজ পৃথিবীতে নেই, তাঁদের কবর যেনো আল্লাহপাক বেহেস্তের বাগান করে দেন। তাঁরা যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহপাক যেনো তাঁদের ক্ষমা করে বেহেস্ত নসীব দান করেন। আমীন”।