নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশলীনা, দূর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৭

আকাশলীনা,
দূর আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ
বর্ণিল আকাশ যেন কাছে ডাকে আমায়—হৃদয়ে উদ্বেগ
জলে ফোঁটে থাকা সাদা শাপলা আরও সাদা সাদা ফুল
রৌদ্রে যেন গা পোড়ে যায় তবু যে মম হৃদয় আকূল।
নৌকো ভেসে বেড়ায় জলে
কালোজল উছলে ওঠে আনন্দ উচ্ছাসে
তুমি যেন থাকো লুকিয়ে কাশবনের আড়ালে
সফেদ অপসরা হয়ে।
বাতাসে তার সুবাস যে ভেসে আসে
আকাশলীনা থাকতে পারিনা তুমি ছাড়া একা একা লাগে প্রাণে।
আকাশলীনা ভালোবাসা মিথ্যে আশা নয়
বেঁচে থাকে তা যুগ যুগ ধরে, মিশে থাকে কাগজে কলমে কবিতায়..
নৌকো চলে ঢেউ ওঠে কালোজলে নৌকো দোলে শাপলা শালুকের বনে
ঢেউ ওঠে মনে।
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায় চোখের তারায় কোথায় যে হারায়
পাখিরা উড়ে উড়ে হয়ে যায় যেন লীন
সূর্য হারায় তেজ— নদী হারায় গতি
সবুজ সতেজ ঘাসে দুজনার প্রেম শুধু রয়ে যায় যে অমলিন।
আকাশলীনা ভেবে দেখোছো কী না ?
হাজারো দুঃখের ভীড়ে— তুমি যে স্বান্তনা
তুমি যেন স্বপ্নরঙিন জীবনের ক্যানভাসে রংতুলিতে আঁকা —জলছাপ
তুমি ছাড়া সবকিছু লাগে ফাঁকা
এসো হে পূর্ণ করি মোদের সব অপূর্ণতা।
আকাশে ওঠে চাঁদ —এক ফালি
মোরা ভালোবেসে চলো রচিবো পূর্ণিমা।
আকাশলীনা আকাশলীনা তোমায় মধুর নামে ডাকি
নশ্বর এই দেহে আমি যে রৌদ্র মাখি

-----
উৎসর্গঃ বিনম্র শ্রদ্ধায় জীবনান্দ দাশ








মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০১

জুল ভার্ন বলেছেন: জীবনানন্দের স্মরণে চমৎকার কবিতা!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.