নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসো সবে মিলে মিশে!!!

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬




এসো সবে মিলে মিশে ঐক্যের গান গাই,
বিভেদ ধ্বংস ডেকে আনে শুধু
সৃষ্টির সম্ভাবনা তাতে যে নাই।
এখনও যে ঢের বাকি অতীত ব্যর্থতা নিয়ে
কেন আজও পড়ে থাকি বিভেদের কাব্য লিখি
এখনও যে যেতে হবে বহুদূর যেন এক সমুদ্দুর
আমরাই পারবো অতীতে যেমন পেরেছে
আমাদের প্রেরণা হয়ে আছে মহান একাত্তর
দৃঢ় প্রত্যয় বুকে লয়ে যদি চলি একসাথে।
মানুষ মাত্রই ভুল তাই ভুল বোঝাবুঝিতে মশগুল
থেকে কোন লাভ নেই আছে ক্ষতি দূর্গতি অসম্মান,
ক্ষণিকের জীবনে ব্যস্ত প্রহর গুলো
দেয় না যে স্বস্তি— অবসর সহসা
অবসর খুঁজে বের করে অতঃপর হয় দেখা
মোদের আলাপন মিলন মধুর ক্ষণ বিরচণে
তাই যেন সচেষ্ট থাকি সদা।
অতীত গ্লানি ব্যর্থতা নিয়ে অযথা কালক্ষেপণ
আর নয়, বিশ্বমানবতা বুকে লয়ে মোদের এই
পথ চলা, অর্থ পূর্ণ যেন হয়;
দেশের দশের মঙ্গল সাধনে
আমরা যেন হতে পারি আলোকবর্তিকা
এই হোক পণ, সকল অতীত ব্যর্থতা দূর করে
আমরা যেন গড়তে পারি আনন্দ ঘন উৎসব মুখর ক্ষণ..

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৫

গেঁয়ো ভূত বলেছেন: ঐক্যের এ আহবান ছড়িয়ে যাক সবার অন্তরে।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে ধন্যবাদ গেঁয়ো

২| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রামানিক কেমন আছেন। বহুদিন পর ব্লগে সুস্বাগতম।

৩| ৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫২

জুল ভার্ন বলেছেন: আমাদের সব সদিচ্ছা বাস্তবায়িত হোক। +

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



নিজে চলেন ভুল পথে, ভুল পথে থেকে ঐক্যের ডাক দিলে কাজ হবে?

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ মাত্রই ভুল আল্লাহ তায়াল ক্ষমা করতে ভালোবাসেন ।

৫| ৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২০

রাইসুল সাগর বলেছেন: ঐক্যের আহ্বভান ভালো হয়েছে সেলিম ভাই। আশাকরি ভালো আছেন?

৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ঐক্যের বিকল্প নেই।

একতাই শক্তি একতাই বল

আলহামদুলিল্লাহ ভালো আছি

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

রাইসুল সাগর বলেছেন: সব কিছুই সম্ভব ভাই, যদি মন মননে এক হতে পারি। জীবন সুন্দর কিন্তু বুঝতে হবে সেখানেও শত বাধা আসতেই পারে, হাঁ ঐক্যই পারে ঘোচাতে সব। আশাকরি ভালো আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.