নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এক
বাবা আর আসবে না কোনদিন
ডাকবে না আর স্নেহভরে
বাবা আর থাকবে না যে পাশে
বাবাহীন পৃথিবীটা নির্মম তাই লাগে।
আমার বাবার — সেই যে প্রিয় মুখ
দেখে যেন জুড়িয়ে যেত আমার এই দু’চোখ,
বাবা ছিলেন মোর জীবনে বিশ্বজয়ের অনুপ্রেরণা
বাবা ছিলেন আঁধার রাতে চাঁদের জোছনা।
বাবা তোমায় ভালোবাসি আজও—বাসবো চিরদিন
তোমার স্মৃতি বুকে লয়ে থাকবো বেঁচে
তোমায় আর দেবো না যে কষ্ট পেতে পরপারে
মাগফেরাতোর প্রার্থনায় তোমার— কাটিয়ে দেবো
বাঁচি যতদিন..
দুই
ভালোবেসে কেটে গেলো প্রায়— সুদীর্ঘ এক যুগ
মানুষ কদিন বাঁচে বলো আর বাঁচবো কতযুগ?
কত বাঁধা গোলক ধাঁধাঁ কতো মিথ্যে অভিযোগ
যদিও তোমার— আমার প্রেমে ছিল না যে কোন ভুল
তবুও কেন মোদের প্রেম যেন কাঁটার বনে রক্তগোলাপ ফুল ।
গোলাপে কাঁটা থাকে— থাকে কাঁটার আঘাত
সুবাসও যে থাকে সেথা—দেখতেও চমৎকার।
তুমি যেন মোর কলমের একান্ত অধিকার
তোমায় নিয়ে লিখতে তাই নেই যে বাছ বিচার
তোমার কাগজে লিখে দিলাম সহস্র কবিতা
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
রাতের আকাশে তারা দেখি
তুমি ছাড়া লাগে যে মেকী—ঐ শারদ পূর্ণিমা।
শরতের কাশবনে তুমি যেন সফেদ শাদা ফুল
আমি কবি তুমি কবিতা—নেই যে কোন ভুল।
মেঘ বরণ চুলে তোমার বসন্ত যে খেলে
তোমার হাসি ভালোবাসি দাও না বাড়িয়ে হাত
তোমার প্রেমে কতো রাত পেরিয়ে হয়েছে প্রভাত
আমায় যদি তুমি নাই বাসো ভালো
ভালোবাসা মিথ্যে কথা আঁধার রাতের কালো
তোমার কর সুখের আকর আমার এই করে
মোরা যেন কপোতকপোতি জনম জনম ধরে..
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা।
২| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৪
জুল ভার্ন বলেছেন: মায়ের কোনো স্মৃতি নেই....বাবা নেই.....এই কষ্ট বুকে চেপে পাঁচ ওয়াক্ত নামাজে স্মরণ করি....
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।
৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ওয়া ক্বুর রাব্বির হাম হুমা ক্বামা রাব্বায়ানি ছাগীরা।
৩| ৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর তো
উচ্চারণ এমন হবে
রব্বির হাম হুমা কামা রব্বাইয়াসি ছগিরো
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি ছগিরো
৪| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৪
লেখোয়াড়. বলেছেন: কেমন?
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালো । আপনি কেমন ?
৫| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নীরন্তর শুভকামনা।
ভালো থাকুন।
০৬ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। আর একবার ।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
খুব সুন্দর।