নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ভাগ্য বিধাতা
কেন এই নির্মমতা আমাদের জন্যে
কেন যে লাগে ভালো
কেন যে চাই তারে— আজও
সে যেন মোর সঞ্জীবনী সুধা
বারবার নব জন্ম
নব উদ্যমে— বর্ষায় বসন্তে
শরতে হেমন্তে
বাংলার অপরূপ রূপ দর্শনে
মুগ্ধপ্রাণে—
তবও যেন ঢের বেশি বাকি থাকে
ভালোবেসে তারে তবেই যেন
পূর্ণ হবে— এই জীবন
স্রষ্টার অদিষ্ট আদেশে,
দুটি মন চঞ্চল প্রজাপতি আজও— অনুক্ষণ দুঃখ ভালোবেসে
চুপি চুপি ভাগ্যদেবীর প্রসন্নতা কামনায়— দিন কেটে যায়
তবুও মনে মনে নৌকো নদী খেলা চলে
কাগজে কলমে লেখা হয় যে রোজ
মোদের এ সতেজ সবুজ অবুঝ অনুভূতি
যেন এক চিরন্তনী কাব্য সমগ্র—অনন্ত যৌবনে।
একদিন হয়ে যাবে সব যেমন করে চাতকের তৃষ্ণা মিটে যায়
শুভ সকাল হে মম নিয়তি — সুপ্রিয় অনুভব ।
২| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।