নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব?

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

কী লিখবো ভাবছি বসে!
কি হবে এতো লিখে?
তবু লিখি কিছু কথা যে এমন আছে
বার বার বলতে ইচ্ছ্বে করে;
শুনতেও যে ভালোলাগে খুব।
তুমি যদি ভেবে থাকো উপদ্রব
সে তোমার খুশি
ভালোবাসেন যে স্বয়ং ঈশ্বর ।
আমায় ঘৃণা করো কী না
করতে পারো — সে তোমার খুশি
মনে রেখো ধ্বংস ডেকে আনে তা।
ক'জনে পেরেছে বলো বলে দিতে অকপটে
ভালোবাসি শুধু তোমায়—
তোমায় সঙ্গে লয়ে একজীবন
কাটিয়ে দেয়া যায় অনায়াসে;
স্বরচিত কবিতায়।
এখনো যে বলি এসো হে সখা
হৃদয়ে আমার, এইখানে যেথায় তোমার বাস;
দীর্ঘ বরষ মাস।
এসো হে নবান্নের উৎসবে
ফাগুনের আগুন সন্ধ্যায়
অথবা হেমন্তে সকালের শিশির মেখে পায়।
আমি শুধু লিখে যাই তুমিও যে পড়বে তাই
আমার মনের কথা, হৃদয়ের ব্যাকুলতা
তবুও কত কথা না বলা থেকে যায়
একদিন হয়তো বলা হবে প্রগাঢ় অনুভবে
তুমি কড়ায় গন্ডায় বুঝে নেবে সব;
তুমিহীন জীবনের অসারতা
আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব?





মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় রোমান্টিক কবি দা
ভাল থাকবেন--------

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। শুভকামনা।

২| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

মিরোরডডল বলেছেন:



আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব?

নাহ ! হয় না ।
তাই যদি হতো, তাহলে আমিহীন থাকতো না।
দুজনের বসবাস হতো স্পর্শের মাঝে।

চমৎকার কবিতা !


০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্টে অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময় ।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

জুল ভার্ন বলেছেন: তুমিহীন জীবনের অসারতা.... কী অসীম কষ্টের- আর কেউ বুঝবে না! +

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যার অভিজ্ঞতা আছে সেই শুধু বুঝবে।

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৪

সামরিন হক বলেছেন: তুমিহীন জীবনের অসারতা
আমিহীন তোমারও কী হয় তেমনই অনুভব ?

ভাল লাগলো লাইন দু’টি ।
শুভ কামনা ।

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা আপনাকেও । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.