নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

একদিন চলে যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে!!!!

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩৮


একদিন চলে যেতে হবে মায়ার পৃথিবী ছেড়ে ,
একদিন বলতে হবে বিদায় তোমাকে এই অবণীর পরে।
কবরের অন্ধকার ঘর সেদিন হবে শেষ ঠিকানা,
একদিন আর লিখতে পারবোনা ___কোন কবিতা!
সেদিন আর হবেনা যে চার চোখের মিলন।
সেদিনের ফুল কিংবা অশ্রু অর্থহীন মনে হবে
হয়তো অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও ইচ্ছেরা আর হবে না রঙিন প্রজাপতি
একদিন হয়তো লেখা হবে আজ ভালোবাসা
মরে গেছে স্পর্শহীন হয়ে গেছে কাঙ্ক্ষিত মিলনের অভিপ্রায়,
সেইদিন আসার আগে যেন প্রেম জাগে
ভোরের রবির মতো অপার সম্ভাবনা লয়ে
নইলে যে অর্থহীন হয়ে যাবে শব্দ পাখিরা,
কবিতা হারাবে ছন্দ তাই বলি আর নয় অযাচিত দ্বিধাদ্বন্দ্ব,
সময় হয়েছে ঢের,
এখনই যে সময় মিলনের, এখনই সময় প্রেমের।
প্রতিদিন রাত্রি গভীর হয়
প্রখর হয় মানব মানবীর মিলন কামনা
সৃষ্টির উল্লাসে উড়ে বেড়ায় সুখপাখি ।
এবার হোক বোধহয় সূর্যোদয়ের মতো এবার খুলো হে আখি।
এবার তবে কেটে যাক সংশয়
মনে রেখো একদিন আমাদেরও বলতে হবে বিদায়!
একদিন সবাইকে যে চলে যেতে হয় নিরবে
আমাদের প্রেম যেন বেঁচে থাকে অনন্ত গৌরবে।



মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫১

নেওয়াজ আলি বলেছেন: একদিন চলে যেতেই হবে তবুও কেউ ছাড়তে চায় না এই সুন্দর পৃথিবী।

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কর্মটুকু রেখে যাবো শুধু। কিছুই যাবে না সংগে
আমলনামা ছাড়া

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা লিখেছেন।

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




মায়ার পৃথিবী ছেড়ে চলে গেলেও
সুকর্মের কারণে অনেকেই অমর হয়
থাকেন । কামনা করি সুপ্রেম বেঁচে
থাকুক অনন্ত গৌরবে । কবিতা সুন্দর
হযেছে ।

শুভেচ্ছা রইল

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.