নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হলুদ বসন্তে ফিরে এসো নেইমার

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৯


হলুদ বসন্ত নেমেছে যেন

শীতের মাঝেই যেন হলুদ বসন্ত নেমেছে
—এক ঝাক হলুদিয়া পাখি, তপ্ত মরুর বুকে
মন্ত্রমুগ্ধের মতো তাই চেয়ে থাকি
যেন আরেক বসন্ত নামে
লিওনার্দো দা ভিঞ্চির শিল্প সম্ভার যেন
সাম্বার তালে তালে হৃদয় দোলে
নিখুত পাস আর ড্রিবলিং, লক্ষ্যভেদী শুট
শিশির পড়ে সবুজ ঘাসে টুপ টুপ
ওরা অদম্য বাধভাঙার উচ্ছ্বাসে
বাজায় যেন প্রলয় বীণ প্রতিপক্ষ তাই কুপোকাত
ওরা যেন হলুদ নীল তারার ঝিলিমিল
উৎসমুখর ক্ষণ হয় যে বিরচন
তরুন তরুণী করে তাই জয়ধ্বনি
কুয়াশার চাদর গায়ে যেন আরেক বসন্ত নামে
জয় হোক সঙ্গী তোমাদের— প্রতিনিয়ত
হলুদ বিশ্বকাপ একেবারে খাঁটি সোনা
তোমরাও ঠিক তাই—
তোমাদের করেই যেন তা শোভা পায়
ষষ্ঠবারের মতো
হলুদে হলুদে আহা কি দারুন রসায়ন
নেইমার ভিনিসিয়াস ক্যাসিমিরু রুদ্রিগো
ফুটবল বিশ্বে অবাক দ্যুতনা..



নেইমারের প্রতি— ফিরে এসো (দা ফেনোমেনন রোনাল্ডোর চিঠি অবলম্বনে)..

কী দিয়ে করবো শুরু —তোমার গুনগান?
তুমি তো দূর্দান্ত খেলোয়ার সুপ্রিয় নেইমার!
তুমি যেন ব্রাজিল ফুটবলের প্রাণ
তোমার তুল্য নেই যে কেহ আর—
আজিকার ফুটবল বিশ্বে।
তোমার প্রতিভা তোমাকে নিয়ে গেছে
—অনন্য এক উচ্চতায়।
বিশ্বের আনাচে কানাচের অগণিত মানুষ
তোমার খেলা ভালোবাসে
এটারও কারণ আছে— যে খ্যাতি তুমি পেয়েছো
অধরা সোনার হরিণ স্পর্শ করেছো
কারণ তোমাকে যে লড়তে হয় প্রতিনিয়ত
অযাচিত ঈর্ষা ও নেতিবাচক বিষয়ের সাথে,
তুমি যেভাবে উঠে এসেছো এবং যে মানের তারকা
তোমার চোটে পড়া উদযাপন করায়
প্রশ্ন জাগে মনে— আমারা কতটা আধুনিক হতে পেরেছি
হায় কতটা পাশবিক!
এ কেমন পৃথিবী,
উত্তরসুরীদের কাছে আমরা যাচ্ছি রেখে?
ফিরে এসো হে স্রপ্রিয় নেইমার
আরও শক্তিশালী হয়ে—
গোলের ক্ষুধা তোমার আরও বাড়ুক
মাঠ ও মাঠের বাহিরে তুমি যেসব ভালোকাজ করে যাও
সেসব নিন্দুকের ঈর্ষার চেয়ে ঢের বেশি মূল্য রাখে
কখনো ভুলো না বিশ্বফুটবলে তোমার অনন্য অবস্থান
তুমি যেন প্রেরণার বাতিঘর
স্রষ্টা তোমাকে ভালোবাসে।
তোমার গোল, ড্রিবল, সাহসিকতা খেলায় উৎসব মুখরতা
এসব দেখতে আমরা যে ভীষণ উদগ্রীব
আমাদের ভুলো না
আমাদের শুভকামনা তোমার সাথে আছে
কাপুরুষ ও হিংসুকদের পাত্তা দিও না
দেশের মানুষের ভালোবাসা করো উপভোগ
জানি তুমি ঘুরে দাঁড়াবেই হেক্সা মিশনের বিজয় কেতন যেন উড়ে তোমার করে
অনুপ্রেরণার নেইমার সতত এই শুভকামনা ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯

জুল ভার্ন বলেছেন: নেইমারের জন্য শুভ কামনা। তবে একমাস পর মাঠে ফিরুক :)

০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। নেইমার ক্যামেরুনের বিপক্ষে ফিরতে পারলে ভালো হতো ।

২| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২০০২ এর পরে এই ব্রাজিলকে ভালো মনে হচ্ছে। নেইমার ফিরুক। শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: এইবার ব্রাজিল খুব খেলছে।
চমৎকার হয়েছে

০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এবারের আসরে ব্রাজিল ফেভারিট। কমেন্টে ধন্যবাদ ।

৪| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আর্জেন্টিনা কে নিয়ে একটা কবিতা লিখুন।

০১ লা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৬

সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনা ভাল খেলেছে কিংবা পোল্যান্ড খেলার আগেই হেরে বসে আছে। তারপরও পোল্যান্ড নক আউট পর্বে খেলবে। খেলতে পারবে না তিউনিশিয়া যারা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্বকাপ ফুটবল আসর থেকে বিদায় নিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.