![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঝুম বৃষ্টি সাথে বজ্রপাত
এমন সময় করছি পরখ
মোর কবিতা লেখার হাত।
দেখি এবার লিখতে পারি কি না
লিখেছি তো আগে বেশ বাজিয়ে প্রেম বীণা ।
তুমি উড়িয়ে ছিলে তোমার দীঘল কালো কেশ
আমার প্রেমে পড়ে...
আকাশের আজ মুখটা কালো
তবে কী মনটা তোমার নেই যে ভালো
হয়তো গোমড়া মুখে বসে আছো
কেন আছো তা জানা নাই।
তবে কী তোমার মন খারাপ?
তোমার আমার নেই যে— আলাপ
বেশ কিছুদিন ধরে,
বলো...
এই দিনে জন্ম তোমার— সোনার বাংলাদেশে
এমনদিনে কাশবনে জলের কাছে মন যে হারায়
সাদা মেঘের ভেলায় চড়ে হৃদয় ভাসে
দূরে কোথায় দূর অজানায়,
তুমি যেন ভেসে বেড়াও নিউরনে অস্থি মজ্জায়
ভালোবেসে দুহাত...
আজকেও যে গুমোট আকাশ
যেন তোর মন ভালো নেই তাই;
কেন যে নেই তারই তবে বহিপ্রকাশ;
আজকের আকাশ, এখনই হলো বৃষ্টি শুরু—
কবিতা লেখার পরে।
এবার যদি ফিরে তাকাশ আমার পানে;
থাকবে না আর মেঘলা...
বৃষ্টির নুপূর পায়ে
মনময়ূরী ওঠে নেচে,
ক্ষণে ক্ষণে আকাশ ডাকে
যেন মনে তার
তোমার আমার— মিলনের অভিলাষ।
রিমঝিম ছন্দ বিলায় আনন্দ— প্রাণে
এমন সময় কবিতা ভীড় করে,
অস্থি— মজ্জায়— স্নায়ুতে — শিরায়...
এসো সহায়তা করি
আর্তের সেবায় নিবেদিত হয়ে,
এসো গাই— বিশ্বমানবতার গান
এই চরাচরে; যতই নিঠুর হোক না
নিয়তির বিধান, এসো হে উদার মনা
এসো হে মহানুভব— এসো করি দান;
যতটুকু সাধ্য...
তাই প্রস্তুত হতে হয় প্রতিনিয়তই!
সময় মানে না বাঁধা
সময় চলে যায়, মোরা যে অসহায়
বেলা শেষের বার্তা নেমে আসে
সময় কথা বলে নিদারুন নিরবতায়
দিন কেটে যায়, রাত কেটে যায়
হায় !এভাবেই যে জীবনের...
যাদুকাটা নদী যাদুর মত রূপে
এই দেশে জন্মেছিলাম বলে—
ষড় ঋতু পরিক্রমা আমি দেখেছি মুগ্ধ দুচোখে
শাপলা বিল, কাশবন, রিমঝিম বৃষ্টি
পদ্মা— মেঘনা— যমুনা অজস্র নদীবিধৌত
বিস্তীর্ণ ফসলী জমি...
শোকের সাগরে ভাসিছে স্বদেশ আজ
তোমার স্মরণে,
ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন চলছে সারা দেশে
তোমার বরণে।
মরণেও অমর তুমি মোদের প্রেরণার উৎস
তোমার কারণেই পেয়েছি যে স্বাধীন স্বদেশ
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
আমরা হয়েছি মুক্ত।
জানি...
দেয়ালেরও যে প্রতিধ্বনি আছে
আছে পাহাড়ের ও, অথচ তারা জড়।
নদী ও কথা বলে
কল কল ছল ছল রবে বয়ে চলে।
আকাশ নিনাদে ফেটে পড়ে
সর্বংসহা পৃথিবীতেও হয় ভূমিকম্প,
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত , জলোচ্ছ্বাস..
প্রিয়তমা তুমিই যেন শুধু...
বর্ষার নবধারা জলে আজ ভিজিয়েছি এই তন
ভ্যাবসা গরমে গোটা পৃথিবী অতিষ্ঠ প্রাণ যখন
ঝুম বৃষ্টি এসে যেন প্রশান্তি এনে দিলো প্রাণে
সুস্বাগতম হে রিমিঝিমি ছম ছম বর্ষার বর্ষণ
কদম ফুটেছে ফুটেছে...
এমন অঘুর বর্ষণে বৃষ্টির ঢল নামে,
ভাসিয়ে নিয়ে চলে, যা পায় চলার পথে সমুখে
পথের ধূলির আত্নহুতি খড়কুটোর ভেসে যাওয়া
মাছেদের উচ্ছ্বাস — গাছেদের উল্লাস
পাখিদের ডানা ভেজা কাব্য, দুচোখে অপার মুগ্ধতা আনে।
ভালো...
ওগো নিরূপমা,
সময় যায় চলে— কাউকে না বলে
বুঝে নিতে হয়, ইশারায় সময় কথা কয়।
বুদ্ধিমান তো সেই সময়ের কদর করে যেই।
সফলতা যে তারই পদতলে
নইলে জীবন যায় যে বিফলে ।
ভালোবাসার দাম...
এসো হে ছায়া
এসো হে মেঘ
এসো হে বৃষ্টি
দাবদাহ চলছে সারা দিবারাত্রি
দেহখানা জ্বলছে যেন উনুনে
দেহ থেকে ঝরে ঘাম
খা খা করে বিরাণ মাঠ
পানি চাই পানি নাই
তৃষ্ণায় ফাটে বুক,
চারিদিকে কাঠ ফাটা রোদ
আলস্য যে...
ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে আজও যে আছো বেঁচে
তোমার কথা আজও কানে লাগে
তোমার যে চিরচেনা দারুন কন্ঠস্বর;
তোমার অবাক জীবন বোধ আর দারুন মানবিকতা
তোমার মৃত্যু ভাবনা...
©somewhere in net ltd.