![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwar বেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন।সামনে আরও নিরস ভবিষ্যৎ। নিরস জীবন সরসভাবে কাটানোর প্রচেষ্টায় আমি সেলিম আনোয়ার।
হৃদয়ের টানে ছুটে যাই, কেন যেন ধেয়ে যাই—
যদি তোমার দেখা পাই!
দেখা যদি না হয়— তবুতো প্রাপ্তিযোগ আছে
আমার এই চলার পথে; তোমার পদছাপে তৃষিত এই পা
কভু...
আমরা ভালোবাসতে জানি—কাছে আসতে জানি
প্রেমের খেলা খেলতে জানি—
আমাদের সবি আছে রূপে গুণে অনন্যা তুমি
শাশ্বত প্রেম অমোঘ শক্তিঘর— তোমাতে আমাতে,
নয় কোন তাসের ঘর; — এই...
হেমন্তের এই হিমেল আমেজ— যেন শীতের আগমনি
লাগিতেছে বেশ; গায়ে যেন লেগে আছে প্রেমের অবশেষ।
শিশিরের নীরব পতন—
যেমন সবুজ ঘাসের ডগায়,
তেমনি করে তুমি আমি যেন অভিসারে প্রগাঢ় ভালোবাসায়।
এমনি করে সকল ভোরে...
কতোজন গেছেন চলে!!
কতোজন গেছেন চলে..
পড়ে মিথ্যে সমালোচনার যাতাকলে
—ফিরে আসেনিকো আর।
শত অনুরোধে কবিতায় ডেকেও
পায়নি ফিরে —আমাদের মিলন মেলায়
হাসি খেলায় —গানে ।
কত সম্ভাবনার যে...
এই অনাবিল আ্নন্দের রেশ
যেনো থেকে যায়— অক্ষত;
প্রকাশ্য দিবালোকের মতো—
চলার পথের পাথেয় হয়ে
এতো দিনের মিথ্যে অপবাদ
দূর হয়ে গেছে —সব,
রাতের আঁধার যেভাবে শেষ হয়
ভোরে; রবির আগমনে।—মিথ্যে অপমানে
হয়োনা ব্যথিত আর —আমরা এবার
গর্বভরে বলিতে...
এখন আমি প্রেমিক তোমার
এই মায়াবী রাতে
তুমি কাছে নেই তাই হলো না ছূয়া,
ওষ্ঠে আমার চুম্বনের তিয়াস— এখন মাঝরাতে।
দু\'চোখ জুড়ে শুধুই তুমি ___কামিনী রক্ত রাগ
ভেবো...
এই রাতে তুমিও আছো সাথে
হয়তো দূরে তবু তো আছো হৃদয় জুড়ে,
পূর্ণিমার চাঁদ যেমন করে
জোয়ার তোলে পৃথিবীর বুকে;
তুমিও তোল মনেরই অজান্তে,
ভাবতেই হৃদয়টা ভরে ওঠে উচ্ছাসে আবেগে।
কবিতা লেখার আমার এই...
তোমাদের এই আনন্দ ধ্বনি,
জয়যাত্রার পদধ্বনি —দোলা দিলো প্রাণে;
এই যেন রীতি, প্রকৃতির অমোঘ বিধানে
অবশেষে সত্যের জয় হয়
মিথ্যের দানব হোক না যতই বড়
অবশেষে সব তার লয় হয়—দর্পচূর্ণ...
আমি অপেক্ষায় ছিলাম
—কখন তুমি আসবে?
উৎসবের রঙে রঙিন চারিদিক
—যেন উচ্ছসিত সবে ।
জানি তুমি আসলেই কবিতা হবে— তবে;
আনন্দ বেড়ে যাবে—বহুগুনে ভিন্নমাত্রায় উচ্ছাসে ।
আজ অবলীলায় বলে...
পারিতেই হইবে..
যে পথে হানাহানি দ্বন্দ্ব—
সে পথে আর পথচলা নয়,
এটাতো স্বদেশ আমাদের প্রিয় জন্মভূমি
লাখো শহীদের পবিত্র রক্তের বিনিময়ে
অর্জিত স্বাধীনতা—বৈষম্যহীন এক স্বপ্নের দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে;
কাঁধে...
আহা কি আনন্দ!
সোনা বউয়ের পছন্দ—
লাল জামদানি শাড়ি নয়—প্রাসাদপ্রতীম বাড়ি নয়
নয়তো সোনার গহনা কোন
পছন্দ হলো তার . ভালোবাসার কাব্যখানা
ঘুমিয়ে পড়ার আগে রোজ তিনি করিবেন পাঠ;
আর...
আজকের দিনটায় —মন ভালো হোক
রবির আলোয় উদ্ভাসিত হোক— চারিদিক
আজকের দিনটায় কবিতা হোক
তোমার রংতুলিতে রঙধনু সাতরঙ আঁকা হোক
দুঃখ ভোলা খামখেয়ালিতে—উৎফুল্লচিত্তে,
আজকের দিনটা মন ভালো...
প্রেম এমনই হয়——যেন এক সুদৃঢ় প্রত্যয়
রৌদ্র বৃষ্টি ঝড়ে; তাতে কী আর মরিচা পড়ে?
জীবন যেন এক— খরস্রোতা নদী
ভাঙা গড়ার বিরামহীন কারিগর
মনে রেখো নদী ও সময়ের...
আনন্দ ঘন পরিবেশে, উচ্ছাসে আবেগে
আমাদের বিচরণ— এই খানে,
মন্দ বলে বলুক— মন্দলোকে;
—আসলে তারা সকলে হিংসুটে
প্র হ স নে প্র হ স নে আমাদের আনন্দভ্রমন নস্যাৎ করে
তবেই...
ভেবো না পারিযায়ি পাখি, আমি তো যাযাবর
তোমার ভালোবাসা লয়ে বুকে যেন তোমার সঙ্গম সুখে
তাই বলি হইয়োনা বিরহী—তুমি,
এর চেয়ে ঢের বেশি ভালোবাসা বেসেছে
কে কবে? শত জনমের সাধনা—
...
©somewhere in net ltd.