নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

গণ অভ্যুত্থান ২০২৪ !!!!

০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১:৫২


আর নয় ঘরে বসে থাকা
গণ অভ্যুত্থানের ডাক এসেছে যে,
এবার লড়বো সবাই— একসাথে
এবার দলে দলে নামতে হবে রাজপথে
এবার নামবে মানুষের ঢল এবার জোর কদম চল চল চল
বাঁধ ভাঙা জোয়ারের মতন।
এবার নামবে বাংলার সব আপামর জনসাধারণ
দল মত নির্বিশেষে—
নাগরিক অধিকারের দাবি
হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ,
নির্বিচারে গণহত্যার বিচারের দাবি
বত্রিশ টি নিষ্পাপ শিশু হত্যার বিচারের দাবি লয়ে ,
চাকুরি ক্ষেত্রে যৌক্তিক সংস্কারের দাবি লয়ে ,
সর্বপরি দফা এক দাবি এক
শেখ হাসিনার ও মন্ত্রী পরিষদের পদত্যাগের
দাবি লয়ে
নামবে সকল স্তরের ছাত্র , পেশাজীবী মেহনতি মানুষের ঢল
বাংলার রাজপথে ।
সফল গণ অভ্যুত্থানের দৃপ্ত প্রত্যয় লয়ে বুকে
এই অসহযোগ আন্দোলন চলছে চলবে ...
এবার জাগবে বাংলাদেশ,
বাক আর বিবেকের চূড়ান্ত স্বাধীনতা লয়ে;
পত পত করে উড়বে লাল সবুজ পতাকা বাংলার উন্মুক্ত প্রান্তরে
গণ অভ্যুত্থানের ডাক এসেছে দৃঢ় প্রত্যয়ে
অনেক ত্যাগের বিনিময়ে
মহেন্দ্র ক্ষণ এসেছে যে সোনার বাংলাদেশে
নতুন বাংলাদেশ গড়বো এবার মোরা,
এই করেছি পণ! এবার বদলে দেবো এসেছে মহেন্দ্র ক্ষণ
বদলে যাবো এবার হবে কাঙ্ক্ষিত পরিবর্তন।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে এটা ঠিক কোটা আন্দোলনের আড়ালে সরকার বিরোধীরা সরকার পতনের জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দল নিরপেক্ষ ছাত্র আন্দোলনের নামের আড়ালে মূলত তাদের লোকজনেরাই আন্দোলন করছে। সমন্বয়ক পদের নামে যে ছেলেগুলো নেতৃত্ব দিতেছে তাদের কথাবার্তা ঠিক বিএনপির কথাবার্তার মতই। মন্ত্রীদের পদত্যাগ চাওয়া তাদের কাজ না। তাদের কথাবার্তায় শুরু থেকেই মনে হয়েছে তারা রাজনৈতিক দল।

দুর্ভাগ্য সাধারণ জনগণের। এই সমস্ত আন্দোলন নামের নৈরাজ্যে দুর্ভোগ পোহাতে হয় তাদেরই। মারা যেতে হয় তাদেরই।

এটাও ঠিক যে সরকার পক্ষ এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি।
পারলে এটাকে ২০১৮ সালেই এই সব কোটা ইস্যু শেষ করে দেওয়া যতো । এবছরও প্রথমদিকে শেষ করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু উভয় পক্ষের বেশি বাড়াবাড়ির কারণে দেশের ও কোরআনে ক্ষতি হয়ে গেছে যেটার পূরণ হবার নয়
। মাঝখান থেকে দেশে কিছু নতুন নতুন নেতা পাওয়া যাচ্ছে ।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অবৈধ সরকার ভোট ডাকাতির সরকার গণতন্ত্র হরণের দায়ে এই সরকারকে জনতার আদালতে দাড়াতে হবে । এরা রাষ্ট্রদ্রোহী ভারতের পা চাটা গুলাম ।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫০

কাঁউটাল বলেছেন:

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এটাই ছবি হিসেবে দিয়ে দিলাম ।কাঁউটাল

৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১০:০০

মেঠোপথ২৩ বলেছেন: কবিতায় +++

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.