নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খেলা হবে !!!!
এখনও ঢের বাকি
জানি তোমার প্রাণে স্বপ্ন দেয় উঁকি
তোমার গোলপোস্টে আমার পেনাল্টি ;
শক্তি শালী পায়ের জোরালো শটে দূর্দান্ত গোল
দর্শক গ্যালারি উৎসব উৎসব রব
দুজনারই জয় যেন সুনিশ্চিত ।
তৃপ্তির ঢেঁকুর তুলে সব ব্যথা ভুলে
তোমার চূড়ান্ত স্বীকৃতি,
সব বিবেচনায় আমিই হিট
তোমার সরোবরে উপচে পড়া জল
আমাদের ভালোবাসা জমে ক্ষীর ।
ভালোবাসি যে তোমাকেই প্রিয়তমা
চূড়ান্ত খেলা হবে তোমার আমার মাঝে
আমি পাকা খেলোয়াড় নির্ভরযোগ্য
খোঁপায় দেবো গোলাপ গুঁজে
আমায় পাবে তোমার মাঝেই
ভালোবাসার অনুরাগে ।
খেলা হবে খেলা হবে আঁধার রাতে...
২| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শামীম ওসমান থাকবে না আমি বলছি প্লিজ আমি কিন্তু কাউকে প্লিজ বলিনা ।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনি ডুবায়েছেন, জাতির সরকারে বড় পদে থেকে দেশের মানুষের জন্য কাজ না'করে সন্ত্রাসীদের পক্ষে ছিলেন সব সময়।
শামীম ওসমান ও তার নেত্রীও আমার চোখে দুষ্ট মানুষ; আমার নেতা হচ্ছেন: শেরে বাংলা, শেখ সাহেব ও মওলানা। জিয়া শেখকে হত্যা করার পর আপনি জিয়াকে অভিনন্দন জানিয়ে কবিতা লিখেছিলেন।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
ঊণকৌটী বলেছেন: এই সব বালের কবিতা লিখে কি বালের উপকার করছেন দেশের
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: স্বামী বিবেকানন্দের লেজ না ধরে ডিবি হারুণের লেজ ধরেন । কবিতা আমি লিখিনা আপনার কাছে বলে কি লাভ পাচ মাস ব্লগিং করেন। দেশের অর্থনীতিতে আপনার ভূমিকা কি?
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সন্ত্রাসীদের আমি ও পছন্দ করিনা খেলা হবে বলে তাদের আর খেলায় পাওয়া যায় না। @ চাঁদ গাজী বঙ্গবন্ধু হত্যার সময় আমার জন্ম হয় নাই। উণকৌটী আবার মাল্টি মাল্টির টাল্টিবাজী। আমার কাজ আমি কিন্তু ঠিকই করি। লাল মাওলানা আমার ও প্রিয় নেতা।ৎবঙ্গবন্ধু মহান নেতা।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৭
সোনাগাজী বলেছেন:
আপনি জিয়া ও পিন্টুকে স্মরণ করেছেন, শ্রদ্ধা জানায়েছেন।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: নাসির উদ্দিন পিন্ট এমপি ঢাকার একটি আসন থেকে নির্বাচিত এমপি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট ও সেক্রেটারি দুটো পদেই দায়িত্বপালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়াশুনা করে ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির প্রেসেডিন্ট ও সেক্রেটারি হওয়া প্রায় অসম্ভব । তিনি দুদুটো পদ অংলকৃত করেছেন। আর প্রেসিডেন্ট জিয়া ছিলেন স্বাধীনতার অন্যতম ঘোষক ও জাতীয় বীর বীর উত্তম বাংলাদেশের একজন সফল প্রেসিডেন্ট । সাম্প্রতিক ক্রান্তিালের মতো একটা অবস্থায় উনার মহাকাব্যিক উত্থান হয়েছিল। মানুষ এখন বুঝবে সময়ের প্রয়োজনেই সৃষ্টি হয় একেকটি ইতিহাস । তারা আমার অনেক সিনিয়র তারা গণহত্যা করেনি । নাসির উদ্দিন পিন্টু ছিলেন নামাযী মানুষ ।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৮
সোনাগাজী বলেছেন:
খেলায় কি সন্ত্রাসী নাসির উদ্দিন পিন্টুও থাকবে?