নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বন্যাক্রান্ত প্রিয় ফেনী

২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯



কারো তলিয়ে গেছে বাড়ি
উনূন জ্বলছে না আর, মানুষ
ক্ষুধার লাগিয়া করছে আহাজারি
চারিদিকে থৈ থৈ পানি
তবু করতে পারছে না একবিন্দু জলপান;
ভাসছে মানুষ, ভাসছে গৃহপালিত পশু
ছোট নিষ্পাপ— অবোধ— অবুঝ শিশু
বাবার ক্লান্ত স্কন্ধে গড়েছে বসত
অগণিত অবলা প্রাণ।
বাণের জলে ভেসে ভেসে
গোটা স্বদেশ যেন করছে উত্তাল সমুদ্র স্নান।
তিমির আঁধার রাতে মিলছে না তাদের কোন
মাথা গুঁজবার ঠাঁই, তারাও তো এদেশের সন্তান
আমাদের বোন ভাই, ভারতের অযাচিত চক্রান্তে
উজানের উপচে পড়া জলে, আকস্মিক প্লাবণে
পথ— ঘাট— মাঠ সবই যে সয়লাব
বানের তোড়ে ভেঙে গেছে মন
বাঁচার লড়াইয়ে অবতীর্ণ এখন, বাংলাদেশের মানুষ।
এ যেন স্রষ্টার পক্ষ থেকেও এক অগ্নিপরীক্ষা
এই পরীক্ষায় জিততে হবে
আবারও যে করতে হবে প্রমাণ
আমাদের একাত্মতা, জোটবদ্ধতা আর দেশপ্রেম পর্বত সমান;
বৈরী পরিবেশ জয় করতে পারে, বীর দর্পে লড়তে পারে
বিশ্বমানবতা লয়ে আমরাই যে সেরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।
মানুষের কষ্টে কাঁদে মোদের মন
আবারও যে করতে হবে প্রমাণ
নিজে না খেয়ে থেকেও
অপরেরে মোরা করতে পারি যে অন্ন দান ।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩০

শেরজা তপন বলেছেন: এমন দুর্যোগে দুর্বিপাকেই আসলে দেশের প্রতি প্রেম আপনজন পরিবারের প্রতি সত্যকারের মমত্ববোধ ফুটে ওঠে।
কবিতা ভাল হয়েছে ভাই।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: এই দূর্যোগ আরোপিত। এটা সাধারণ বন্যা ছিলনা। এটি ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যা যার ক্ষয়ক্ষতির ক্ষমতা স্বাভাবিক বন্যার তুলনায় অনেক বেশি। ভেজা মওসুমে একটা বৃহৎ ড্যাম ফেইলর হলে যে ধরণের বণ্যা হয় সেসরকম। প্রচুর বৃষ্টিপাতের পরে একযুগে সবগুলো গেট খুলে দিয়ে প্লাবনে ভাসিয়ে দিয়েছে । প্রচন্ড স্রোত নিয়ে পানির প্রবাহ ভয়াবহরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কত মানুষ যে জলে ভেসে গেছে কে জানে? বাংলার মানুষ বন্যা মোকাবেলায় সবচেয়ে সফল হলেও এই ভারত সৃষ্ট বন্যা ছিল ব্যতিক্রম। তারা আবার এদেশের সংখ্যালঘু নির্যাতন ফলাও করে প্রচার করে বেহায়ার মতো। প্রতিবেশিদের জন্য ভারত একটা গজব একটা দানব রাষ্ট্রে পরিণত হয়েছে । কমেন্টে ধন্যবাদ ।

২| ২৮ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

রুদ্রনীল৭৮ বলেছেন: শুদ্ধ আবেগের কবিতা।

২৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। দেশের মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে । থাকার জায়গা নেই । শিশুরা ভাসছে বন্যার পানিতে । কত জীবন আজ অসহায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.