![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
২০২৪ সালের ৪ আগস্ট অগ্নিগর্ভ ছিল সারা দেশ। কর্মসূচি ঠেকাতে ফেসিস্ট খুনি হাসিনার নেতৃত্বাধীন সরকার তথা পুলিশ, আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীরা ছাত্র ও জনতার ওপর নৃশংস হামলা চালায়। এতে শতাধিক বিক্ষোভকারী নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর বর্বর লাঠিচার্জ, গুলি বর্ষণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার সরকারের অমানবিক চরিত্র উন্মোচন করেছিল। তাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ডাক হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ টু ঢাকা’।
সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে লাঠিসোঁটা, পিস্তল, শটগান, বন্দুকসহ আগ্নেয়াস্ত্র ছিল, তার হায়েনার মতো সেদিন ঝাপিয়ে পড়েছিল ছাত্র-জনতা আন্দোলনকারীদের ওপর; হত্যা করেছিল শতশত মানুষ। যা ওরা এখনো স্বীকার করে না!
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা দলকার পাষাণ বিবেকহীন।
২| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ ভুল স্বীকার করুক আর নাই করুক তাদের আর ফিরে আসা সহজ হবে না। ডিজিটাল যুগে আপকর্ম করলে ফিরে আসা কঠিন। একই ভাবে ডিজিটাল যুগে যদি বিএনপি-জামাত ২০০১-০৬ সালের আকাম কুকাম করে তবে আমি ভবিষ্যতে বাংলাদেশে সামরিক শাসন ছাড়া আর কিছুই দেখছি না।
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২০০১-০৬ সালে বিএনপি যে আকাম কুকাম করেছে তা আম্লিগের তুলনায় পেটের শিশু। তারপরও কোন আকাম কুকাম জনগন আর সহ্য করবেনা।
৩| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫২
সামছুল আলম কচি বলেছেন: মূর্খ ও জালিম'রা-ই ; মূর্খ ও জালিমদের পদলেহন করে !! এসব লিকে কি লাভ হবে ?? এরা তো বিল্ট-ইন ব্লক হেডেড !!
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মূর্খ ও জালিম'রা-ই ; মূর্খ ও জালিমদের পদলেহন করে !! সঠিক
৪| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২
অরণি বলেছেন: মানুষ হলে তবেই তো বুঝবে মানবতা কী? ওরা কি মানুষ? ওরা হলো আওয়ামীলীগ। ওদের কথা ভাবলে অবাক লাগে।
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই তাই মানুষ হলে তবেই তো বুঝবে মানবতা।
৫| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ত্রিপুরায় কয়েকজন বাংলাদেশী অপহরণকারী হিসেবে ধরা পরেছে তারা পুলিশের কাছে বলেছে যে তারা আওয়ামীলীগ করে, দেখেছেন এদের অবস্থা?
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছে ওরা মানুষ না ওরা আম্লিগ।
৬| ১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আওয়ামীলীগের কৃতকর্মের জন্য ভুগতে হবে বহু বছর। ধীরে ধীরে আওয়ামীলীগের রাজনীতি শেষের পথে।
১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চিরস্থায়ীভাবে আম্লিগকে নিষিদ্ধ করা উচিত।
৭| ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৫
নতুন মেসাইয়া বলেছেন:
এবারের আমেরিকান ক্যু ছিলো হাজার ছাত্রের লাশ ফেলে, মানুষকে রাস্তায় নামানো ও সেনা অফিসারেরা শেখ হাসিনাকে সরায়ে দিবে।
দৃশ্যমান সমন্বকদের বাহিরে ৩০ হাজারের মতো শিবিরকে জল্লাদী ট্রেনিং দিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী; এরা গৃহযুদ্ধের প্রস্ততি নিয়ে রেখেছে।
১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দৃশ্যমান সমন্বকদের বাহিরে ৩০ হাজারের মতো শিবিরকে জল্লাদী ট্রেনিং দিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী; এরা গৃহযুদ্ধের প্রস্ততি নিয়ে রেখেছে।
এসব ফালতু কথায় কেউ কান দেবেনা।
৮| ১৪ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০১
নতুন মেসাইয়া বলেছেন:
ব্যায়াম করেন, ভালো খান, ২ বছর বেঁচে থাকলে কিছুটা দেখতে পাবেন।
৯| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০৩
বিজন রয় বলেছেন: নিজের অপরাধ কি কেউ নিজে স্বীকার করে।
এখন যারা আওয়ামীলীগের মতো করছে তারা কি স্বীকার করবে?
১০| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইউনূসের পতন চেয়ে মাঠে নামেন। দেখেন পাছা ঠিক থাকে কি না। কোটা সংস্কারের নাম করে সরকার পতনের আন্দোলন করবেন আর ওরা ফুল দেবে?
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: ওরাই দলকানা পাষাণ
বিবেকহীন ----------