নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬




১।

তোমার জন্ম দিনে আলোকিত গোটা স্বদেশ যেন
তাই খুশির সীমা নাই, হে আপোষহীন নেত্রী
এমন দিনে পূলকিত মনে শুভজন্মদিন আর
ফুলেল শুভেচ্ছা তোমায়,
হে গণতন্ত্র কামী মানুষের দুর্গম সহযাত্রী।

হে সুন্দর, দেশের মানুষ অনেক বেশি
বাসে যে ভালো তোমায়
তোমার হাসিতে যেন ভূবন হাসে
তোমার দুঃখে কাঁদে, তুমি গণতন্ত্রের মূর্ত প্রতীক
স্বৈরাচারের যম, তুমি দাও অসহনীয় দহন ঠিক
গণখুনি স্বৈরাচারের পাতা মরণ ফাঁদে।
তোমার বিচরণ নয়তো অকারণ
গণতন্ত্রের ঝান্ডা যে থাকে তোমার হাতে,
স্বৈরাচারের শত অত্যাচারেও তুমি স্বদেশ ছাড়ো নাই
সুযোগ বুঝে আয়না বিবি নিজেই গেছে চলে দূরদেশে
সাঙ্গ পাঙ্গ তার অনিরাপদ রেখে এই বাংলায়।

দৃষ্টান্ত দেবার মতো স্বদেশ প্রেম তোমার
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মোদের অহংকার
শুভ জন্মদিন, নিরন্তর শুভকামনা
সুদীর্ঘ সুন্দর সুস্থ সফল জীবন হোক তোমার,
স্রষ্টার দরবারে করিতেছি প্রার্থনা ।

২।

স্বৈরাচারের রোষানলে পড়ে তিনি হলেন যেন একটা জিন্দা লাশ
বিগত দিনের গণতন্ত্রেরই মতো, সবই যেন নিয়তির এক নির্মম পরিহাস।
সন্তানের অকাল প্রয়াণে হৃদয়টা যে তাঁর আরও ক্ষত বিক্ষত
কোন ভাষাই যে যথেষ্ট নয় তাকে স্বান্তনা দেবার মতো।
এত আঘাত শয়ে শত চাপেও তিনি স্বদেশ ছাড়েননি
বাংলাদেশের মানুষ ছেড়ে কোথাও যান নি
রোগে শোকে বয়সভারে জর্জরিত তবুও গণতন্ত্রের পথটা ছাড়েন নি
তিনি যেন দেশপ্রেমের মূর্তপ্রতীক এক, শত অত্যাচার শয়ে
সুদীর্ঘ সময় গেলো তার জীবন থেকে নির্বিচারে গৃহবন্দী হয়ে
অবশেষে বিজয় হলো তার,
দেশমাতা যে মুক্তি পেল লাল সবুজের জয় হলো স্বৈরাচার নিপাত গেলো
বিশ্বেরদরবারে গণতন্ত্রের মূর্ত প্রতীক তিনি বিশ্ববাসী প্রমাণ পেলো তার।
গৃহবধু থেকে তিনি রাজনীতির মহান নেতা অবাক সূর্যোদয় বাংলার আকাশে
তিমির আধার দূর করে তাই আবারও উঠেছে, আঁধার শেষে আলোর পেলাম দেখা।
আজকে খুশির দিন বাঁধ ভাঙার জোয়ারে তাই উৎসব মুখরদিন
আজকে যে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার শুভ জন্মদিন
আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা শুভকামনা জানাই তারে
হে দেশ মাতা, বঙ্গজননী, বিশ্ববরেণ্য নেতা- শুভ জন্মদিন ।







মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:



চোর ও গর্দভ মহিলার জন্য বিশ্রী পংক্তিমালা

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: তিনি একজন সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। গণতন্ত্রের জন্য লড়াকু নেতা। শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য । বিশেষ করে স্বৈরাচার বিরুধি আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনবদ্য নেতৃত্ব। একমাত্র নেত্রী যিনি নির্বাচনে বাংলাদেশের বিভিন্নপ্রান্তে সবগুলো আসনে জয়লাভ করেছেন । এত জনপ্রিয় নেতৃত্ব দেশে বিরল। ১৫ আগষ্ট তার জন্মদিন । তাই বেগম খালেদা জিয়াকে বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা ।

২| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: "সোনাগাজী,
এ্যাই শ্‌শ্‌সোনাগাজী!
বুড়ো ভাম, অথর্ব!!
থাপ্পড় দিয়ে দাঁআঁত ফেলে দেবো।
বেএ-আদপ!
...
চোপ!"

:D
কাগু, এইগুলা আমার কথা না। যে কমেন্ট ল্যাখসেন, খালেদা জিয়া আপনেরে সামনে পাইলে এই কথাগুলা বলতো।

বিশ্বাস করেন, আমি এগুলা বলতাম না। কক্ষনো না। আপনি বয়সে বড়, গুরুজন। মূর্খ হইছেন তো কি হইছে? বয়সে বড় না? আপনাকে কখনোই এইসব আমি বলবো না। বয়সে বড় মানেই গুরুজন। এইটা আমি সব সময় মেনে চলি।

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। বাংলাদেশী জাতীয়তাবাদ এদেশের মানুষের পরিচয়কে সুষ্পস্ট ও সার্বজনীন গ্রহণযোগ্য করে তুলেছে ।

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনাদের এখন অবসর নেয়ার সময়। অনুতাপের সময়

উনাকে আর উনার দলকেও এবং আমাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়েত দান করে যেন। উনাকে বৃদ্ধ বয়সে প্রতিহিংসার শিকার হয়ে জেলে থাকতে হয়েছে দীর্ঘদিন উনার বাড়ি কেড়ে নেয়া হয়েছে উনার কনিষ্ঠ সন্তান মারা গেছে আরকে সন্তান লন্ডনে নির্বাসিত। তিনি দেশকে ছাড়েন নি। উনার দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে । দলে গ্রহণযোগ্যতা আছে ।

৪| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩২

রানার ব্লগ বলেছেন: একজন গনবিরধী কে দেশ ছাড়া করে আর একজন গনবিরধীর গুনগান গাওয়া বেশ আরামদায়ক । দুই ব্যক্তিই স্বৈরাচারী !!! এবং কি এক অপুর্ব মিল এদের দুই সন্তান একি ধাতুর দুই আলাদা বাই প্রডাক্ট ।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: গণতন্ত্রের মানস কন্যা স্বৈারাচার হয়ে বিদায় নিয়েছেন কিন্তু বেগম জিয়া গণতন্ত্রের ধ্বজাধারি আপোষহীন মহান নেতা । জনাব তারেক রহমান আগের চেয়ে অনেক পরিণত পরিশীলিত নেতা আর জয় হতাশাজনক । তবে রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই ।

ধন্যবাদ কমেন্টে ।

৫| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





চোর।
চোর।
চোর।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: খালেদা জিয়া একজন সৎ যোগ্য প্রকৃত দেশপ্রেমিক মহান নেতা ।

ধন্যবাদ ।

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১

করুণাধারা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাই।

তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে পরিবার তন্ত্রের অবসান হওয়া দরকার।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিবার তন্ত্র বিষয়টি তখন আসবে যখন দুই সমান গ্রহনযোগ্য কিংবা সমানে সমান । কিন্তু দলে উনার সমান গ্রহণযোগ্য একজনও নেই । ওনার সমান জনপ্রিয়ও কেউ নেই । পরিবারের কারণে কাউকে বাদ দেয়ার পক্ষে নই আমি। দল যাকে গ্রহণযোগ্য মনে করবে তাকেই বসাবে ক্ষমতার মসনদে ।

ধন্যবাদ সুচিন্তিত মতামত প্রদানের জন্য ।

৭| ১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০০

কামাল১৮ বলেছেন: এমন ছবি না ছাপানোই ভালো।মোল্লাদের কথা বিবেচনা করে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: মোল্লারা এখানে নেই। সো নো প্রবলেম । এই ছবি উনার তারুণ্যের ছবি। গৃহবধু থেকে উনি মহান নেতা হয়ে ওঠলেন ।

৮| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:




উনি রাজনীতিবিদ, পিন্টু আপনার আদর্শ, আপনি কি বস্তু?

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: যোগ্য উত্তরসুরি ।

আপনি আর কয়টা গণহত্যা দেখার খায়েস করেন ছাত্র জনতার তাজা তাজা রক্ত । আজকে বঙ্গস্বপরিবারে নিহত হয়েছে তার জন্য শোক প্রকাশ করছি। কিন্তু সব তো দেশের মানুষের জন্য এই শত শত মানুষের শহীদ হওয়া কি সংঘাতিক। প্রতিটা জীবন সমান দামি। এমন কি নিরাপরাধ জীবনের দাম অনেক বেশি রাজনীতির স্বৈরাচারদের চেয়ে।

আরেকটি কবিতা পাঠ করেন ।

শুভজন্মদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

নোবেল পুরস্কার তার হাতে পায় শোভা
গণতন্ত্রের ঝান্ডা যে তার হাতে
একের পর এক অগ্নিপরীক্ষায়
উত্তীর্ণ এক ফিনিক্সপাখি
যেন বারবার আগুনে জ্বলে পুড়ে অঙ্গার
ধ্বংসাবশেষ ভস্ম থেকে দ্বিগুণ শক্তি নিয়ে
অবধারিত পুণর্জন্ম তার ললাটে লেখা।
স্বৈরাচারের শৃঙ্খল অযাচিত রোষানল
সীমাহীন নির্যাতন শয়ে
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে
প্রপাগান্ডা অপবাদ আয়নাবিবির বিষদাঁত ভেঙে
প্রবাদপ্রতীম জনপ্রিয়তায়
আধুনিক বিশ্বে গণতন্ত্রের মাতা হে
লও লও লও সালাম, দেশ মাতা
আজকের এই দিনে শুভজন্মদিন তোমাকে
নিরন্তর শুভকামনা সতত মঙ্গল প্রার্থণা
তোমার তরে ।

৯| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৮

শার্দূল ২২ বলেছেন: সারা বাংলাদেশ ঘুরে মানুষের মতামত নিয়ে আমি বিএনপির সমর্থকদের কিছুটা বুঝতে পেরেছি। প্রথমত এরা অনেক সহজ সরল হয়। কোন কিছুর গভীরতায় যেতে চায়না, যে কোন খবর এদের দলের পক্ষে গেলে লুফে নিবে বিপক্ষে গেলে ফেলে দিবে। একটু সময় ব্যয় করবেনা ঘটনার আড়ালে কি আছে। সাধারণত এরা বাবার মতামতের উপর ভিত্তি করেই এই দলকে সাপোর্ট করে। আমাদের এক জেঠা আছে , ওনাকে প্রশ্ন করলাম জেঠা আপনি বিএনপি সাপোরট কেন করেন। উনি সাফ সাফ জবাব- এত সুন্দর চেহারার খালেদাকে ভোট দেবনা কি ফুলন দেবি মার্কা চেহারার হাসিনাকে দেব নাকি। আর গ্রামের জেঠিদের কাছে জানতে চাইলে তারা বলে ধান খেয়ে বাঁচি ধানকেই ভোট দেব। নৌকা দিয়ে কি করবো, আছে নাকি খাল বিল পানি। এটার সংখ্যা নেহায়েৎ কম নয়, মোটা মুটি ৫০ ভাগ,। ৩০ ভাগ উনি সুন্দর তাই, আর ২০ ভাগ জিয়াউর রহমান কিছু ভালো কাজ করেছেন সেটার জন্য। এসবের আড়ালে ধর্মটা প্রভাব ফেলেছে এখনো বিএনপি সাপোর্টের বিষয়। ব্যাক্তিগত ভাবে আমি নিজেও খালেদা জিয়াকে লাইক করি, একজন গৃহীনি হিসেবে । একজন নারী হিসেবেও করি কারণ উনি যথেষ্ট ভদ্র একটা মহিলা। নেত্রী বা প্রধানমোনত্রী হিসেবে ওনার ১০ ভাগ যোগ্যতা নেই। কারণ ওনার সময় উনি কোনদিন মন্ত্রীপরিষদের বৈঠক শেষ করে সাংবাদিকদের ব্রিফিং করতে পারেনি কি বিষ্য কি সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া উনি নিজের মগজ থেকে ২ মিনিট দেশ দশের জন্য কথা বলতে পারেনি। এমন মানুষকে দলের প্রধান করলে দল যাবে সেই সাথে দেশও। জিয়াউর রহমানের সু+দর পরিবারটাকে তথাকথিত মান্নান ভুইয়ারা ব্যবহার করে টাকার পাহাড় করেছে।

কেন আজকে এত কথা এই কবিতার পোষ্টে- তার কারণ আমাদের আনোয়ার ভাইকে আমি এক যুগের মত চিনি ওনার কবিতা শত শত এখানে, একদম নির্ভেজাল একটা ব্লগার। ওনার সারা গায়ে মনে সরলতা । এই সরলতার ভিত্তিতেই উনি খালেদা জিয়ার এতটা ভক্তযে ওনার ভুয়া জন্ম দিনেও এত সুন্দর কবিতা লিখে ফেলেছে।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। মান্নান ভুইয়ারা চোরি করে দূর্ণীতি করে দলের বদনাম করেছেন। আসলে উনার বিকল্প দলে এখনও নেই । তবে তারেক রহমান এখন হয়তো প্রস্ত্তুত আগামি দিনে নেতৃত্ব দেয়ার জন্য । সেটা ভবিষ্যতই বলে দেবে ।

১০| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২১

এস.এম.সাগর বলেছেন: সোনাগাজী বলেছেন:




উনি রাজনীতিবিদ, পিন্টু আপনার আদর্শ, আপনি কি বস্তু?


আর আপনার আদর্শ স্বৈারাচার শেখ মুজিব ও তার যোগ্য কন্যা খুনি মাফিয়া হাসিনা তাইনা?

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: গণ খুনি হাছিনা তার পছন্দের নেতা ।

তবে মাওলানা ভাসানিও আমার পছন্দের নেতা ।

১১| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫

আহসানের ব্লগ বলেছেন: সামুতে হা হা রিয়েক্ট রাখার জোর দাবী জানাই।

১২| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২২

নতুন বলেছেন: যেই মানুষ অন্যের মৃত্যু দিবশে ভুয়া জন্মদিন পালন করতে পারে সে কখনোই সন্মানের পাত্র হতে পারে না।

https://www.tbsnews.net/bangladesh/politics/khaleda-has-three-birthdays-6-agencies-reports-hc-343741

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.