![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
# পরীক্ষাসহ বিভিন্ন বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অস্ত্র-শস্ত্র নিয়ে হামলায় অন্তত অর্ধশত আহত। [রিপোর্ট প্রথম আলোর]
এই ঘটনা নিয়ে দেশের শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ অভিভাবক কি বলছেন?
# রাবিতে শিবির গোলমালের চেষ্টা করেছে : শিক্ষামন্ত্রী [নয়া দিগন্ত]
মাত্র একদিন আগের ঘটনাকে যদি এই লোকেরা ১৮০ডিগ্রী ঘুরিয়ে দিতে পারে...তবে ৪২বছর আগের ৭১ এর ঘটনা এই লোকদের মুখে কিভাবে বিশ্বাস করি? আমাকে বুঝান প্লীজ।
২.
এস.এ টিভি ভালোই মজা নিলো: পরপর ২টা ব্রীফ সচিত্র রিপোর্ট দেখাইলো।।
-"রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করেনি পুলিশ, উল্টো সাধারণ শিক্ষার্থীদের নামে মামলা! " এইখানে রাবি লীগের সভাপতি তুহিন সহ বাকী ক্যডারদের অস্ত্রসহ ভিডিও ফুটেজ দেখাইলো।
এরই নেক্সট রিপোর্ট: "ভিডিও ফুটেজ থাকা স্বত্বেও ছাত্রলীগের দোষ শিবিরের উপর চাপিয়ে দিলেন শিক্ষামন্ত্রী" এরপর দেখাইলো বেহায়াটার সাক্ষাৎকার। খ্যক খ্যক।
পুরা সতর উন্মুক্ত করে দিসে, এতদিনে একটু দিগন্তের টেষ্ট পাইলাম।
৩.
নাসিম, নানক, শামীম ওসমান রা এভাবেই আজ মসনদে গিয়ে পৌছেছে।
সুতরাং, প্লীজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সোনার ছেলেদের দোষ দেবেন না।
তাছাড়া দেশ স্বাধীন করেছে আওয়ামীলীগ। হাজার খুণ, ধর্ষণের সেঞ্চুরী, চাদাবাজি, বন্দুকবাজি, টেন্ডারবাজি, মাইর-পিট ভাংচুর...যা ইচ্ছা তা খুশি করার অধিকার আছে। হ্যাভিং পবলেম? বাংলা ছাড়, পাকিস্তান যা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
শরিফুল ইসলাম সীমান বলেছেন: নোবেলের বাংলাদেশী ভার্শন তৈরী করা সম্ভব? জাফর স্যারের সাথে কথা বলে দেখি
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
পূরান পাগল বলেছেন: দারুন লিখেছেন। কবে যে আমজনতা এদের আসল রূপ বুঝবে আল্লাহ্ই জানে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
শরিফুল ইসলাম সীমান বলেছেন: আমজনতার উপর আশা ছেড়ে দেওয়াটাই মঙ্গল। বাতাস যেদিকে এরাও সেদিক ছুটতে বাধ্য। নিরীহ গোবেচারা রা আর কতটুকু করবে?
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
শেষসময় বলেছেন: ওদের লজ্জা বলে কিছু নাই।লজ্জা থাকলে এতদিনে কচুগাছে দড়ি দিতো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
শরিফুল ইসলাম সীমান বলেছেন: লজ্জা! এ আবার কি!
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
nurul amin বলেছেন: ছাত্র লীগের আকাম কুকামেয় দায় আওয়ামীলীগ নিবে না। যার যার কুকর্মের দায় তারাই বহন করবে: হা সা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
শরিফুল ইসলাম সীমান বলেছেন: আর কি কমু! জারজ পোলার কুকামের দায়িত্ব কেউ নিতে চায় না!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
এম এ কাশেম বলেছেন: মিথ্যা বলার উপর নোবেল প্রাইজ দেয় না বুঝি?
দিলে তো আমাগো মন্ত্রী মিনিস্টার হগলে প্রতি
বছর নোবেল প্রাইজ পাইতো।