![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন আপনি একজন কয়েদি। আপনার রুমে দুটি দরজা আছে। একটি দিয়ে আপনি জেল থেকে বের হয়ে যেতে পারেন। আর একটি দরজা জেল প্রশাসকের রুমের দিকে। কিন্তু আপনি জানেন না কোন দরজা কোনদিকে। প্রত্যেক দরজায় একজন করে সিকিউরিটি গার্ড আছে। আপনি আরও জানেন সিকিউরিটি গার্ডদের একজন সর্বদা মিথ্যা বলে- অন্যজন সর্বদা সত্য বলে। এবারও আপনি জানেন না কে সত্য বলে আর কে মিথ্যা বলে।
আপনি সিকিউরিটি গার্ডদের কেবল একজনকে প্রশ্ন করতে পারবেন এবং কেবল একটি মাত্র প্রশ্ন করতে পারবেন।
আপনি একজন সিকিউরিটি গার্ডকে কি প্রশ্ন করলে সে নিশ্চিতরুপে আপনাকে জেল থেকে বের হবার দরজাটা বলে দিবে?
২| ২১ শে মে, ২০১৪ রাত ১২:০৯
ভারসাম্য বলেছেন: যে কোন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে হবে, বলতো আমি যদি অন্য গার্ডটিকে জিজ্ঞেস করি যে, জেল প্রশাসকের দরজা কোনটি, তাহলে সে কোন দরজা দেখাবে?
সেই দরজা দিয়ে বেরিয়ে গেলেই হবে।
২১ শে মে, ২০১৪ বিকাল ৩:০২
রাকি২০১১ বলেছেন: ওয়েল ডান।
৩| ২১ শে মে, ২০১৪ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে
উঠব আমি ডাকি !
২১ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪
রাকি২০১১ বলেছেন: ডাকেন। ডাকেন।
৪| ২১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৯
জাহাঙ্গীর জান বলেছেন: আমি বলব ঈমানদার অবশ্যই মিথ্যে বলবে না নামের সময় নামাজ আদায় করতে যাবেন বাকী থাকেন একজন তাকেই প্রশ্ন করলে সত্য বেরিয়ে আসবে কেনো না কয়েদি ভালো করেই জানে এইলোক মিথ্যে বাদী একে যদি জিজ্ঞাসা করি জেল প্রশাসকের অফিস কোন দিকে সে যেহেতু মিথ্যাবাদী ডানে হলে বামে বলবে কয়েদিকে অবশ্যই ডানদিকে বেরিয়ে যেতে হবে ।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ রাত ৯:০৯
মূর্খ রুমেল বলেছেন: So easy but cannot say it cause now I m on mobile. So cannot type in bangla.