নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভে যাওয়া আলোর পূজারী.....

সিউল রায়হান

সিউল রায়হান › বিস্তারিত পোস্টঃ

"রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম B-) B-)......সবার কাছে রিভিউয়ের অনুরোধ

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:১৩

এর আগের ২টি পোস্টে আলোচনা শুরু করেছিলাম আমার বানানো ফোনেটিক-ফিক্সড লেআউটের উপর৷ এখন ওটার ডিটেইলস লিখছি৷ আপনাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ সেটা দেখবেন ও ফিডব্যাক দিবেন :)



কিবোর্ডের ছবি:





অক্ষরের বিন্যাস:

যেকোন লেআউটেই আমাদের বাংলা টাইপের জন্যে ৬২টি সিম্বল মাথায় রাখতে হয়৷ (৩৯টি ব্যঞ্জনবর্ণ+১১টি স্বরবর্ণ+১০টি কার-রূপ+হসন্ত+য-ফলা = ৬২)৷ আমি আগেই বলেছি কিবোর্ড মুখস্থ করাতে বাধ্য করাকে আমি সমর্থন করিনা৷ তাই দেখা যাক আমাদের পরিচিত স্টাইলেই কিভাবে মনে রাখা যায়৷



খুব সহজ, আমরা কিভাবে বর্ণমালা মনে রাখি ??? স্বরবর্ণ ও প্রথম ২৫টি ব্যঞ্জনবর্ণ জোড়ায় জোড়ায় এবং বাকিগুলি মনে রাখতে পারিনা সিরিয়ালি৷ ইংরেজীতে কোন বর্ণ লিখতে প্রতিটার করেসপন্ডিং একটা ইংরেজী বর্ণ আছে যেটা আমরা ব্যবহার করি৷ আমার লেআউটে এরকম মিল সাপোর্ট করা হবে৷ এবং তা জোড়ায় জোড়ায়, অর্থাৎ যে বাটনে "ক" আছে সেই বাটনেই "খ" আসবে আবার যে বাটনে "গ" আছে সেই বাটনেই "ঘ" থাকবে৷ একইসাথে স্বরবর্ণগুলি কার-রূপ ও পূর্ণ রূপে একই বাটনে থাকবে। তাহলে প্রাইমারী লিস্টটা হল:



ক/খ=K , গ/ঘ=G , চ/ছ=C , জ/ঝ=J , প/ফ=P , ব/ভ=B , য=Z , এ/ঐ=E , অ/আ=A , ই/ঈ=i , উ/ঊ=U , ঋ=W , ম=M , ন/ণ=N , ভ=V , র=R , ও/ঔ=O , স/ষ=S , ল=L



এবার তাহলে বাকিগুলি৷ "ড়/ঢ়" ২টিকে আমরা একসাথে মনে রাখি কিন্তু "R"-এ "র" চলে যাওয়ায় ৩টিকে একত্রে জায়গা দিতে পারবো না৷ তাই "Q=ড়/ঢ়" হল৷ ঙ/ঞ এই দু'টিকে দেয়া হল "X" এর জায়গায়৷



বাকি থাকলো ত,থ,দ,ধ এবং ট,ঠ,ড,ঢ৷ এখানে হাসিন ভাইয়ার ডেভেলপ করা স্টাইলটা ফলো করে "T" এ ট এবং ত কে, "D" তে ড এবং দ কে দেয়া হল৷ একই সাথে "Y"- এ য় এবং য-ফলাকে জায়গা দেয়া হল৷



বাদ থাকলো শ,ং,ঁ,ঃ, ধ,ঢ,থ৷ থ-কে ক্যাপিটাল-R , ধ-কে ক্যাপিটাল-W এবং শ-কে ক্যাপিটাল L এ দেয়া হল

সবশেষে ঃ=M ঁ=B ং=V (এই কয়েকটাই শুধু মুখস্থ করতে হবে, সমস্যা হবে না আশা করি :))



এবার ফোনেটিক ও যুক্তাক্ষর সাপোর্ট। ক/খ এর মত জোড়া কিভাবে লিখা যায় ?? ক=k হলে খ=kh ,তাইনা ?? এখানেও এমন সব ফর্মেশন সাপোর্ট করবে। তাহলে তো আবার সমস্যা, "হ" তাহলে কই যাবে ??? মানে তো "হ"। সিম্পল, "হ" লিখতে হবে "ক্যাপিটাল-H" দিয়ে।

আর যুক্তবর্ণ লিখতে হবে অক্ষরটি বানান করে এবং বর্ণগুলিকে যুক্ত করতে চাপতে হবে হসন্ত। হসন্ত আছে F(ছোট হাতের এফ, বড় হাতেরটায় "ফ" আছে)-এর জায়গায়। মানে স্কুল= স(s) হসন্ত(f) ক(k) উ(u) ল(l)



************



আরো কিছু ব্যাপার আছে সেটা না বলি। টেস্ট করে দেখুন ও ফিডব্যাক দিন প্লিজ :)



প্রজেক্ট হোমপেজ: http://code.google.com/p/bangla-keyboard-layout/

অনলাইন ডেমো: http://phonetic.sourceforge.net/



নামকরণ:



আর হ্যা, এটার নাম রেখেছি "রোকেয়া" লে-আউট কারণ আমি রংপুরের ছেলে, আমার বাসার খুব কাছেই বেগম রোকেয়ার জন্ম। বেগম রোকেয়া না আসলে এদেশের মেয়েরা ১০০ বছর পিছায় থাকতো। সমাজ তো খালি ছেলেদের দিয়ে না, তাই পুরো সমাজ ১০০ বছর পিছিয়ে থাকতো। আমার মা হয়তোবা শিক্ষিত হতেন না, আমিও তাই হতাম না। একই কথা সবার জন্যেই, তাইনা??? আমি নামকরণের দ্বারা উনাকে ছোট্ট একটা সম্মান দেয়ার চেষ্টা করেছি :)



আর ওয়েবসাইট তৈরী করেছে "আমড়া কাঠের ঢেকী"। আমি ওর কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। পুরো প্রজেক্টে আমার ক্রেডিট যদি হয় ৪০% তাহলে ওর ৬০% কারণ ও অনলাইন ডেমো সাইটটা বানিয়ে দিয়েছে, কিম্যাপটি তৈরী করে দিয়েছে, কোড টেস্টিং করে দিয়েছে। আমি তো শুধু বসে বসে কোড করেছি, এগুলি করা কঠিন ছিল আমার জন্যে। থ্যাংকস থ্যাংকস থ্যাংকস ম্যান :#> :#>



এইতো এ পর্যন্তই........ভাল থাকবেন সবাই :)

মন্তব্য ২১৭ টি রেটিং +৬৩/-২

মন্তব্য (২১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:১৯

নিরব হাসি বলেছেন: সিউল রায়হান ভাই রকজ!!!
++++++

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২০

সিউল রায়হান বলেছেন: খ্যাক খ্যাক..... :) টেংকুস

২| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:১৯

মঈনউদ্দিন বলেছেন: দারুন ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২১

সিউল রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) রিভিউ করিয়েন টাইম পেলে

৩| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২২

অজানা আমি বলেছেন: প্রিয়তে +

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৩

সিউল রায়হান বলেছেন: প্রিয়তে নিলেন ?? ডাবল ধন্যবাদ :)

৪| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৩

কুঁড়ের বাদশা বলেছেন: আইসো আইসো তোমরা দুইজন আমার কোলে আইস।

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৪

সিউল রায়হান বলেছেন: :-/ :-/

৫| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৩

অজানা আমি বলেছেন: চীফের গায়ে মনে হয় আগুন ধরে গেছে। অলরেডি একটা মাইনাস দিয়ে পালাইছে

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৫

সিউল রায়হান বলেছেন: কোডটা জাভাস্ক্রিপ্টে লিখা তবে সি++ / জাভা / পাইথন যেকোন ল্যাংগুয়েজে নিয়ে যাওয়া যাবে খুব সহজেই...... চীফের "ভানান যাচক" থেকে কোন প্রকার সাহায্য নেইনি জন্যে "ডান্সটোন" আইডি থেকে মাইনাস দিয়ে গেল :(

৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৪

এ আর খান বলেছেন: ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

৭| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৫

ম্যাভেরিক বলেছেন: দেখি সিউল কী করেছে! :-B

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩২

সিউল রায়হান বলেছেন: দেখেন ভাইয়া, দেখে রিভিউ দিয়েন B-)

৮| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন!

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৩

সিউল রায়হান বলেছেন: অভিনন্দনে কাজ হবে না....... রিভিউ চাই ভাইয়া :D

৯| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৭

দুরের পাখি বলেছেন: Q=ড়/ঢ়, X=ঞ/ঙ বা অন্য আরো কয়েকটা এগুলি অতিরিক্ত মাত্রায় র‌্যানডম হয়ে গেছে । সামুর ফোনেটিক বরং এই তুলনায় কিছুটা ভালো, যদিও অনেক বাগ এখনো আছে । এ এবং ঐ কে একই কি'তে রাখার কোন মানে হয় না । উচ্চারণ-ভিত্তিক কিবোর্ড করতে হলে, উচ্চাররণটাকেই প্রাধান্য দেয়া উচিৎ, বর্ণের চেহারাকে না ।

তাও, এটা নিশ্চয়ই ফাইনাল ভার্শন না । আমার আরো বিস্তারিত চিন্তা আছে এই বিষয়ের উপরে । আইলসামির জন্য লেখা হয়ে উঠে না । ফোনেটিক বাংলা কিবোর্ড নিয়া চিন্তা করতেছি অনেক দিন ধরেই , কিন্তু ফিল্ড অন্য জিনিস হওয়াতে চিন্তা করলেও প্রোগ্রামিং করতে পারি নাই ।

আরো মতামত দেবো । দেখি, একটা পোস্ট লেখা যায় কিনা ।

চালায়া যাও । এইটা একটা বিশাল কাজ । তবে স্ট্যান্ডার্ড এর জন্য একটা কথা মাথায় রাখা বোধহয় জরুরি । সেটা হৈলো, বাংলাভাষীদেরকে ইউজার মনে করে লেআউট করলে হবে না । তোমার লেআউটের মানদন্ড হবে, মোটামুটি বাংলা জানা কোন অন্য ভাষার লোক কতটা সহজে কিবোর্ডটা ব্যবহার করতে পারে সেইটা । তাহলে অটোমেটিকালি বাংলাভাষীদের জন্যও জিনিসটা সহজ হয়ে যাবে । এইটা বুঝানো একটু কঠিন । নিজে ইংরেজি ছাড়া অন্য কোন একটা ভাষা জানলে খুব সহজেই ব্যাপারটা আঁচ করা যায় । মানে কোন মানদন্ডে কিবোর্ড লেআউটের ভালোমন্দ বিচার করতে হবে সেটা ।

লগে আছি ।

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪১

সিউল রায়হান বলেছেন: অনেকদিন পরে আপনাকে দেখলাম মনে হয়, কেমন আছেন ?? :)

আর ভাইয়া একটু র‌্যান্ডম না করে উপায় কি বলেন ??? কিবোর্ডে এত জায়গা নাই ফিক্সড লেআউটের জন্যে :(

আমারও কিন্তু একই মত........ আমরা ইংরেজী জানা থাকলে তাকে সাপোর্ট দিতে পারি কিবোর্ডে (যেমন: kh লিখলেই "খ" লিখা হয়ে যাচ্ছে) কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পুরো পৃথিবীর যে কোন ভাষার যে কেউ এটা ব্যবহার করতে পারে...... তখন তাকে ইংরেজী যেন শিখতে না হয় তাই এটাকে ফিক্সড লেআউট হিসেবেও ডেভেলপ করেছি

ড়/ঢ়, ঙ/ঞ, এ/ঐ -কে একই কি'তে রাখলে তো সুবিধা ভাইয়া...... ওই যে বললাম, আমাদের ইনটেনশন হল জোড়ায় জোড়ায় মনে রাখা.... তাই একটা মনে আসলেই যেন অন্যটাও মনে এসে যায় সেই সাপোর্ট দিলাম

স্ট্যান্ডার্ড হতে গেলে সকল বর্ণের সাপোর্ট লাগবে, কোন বর্ণকে মেরে ফেলা যাবে না, ব্যবহারবান্ধব হতে হবে( সহজে মনে থাকে)...... এগুলি'র ফুল সাপোর্ট দেয়ার চেষ্টা করেছি..... এটা আলফা ভার্সন বলা যায়, ডেভেলপমেন্ট চলুক..... আমরা আমাদের ভাষার জন্যে চমৎকার একটা জিনিস ডেভেলপ করি :)

১০| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৮

কাঠের খাঁচা বলেছেন: চিপরে কইষ্যা গদাম।


সিউল ভাই রকজ!!!!!!

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৩

সিউল রায়হান বলেছেন: চিফ / মাইনাসদাতা কি মজা পাইলো মাইনাস দিয়ে আল্লাহই জানে...... তার কি কাজটা ভাল লাগে নাই ??? কেন লাগে নাই তা বুঝলাম না..... /:)

রিভিউ দিয়েন টেস্ট করে :)

১১| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:২৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: পুরো প্রজেক্টে আমার ক্রেডিট যদি হয় ৪০% তাহলে ওর ৬০% ....... হা হা হা এইটা কি বললেন হাসতেই আছি! মূল প্রজেক্টে আমার কোন হাতই নাই, পুরোটাই সিউল ভাই এর ক্রেডিট! ডেমো সাইট টাও খুব একটা সময় নিয়ে করা হয়নি... :(

প্রজেক্টটা খুবই সম্ভাবনাময় কারণ সত্যিকার অর্থেই "ব্যবহারকরীদের মত নিয়ে" এই কীবোর্ডটা ডেভেলপ হবে বলে আমার বিশ্বাস, সে কারণে ইউজারের স্বাচ্ছন্দ্যবোধের পুরো প্রতিফলন কীবোর্ডে থাকবে...... আর ফোনেটিকের সমস্যাগুলো ঠিক করা হয়েছে.... সোজাকথায় এটা আশাকরি পুরোপুরি ইউজার-ফ্রেন্ডলি একটা কীবোর্ড হবে! :) ......

সিউল ভাইকে আবারো একটা ধন্যবাদ পুরোপুরি বাংলা ভাষার স্বার্থে সময় দিয়ে কীবোর্ড টা তৈরি করার জন্য !:#P !:#P !:#P

১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৭

সিউল রায়হান বলেছেন: ধুরো...... অ্যালগরিদম হয়ে গেলে কোড লিখা তো জাস্ট টাইপিংয়ের কাজ.... সমস্যা ছিল ক্রস ব্রাউজার সাপোর্টে (অপেরা'রটা যেই পেইনটা দিল) :(

আমাকে ধন্যবাদ দিও না ম্যান..... কিছুদিন পরেই বুঝবা কোর দাঁড় করানোর চেয়ে উপস্থাপনটা কতটা জরুরী

আর হ্যা, এটা ঠিক বলছো...... পুরোপুরি ইউজারদের মত নিয়ে আগাতে হবে.... ব্যবহারকারী তো আমরাই, তাই আমাদেরটাই আগে দেখতে হবে

ওই..... ব্লগে কেন ??? পরীক্ষা নাই ফাউল ??? যাও পড়তে যাও :|

১২| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩০

প্রবাসী রনি বলেছেন: এগিয়ে যান +++++++++++++ মাই নাস টা দিল কেডা

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৭

সিউল রায়হান বলেছেন: থেংকু ভাই :)

একটা ডান্সটোন, আরেকটা কে দিল জানিনা..... হাজারনিকের অধিকারী টাইপের কেউ হবে

১৩| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩১

ভাঙ্গা পেন্সিল বলেছেন: শুধুমাত্র ব্রাউজারের জন্য না বানিয়ে অভ্রের মতো কিছু বানানো যায় কিনা দেখতে পারেন।

আর ড়/ঢ়/হসন্ত ইত্যাদি আসলেই বেশি র‌্যান্ডম হয়ে গেছে। সাথের পিডিএফটার জন্য ধন্যবাদ। একবার বাংলা ফন্ট তৈরির কাজে হাত দিয়েও সাহসের অভাবে পিছিয়ে গিয়েছিলাম :(

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১০

সিউল রায়হান বলেছেন: ওয়ে....... কাকে দেখা যাচ্ছে ??? :) :) ওয়েলকাম ব্যাক ম্যান...... কি খবর ? কেমন আছো ??

ব্রাউজারটা শুধু সূচনা..... প্ল্যান আছে অভ্রের মত একজিকিউটেবল বানানোর...... জাভায় বাইট কোড করে নিলে সব ও.এস এর জন্যেই বানানো যাবে ( উইন্ডোজের জে-বিল্ডারে মনে হয় এই অপশনটা আছে, সাইফুল তাই বলেছে)

সাহস কিছু না, স্টার্ট দাও...... হয়ে যাবে :)

১৪| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩১

অমাবশ্যার চাঁদ বলেছেন: অভিনন্দন সিউল ভাই।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ আপনাকে :) :)

১৫| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩২

রাজসোহান বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১২

সিউল রায়হান বলেছেন: ইমো নয়...... কমেন্ট দেন :-* :-*

১৬| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: পাখি ভাইয়ের সাথে অনেকটা একমত....

ড় কে মনে হয় shift + R করা যেতে পারে, যেথেতু থ এর জন্য Th আছেই

X - এর ব্যাপারে এখন যেটা আছে সেটাই থাকুক, কারণ আমার মতে X চেপে "ক্স" লেখাটা তেমন একটা গুরুত্বপূর্ণ না..... /:)

আর একটা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে - সেটা হল "...." মানে অনেকগুলো ডট দেয়া, এই জিনিসটা অহরহ করা হয়, কাজেই দুইবার ইংরেজি ডট চাপলে "।" থেকে "." এ কনভার্ট করে দিলে মনে হয় ভালো হবে

মোটামোটি এগুলোই :)

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

সিউল রায়হান বলেছেন: ড়/ঢ় এর জায়গায় "থ" কে দেয়া যায় Q-তে..... কিন্তু সমস্যাটা হল R এ কোনটাকে দিব ?? "ড়" নাকি "ঢ়" ?? ফিক্সড লেআউট দিতে চাইলে কিন্তু সবার আলাদা আলাদা পজিশন লাগবেই। তাই ইচ্ছা করেই "ড়/ঢ়" -কে আলাদা একটি অক্ষরে দিয়েছি যাতে মনে থাকে ( কয়েকটা কি-পজিশন মুখস্থ করাই লাগবে :()

"।" এর পরে h চাপলে "."(ডট) এসে যাবে..... এটা আসলে একটা কমন প্রিন্সিপল সাপোর্ট দিতে কারণ যেকোন স্বরবর্ণের পরে "h" চাপলে সেটার কার-রূপ ও পূর্ণ-রূপের মাঝে সুইচ হয়....... এখানে "h" একই অক্ষরের ২টি রূপের মাঝে সুইচ করতে হেল্প করে...... একই কথা "ডট" ও "দাঁড়ি"র জন্যেও প্রযোজ্য

সমস্যা নাই, দুইবার ডট চাপলে ডট হয়ে যাবে এটা ইমপ্লিমেন্ট করা ব্যাপার না....... করে ফেলা যাবে :) দেখি বাকিরা কি বলে

১৭| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪০

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বেগম রোকেয়া না আসলে এদেশের মেয়েরা ১০০ বছর পিছায় থাকতো। সমাজ তো খালি ছেলেদের দিয়ে না, তাই পুরো সমাজ ১০০ বছর পিছিয়ে থাকতো। আমার মা হয়তোবা শিক্ষিত হতেন না, আমিও তাই হতাম না। একই কথা সবার জন্যেই, তাইনা??? আমি নামকরণের দ্বারা উনাকে ছোট্ট একটা সম্মান দেয়ার চেষ্টা করেছি

এই লাইনগুলোর জন্যে তোমাকে অসংখ্য প্লাস। অসংখ্য ধন্যবাদ! অনেক অনেক শুভেচ্ছা! সামুতে একটা দিলাম, বাকি প্লাসগুলো ধরে নিও মনে মনে, ঠিক আছে?

=====
লে-আউটের স্টাইল খুব ভালো লাগলো। তোমার প্রথম পোস্টটা পড়েই বুঝেছিলাম সুন্দর একটা কাজ করছো নিশ্চয়ই। সেই সাথে আমড়াকেও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রাখি। আসলেই খুব খুশি খুশি লাগছে। এরকম কাজ আরো করতে থাকো। বড়ো একজন ডেভু হয়ে উঠো! :)
=====
একটা জিনিস নতুন মনে হয়, যুক্তাক্ষরের জায়গায় f ব্যবহার করেছো। এটা অভ্র বা ফোনেটিক দুইটা থেকেই আলাদা হয়েছে। অভ্রের অযথা একটা o দেয়ার সমস্যাটা দূর হলো, আর ফোনেটিকের + দেয়ার সময়ে একসাথে শিফট চাপা লাগে সেটাও লাগলো না। ভেরি গুড! :)

=====

ডান্সটোন নিয়ম করে আমাকে এখন মাইনাস দেয়, ছাগপালন টিউটোরিয়াল লেখার পর থেকে। "কি আর কমু ভাই দুঃখের কথা, এখনও যায়নি তার পু*র ব্যথা!" ;)

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩১

সিউল রায়হান বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) প্লাসের সংখ্যা গুরুত্বপূর্ণ না ভাইয়া, আপনার ভাল লেগেছে এটাই আমার জন্যে অনেক অনেক আনন্দের

কোডটার নেক্সট স্টেপ ভাইয়া একজিকিউটেবল তৈরী করা (যদি এটা ব্যবহারযোগ্য হয় ঠিকঠাকমত সকল শ্রেণীর কাছে)

শিফট দেয়াটা দূর করে টাইপিং স্পিডও অনেক বাড়বে :D


ডান্সটোনের কথা বাদ দেন....... মাইনাস{ -- } চিহ্নটা দেখলেই ওর মনে পড়ে ছাগু হওয়াতে কি ব্যবহৃত হয়েছিল ওর পশ্চাৎদেশে ওকে টাইট দিতে, তখনি ওর পশ্চাৎদেশে থাকা ব্যথাটার কথাও মাথায় আসে...... তাই মেজাজ খারাপ করে মাইনাসটায় ক্লিক করে মনের রাগ মেটায় ;) এটাই মনে হয় ওর স্টাইল

১৮| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২

রাফাত আফরিন বলেছেন: নামটা ভাল হয়েছে। পোস্ট প্রিয়তে নিলাম।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৩

সিউল রায়হান বলেছেন: ভাল লাগা ও প্রিয়তে নেয়ায় আপনাকে ডাবল ধন্যবাদ :)

১৯| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৮

এরশাদ বাদশা বলেছেন: পোস্ট অবজার্ভে। ফিডব্যাক দেবার চেষ্টা করবো। অবশ্যই ভালো কাজ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৫

সিউল রায়হান বলেছেন: ফিডব্যাকের জন্য ওয়েটিং :) :)

ধন্যবাদ ভাইয়া

২০| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৫০

রংধনুর সাত রঙ বলেছেন: ভালো কাজ

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৬

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ........ :)

আপনার আইডি'টা সুন্দর..... রংধনুর সাত রংয়ের কত অর্থ শিখলাম, একটা আরেকটা থেকে সুন্দর...... রংধনু আমার খুবই প্রিয় জিনিস তবে এখন তো ওটা ডুমুরের ফল হয়ে গেছে :(

২১| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০০

অপ্রয়োজন বলেছেন: ট্রাই দিয়ে দেখবো ... ওয়েবে ডেমো দেখতে পারলাম না (যাই করি ইংরেজিতেই লেখা আসে, আগুনশিয়াল ৩.৬)।

বাসায় দিয়ে ট্রাই দিবো। বর্ননা পড়ে ভালোই তো মনে হচ্ছে।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৯

সিউল রায়হান বলেছেন: আগুন শিয়ালে সমস্যা হবে না, আপনার পিসিতে মনে হয় বাংলা ফন্ট নেই...... চেক করে দেখেন, সমস্যা হলে বলতে পারেন

ট্রাই দিয়ে জানাবেন :)


২২| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০১

দুরের পাখি বলেছেন: এইতো আছি ভালো ।

একটা কুইক আইডিয়া । যুক্তবর্ণের জন্য f না রেখে বরং x অথবা q রাখা যেতে পারে ।

বাংলায় যুক্তবর্ণ অনেক এইজন্য f এ রাখছো যাতে সবচে সহজ আঙুলটাতে থাকে , সেইটা বুঝছি ।

তবে মিসলিডিং হয় । ফ এর সাথে গোলমাল লেগে যাবে বারবার । এইদিক থেকে x টা বরং ভালো । একটা প্লাস প্লাস বা ক্রস ভাব আছে । যুক্তবর্ণের অনুভুতির সাথে মিলে । অন্যদিকে বাংলা কিবোর্ডে উচ্চারণের দিক থেকে q এর কোন কাজ নাই । আঙুলের দিক থেকেও সহজ যায়গায় আছে ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৬

সিউল রায়হান বলেছেন: ঠিক ধরেছেন... যুক্তবর্ণ ২৮৫টি...... তাই এগুলি দ্রুত টাইপিংয়ের জন্যে f কে ব্যবহার করেছি..... "ফ"-কে ক্যাপিটাল-f এ দিয়েছি (এছাড়া শিফট-পি, পি এবং এইচ এও আছেই)

হসন্ত-কে q তে দিলে অনেক টাইম লাগবে টাইপ করতে.... x খুব ভাল একটা অপশন......

ঙ/ঞ -দু'টো একসাথে মনে থাকে জন্যে দু'টোকে x -এ দিয়েছি...... সমস্যা নাই, দরকার হলে পাল্টানো যাবেই :) ২/১টা জিনিস মুখস্থ করা সমস্যা না যদি ওভারঅল আউটপুট ভাল হয়

ব্যক্তিগত মত: আমি এখন এটায় অভ্যস্ত তো, আমি দেখলাম কিছুদিন টাইপ করলেই ঠিক হয়ে যায়...... মানে f এ হসন্ত দিতে সমস্যা হয় না, মানিয়ে নিতে পেরেছি

২৩| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:০৬

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কি-বোর্ড ডেমোতে গিয়ে চেষ্টা করে দেখলাম। সুন্দর কাজ করছে। ভালো উদ্যোগ। অনেক ধন্যবাদ।

তবে ড়/ঢ় লেখার জন্য q/Q এর ব্যবহারটা আমার মত অভ্র ব্যবহারকারীদের জন্য মনে রাখাটা একটু কষ্টকর। :)

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:০৫

সিউল রায়হান বলেছেন: ব্যাপার না.... এভাবে চিন্তা করুন: যেকোন দেশের মানুষ বাংলা ভাষীদের মত বাংলা শিখে টাইপ করতে পারছে এমন একটা এনভায়রনমেন্ট আমরা তাকে দিচ্ছি, আপনিও সেটা ব্যবহার করছেন

( আমাদের মত মানে বলছি আমাদের মত করে ভাবার স্টাইল...... যেমন "ক" বললেই "খ" মাথায় আসে, এটা আমরা যেমন ভাবি তেমনি যে কেউ বাংলা শিখলেই খেয়াল করবেন আমাদের বর্ণমালার বর্গীয় শ্রেণীবিন্যাসটা তাই "ক" যদি "k" তাহলে "খ" হবে "capital-K" এটা তাকে টাইপিংয়ে সহায়তা করবে...... একইভাবে "ড়/ঢ়" একসাথে চলে আসে মনে তাই একবর্ণেই দেয়া

আর পুরো কিবোর্ডে মনে রাখতে হবে মাত্র ১০টার মত অক্ষর, ৬২টার মাঝে ১০টা মনে রাখতে পারবেন না ??? মাত্রই তো একবার.... ট্রাই করে দেখুন একবার :) শুভকামনা

২৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৩

শিরীষ বলেছেন: Congrats !!!

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:০৬

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :D

২৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৪

গন্ধমাতম বলেছেন: এ রকম একটা কাজ দেখে ভালো লাগলো। তবে আমার মনে হয়, মূর্ধাণ্য বর্ণের চেয়ে দন্ত্য বর্ণের ব্যবহারটা বাংলায় একটু বেশি, সে হিসেবে অভ্রের মত T-তে 'ট' এবং t-তে 'ত' রাখার প্রস্তাব করছি।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:১০

সিউল রায়হান বলেছেন: ওকে ভাইয়া..... এটা নিয়ে আমি নিজেও কনফিউজড..... আসলে "ত" ও "ট" দু'টোই অনেক ব্যবহার করা হয় তাই যেখানেই দেন না কেন সমস্যা হবেই

অভ্র/ফোনেটিক যেটা পরে তৈরী হয়েছে তার আগের স্টাইলটা ফলো করা উচিত ছিল

আমি পরের রেসপন্স পোস্টে এটা নিয়ে লিখব.... ভোটিং করা যায়, কি বলেন ??

২৬| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: @অপ্রয়োজন ভাই http://phonetic.sourceforge.net/test এই লিংকটা দেখেন

২৭| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৮

স্পেলবাইন্ডার বলেছেন: দেইখা লই....:)

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:১০

সিউল রায়হান বলেছেন: দেখেন :)

২৮| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫

অপ্রয়োজন বলেছেন: @আমড়া কাঠের ঢেকি, ট্রাই দিয়ে দেখেছি, আসে না। আই ই ৭ এ ঠিকই আসে। কেনো আসে না আল্লাহই জানে।

@সিউল, যদি ই-কার না লিখে আলাদা করতে চাই, তার পদ্ধতি কি? যেমন সি না লিখে সই লিখতে চাইলে তার উপায় কি?

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:২২

সিউল রায়হান বলেছেন: এটা কেউ খেয়াল করুক এজন্যে বলিনি ;)

এটার থিমটা বলি: সি এবং সই দু'টোতেই "ই" ব্যবহৃত হয়েছে (কার-রূপ ও পূর্ণ-রূপে)৷ টাইপিংয়ের সময় প্রোগ্রামটা নরমালি একটা রূপ বসিয়ে দিবে, তবে আপনি যদি অন্য রূপটা টাইপ করতে চেয়ে থাকেন তাহলে h চাপতে হবে৷ তখন রূপটা সুইচ হয়ে যাবে৷

যেমন: সই= s i h

ব্যঞ্জনবর্ণের পরে h চাপলে সেটা অন্য কোন অক্ষর হয় কিন্তু স্বরবর্ণে এমনটা হয়না জন্যে h চাপলে এই সুইচিংটা ইমপ্লিমেন্ট করেছি৷ এটাকে বলব: "শেপ সুইচিং"

২৯| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৩১

অপ্রয়োজন বলেছেন: @সিউল, যদি ই-কার না লিখে আলাদা করতে চাই, তার পদ্ধতি কি? যেমন সি না লিখে সই লিখতে চাইলে তার উপায় কি? --- পেয়ে গেছি, s i h , কিন্তু এভাবে করার পিছে কারন কি? অভ্র এর মতন ` বা অন্য কিছু (যেমন shift+space) হলে ব্যপারটা আরো সহজ হতো না?

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৪৩

সিউল রায়হান বলেছেন: আমি কোডটা করার আগে এটা মাথায় রেখেছি যে, আমাদের ভাষাতেও একদিন সব অনুদিত হবে....... তখন যেন কোন সমস্যা না হয়..... এই খানে সমস্যা হবে যদি আমরা চিহ্নগুলিকে ফাকা না রাখতে পারি..... অনুবাদ বর্ণের হয়, চিহ্নের না (যেমন: seoul অনুদিত হয়ে "সিউল" হতে পারে, কিন্তু seoul+ অনুদিত হয়ে সিউল+ ছাড়া অন্য কিছু হোক এটা চাই না)

বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে & চিহ্নটি খুব দরকার, এটাকে চন্দ্রবিন্দু দিয়েও তাই রিপ্লেস করা হোক এটা চাইনা......

এখানে তাই পয়েন্ট হল, অভ্রের মত ` কিংবা shift+space টাইপের ফরমেশন ব্যবহার করলে আমরা সেই চিহ্নটাকে মিস করছি...... আমি তাই চেয়েছি এমন চিহ্নের ব্যবহার যত কম হয়

h ব্যবহারের লজিকটা আগের কমেন্টের শেষের অংশে দিয়েছি :)

রিভিউয়ের জন্যে ধন্যবাদ....... ভাল থাকবেন :) :)

৩০| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:০১

অদেখা সময় বলেছেন: হ টা বারবার শিফ্ট চেপে করা বিরক্তিকর। হ এবং ্ সুইপ করলে ভালো হয়।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৫২

সিউল রায়হান বলেছেন: "হ" টা শিফট-h চেপে দেয়ার ফলে আমরা অ্যাম্বিগুইটি(বাংলা জানিনা এই শব্দের) থেকে বেঁচে যাচ্ছি......

"হ"-কে ছোট হাতের h এর জায়গায় দিলে কি হবে দেখুন: "বহন(b h n)" লিখতে যেয়ে ভন হয়ে যাবে (কারণ b এর পরে h দিয়ে "ভ" বুঝাই আমরা)

অনেকগুলি ব্যঞ্জনবর্ণের পরেই h চেপে আমরা অন্য একটা অক্ষর টাইপ করি, এটাকে সাপোর্ট দিতে এবং একই সাথে h চাপলে "হ" টাইপ করেছি নাকি "অন্য একটা অক্ষর ট্রান্সফর্ম করতে চেয়েছি" এটা তো প্রোগ্রামের বোঝার সাধ্য নেই তাই "হ" কে ক্যাপিটাল-h এ নিয়ে গিয়েছি

্ -টা খুব বেশী ব্যবহৃত হয় কারণ যুক্তবর্ন টাইপ করার জন্যে ইউনিকোডের ইনস্ট্রাকশনটাই হল হসন্তকে ব্যবহার করতে হবে, তাই এটাকে এফ এ রেখে দিয়েছি যাতে আঙ্গুল বেশি না নড়ে এবং টাইপিং দ্রুত হয়

৩১| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:১৩

লড়াকু বলেছেন: এরশাদ বাদশা বলেছেন: পোস্ট অবজার্ভে। ফিডব্যাক দেবার চেষ্টা করবো। অবশ্যই ভালো কাজ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৫২

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৩২| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৩১

গন্ধমাতম বলেছেন: শুধু 'ত' আর 'ট' না, 'দ' আর 'ড' নিয়েও আমার সমস্যা আছে।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৫২

সিউল রায়হান বলেছেন: ভোট করবো ভাবছি

৩৩| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৩২

তায়েফ আহমাদ বলেছেন: ভাল কাজের জন্য প্রথমেই ধন্যবাদ।
বাকিটা টেস্টিঙের পর!
:)

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৫৩

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদের জন্যে ধন্যবাদ ;)

টেস্টিংয়ের পর জানাইয়েন

৩৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৩৩

আকবর হোসেন বলেছেন: খুব ভালো লাগল।ধন্যবাদ ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৫৪

সিউল রায়হান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৩৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৪৩

অপ্রয়োজন বলেছেন: যেহেতু ব্যবহার করার মাধ্যমেই এটা আরো উন্নত করতে পারবেন (সাজেশন, বাগ ইত্যাদি), কোনো কোনো ওয়েবপেজে এটা সবার ব্যবহারের জন্য দিতে পারেন। সামু মনে হয় এখনই এরকম কোনো প্রজেক্টে হাত দেবে না, সিসিবির মতন যায়গায় ওপেন করতে পারেন, আস্তে আস্তে আরো বড় কিছুতে।

ব্যবহারকারীদের কাছ থেকে কমেন্টস সাজেশন পেয়ে এটাকে আরো উন্নত করতে পারবেন, একসময় এটাকে একটা স্ট্যানডার্ডের পর্যায়ে নিয়ে আসতে পারবেন আশা করি।




১৩ ই মার্চ, ২০১০ রাত ২:০৩

সিউল রায়হান বলেছেন: ঠিক বলেছেন...... সাজেশন নিয়েই এর আরো অনেক উন্নতি করতে হবে.......... এখন পর্যন্ত ভাল লাগছে যে আমি যা যা ভেবেছিলাম তা মোটামুটি ঠিকই আছে, যে বিষয়গুলি নিয়ে আলোচনা আসুক আশা করেছিলাম তাও এসেছে যেমন:

■ "T" তে "ট" নাকি "ত" কোনটা আগে থাকবে
■ দুইটা ডট দিয়ে "." টাইপ করা, ডট এর পরে h না দিয়ে
■ ক্যাপিটাল-R এর জায়গায় "ড়/ঢ়" এর কাউকে নিয়ে যাওয়া

এটা ঠিক করা ২ সেকেন্ডের কাজ কারণ লে-আউটের ইনপুটে জাস্ট ৩টা লাইন পাল্টাতে হবে...... বাকিরা দেখি কি বলে..... কোডটা গুগল কোডে আছে( ওপেন সোর্স) তাই ইচ্ছামত এডিটিং করতে পারে যে কেউ


সিসিবি যথেষ্ঠই বড় প্ল্যাটফর্ম...... ভাবছি সিসিবি, সামু, সচলায়তন, আমার ব্লগ, প্রথম আলো ব্লগ, টেকটিউনস সবার অ্যাডমিনকে মেইল করবো এটার টেস্টিং বিষয়ে সাপোর্ট চেয়ে..... এই সাইটগুলি'র কাছেই ৯০% বাংলাভাষা ব্যবহারকারী রয়েছে এই মুহুর্তে তাই এরা যা করবে ভবিষ্যতেও বাংলা সেভাবেই ব্যবহৃত হবে......

তাই সবার সহযোগিতা প্রয়োজন..... আমি মেইল করবো..... (যদিও আমার মনে হয়না কেউই মেইলে সাড়া দিবে :()


অ.ট.: আপনি ক্যাডেট ?? :)

৩৬| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:০৬

অপ্রয়োজন বলেছেন: আমরা দ ড এর চেয়ে বেশি ব্যবহার করি সম্ম্ভবত .... সেক্ষেত্রে দ কি d তে দিলেই ভালো হতো না?

শ এর ব্যবহার ষ এর চেয়ে বেশি, শ S আর ষ L এ দেয়া যেতে পারে

টাকার 'ট' চিহ্নটা বাদ গেছে নাকি ?

১৩ ই মার্চ, ২০১০ রাত ২:১২

সিউল রায়হান বলেছেন: ষ-কে S এর জায়গায় দিয়েছি কারণ হাসিন ভাইয়ার ফোনেটিক লেআউটে এমনটাই আছে

টাকার "ট" চিহ্নটা ইচ্ছা করেই বাদ দিয়েছি...... ডেস্কটপ ভার্সন তৈরীর সময় ওটা নিয়ে আসবো.... ওটা "ডট এবং দাঁড়ির" মত একটা কম্বিনেশন হবে "ডলার এবং টাকা" চিহ্নের :)

৩৭| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:০৬

নাজমুল আহমেদ বলেছেন: দারুন হৈব মনে হৈতাছে। চালাইয়া যান...

১৩ ই মার্চ, ২০১০ রাত ২:১৩

সিউল রায়হান বলেছেন: সাথে থাকেন B-) B-)

৩৮| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:১৪

অপ্রয়োজন বলেছেন: ছিলাম ;)

সিসিবির কথা বল্লাম কারন সেটা যথেস্ট বড় যেটা আপনার প্রজেক্ট টেস্টিং / ডেভেলপমেন্টের জন্য ভালো একটা প্লাটফর্ম হতে পারে, এ্যাডমিনরা অনেক সক্রিয় (ওমিক্রন ল্যাব, আমাদের প্রযুক্তি ও ভালো প্ল্যাটফর্ম হতে পারে)। সি সি বি তে কাজটা আপনার জন্য অনেক সহজ হবে ও ফিডব্যাকও ভালো পাবেন।


দুইটা ডট দিয়ে "." টাইপ করা, ডট এর পরে h না দিয়ে - দুটোই থাকতে পারে, দাড়ি এর পর এইচ (স্পেস ছাড়া) এও করা যেতে পারে (যেটা অবশ্য পরে মেশিন ট্র্যান্সলেশনে সমস্যা করতে পারে)।




১৩ ই মার্চ, ২০১০ রাত ২:২২

সিউল রায়হান বলেছেন: ছিলাম মানে কি ?? :| ;)

সিসিবি'তে কিবোর্ড নিয়ে অম্ল-মধুর অভিজ্ঞতা...... তবে আমি ঠিক করে রেখেছিলাম এটার কথা ওখানেও লিখবো..... ভাবছি আজকেই লিখি


কোনটা ভাল হয় ??? ২টা ডটের পক্ষপাতী না কারণ কমন একটা প্রিন্সিপল মেনে চলেছি পুরো কোডে (মানে হয় অক্ষরটি অথবা অন্য কোন অক্ষরে সুইচ করতে এইচ চাপতে হবে).... সেটাকে ভাঙ্গতে আমার আপত্তি নেই যদি সবাই চায় :)

৩৯| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:১৫

জাতি জানতে চায় বলেছেন: সময় নিয়া দেখব ইনশাআল্লাহ! তবে লেআউট হিসেবে ফোনেটিক সহজে মনে রাখার মত (যাদের ইংরেজী কিবোর্ডের সাথে পরিচয় আছে তাদের ক্ষেত্রে), আর আশা করছিলাম ফোনেটিকের আগের পর্বে উত্থাপিত ইস্যু গুলার প্রোগ্রামিক সমাধান পাব!

১৩ ই মার্চ, ২০১০ রাত ২:২৯

সিউল রায়হান বলেছেন: এটা ট্রাই করেন বস..... আমি ফোনেটিক ইউজ করি জন্যে ওটার সমস্যাগুলি খুব ভালমত জানি, সব ঠিক করার চেষ্টা করেছি :)

ফোনেটিকের লিংকে( Click This Link ) আপনার কমেন্ট নাই....... আমি লাস্ট কবে কমেন্ট ডিলিট করেছি মনে নাই তাই নিশ্চয়ই অন্য কোন সমস্যা হয়েছে জন্যে কমেন্টটা নাই :| আরেকবার একটু বলবেন প্লিজ ???

৪০| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:২২

অপ্রয়োজন বলেছেন: ষ-কে S এর জায়গায় দিয়েছি কারণ হাসিন ভাইয়ার ফোনেটিক লেআউটে এমনটাই আছে - সেটা দেয়া হয়েছে সম্ভবত sh এ শ রাখা হয়েছে বলেই, যেহেতু আপনারটা ফনেটিক না, এবং আপনার লক্ষ্য উচ্চারন এর বর্ণেই সে বর্ণটি রাখার, সেক্ষেত্রে শ S এই বেশি মানানসই আমার মতে। যেহেতু স শ ষ তিনটি, S দুটি, একটাকে তো অন্যকোথাও যেতে হবেই। সেটা সবচেয়ে কম ব্যবহারকৃতটাই হওয়া স্বাভাবিক।

১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৩২

সিউল রায়হান বলেছেন: এটা মজার একটা পরিসংখ্যান..... "শ" এককভাবে "ষ" এর চেয়ে বেশী আসে কিন্তু যুক্তবর্ণে "ষ" এর দাপট বেশী তাই একক বর্ণ+যুক্তবর্ণ মিলিয়ে ওভারঅল ফ্রিকোয়েন্সী "ষ" এর বেশী (আমি থিসিসের সময় এটা দেখেছি)

আরেকটা ব্যাপার হল যতটা সম্ভব ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি রাখা যায় অতই ভাল, তাই সবমিলিয়ে পাল্টাইনি

তবে ভোটিং করা যেতে পারে...... আমার তাই মত

৪১| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৩০

অপ্রয়োজন বলেছেন: ছিলাম মানে এক্স আর কি, আপনার মতই ;)

সিসিবি'তে কিবোর্ড নিয়ে অম্ল-মধুর অভিজ্ঞতা. --- যেহেতু আমি কিছু জানি না, সেটা নিয়ে কিছু বল্লামও না। 'অম্ল' হওয়ার নানা কারনই থাকতে পারে ...

দুই ডটের ব্যপার টা আপনার প্রিন্সিপালের বিরোধী মনে হয় না, একাধিক অপশন থাকলো।

১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৩৫

সিউল রায়হান বলেছেন: একটু বিরোধী কারণ প্রিন্সিপলটা হল: "কোন অক্ষর টাইপ করতে হলে হয় একটি অক্ষর প্রেস করতে হবে অন্যথায় তাকে অন্য রূপে নিতে চাইলে এইচ চাপতে হবে".......(অন্য কোন ক্যারেক্টার দুইবার আসবে না)


কোন কলেজ ?? কোন ব্যাচ ??? আমি সিসিআর-২০০৪ এইচ.এস.সি :D

৪২| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৩৮

অপ্রয়োজন বলেছেন: যেহেতু বিদেশি শব্দে ষ এর ব্যবহার নেই (কোথায় জানি পড়েছিলাম, মনে নাই), এবং যুক্ত বর্ণের 'লিন্ক' টা F (left index) এ, ষ (যেটা মুলত যুক্ত বর্ণেই ব্যবহার হচ্ছে বেশি) ডান দিকে দেয়া যেতে পারে।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১০

সিউল রায়হান বলেছেন: বিদেশী শব্দে "ষ" এর ব্যবহার নেই এটা ব্যাকরণ বইয়ের বিখ্যাত অবজেকটিভ প্রশ্ন ;)

এই ব্যাপারটা অনেক কমপ্লেক্স কারণ যেটাই দেয়া হোক না কেন যেটা এল এ দেয়া হবে সেটা না দিলেই ভাল হত মনে করবে সবাই......... ফোনেটিকেরটাই নেয়া হলে এখন যারা ফোনেটিকে অভ্যস্ত তাদের সমস্যা হবে না (এখন প্রচুর মানুষ ফোনেটিক ব্যবহার করে)...... দেখা যাক, ভোট নিব ভাবছি

৪৩| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৪৪

অপ্রয়োজন বলেছেন: প্রিন্সিপলটা হল: "কোন অক্ষর টাইপ করতে হলে হয় একটি অক্ষর প্রেস করতে হবে অন্যথায় তাকে অন্য রূপে নিতে চাইলে এইচ চাপতে হবে" - তাই একাধিক অপশনের কথা বলছিলাম। আপনার প্রিন্সিপালটাও থাকলো, সাধারনের সুবিধার জন্য এই অপশনটাও থাকলো। একাধিক ডটের ব্যবহার ব্যবহারিক, গ্রামাটিকালি এর ব্যবহার নেই। এই ব্যপারটা মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব।

এম সি সি - ৯৫-০১

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১৩

সিউল রায়হান বলেছেন: ভাইয়া আমি তো আপনার চেয়ে ছোট...... তুমি করে বলেন :)

একাধিক ডট বসিয়ে দিব ভাবছি..... মানুষজনের সুবিধাই হবে, ২টাই রেখে দিব........ দুইটা ডট দিলে "দাঁড়ি" চিহ্নটা ডট হয়ে যাবে এটা অফিসিয়ালি না জানালেই হল, ইস্টার এগ হয়ে থাকুক :D

৪৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:৫৯

নির্জন রহমান বলেছেন: দারুন কাজ করেছেন, আপনি বলেছিলেন উবুন্টুতে এটি ব্যবহার করা যাবে। ভাইয়া, যদি একটু বলে দিতেন কিভাবে উবুন্টুতে ব্যবহার করবো। তাহলে উবুন্টু ব্যবহারকারীদের কাজে আসতো।

অনেক ভাল কাজ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১৫

সিউল রায়হান বলেছেন: অনলাইন ডেমোতে যেয়ে দেখুন তো...... এটা তো জাভাস্ক্রিপ্ট তাই উবুন্টু'র ব্রাউজারেও ভালমতই কাজ করার কথা :|

কিছুদিন পরে এটাকে একজিকিউটেবল ফাইল করে ফেলবো, তখন যে কোন ও.এস. এ রান করা যাবে ( মানে সফটওয়ার ইনস্টলেশন আরকি) :)

৪৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:০১

অপ্রয়োজন বলেছেন: আর আজাইরা লজিকের কথা বলি - কোথাও ২ জনের বেশি মানুষ থাকলে লজিকের কনফ্লিক্ট হতেই পারে, তার মাঝে কিছু যে আজাইরা হবে তা বলার অপেক্ষা রাখে না। সব কিছুকেই কন্স্ট্রাকটিভ ভাবে দেখলেই কাজ শেষ। যাইহোক, অফ টপিক আনার জন্য দু:খিত, ডিলিট করে দিতে পারেন।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:১৮

সিউল রায়হান বলেছেন: আলোচনাতেই সমাধান :)

পরবর্তী সমস্যা: কোন ব্লগ সাইট কি এটাকে টেস্ট করতে দিতে রাজী হবে ?? আমি সামহোয়ারইনের ফিডব্যাকে মেইল পাঠিয়েছিলাম, ওরা কোনই রিপ্লাই দেয়নি



৪৬| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:২৩

অপ্রয়োজন বলেছেন: ব্যপারনা, পাবলিকলি সবাইকে আমি আপনি করেই বলি ;) বয়সে বড় হলেই তো হলো না, জ্ঞানে আমি সবার চেয়েই ছোট।

যাইহোক, .. এর ব্যপারে এটাই বলছিলাম, একাধিক অপশন রাখলেন, আপনার প্রিন্সিপালও বদলালো না। ষ এর ব্যপারটা ভোট নিয়ে দেখতে পারেন।

লিনাক্সে অভ্রতে যে সমস্যা গুলো করে (scrim ibus এসব নিয়ে টেকি রা গ্রিক ভাষায় কিসব জানি বলে দেখি ;) ) সেগুলোর সমাধান থাকলে ভালোই হবে সবার জন্য। আমার কাছে লেআউটটা বেশ সহজই মনে হচ্ছে, আমি ফনেটিক ছাড়া আর কিছুই পারি না এমনকি অভ্রতেও ঠিক মত টাইপ করতে পারি না, ফনেটিকে প্রায় ইংরেজীর কাছাকাছি।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:২৯

সিউল রায়হান বলেছেন: কোড বাগ ফ্রি হবে না হয়তো তবে মিনিমাম বাগের হবে.... অন্ততঃপক্ষে বোঝা যায় এমন কোন বাগ থাকবে না কথা দিতে পারি :)

লেআউট সহজ মনে হলেই তো ভাল ভাইয়া.... ভাল রেসপন্স পেলে আশা করি এটাকে নিয়ে অনেকদূর যেতে পারবো সবাই

৪৭| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:২৭

অপ্রয়োজন বলেছেন: আমি সামহোয়ারইনের ফিডব্যাকে মেইল পাঠিয়েছিলাম, ওরা কোনই রিপ্লাই দেয়নি -- সামুতে এটা আশা করা বৃথা। আরো কত বড় সমস্যারই কিছু করতে পারলো না, লেআউট টেস্টতো আরো কত পরের কথা। সিসিবির কথা এজন্যই আনছি কারন এটা যদি ওয়ার্ডপ্রেসের উপযোগী করে তৈরি করে দেয়া যায়, বেশ বড় একটা ইউসারবেস পাশে পাবেন (সেখানে কন্সট্রাকটিভ সাজেশন ও পেতে পারেন অনেক)। আমাদেরপ্রযুক্তি ও ভালো একটা জায়গা হবে এটা নিয়ে আলোচনা, টেস্ট ইত্যাদি করার জন্য।

১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৫

সিউল রায়হান বলেছেন: আমি বলেছিলাম ওরা হেল্প করতে পারবে কিনা....... লেআউট টেস্টিং তো আমি নিজেই বহুবার করেছি তাই সেটা হয়তোবা সমস্যা হত না।

কিন্তু ওদের হেল্প দরকার কারণ ওরা যদি এটা এই ব্লগে ব্যবহার করার সুযোগ দেয় তাহলে বিশাল একটা অংশ এই জিনিসটা ব্যবহার করবে....... এটা করা ওদের জন্যে ব্যাপার না, ইচ্ছার ব্যাপার

সিসিবি'তে এও পোস্ট দিয়ে আসলাম :) ঘুমাতে যাই...... গুডনাইট ভাইয়া

৪৮| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৭

অপ্রয়োজন বলেছেন: কোড থাকলে বাগ থাকবেই, কন্টিনিউয়াস সাপোর্ট, ডেভেলপমেন্ট ও ডিবাগিংএর ব্যবস্থা থাকলেই হলো।







১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২১

সিউল রায়হান বলেছেন: গুগল কোডে একারণেই কোডটা রেখে দিয়েছি যাতে যে কেউ ডিবাগিং অথবা টেস্টিং অথবা ডেভেলপমেন্ট চালিয়ে যেতে পারে৷ ডেস্কটপ ভার্সন তৈরীটা সহজ হবে না, তবে হলে চমৎকার হবে আশা করি :D

৪৯| ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৬

জাতি জানতে চায় বলেছেন: দেখবতো অবশ্যই! আমি আগের পর্ব বলতে "বাংলা ভাষার কিবোর্ড: কেমন চাই - কি আছে...... " এটা বুঝাইছিলাম! টেস্ট (ওটার সাহায্যে কয়েকটা কমেন্ট) করেই জানাবো!

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২২

সিউল রায়হান বলেছেন: রিপ্লাই দিয়েছিলাম তো ওখানে :|

৫০| ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৫

বিডি আইডল বলেছেন: আমি ফোনেটিকেই একেবারেই কাচাঁ..তবুও টেস্ট করে জানাবো

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৪

সিউল রায়হান বলেছেন: ওকে ভাইয়া :) ট্রাই করে দেখেন, যে একদমই কাঁচা তার রিভিউ আরো বেশী প্রয়োজন

৫১| ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৫:০৯

জাতি জানতে চায় বলেছেন: এইমাত্র টেস্ট করলাম! কয়েকটা জিনিস আসলেই ভাল হইছে! যেমন স্বরবর্ণসহ যুক্তাক্ষর লিখতে অনেক সুবিধা হইছে! এর সাথে কিন্ঞ্চিত অসুবিধা আমার নিকট পরিলক্ষিত,

১৷ ফুল স্টপ (".") দিতে সমস্যা হচ্ছিল
২৷ কোন অক্ষরের ঠিক পরেই যেকোন একটি "ই ঈ উ ঊ" দিতে সমস্যা হচ্ছে৷ যেমন- হই, হউ, হঈ, হঊ লিখতে সমস্যায় পড়েছি!

এখন পর্যন্ত সমস্যা এতটুকুই পাইছি!

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৮

সিউল রায়হান বলেছেন: ফুলস্টপ আর হই দু'টোরই সিম্পল সমাধান: কোন অক্ষর (স্বরবর্ণ অথবা দাঁড়ি চিহ্ন) টাইপ করে যদি মনে হয় অন্যটা চেয়েছেন তাহলে h চাপতে হবে

যেমন: হই= s i h , হঈ= s I h , ফুলস্টপ= . h

আরেকবার একটু ট্রাই করে দেখেন তো :)

৫২| ১৩ ই মার্চ, ২০১০ সকাল ৮:৩৩

মেঘের পরে মেঘ বলেছেন: আপনার করা কিবোর্ড দিয়েই কমেন্ট টাইপ করলাম৷ খুব সোজা মনে হচ্ছে৷ আপনাকে অনেক ধন্যবাদ৷

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৯

সিউল রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) :)

৫৩| ১৩ ই মার্চ, ২০১০ সকাল ৯:০১

শয়তান বলেছেন: নামকরনের জন্য এক্সট্রা প্লাস ।

অভিনন্দন দুজনকেই । তবে প্রজেক্টের নিয়মিত আপডেট চাই । অন্যদের মত ফেলে রাইখেন না । :)

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৮

সিউল রায়হান বলেছেন: টেংকুস ভাইয়া :) কাজটা আমারও ফেলে রাখার ইচ্ছা নাই..... নিজের ভাষা, আমাদেরকেই এগিয়ে আসতে হবে

৫৪| ১৩ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৮

বাবুনি সুপ্তি বলেছেন: আমি তো এই ব্যাপারটা ঠিক বুঝিনা তাই কিছু বলতে পারছি না। এত সুন্দর কাজের জন্য আর চেষ্টার জন্য অভিনন্দন দুই ভাইয়াকে। :)

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৯

সিউল রায়হান বলেছেন: টেস্ট করে দেখো আপুনি....... তেমন কঠিন কিছু না :|

অভিনন্দনের জন্যে থেংকু :)

৫৫| ১৩ ই মার্চ, ২০১০ সকাল ১১:০৬

লুকার বলেছেন:

ভাল কাজ করেছেন।
আমার ধারণা ছিল বিভিন্ন ধরণের লেখার স্ট্যাটিস্টিকাল এনালাইসিস করে ভাষা ব্যবহারের ধরণ ও বর্ণ-চিহ্নগুলো ব্যবহারের হার নির্ণয় করা হয়। যে বর্ণ/ চিহ্নগুলো বেশী ব্যবহৃত হয়, সেগুলো আঙুলের কাছাকাছি রাখা হয় এবং অতিরিক্ত কী না চেপে একবারেই টাইপ করার ব্যবস্থা করা হয়। প্রফেশনাল টাইপিস্টরা বাঁ হাতের চারটা আঙুল ASDF ও ডান হাতের চারটা আঙুল JKL: কীগুলোর ওপরে রাখেন। এজন্য F ও J এর ওপর একটা - চিহ্ন দেয়া থাকে।

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭

সিউল রায়হান বলেছেন: "আমার ধারণা ছিল বিভিন্ন ধরণের লেখার স্ট্যাটিস্টিকাল এনালাইসিস করে ভাষা ব্যবহারের ধরণ ও বর্ণ-চিহ্নগুলো ব্যবহারের হার নির্ণয় করা হয়।"

- আপনার ধারণা ঠিক...... তবে মজার ব্যাপার হল কিবোর্ড একটা জায়গা যেখানে অ্যানালাইসিস পাত্তাই পায়নি

ইংরেজী কিবোর্ডটা কিন্তু টাইপরাইটার লেআউট থেকে নেয়া হয়েছে, টাইপরাইটারে আবার এই লেআউট নেয়া হয়েছিল টাইপিং স্লো করার জন্যে কারণ দ্রুত টাইপ করতে গেলে টাইপ রাইটারের টাইপিং হ্যান্ড ২টি ওভারল্যাপ করে জড়িয়ে যেত...... পিসি'র কিবোর্ড আসার পরে মানুষ টাইপরাইটারটিকে ছেড়ে দেয়নি, উল্টা ওটাকেই আয়ত্ত করে নিয়েছে.....ইংরেজী বর্তমানটির চেয়ে অনেক ভাল, ফাস্ট ( মানে পুরো অ্যানালাইসিস করে বের করা) লেআউট হল "ডিভোরাক" লেআউট......... কিন্তু ওটা কেউই ব্যবহার করতে রাজী হয়নি....... অ্যানালাইসিস নয়, পাবলিক ডিমান্ডই টিকে গিয়েছে

পাপ্পানা ভাইয়া যখন বিজয় ডিজাইন করেন তখন কিন্তু তিনি সকল অ্যানালাইসিস করেই কাজটা করেছিলেন তাই বিজয়ের লেআউট অনেক সায়েন্টিফিক....... কিন্তু আজকে ২০১০-তে এসে মনে হয়েছে তখন লেআউট কেউ মুখস্থ করলেও এখন আর কেউ রাজী হবে না, ভুল কিন্তু মনে রাখা সহজ এমনটাই বেছে নেবে....... তাই আমিও এটাকে মাথায় রেখে কাজ করেছি

কমেন্টের জন্যে ধন্যবাদ :) ভাল থাকবেন

৫৬| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৮

অক্টোপাস বলেছেন: অনেক ধন্যবাদ তোমাদের। দেখি কী করলে... :) :) :)

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৮

সিউল রায়হান বলেছেন: দেখেন ;)

৫৭| ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩২

রোহান বলেছেন: ভালোই তো... কিছু কিছু যায়গায় যেমন এফ এ একটু প্যাঁচ খায়, পুরানা অভ্যাস... দু এক বারে ঠিক হয়ে যাবে... ভেরী গুড জব ম্যান..

১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫১

সিউল রায়হান বলেছেন: টেংকুস ভাইয়া :D B-)

এক দুইবারই আরকি যা হবে, এফ এ প্যাচ খাওয়া- "হই" টাইপের অক্ষর টাইপ করা- শিফট-h দিয়ে "হ" লিখা ছাড়া আর তেমন কোন প্রবলেম হওয়ার কথা না


৫৮| ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৪

জাতিষ্মর বলেছেন: অসাধারণ কাজ।

ফোনেটিকের তুলনায় QWERTY ধাচের কিবোর্ড লেআউট কি লেখার দ্রুতি বাড়বে নাহ? যদি লেআউট মুখস্থ করা যায়।

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৩৮

সিউল রায়হান বলেছেন: লেখার স্পিড আসলে ব্যবহারের উপর..... এই যেমন দেখেন, "ব্যবহার" শব্দটা লিখি আমি এভাবে: প্রথমে "ব্যব" এরপর স্পেস দিয়ে ব্যাকস্পেস দিয়ে "হার"....... এরপরেও কিন্তু অনেক তাড়াতাড়ি লিখতে পারি..... তাই লে-আউট একবার শুধু শিখলেই হল

আপনাকে ধন্যবাদ :)

৫৯| ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫৯

পারভেজ আলম বলেছেন: খারাপ না, আগায়া যান। কিছু যায়গায় বাগ আছে নাকি আমার ভূল বলতে পারিনা।

অঃটঃ ডান্সটোন কি চীপ ভাইজান নাকি। হেয়তো আমার প্রতি পোস্টে ঢুইকা একটা মাইনাস দাগাইয়া যায়। নিজের বিখ্যাত আইডিতে আহেনা কেন কে যানে।

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৪৪

সিউল রায়হান বলেছেন: বাগ কিছু আছে আমি জানি, গুগল কোডের ইস্যু সেকশনে সেটা নিয়ে লিখেছিও...... আপনি কি কি বাগ দেখলেন জানালে ভাল হত, ঠিক করার ব্যবস্থা করতাম :|

শুভকামনার জন্যে ধন্যবাদ :)

ডান্সটোন কার নিক জানিনা তবে চিফের হলেও হতে পারে, তবে যারই নিক হোক সেটা অবশ্যই কোন একটা সারমেয় রাজাকার মাইন্ডেড পাবলিক...... নিজের পরিচয় দেয়ার সাহস নাই কিন্তু মাইনাস দেয়ার মেন্টালিটি আছে......

ভীতু-নিচু মনের অধিকারী একটা সারমেয়= ডান্সটোন

৬০| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:০৫

রাজিন বলেছেন: দারুন হয়েছে। এরকম প্রজেক্ট থাকলেই আমরা মাতৃভাষাকে সঠিক মর্যাদা দিতে পারবো।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮

সিউল রায়হান বলেছেন: অবশ্যই :) নিজের ভাষার জিনিস নিজেরই ডেভেলপ করতে হবে

তোর প্রোফাইল পিকচারটা দেখে পিকনিকের কথা মনে পড়ে গেল :(

৬১| ১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:২৩

জুহো. বলেছেন: অভিনন্দন!
টেস্ট করে জানাবো। ভাল করে স্টাডি না করে আমার কমেন্ট বা পোস্ট দিতে ইচ্ছা করে না। আবার আলসে গোছের হওয়াতে + দরকারী কাজের চাপে সময়মত পোস্ট/কমেন্ট ও দিতে পারি না।

১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৫

সিউল রায়হান বলেছেন: ভাইয়া আপনার কমেন্টের জন্যে ওয়েট করছি..... ফাইনালি কাজটা করেই ফেললাম.....(টাইম একটু বেশী লাগলো, সেটা ব্যাপার না ;))

৬২| ১৪ ই মার্চ, ২০১০ রাত ১:২৯

অপ্রয়োজন বলেছেন: আমাদেরপ্রযুক্তিতেও আসেন। সেখানে এই প্রযেক্ট নিয়ে ভালো আলোচনা হতে পারে।

১৪ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৪

সিউল রায়হান বলেছেন: পরীক্ষা সামনে৷ ওটার পরে যাব :)

৬৩| ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫৭

গন্ধমাতম বলেছেন: আমি একটা সমস্যা পেয়েছি। সার্ভার থেকে ঢুকলে প্রথমবারে বাংলা লেখা যায় না, বেশ কবার রিলোড করে নিলে তারপর বাংলা আসছে, ফায়ারফক্সে এ সমস্যা হচ্ছে। এক্সপ্লোরারে এ ব্যাপারে কোন সমস্যা নাই।

১৪ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৬

সিউল রায়হান বলেছেন: ব্রাউজারের সমস্যা না তো ?? ফায়ারফক্স তো বেশী ভাল, তাই সেটায় সমস্যা হওয়ার কথা না :| আমিসহ আরো অনেকে টেস্ট করে দেখেছি

লোড হওয়া বাদে আর কি কোন সমস্যা দেখছেন ??? মানে লিখতে যেয়ে সমস্যা আরকি...... লোডের সমস্যাটা ঠিক করা যাবে, গুগল কোড থেকে হোস্ট করলেই হবে

৬৪| ১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৫

গন্ধমাতম বলেছেন: এবার একটা ভুল পেয়েছি, ক্যারেকটার ম্যাপিং এ। আপনি বাংলা বিরামচিহ্ন "দাঁড়ি" এর জন্য যে ক্যারেকটার দিয়েছেন তার হেক্স কোড হল "09F7"। "৷" এটা দেখতে অনেকটা দাঁড়ির মত। এর নাম বলা হয়েছে "Bengali Currency Numerator Four" । প্রকৃতপক্ষে দাঁড়ি হল "0964","।", "Devanagari Danda"। একটু সংশোধন করে নিবেন। আর ভাই আমাকে আপনি করে সম্বোধন না করলেই স্বস্তিবোধ করব। আমি ১১৮২

১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:২৮

সিউল রায়হান বলেছেন: ২টাই দেখতে একই রকম তবে ভাল ডেফিনেশন অনুসারে তোমারটাই ঠিক :) আমি নেক্সট ভার্শনে ঠিক করে দিব

সিসিআর ?? :D

৬৫| ১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৯

জুহো. বলেছেন: প্রথমেই ধন্যবাদ দেই অনেকগুলো অপশন আমি মনে মনে যেমনটা চাইতাম, তেমনটি হয়েছে, তবে কিছু কিছু স্বাভাবিক ভাবেই অপছন্দ থেকে গেছে (ভোটাভুটি তো করার ইচ্ছা তো রেখেছেনই)

ফোনেটিক লেআউটে অভ্র থেকে সামুর টাই আমার বেশী ভাল লাগতো। অফলাইনে কাজ না হওয়ায় অভ্রতে মাইগ্রেট করে এখন আবার সেটাতেই অভ্যস্ত হয়ে গেছি। এখন আবার সব প্যাচ লাগিয়ে দিচ্ছেন। :-* । এই দিয়ে আমার পাচবার লেআউটের ফাদে পড়তে হচ্ছে। বর্ণ>বিজয়>সামু>অভ্র>রোকেয়া। খুব ছোটবেলায় একটা টাইপরাইটারে মুনির কি বোর্ডেও কিছুটা প্রাক্টিস চলেছে। সেক্ষেত্রে ৬টা। ৭, ৮ ৯, ১০ কি হবে সেই চিন্তায় আতংকিত আছি। :(

যাইহোক আপাততঃ ফিডব্যাক-
একটা ভাল দিক যেটা সামুতে পেতাম তা হোল ফোনেটিক হলেও অভ্রর মত বারবার
‘ ` ' অথবা ‘O’ টিপতে হয়না। অভ্রতে মাস্টার কির মত - ` জায়গায় জায়গায় ব্যবহার করতে হয়। অথবা ‘O’ দিয়েও এই কাজটা করা যায়। দুটোই বিরক্তিকর।

তবে আপনি 'ব্যবহার' লিখতে এক জায়গায় অভ্রতে যেই সিস্টেম বলেছেন (Space then backspace) এটা তো দুই নম্বরী সিস্টেম ;)
ওদের নিয়মে byb এরপখন র ` তারপর har।
যে কারনে এই নিয়ম না মানলে ব্যভার হয়ে যায়, সেটা তো আপনার লেআউটেও আছে- এই জাতীয় সমস্যা দূর করার জন্য h এর ব্যবহার কমান যায় না?

অর্থাৎ-
ভ এর জন V ই যথেষ্ট। bh বাদ দিলে ব্যবহার লিখতে ঝামেলা কমে যাবে।
এমনি ভাবে ph কিম্বা P দিয়ে ফ এর কোন দরকার নেই। F ই যথেষ্ট। নইলে উপহার লিখতেও উফার হওয়াটা ঠেকানো লাগে।
C দিয়েই ছ যখন আছে তখন ch আবার টেনে আনবার দরকার কি?
জ ঝ দুটোই j আর J দিয়েই তো সার যায়। । jh এর আদৌ দরকার আছে?

খ কে Shift K দেওয়া যায় না? Shift K তো খালিই পড়ে আছে। kh বাদ দিলে কি ক্ষতি?


একটা ভাল দিক-
অভ্র আর সামু দুটোতেই O=ও OU=ঔ ব্যবহার করা হয়েছে। কিন্তু কেউ আপনার মত simply o=ও O=ঔ দিল না কেন বুঝলাম না। a=আ A=অ ভালই করেছেন। অভ্রতে ‘a/A’ key শুধু আ টাইপ করা যায়। সামুতে A=আ a কাজের কিছু হয় না।

স শ আর ষ নিয়ে খুব জটিলতায় ভুগেছি।
অভ্রতে s=স S=শ Sh= ষ
সামুতে s= স S= ষ sh= শ
সামুর টাই আমার ভাল লাগতো। আপনার লোআউটেও এটাই রেখেছেন যদিও আমি নিজে অভ্রতে অভ্যস্ত হয়ে গেছি।
তবে L=শ হোল কেন বুঝলাম না!!

যুক্তাক্ষরের স্টাইলটা একদম পছন্দ হয় নাই। অভ্রতে নিজে নিজেই যুক্ত হয়ে যাওয়াটা কোন কোন সময় কাজ দিলেও, অধিকাংশ সময়ে আমার জন্য ঝামেলার সৃষ্টি করে। সামুর + অপশন টা অনেক যুক্তিযুক্ত। যদিও একটা shift চেপে দুরের কি প্রেস করাও ঝামেলার মনে হলেও এটা শক্ত গাথুনি মনে হোত। ;) আমার মতে + অপশন টা থাকুক, সাথে আরেকটা এবং সেটা f না হয়ে Q/q রাখতে পারেন।

এতবার হ চলে আসে যে হ এর জন্য H খুবই ভোগান্তিকর,
h দিয়ে অটোমেটিক পরিবর্তনটা অভিনব। কিন্তু সেটা H বা কোন ফাংশন কি দিয়ে করলে ভাল হবে মনে হয়। হ এর জন্য সাদামাটা h ই রাখেন।

অভ্রতে যে Ng দিয়ে ঙ NG=ঞ এর আইডিয়া টা এটা বানারীতি অনুসরন করে করা হয়েছে বলে Standard হয়েছে কিন্তু সবার জন্য মনে রাখা কঠিন। আপনার x কে কাজে লাগানোটা অভিনব।

ডটের জন্য h না দিয়ে সামুর মত দুইবার ডট দিলেই ভাল হবে। দাড়ি টা পাকানো ছিল কেন সেটা আমার কাছেও রহস্য ছিল, আগের কমেন্টে সে উত্তর পেলাম।

সামুতে ই কার ঈ কার জন্য খুবই simple এবং মনে রাখার মত স্টাইল দেয়া হয়েছে। অর্থাৎ বর্নের শেষে i এবং ইই । রোকেয়াতেও সেটা অনুসরন করলেই ভাল হবে।

আর সবশেষে অনেকের মত আমিও নিচের অপশনেরই পক্ষপাতি।
ট লিখতে T আর ত এর ক্ষেত্রে t
ড লিখতে D আর d এর ক্ষেত্রে d

আপাততঃ এটুকুই।
ভাল লাগছে এই নতুন কাজের গোড়ার পরিকল্পনা সম্ভবতঃ আমার পোস্টেই আপনি প্রথম শেয়ার করেছিলেন, সেটা আজ অঙ্কুরোদগমের পথে।

১৬ ই মার্চ, ২০১০ রাত ১:০৮

সিউল রায়হান বলেছেন: রোকেয়া লেআউটে প্যাঁচ লাগবে কেন ?? :-/ কি যে বলেন..... এটা তো ডেভেলপমেন্ট ফেজ তাই প্যাচ লাগলেও তা ঠিক করে নেয়ার সময় তো এটাই :D

সামুতে "ব্যবহার" টাইপ করা নিয়ে ২নম্বরীটা বলেছি, অভ্রতে না ;) সামুতে সরাসরি "ব্যবহার" লিখা সম্ভবই না :(

আমি আসলে চেয়েছি ফোনেটিক লেআউটটাকে সাপোর্ট দিয়ে ফিক্সড লেআউটে নিয়ে যেতে...... তাই h দিয়ে অক্ষর পরিবর্তনের সুযোগ রেখেছি....... বাংলাদেশে ভবিষ্যতেও ইংরেজীর দাপট থাকবেই তাই h দিয়ে ব্যঞ্জনবর্ণ প্রকাশেরও স্টাইলটা পুরোদমে থাকবে...... রোকেয়া লেআউটে আমি চাইলে h সাপোর্ট তুলে দিতে পারি, কিন্তু লাভ নাই তাতে কারণ পাবলিক তো বাংলিশ ভাষায় এটা ব্যবহার করবেই....... তাই এটাকে মেনে নিয়ে একটা স্ট্যান্ডার্ড উপায়ে নিয়ে গেলাম :|

Shift K= "খ" তো ভাইয়া, সবগুলি ব্যঞ্জনবর্ণই Shift চাপলে সেটার সাথে h চাপলে যা হয় সেই বর্ণ রিটার্ন করে....... কোডটাই এভাবে করা

স,শ,ষ এর সমস্যাটা থাকছেই কারণ বর্ণ ৩টা এদিকে জায়গা ২টা....... একই সমস্যা র,ড়,ঢ় এর জন্যেও প্রযোজ্য...... যেহেতু এটাকে আমি ফিক্সড লেআউট করতে চেয়েছি তাই সব বর্ণকে আলাদা আলাদা জায়গা দিতে হবে একারণে s-এ স,ষ-কে রেখে L-এ শ-কে জায়গা দিয়েছি....... ফলে এটা একটা ফিক্সড লেআউট সেই দাবী করতে পারছি ( শ-কে কিন্তু sh লিখেও টাইপ করা যাবে তবে এটা ফোনেটিক সাপোর্ট, ফিক্সড লেআউট সাপোর্ট না)

যুক্তাক্ষরের ব্যাপারটাতে আমি চাইছি f-এই সাপোর্টটা নিয়ে আসতে কারণ শিফট চেপে + চাপার কারণে টাইপিং অনেক অনেক স্লো হয়ে যায় তারউপর + অক্ষরটাকে অফ করতে হয়..... আমি অক্ষর যতটা কম অফ রাখা যায় সেটার পক্ষপাতী ( সামুতে +, বিজয়ে &, অভ্রতে `-কে অফ করা হয়েছে কিন্তু রোকেয়া-তে কোনটাই অফ করা হয়নি :) )........ আমার আন্ডারগ্রেড থিসিস কিবোর্ড লেআউট পজিশনিং নিয়ে ছিল, ওখানে আমি দেখেছি হসন্ত-কে অবশ্যই এফ-জি-এইচ-জে এই ৩টার মাঝে না রাখলে কিবোর্ডের প্যারামেটরিক ভ্যালু অনেক কমে যাবে, তাই এফ এর জায়গায় হসন্তকে এনেছি( ফ কিন্তু শিফট-p ও ph ২টা দিয়েই টাইপ করা যায়, ক্যাপিটাল-f এইটা দিয়েও যায়)

h-দিয়ে যত অক্ষর পরিবর্তন করি "হ" কিন্তু অতবার আসে না, একারণেই h-এর জায়গায় "হ"-কে দিতে পারিনি..... ক্যাপিটাল-h এ নিয়ে গিয়েছি যাতে "ব্যবহার" টাইপের শব্দ টাইপে সমস্যা না হয় (সামুর মত)

x দিয়ে ঞ,ঙ টাইপ করাও ফিক্সড লেআউট সাপোর্ট দিয়েছি

ডটের জন্যে দুইবার ডট চাপা এবং ডট দিয়ে h টাইপ করা ২টাই নেক্সট ভার্সনে যোগ করা হবে :) :)

একইসাথে দাঁড়ি সমস্যাটাও ঠিক করে দিবো

ভাইয়া, ii=ঈ টাইপের সাপোর্ট আমি ইচ্ছা করেই দেইনি...... কারণ ফিক্সড লেআউট হলে সবগুলি বর্ণ ২ভাবে টাইপ হবে: (১) সরাসরি কোন একটা অক্ষর টাইপ করে (শিফট সহ অথবা শিফট ছাড়া) (২) অন্য কোন অক্ষর দিয়ে ইনপুটটাকে পরিবর্তন করা
-(২) এ যে অন্য যে অক্ষরটা ব্যবহার করা হবে সেটা চেয়েছি সব বর্ণের জন্যেই একটা কমন অক্ষর হবে....... তাই ii=ঈ টাইপের সাপোর্টে যাইনি, সবার জন্যেই h কমন

ট আর ত, ড আর দ এই দু'টি নিয়ে ভোট করবো (আমার ধারণা অভ্ররটাই টিকে যাবে, সামহোয়ারইনেরটা না)

***********

এইতো ভাইয়া....... আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিভিউটার জন্যে :) :)

রোকেয়া লেআউট-টার প্রোগ্রামটার কোড এমনভাবে করে রেখেছি যাতে যেকোন সময় যেকোন কি-ম্যাপ পরিবর্তন করা যায়, তাই ইচ্ছামত পাল্টানো কোন ব্যাপারই না........ আমার মূল উদ্দেশ্য ছিল ফোনেটিক স্টাইলে ফিক্সড ডেভেলপ করা

(পুরো হয়নি কারণ ঢ আর ঠ এর জন্যে কোন ফিক্সড অক্ষর নাই, এদের dh আর th হিসেবে টাইপ করতে হয়....... এটা ছাড়া ফিক্সড লেআউটের বাকিটা মোটামুটি ঠিকই আছে....h এর অফিসিয়াল ব্যবহার কিন্তু শুধু স্বরবর্ণের সাথে ( পূর্ণ রূপ ও কার-রূপের মাঝে সুইচ করার জন্যে)......... তাই বিভিন্ন ব্যঞ্জবর্ণের সাথে h এর ব্যবহারটা ফোনেটিককে সাপোর্ট দিচ্ছে এবং ফিক্সড লেআউটে অফিসিয়ালি ব্যবহৃত হচ্ছে না)

৬৬| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮

জাতি জানতে চায় বলেছেন: গত কয়েকদিন রোকেয়া কিবোর্ডেই সব কম্পোজ করলাম!! সবচেয়ে দারুন বিষয় হচ্ছে প্রচলিত কোন বাগ না থাকা!! আমার মূল সমস্যা ছিলো ফোনেটিকে অভ্যস্ততা!! এছাড়াও কিছু ব্যবহারিক সমস্যা আমার কাছে মনে হইছে,

১. বাংলা থেকে ইংরেজীতে যাওয়া-আসার শর্টকাট থাকলে ভাল হতো

২. "F" বদলে সংযুক্তির জন্য কিবোর্ডের দুপাশের উপরের দিকে কোন বাটন (সহজে চাপার জন্য) থাকলে আরো ভাল হতো আর এটাকে "ফ" এর জন্য ব্যবহার করলে ভাল হতো৷ যেমন- শুধু "+" (shift ছাড়া, মানে দুটো অক্ষরের মাঝে একটা + থাকলে সেগুলো যুক্ত হবে) বা Q বা ` ইত্যাদি!

৩. "" কে "হ" এর জন্য ব্যবহার না করতে পারা

৪. যতবেশি সম্ভব shift মুক্ত কম্পোজের ব্যবস্থা থাকা

৫. যতবেশি সম্ভব ফোনেটিকের সাথে মিল রাখা (বর্তমানের সুযোগ-সুবিধা রেখে)

এর অনেক গুলোই হয়ত লজিক্যালি অ্যাপলিকেবল না! শুধুমাত্র বলে রাখা আরকি!! নতুনদের জন্য লে-আউটটি ফোনেটিকের থেকেও দারুন!!

১৬ ই মার্চ, ২০১০ রাত ১:২২

সিউল রায়হান বলেছেন: ■ বাংলা থেকে ইংরেজীতে যাওয়ার জন্যে ctrl+H বাটনটা ইম্পোজ করে দিব পরের ভার্সনে

■ f-এ হসন্ত এর ব্যাপারটা কপি করে দেই:
যুক্তাক্ষরের ব্যাপারটাতে আমি চাইছি f-এই সাপোর্টটা নিয়ে আসতে কারণ শিফট চেপে + চাপার কারণে টাইপিং অনেক অনেক স্লো হয়ে যায় তারউপর + অক্ষরটাকে অফ করতে হয়..... আমি অক্ষর যতটা কম অফ রাখা যায় সেটার পক্ষপাতী ( সামুতে +, বিজয়ে &, অভ্রতে `-কে অফ করা হয়েছে কিন্তু রোকেয়া-তে কোনটাই অফ করা হয়নি )........ আমার আন্ডারগ্রেড থিসিস কিবোর্ড লেআউট পজিশনিং নিয়ে ছিল, ওখানে আমি দেখেছি হসন্ত-কে অবশ্যই এফ-জি-এইচ-জে এই ৩টার মাঝে না রাখলে কিবোর্ডের প্যারামেটরিক ভ্যালু অনেক কমে যাবে, তাই এফ এর জায়গায় হসন্তকে এনেছি( ফ কিন্তু শিফট-p ও ph ২টা দিয়েই টাইপ করা যায়, ক্যাপিটাল-f এইটা দিয়েও যায়)

■ ৩ নংটা বুঝিনাই :|

■ শিফট মুক্ত হবে নারে ভাই, আমাদের সিম্বল দরকার ৬২টা কিন্তু কিবোর্ডে অক্ষর মাত্র ৫২ :( এর বাইরে গেলে অন্য চিহ্ন অফ করতে হয়, সেটা করা ঠিক হবেনা বলেই মনে করি :|

■ ফোনেটিকের সাথে মিল তো আছেই যতটা রাখা যায় :)

*********

আপনার রিভিউয়ের জন্যে ডাবল ধন্যবাদ এবং একয়দিন ব্যবহার করেছেন জন্যে আরো বেশী ভাল লাগছে :) :) :) ভাল থাকবেন, শুভেচ্ছা

৬৭| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

অপ্রয়োজন বলেছেন: রোকেয়ার লাইসেন্স কি ওপেনসোর্সে করবেন নাকি অভ্র এর মতন করবেন ?

১৬ ই মার্চ, ২০১০ রাত ১:৩২

সিউল রায়হান বলেছেন: পুরো ওপেনসোর্স B-) B-) এটা গুগল কোডে এম.আই.টি লাইসেন্সের অধীনে আছে, ফলে যে কেউ এটা কোন জায়গায় যেকোনভাবে ব্যবহার করতে পারেন :) ( পার্সোনাল/কমার্শিয়াল বলে কিছু নাই)

আমি চাই সবাই এটায় কাজ করুক, তাই অভ্রের মত করার প্রশ্নই আসে না

৬৮| ১৬ ই মার্চ, ২০১০ রাত ১:৩৮

অপ্রয়োজন বলেছেন: তাইলে জোশ হবে। কারো যদি ডিফল্ট লেআউট পছন্দ না হয় তাহলে কোডে কিছু চেন্জ এনে পছন্দমত করার উপায় থাকলো।

যেমন (জাস্ট উদহারন) আমার যদি মনে হয় D তে ড আর d তে দ ভালো হবে, তাহলে কোডের সে অংশটা বদলে নিলেই চলবে। মানে কাস্টম লেআউটের ব্যবহার আর কি। এটা একটা চমৎকার অপশন হবে।

অফিসের এক্সপি+ফায়ারফক্সে কেন আসছে না বুঝতে পারছি না। এক্সপ্লোরারে, বা ভিস্তা+ফায়ারফক্সে ঠিকই আসছে। ব্লগে অফিস থেকেই বেশি আসা হয়।

১৬ ই মার্চ, ২০১০ রাত ১:৫২

সিউল রায়হান বলেছেন: ভাইয়া লেআউট চেঞ্জ করা খুবই সহজ ( জাভাস্ক্রিপ্টে ২টা ভ্যালু বদলে দিতেই হবে)....... একজিকিউটেবল তৈরী করার সময় এটা ওটাতেও বসায় দিবো আশা করি :)

এক্সপি'র ফায়ারফক্সে লোড করে দেখেছি....... আপনি গুগল কোড থেকে পুরো জিপ ফাইলটা ডাউনলোড করে একটু দেখেন তো :|

৬৯| ১৬ ই মার্চ, ২০১০ রাত ২:০৩

অপ্রয়োজন বলেছেন: এই কমেন্টটা তোমার লেআঊট ব্যবহার করে লিখলাম৷ একেবারে নিউবি'র শিখতেও ১ঘন্টার বেশি লাগবে না৷ জিপ ডাউনলোড করে নেয়ার পর কাজ হচ্ছে চমৎকার৷ শুধু নন-ফনেটিক অক্ষরগুলো কোথায় শেখা লাগছে৷

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৩

সিউল রায়হান বলেছেন: নিউবি'দের টাইম লাগবে না এটা খুবই খুশীর কথা B-) B-) অর্থাৎ খুব সহজেই ভাল একটা লেআউট শিখতে পারছে তারা

টোটাল সিম্বল ৬২টার মাঝে নন-ফনেটিক ভাইয়া মাত্র ১২টা (শ,ঢ,ঠ,থ,ধ, ঁ, ঞ, ঙ, ং, ঃ, ৎ, হসন্ত ) তাই শিখতেও টাইম লাগার কথা না :)

৭০| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪২

রাগিব বলেছেন: সিউল, বাংলা কীবোর্ডের স্ট্যাটিস্টিকাল কোনো বিশ্লেষণ হয়েছে কি? মানে বাংলা ভাষায় কোন অক্ষরের কী রকম ডিস্ট্রিবিউশন, যুক্তাক্ষর বা ডাইগ্রামের প্রভাব ইত্যাদি ইত্যাদি?

তোমার এই কীবোর্ডের একটা ইউজার স্টাডি করো। দুইটা সুবিধা পাবে, প্রথমত, বিভিন্ন কীবোর্ডের তুলনা বুঝতে পারবে। দ্বিতীয়ত, একটা চমৎকার রিসার্চ পেপার দাঁড় করতে পারবে।

এখন অনেক লেআউট চালু হয়েছে, কিন্তু কোনটা এফিশিয়েন্ট, কোনটা শেখা সহজ, তার কোনো বৈজ্ঞানিক বিশ্লেষন হয়নি। কাজেই শুরু থেকেই সেটা মাথায় রেখে কাজ করলে খুব ভালো কাজ দেবে।

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৯

সিউল রায়হান বলেছেন: ভাইয়া আমার থিসিসের সময় করেছিলাম ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস টাইপের কিছু কাজ...... সেসময় একটা বর্ণ এককভাবে কয়বার আসে সেটা বের করেছিলাম, যুক্তবর্ণ হিসেবে কয়বার আসে সেটাও বের করেছিলাম.....এখন ওটাকে তাহলে আরো ভালমত দাঁড় করাতে হবে :)


ইউজার স্টাডি নিয়ে আইডিয়া নাই :( আমি পার্সোনালি রিভিউ নিয়েছি কিছু, ব্লগেও অনেকে বলছেন কিন্তু অনেক অনেক মানুষের সাজেশন কিভাবে নিব ?? আমার এটা নিয়ে কোনই আইডিয়া নাই...... কিভাবে এটা করে সেটার একটু গাইডলাইন দিন :) আমি অবশ্য অবশ্যই চেষ্টা করবো


আমার মনে হয়েছে ইংরেজী'র সাথে মিল রেখে লেআউট করলে সেটাই সবচেয়ে তাড়াতাড়ি মনে রাখা যাবে......মানে প্রচলিত স্টাইলটাই জনপ্রিয় বেশী হয়, যেমন: ইংরেজীতে "qwerty" লেআউটের চেয়ে ভাল "dvorak" লেআউট ব্যবহৃত হল না এই উদাহরণ তো আছেই

৭১| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:০৪

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: @রাগিব ভাই:


"রাগিব বলেছেন: সিউল, বাংলা কীবোর্ডের স্ট্যাটিস্টিকাল কোনো বিশ্লেষণ হয়েছে কি? মানে বাংলা ভাষায় কোন অক্ষরের কী রকম ডিস্ট্রিবিউশন, যুক্তাক্ষর বা ডাইগ্রামের প্রভাব ইত্যাদি ইত্যাদি?"

জব্বার কাকু বিজয় কিবোর্ডের জন্য করেছিলেন বলে দাবী করেন।

৭২| ১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৪

লুকার বলেছেন:
ফেরদৌস আহমেদ কোরেশীর লেখা এধরণের একটা বই আছে। উনি একজন বিদেশী এক্সপার্টের সহায়তায় এনালাইসিস করে বাংলা কীবোর্ড করেছিলেন, যেটা ক্যানন ইলেক্ট্রনিক টাইপ রাইটার/ ওয়ার্ড প্রোসেসরে ব্যবহৃ্ত হতো। সেটার কোডিং করেছিলেন জালালউদ্দিন সাহেব, যিনি এখন আমেরিকায় থাকেন। আর হার্ডওয়ার সুইচিং করেছিলাম আমি। @রাগিব

১৬ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩২

সিউল রায়হান বলেছেন: ডিটেইলসটুকুন দেয়া যাবে ??? আমি আগ্রহী কাজটার ডিটেইলস জানতে :)

৭৩| ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫১

লুকার বলেছেন: বইটা কোন চিপায় আছে, খুঁজতে হইব। দেখুমনে। @লেখক

১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৩

সিউল রায়হান বলেছেন: ওকে :)

৭৪| ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৪

গন্ধমাতম বলেছেন: আপনার কী বোর্ডে "ঠ" আর "ঢ" এর জন্য কোন কী নেই কেন? বলতে পারেন "t+h" আর "d+h" আছে। তাহলে একই কথা "থ", "ধ", "ফ", "ভ" এগুলোর জন্যও খাটে। অবশ্য জায়গা সংকুলান না হওয়ায় আর "ঠ","ঢ" তুলনামূলক ভাবে কম ব্যবহৃত হওয়ায় হয়তো দেয়া হয়নি। তাহলে "ফ" এর জন্য দুটা কী রেখেছেন কেন? আর "ঋ" এর উচ্চারণ কিছুটা "র" এর কাছাকাছি বলে একে কি "R" এর স্থানে দেয়া যায়?

১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

সিউল রায়হান বলেছেন: থিওরিটিক্যালি পারফেক্ট কিবোর্ডে ঠ আর ঢ থাকবে ফিক্সড পজিশনেই......এটাকে এভাবে নিশ্চিত করা যায়: এখন f -এ আছে "ফ" এবং হসন্ত, এখানে "ফ"-কে তুলে দিলে একটা জায়গা বাড়বে এবং h-এ আরেকটা অক্ষর বসানো যাবে.... তাহলে "ঠ" ও "ঢ" ২টারই জায়গা হয়ে পুরো ফিক্সড থাকবে

কিন্তু সমস্যাটা হল, কিবোর্ড অনেক সেনসিটিভ জিনিস তাই মানুষকে অন্য কোথাও ডাইভার্ট করাটা খুব কঠিন ( যদি না তাকে বাধ্য করা হয়)....... বাংলিশের প্রকোপ এত বেশী যে এখন বাধ্য করা সম্ভব না কাউকে সেটা থেকে....... একারণে ফোনেটিকের মত h ব্যবহার করে "খ/ঘ/ঝ ইত্যাদি" লিখার বাংলিশ স্টাইলটা টিকে থাকবেই, একই সাথে f-দিয়েও "ফ" লিখার স্টাইল থাকবেই...... শিফট চেপে f লিখলে "ফ" হয় এটা মেনে নিবে কিন্তু অন্য কোন অচেনা অক্ষর দিয়ে "ফ" টাইপ করতে হয় এমন হলে ভুলভাল কোড কিন্তু f-দিয়েই "ফ" লিখা এটাই বেছে নিবে মানুষ

তাই ইচ্ছা থাকা সত্তেও এটাকে( রোকেয়া লেআউট) ১০০% ফিক্সড করা যায়নি :(
এর বদলে "ঠ" এবং "ঢ" -খুবই কম ব্যবহৃত হয় জন্যে এদের h-দিয়ে টাইপ করতে বলা হয়েছে ( আশা করি সামান্য ব্যতিক্রমে সমস্যা হবে না).......ডকুমেন্টেশনে h-এর অফিসিয়াল ব্যবহার শুধুমাত্র স্বরবর্ণ ১০টি এবং "ঠ" ও "ঢ" এর সাপোর্টের জন্যেই বলে রেখেছি (মানে ফোনেটিক স্টাইলের সাপোর্ট রেখেছি কিন্তু সেটাকে বলিনি যাতে যেকোন ভাষার মানুষের কাছেই কিবোর্ডটা বাংলা জানলেই লিখা সম্ভব এমনটা মনে হয়, ইংরেজী দিয়ে জানতে হয় এমনটা যেন মনে না হয়)


এই লেআউটে "ফ" কিন্তু শিফট-P অথবা ph দিয়েও টাইপ করা যায় কারণ সবই প্রচলিত


অভ্র এবং ফোনেটিক ২টাতেই মনে হয় "ঋ" আছে w-এর জায়গায় তাই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি দিতেই এটাকে w-তে রাখা প্রয়োজন, পজিশন পাল্টানো তো সমস্যা না....... কিন্তু পাল্টানোর পরে সেটাকে যেন সবই অ্যাডপ্ট করে এটা নিশ্চিত করাই সমস্যা :|

৭৫| ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৯

গন্ধমাতম বলেছেন: "Bengali Currency Numerator Four" আর "Devanagari Danda" দেখতে এক রকম না, ওয়ার্ডে নিয়ে ফন্ট সাইজ একটু বড় করে নিলেই পার্থক্যটা ধরতে পারবেন। আর ভোটিং এর জন্য পোলিং করতে পারেন, অনুমতি দিলে আমি ব্যবস্থা করতে পারি।

১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪১

সিউল রায়হান বলেছেন: ভোটিংটা আগামী মাসে হোক :) আরো টেস্টিং চলুক

৭৬| ১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩১

নষ্ট কবি বলেছেন: ভালো লাগলো......

১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪২

সিউল রায়হান বলেছেন: খুশী হলাম :D

৭৭| ১৭ ই মার্চ, ২০১০ রাত ২:১৭

সায়েম মুন বলেছেন: চমৎকার প্রয়াস!

রোকেয়া কিবোর্ডের ব্যাপক সফলতা কামনা করি!

তবে আমি বিজয় কিবোর্ডে অভ্যস্ত:)

১৭ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০৪

সিউল রায়হান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা জানানোর জন্যে :)

বিজয়ে সমস্যা নাই, ওটাও অনেক ভাল এবং অনেক সঠিক কিবোর্ড

৭৮| ১৭ ই মার্চ, ২০১০ রাত ৯:১৬

রাগিব বলেছেন: ইউজার স্টাডি করার কথা বলছি, কারণ ব্লগে বা অন্যত্র ভোটাভুটি করে আসলে কীবোর্ড কোনটাতে সুবিধা, সেটা বুঝতে পারবে না। বৈজ্ঞানিকভাবে ব্যাপারটাকে আজ পর্যন্ত কেউ বিশ্লেষণ করেনি। ফলে কেউ বলে তার কাছে বিজয় সহজ, আবার কেউ বলে অভ্র।

এই পুরো ব্যাপারটাকে হিসাব করতে হলে তোমাকে কয়েকজন ইউজারকে নিয়ে এক বা একাধিক এক্সপেরিমেন্ট করতে হবে। ধরা যাক, তুমি চাচ্ছো কীবোর্ড কোনটা সহজে শেখা যায় তা বের করতে। ১০ বা ২০ জন ইউজারকে নাও যারা কখনোই বাংলা টাইপ করেনি। তাদের সবাইকে একটা কীবোর্ড লেআউট দেখাও আর ১০ বা ২০ মিনিট প্র্যাকটিস করতে দাও। তার পর তাদের ৫ মিনিট ধরে কিছু লিখতে দাও।

অথবা ধরো, কোনটাতে দ্রুত লেখা যায় তা দেখতে চাও। এক গ্রুপ ইউজারকে কোন একটা টেক্সট লিখতে দাও। প্রথমে এক কীবোর্ডে, পরে অন্যটাতে। হিসাব করে দেখো, কোনটাতে গড়ে আপেক্ষিকভাবে দ্রুত টাইপ করা চলে।

এরকমভাবে হিসাব করা যায় এমন সব প্যারামিটার দেখার এক্সপেরিমেন্ট চালালেই বুঝতে পারবে, কোন কীবোর্ডে কোনটা সুবিধা। HCI এর উপরে বুয়েটে কোনো টিচার কিছু জানেন? তাদের সাহায্য নিতে পারো। আর রিসার্চের ব্যাপারে উৎসাহ দেয়ার জন্য কায়কোবাদ স্যার তো আছেনই ...,। আমি এই জিনিষটার উপরে কষ্ট হলেও রিসার্চ করতে বলছি, কারণ এইটা নিয়ে কাজ হয়নি, ফলে একটা চমৎকার পেপার বের হবার সম্ভাবনা আছে।

১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৪৬

সিউল রায়হান বলেছেন: হুম....... ভাইয়া বুঝতে পারছি...... আমাকে তাহলে পরীক্ষার পরে জোরেশোরে নামতে হবে, প্রত্যেক ইউজারের ডিটেইলস যত ডিপ লেভেল পর্যন্ত নেয়া যায় নিতে হবে.....যেমন: আগে কোনটা ব্যবহার করেছেন কিনা, করলে কতদিন ইত্যাদি ইত্যাদি

তবে সমস্যাটা হবে এমন কাউকেই পাব না যিনি শুধু বাংলা বর্ণমালা জানেন কিন্তু ইংরেজী বর্ণমালা জানেন না ফলে একজন বিদেশী কিভাবে কোন কিবোর্ডকে কেমন বলবেন সেটা জানা একটু কষ্ট হবে......আমার মামা ঢাবি'র স্ট্যাটে পড়েন..... উনাকে তো প্রচুর সার্ভে করতে হয়, উনার হেল্প নিলেই হবে :)

এইচ-সি-আই নিয়ে তো কোন টিচারকেই কাজ করতে শুনিনি..... সিনিয়র টিচার যারা আছেন তাদের সবারই কাজ করার সেক্টরটা জানি, এইচ-সি-আই কারো প্রোফাইলে দেখিনি মনে হয় :|

আমার খুব ইচ্ছা এটার উপর হায়ার স্টাডি করার ( মূল ইচ্ছা সফটওয়ার ইঞ্জিনিয়ারিং তবে সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে পছন্দের ফিল্ড এটাই)

৭৯| ১৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪৫

এরশাদ বাদশা বলেছেন:
ফিডব্যাক দেওয়ার কথা বলছিলাম। সময় পাইনা।


কালকে চিঠি আকারে পোস্ট আইতাছে। আপনার সহযোগীতা চাই। আপনাদের কয়েকজনকে নিয়ে পোস্টটাকে যতোটা সম্ভব প্রথম পাতায় রাখতে চাই।

১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৩

সিউল রায়হান বলেছেন: আজকে দিবেন ?? মডারেটররা যেদিন থাকে সেদিন দিলে ভাল হয় ( মানে ওয়ার্কিং ডে-তে) তাই আজ দিলে ভালই হবে

সাথে আছি.....

৮০| ১৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৫২

শাফ্‌ক্বাত বলেছেন: এবার তাহলে বাকিগুলি৷ "ড়/ঢ়" ২টিকে আমরা একসাথে মনে রাখি কিন্তু "R"-এ "র" চলে যাওয়ায় ৩টিকে একত্রে জায়গা দিতে পারবো না৷ তাই "Q=ড়/ঢ়" হল৷ ঙ/ঞ এই দু'টিকে দেয়া হল "X" এর জায়গায়৷

বাকি থাকলো ত,থ,দ,ধ এবং ট,ঠ,ড,ঢ৷ এখানে হাসিন ভাইয়ার ডেভেলপ করা স্টাইলটা ফলো করে "T" এ ট এবং ত কে, "D" তে ড এবং দ কে দেয়া হল৷ একই সাথে "Y"- এ য় এবং য-ফলাকে জায়গা দেয়া হল৷ [/si

আমার মনে হয় অভ্যাসের উপর অনেক কিছু নির্ভর করে। আমি উপরের ব্যাপারটা তে অভ্যস্ত নই এবং আমার ধারণা যারা ইতিমধ্যেই একটা পার্টিকুলার সফটওয়্যারে বাংলা লিখে আরাম পেয়ে গিয়েছে, তারা নতুন কিছু 'শিখে' লিখতে চাইবেনা। তবে যারা এখনও বাংলা টাইপ করা শুরু করেনি তাদেরকে আমি সাজেস্ট করে দেখতে পারি।

প্রিয়তে নিলাম।
ভাল কথা, খন্ড-ত কোথায়?

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০০

সিউল রায়হান বলেছেন: আপু অভ্যাস আসলেই বিশাল একটা ফ্যাক্টর........ যে অলরেডি একটায় অভ্যস্ত তাকে অন্য একটায় নিয়ে আসা অনেক কঠিন কাজ..... তবে সবাই আসলে ঠিক একটা কিছুতে লিখতে চায় তাই নিজের ভাষার জন্যেই অনেককেই সুইচ করানো সম্ভব


তবে আশার কথা হল, এখন বাংলা টাইপ করা ইউজার দেশের টোটাল জনসংখ্যার সামনে কিছুই না তাই এখনো যারা টাইপ করে না তাদের জন্যে ভাল একটা কিছু বানানোর ট্রাই করা হলে তারা সেটাকে গ্রহন করবে :) একারণেই এটা বানানো'র জন্যে কাজ করেছি........

আপনার চেনা যারা এখনো বাংলা লিখেনি এমন মানুষদের সাজেস্ট করুন, খুবই ভাল হবে B-) যত মানুষ ট্রাই করবে অতই ভাল হবে

খন্ড-ত= শিফট-জেড


প্রিয়তে নিলেন ??? :) কমেন্ট করা ও প্রিয়তে নেয়ার জন্যে ডাবল থ্যাংকস

৮১| ১৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৫২

শাফ্‌ক্বাত বলেছেন: এবার তাহলে বাকিগুলি৷ "ড়/ঢ়" ২টিকে আমরা একসাথে মনে রাখি কিন্তু "R"-এ "র" চলে যাওয়ায় ৩টিকে একত্রে জায়গা দিতে পারবো না৷ তাই "Q=ড়/ঢ়" হল৷ ঙ/ঞ এই দু'টিকে দেয়া হল "X" এর জায়গায়৷

বাকি থাকলো ত,থ,দ,ধ এবং ট,ঠ,ড,ঢ৷ এখানে হাসিন ভাইয়ার ডেভেলপ করা স্টাইলটা ফলো করে "T" এ ট এবং ত কে, "D" তে ড এবং দ কে দেয়া হল৷ একই সাথে "Y"- এ য় এবং য-ফলাকে জায়গা দেয়া হল৷


আমার মনে হয় অভ্যাসের উপর অনেক কিছু নির্ভর করে। আমি উপরের ব্যাপারটা তে অভ্যস্ত নই এবং আমার ধারণা যারা ইতিমধ্যেই একটা পার্টিকুলার সফটওয়্যারে বাংলা লিখে আরাম পেয়ে গিয়েছে, তারা নতুন কিছু 'শিখে' লিখতে চাইবেনা। তবে যারা এখনও বাংলা টাইপ করা শুরু করেনি তাদেরকে আমি সাজেস্ট করে দেখতে পারি।

প্রিয়তে নিলাম।
ভাল কথা, খন্ড-ত কোথায়?

৮২| ১৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৩

শাফ্‌ক্বাত বলেছেন: মন্তব্য দুবার এসে গিয়েছে :#)

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০১

সিউল রায়হান বলেছেন: ব্যাপার না....... ;) সামহোয়ারইনিয় বাগ

৮৩| ১৮ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৭

মুকুট বলেছেন: অভিনন্দন সিউল। ডাউলোড করলাম। যদিও সফটওয়ার স্পেশালিষ্ট না, তবুও দেখি চর্ম চোখে কিছু সমস্যা পেলে অবশ্যই জানবো। হ্যাটস অফ...বাংলা কিবোর্ড নিয়ে কাজ করে বাংলা কে বিশ্বের বুকে আরো এগিয়ে নেবার প্রয়াসের জন্য।

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৪

সিউল রায়হান বলেছেন: ভাইয়া হ্যাটস অফ বলে লজ্জা দিয়েন না :|...... এটা নরমাল কিন্তু বেশ জরুরী একটা কাজ এই আরকি

টেস্ট করে জানাইয়েন 8-| স্পেশালিস্ট না হলেই তো ভাল, আপনি তাহলে নরমাল ইউজার এবং আপনার রিভিউ বেশী করে দরকার

কোথায় কোথায় কি ইমপ্রুভমেন্ট হলে ভাল হয় তাও জানাইয়েন :)

৮৪| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৩

মুকুট বলেছেন: ধুপ ধাপ কিছু বাংলা লিখলাম, জেনারেল ফোনেটিকের চেয়ে ভালো মনে হচ্ছে, কিছু কি গুলো একটু মনে রাখতে হবে, আপাতত এই :-)

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১১

সিউল রায়হান বলেছেন: কয়েকটা মাত্র মনে রাখতে হবে ( মূল হল: হসন্ত, ৎ, ং, ঁ এগুলি আরকি, বাকি সবগুলিই ফোনেটিক হেল্প নিয়ে লিখা সম্ভব) :-B

৮৫| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: লেখক বলেছেন: ■ বাংলা থেকে ইংরেজীতে যাওয়ার জন্যে ctrl+H বাটনটা ইম্পোজ করে দিব পরের ভার্সনে

সিউল ভাই, এই শর্টকী টা দিয়ে ব্রাউজারের হিস্ট্রি ওপেন হয়। ব্যাপক গবেষণার পর আবিষ্কার করলাম ctrl + m ছাড়া বাকি সব কী-তেই কোন না কোন শর্টকাট আছে! :| ctrl + m টা ইংরেজি-বাংলা সুইচিং এর জন্য রাখতে পারেন

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯

সিউল রায়হান বলেছেন: ও হ্যা, তাইতো :| ক্রোমেই তো ctrl+H দিয়ে হিস্ট্রি ওপেন হয়.......

তাইলে ctrl + m ডিটেক্ট করেও বিপদ হতে পারে, দেখা গেল কোনদিন কোন সফটওয়ার এটা বসিয়ে দিল ( মানে ধরো, ওয়ার্ড এটাকে ব্যবহার করলো, আমরা চাইছি আমাদের সফটটা একজিকিউটেবল হিসেবেও দিতে সুতরাং কোন সফটওয়ারের কোন কি'র সাথে কনফ্লিক্ট না করে সেটাও দেখতে হব)

F6 ব্যবহার করলে কেমন হয় ?? ডাইরেক্ট কাজ হবে তাতে :) একটু সমস্যা হতে পারে কয়েকটা কিবোর্ডে ফাংশন-কি থাকে না তবে বেশিরভাগ কিবোর্ডেই থাকে এটা ( এটা ডিটেক্ট করাও সহজ, কি-ডাউন ইভেন্টে ১১৭ কোড এইটার)

৮৬| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৮

সামিউর বলেছেন: ভাইয়া এটা উবুন্তুতে কিভাবে ইন্সটল করবো ? আমি ৯,১০ চালাই।

খুব ভালো হয় যদি অভ্রর ভিতরে ইন্সটল করা যায়।

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫০

সিউল রায়হান বলেছেন: উবুন্টু কিংবা উইন্ডোজে অভ্রের মত করে চালাতে গেলে একজিকিউটেবল ফাইল বানাতে হবে অভ্রের মত...... এখনও সেটা হয়নি, কেবল ব্রাউজারগুলিতে চলার মত জাভাস্ক্রিপ্ট বানানো হয়েছে :|

এই পোস্টে অনেকগুলি সাজেশন/রিভিউ এসেছে...... সেগুলির উপর বেজ করে নতুন ভার্সনটা রিলিজ দিয়েই একজিকিউটেবলটা তৈরী করে ফেলার কাজ শুরু করে দিব

অভ্র তো কমার্শিয়াল প্রোডাক্ট :| ওটা তো চাইলেই সবাই এডিট করতে পারবে না, অবশ্যই ওদের অনুমতি নিতে হবে...... কিন্তু আমাদের এই কাজটা ওপেন সোর্স( যে কেউ এটায় কাজ করতে পারে চাইলেই) তাই অভ্রতে সাপোর্ট দেয়া সম্ভব না, আলাদা করেই সব অপারেটিং সিস্টেমের জন্যে একটা একজিকিউটেবল ফাইল তৈরী করে ফেলার ইচ্ছা

৮৭| ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৬

সামিউর বলেছেন: খুব ভালো হয় । আমি তাহলে অপেক্ষায় থাকলাম ।

১৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২০

সিউল রায়হান বলেছেন: ওকে :)

৮৮| ১৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৭

অপ্রয়োজন বলেছেন: উবুন্টুতে বাংলা নিয়া ব্যপক গিয়ানজামে আছি ... ফন্ট আসে তো লিখতে পারি না, লিখতে পারি তো ওয়েবে কিছু আসে না, দুইটাই আসলে দেখা যায় প্রতিটা শব্দের মধ্যে ৬ইন্চি (লিটারেলি) ফাকা

প্রভাত শিখতে ইচ্ছা করে না ;) আইলসামি

তাড়াতাড়ি এক্সিকিউটেবল বানানোর অনুরোধ জানাচ্ছি (পোলিংএর পর যদিও, পরীক্ষা দেন ভালোমতন, তারপর দেখা যাবে)।

১৮ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৬

সিউল রায়হান বলেছেন: ক্রস ব্রাউজার সাপোর্ট দেয়া সহজ হলেও ক্রস ওএস করা মোটামুটি অসম্ভব কারণ একেক ওএস একেক রকম৷

একারণে প্ল্যান আছে মজিলা'র কোড কোনভাবে ব্যবহার করা যায় নাকি সেটা টেস্ট করার৷ মানে ব্রাউজারগুলি ফন্ট সাপোর্ট দিতে পারছে ঠিকমতই সুতরাং সেই কোড দিয়ে কিবোর্ড বানালে সেটারও ঠিকমতই কাজ করার কথা :|


এটার জন্যে ফোরাম সাপোর্ট লাগবে প্রচুর। তবে আমি আশাবাদী হেল্প রিসোর্স পাবই

৮৯| ১৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:৪৩

রাগিব বলেছেন: আশা করি এই ব্যাপারে রিসার্চ করার সময় ও সুযোগ দুইটাই হবে।

বাংলা কম্পিউটিং এর জগতে একটা বড় শূণ্যতা বিরাজ করছে। খেয়াল করলে দেখবে, এতো সব ভাষায় গুগল ট্রান্সলেটর কাজ করে, বাংলাতে কিন্তু করে না। তার পর বাংলাতে এরকম বিভিন্ন টুলস ব্যবহার করার সময়ে কোনটার চাইতে কোনটার সুবিধা বেশি, তার কোনো স্টাডি হয়নি।

এইচসিআই আমার ফিল্ড না, নইলে এই লাইনে আমিই সাহায্য করতে পারতাম। তবে এই বিষয়ের কোর্স নিয়েছিলাম গ্র্যাড স্কুলে। বাংলা ভাষার কম্পিউটারগত বিশ্লেষণ একটা ইন্টারেস্টিং কাজ হবার কথা। আর এটা এমন কোনো কঠিন কাজও না যে বিএসসি থিসিস পর্যায়ে এটা করা যাবে না। যেমন ধরো, এখন বাংলাতে বিপুল পরিমাণে লেখা অনলাইনে ইউনিকোডে আছে। সামুর কথাই ধরো। একটা ক্রলার লেখা সহজেই যায়, যার কাজ হবে এই লেখাগুলাকে নিয়ে একটা বাংলা কর্পাস বানানো। সেটা হলে বোঝা যাবে ফ্রিকোয়েন্সি কী রকম কোন অক্ষরের, কোন শব্দগুলো বাংলাতে বেশি ব্যবহার করা হয়, ইত্যাদি।

কীবোর্ডের স্টাডিটা করে দেখো, কারণ এমনি পোল করে কোন কীবোর্ডে মানুষ সুবিধা পায়, তা বোঝাটা অনেক কঠিন। গুগলের সার্চ নিয়ে তারা প্রতিনিয়ত এরকম স্টাডি করে। ওদের হেডকোয়ার্টারে গেলে ঢোকার মুখেই অনেকগুলা মেশিন রেখে দিয়েছে, যাতে করে অতিথিরা এরকম স্টাডিতে সাহায্য করতে পারে।

তোমার আগ্রহ থাকলে ও পরীক্ষার পরে সময় পেলে ইমেইল কোরো, এইচসিআইতে কাজ করে এমন কারো সাথে যোগাযোগ করিয়ে দেবো, যাতে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে সাহায্য করতে পারে।

২০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৩

সিউল রায়হান বলেছেন: স্যরি ভাইয়া, ক'দিন ব্লগে আসিনি তাই লেট হয়ে গেল রিপ্লাই দিতে...... আমিতো অবশ্যই আগ্রহী, তাই কাজ করবো এটা নিয়ে........ এইচসিআই নিয়ে কখনো সেভাবে কাজ করা হয়নি, পরীক্ষার মাঝে টুকটাক ঘাটাঘাটি করি..... এরপর ওটা নিয়ে কাজ করবো....... আমার মনে হয় আমার এখন এইচসিআই মডেলগুলি দেখা দরকার এবং তারপর সেটার মত করে আমাদের ভাষার মডেল দাঁড় করানো সম্ভব

ICCIT সাবমিশন ডেডলাইন ৩০ জুন, আশা করি সেই কনফারেন্সের আগেই একটা কিছু দাঁড়িয়ে যাবে যদি এপ্রিলের মিডল থেকে জুন পর্যন্ত টানা কাজ করা যায়

আমি আপনাকে মেইল করবো রেডি হয়ে :)

৯০| ২১ শে মার্চ, ২০১০ রাত ৩:০৬

নার্ডী বয় বলেছেন: খুবই ভাল একটা কাজ করেছেন।আপনার আর আমড়া কাঠের ঢেকির প্রতি রইল মন থেকে কৃতজ্ঞতা।ভাল থাকুন আপনারা দুজনে এই কামনা করি।

২১ শে মার্চ, ২০১০ রাত ৯:১৬

সিউল রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ জানাই শুভকামনা'র জন্যে :) দোআ রাখবেন আমরা যেন কখনোই নিজের ভাষার কাজ করতে থেমে না যাই, হয়তোবা আমি ও ঢেকী থাকবো না কিন্তু কেউ না কেউ যেন অবশ্যই থাকে

৯১| ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

বোহেমিয়ান কথকতা বলেছেন: অনেক পরে আসলাম এইখানে ।
ভালো ।

চালিয়ে যান , তবে ডেস্কটপে না আসা পর্যন্ত সেভাবে চেষ্টা করা যাবে না ।

একটা ইউনিভার্সাল লেআউট দরকার আমাদের ।
বেশ কিছু জিনিস অনেক সোজা লাগল ।

২৫ শে মার্চ, ২০১০ রাত ১:৪৬

সিউল রায়হান বলেছেন: অনলাইন ডেমোটা ট্রাই করতে পারো :)


৯২| ২৫ শে মার্চ, ২০১০ রাত ২:০৭

জাতি জানতে চায় বলেছেন: ডেমোতে আজকে "ট্র্য" কম্পোজ করতে পারি নাই!! আগে করছিলাম বলেও মনে পড়ে না!!

২৫ শে মার্চ, ২০১০ রাত ২:২১

সিউল রায়হান বলেছেন: ভাইয়া ট্র‌্য= ট হসন্ত র শিফট-ওয়াই

(য-ফলা দিতে শিফট-ওয়াই চাপতে হবে)..... এবার ট্রাই করে দেখেন তো :|

৯৩| ২৫ শে মার্চ, ২০১০ রাত ২:১৩

অপ্রয়োজন বলেছেন: t f r f z দিলেইতো ট্র্য আসে।

২৫ শে মার্চ, ২০১০ রাত ২:৩১

সিউল রায়হান বলেছেন: f z = য-ফলা ঠিকই আছে তবে আলাদা করে শিফট-ওয়াই'তে য-ফলা দেয়ার ২টা কারণ আছে:

২ নং কারণ: ইউনিকোডে য-ফলা একটি স্বীকৃত চিহ্ন, এই মুহুর্তে ফন্টগুলিতে এই চিহ্নের সাপোর্ট না থাকলেও ভবিষ্যতে নিশ্চয়ই আসবে তাই তখন যেন সুবিধাটা নেয়া যায় একবারে টাইপ করার ( মানে হসন্ত দিয়ে "য" দিলে যে দেরী হবে টাইপিংয়ে একবারে টাইপ করা গেলে অনেক তাড়াতাড়ি হবে)

১ নং কারণ: কোড কম কমপ্লেক্স করার জন্যে..... কারণ রেফ ও য-ফলা একত্রে অ্যাম্বিগুইটি তৈরী করে, যেমন:

r f k = র্ক
k f z = ক্য

তাহলে r f z কি হবে ??? র‌্য(য-ফলা ধরলে) নাকি র্য(রেফ ধরলে) ??? ইউনিকোড কনসোর্টিয়াম অনুসারে রেফের প্রায়োরিটি বেশী ফলে "র্য"-টাই আউটপুট হতে হবে এজায়গায়...... সুতরাং কোডে এই জিনিসটা বাদ দিলে অনেক ভাল হবে মনে হয়েছে

একারণে ইউনিফর্ম উপায়ে য-ফলা টাইপ করার জন্যে একে আলাদা জায়গায় রেখেছি :)

৯৪| ২৫ শে মার্চ, ২০১০ রাত ২:৫৮

জাতি জানতে চায় বলেছেন: জী, ওটাই দিছিলাম (t+f+r+shift y)! তাহলে এটা বোধহয় ষ্রোম (ক্রোম) ব্রাউজারের সমস্যা!! আবারো রিফ্রেশ করে চেষ্টা করলাম, কিন্তু একই সমস্যা, মানে "ট্র্য" লিখতে গেলে "ট্র‌্য" হয়ে যায়!!

২৫ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৪

সিউল রায়হান বলেছেন: আপনার ব্রাউজারে'র সমস্যা মনে হচ্ছে কারণ আমারও ক্রোম এবং আমি আপনার কমেন্টের শেষ লাইনে "ট্র‌্য" ২টাকেই একই দেখতে পাচ্ছি :|

ভ্রিন্দা ফন্ট সেট করে দেখুন তো

৯৫| ২৫ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৬

কাব্য বলেছেন:


[link|

৯৬| ২৫ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৯

কাব্য বলেছেন: বড় করে দেখতে

২৫ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৫

সিউল রায়হান বলেছেন: থ্যাংকস ভাইয়া :)

৯৭| ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৮:২১

বাঙ্গাল বলেছেন: কি মিয়া সিউল৷ ভালৌইত বানাইছেন৷ আমি আসলে খুজতেছিলাম ম্যাকবুক বাংলা লেখার জন্য অভ্র মার্কা একটা সফটওয়ার। আপাতত ফায়ারফক্সের গুগল ইন্ডিক এডুন দিয়া কাজ সারতেছি। কিন্তু পোষ্টানোর জন্য দরকার অভ্র কিসিমের কিছু...আপ্নারে দিয়া সেরম কিছুর আশা রাখলাম...

+প্রিয়তে।

০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৪

সিউল রায়হান বলেছেন: সেরকম সফটওয়ারও প্ল্যান আছে ভাইয়া কারণ ২৪ঘন্টা কেউ নেটে টাইপ করবে এটা সম্ভব না, কিংবা যেই পিসিতে নেট নাই ওটাতেও পসিবল না। এসব দিক চিন্তা করে এই লেআউটের একটা ডেস্কটপ ভার্সনও তৈরীর প্ল্যান আছে :) তবে এটা অভ্রের মত ব্যাপক আকারে হবে না, শুধু এই লেআউটটা নিয়ে হবে

৯৮| ১১ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪২

একলব্যের পুনর্জন্ম বলেছেন: সাব্বাস ! :) :)

কংগ্র্যাটস সিউল ।

১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৭

সিউল রায়হান বলেছেন: টেংকুস :)

ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড কেন ??

৯৯| ১২ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৯

একলব্যের পুনর্জন্ম বলেছেন: এমনিই বিরক্ত লাগছিলো । থাক কয়েকদিন অফ । :)

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১৩

সিউল রায়হান বলেছেন: হুম। ফেসবুক নেশা কাটানো কঠিন কাজ একটা, সেটা করে ফেলছো। কনগ্রাটস ;)

১০০| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪৩

হাম্বা বলেছেন: ++++++++++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৫

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

১০১| ২০ শে এপ্রিল, ২০১০ রাত ৮:২৫

হাফিজ খাঁন বলেছেন: + একবারই দেয়া যায় তাই একবার দিলাম, অনেক দেয়ার আশা থাকলেও দিতে পারলাম না। খুব ভালো কাজ, যত করবেন - সবার ততই ভালো।

২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

সিউল রায়হান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই :) এমন উৎসাহে কাজ করার আগ্রহ ডাবল হয়ে যায়

১০২| ২১ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩

শাতইল বলেছেন: একটু আগে চেষ্টা করতে গিয়ে দেখলাম 'থ' লিখতে পারছি না, একটু ঘাটাঘাটি করে পেলাম।

কি ম্যাপ কি পরিবর্তন হয়েছে নাকি? তাহলে ডেমো তে কীবোর্ডের ছবি পরিবর্তন করতে হবে।

হসন্ত খুঁজে পেলাম না।

২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

সিউল রায়হান বলেছেন: ওকে....... আজকেই পাল্টানোর ব্যবস্থা করছি.... এটা যে পরিবর্তন হয়নি তা খেয়াল ছিল না :(

১০৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:২৩

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় পোষ্ট। প্লাস। আন্তরিক ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৫

সিউল রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্যে :)

১০৪| ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৫

মাজেদুল ইসলাম বলেছেন: দেখে খুবই ভাল লাগছে যে এই প্রজন্মের একজন রংপুরের মানুষ বাংলা ভাষার জন্য কাজ করছে। শুভ কামনা রইল। আমিও রংপুরের মানুষ। ফেইসবুকে আমার তৈরিকরা রংপুর ফ্যান পেজে লেখাটা শেয়ার করলাম। রংপুর ফ্যানপেজ লিঙ্কঃ http://www.facebook.com/Rangpur

২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৭

সিউল রায়হান বলেছেন: :) :) রংপুরের মানুষ দেখে আমারো খুব ভাল লাগলো........ দোয়া করবেন, আমাদের এলাকার মানুষ "বেগম রোকেয়ার" নামকরণে করা জিনিসটিকে যেন বহুদূর নিয়ে যেতে পারি

১০৫| ১৫ ই মে, ২০১০ রাত ৮:১৬

কালবেলার অকাল ভাবনা বলেছেন: আপাতত ভাবনার সময় নাই। কারন এই অকালে আমি অফিসে। পরে ট্রাই করব ও ধন্যবাদ+মন্তব্য করব।

আর যেহেতু আল্লার অনেক বান্দা-বান্দী-ই মন্তব্য করছে তাই আমি এট্টু বেশী ভর্সা পাইতেছি....

২৪ শে মে, ২০১০ রাত ৮:৫৭

সিউল রায়হান বলেছেন: কমেন্টটা আগে দেখিনি তাই রিপ্লাই করতে দেরী হয়ে গেল, ট্রাই করেছেন ??

১০৬| ২৩ শে মে, ২০১০ বিকাল ৩:২০

সাদা-পুরুষ বলেছেন:
সেলুট ইউ ম্যান ।

কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিবো ।

২৪ শে মে, ২০১০ রাত ৮:৫৮

সিউল রায়হান বলেছেন: স্যালুটের কিই আছে রে ভাই, নিজের ভাষা বলে কথা :)

১০৭| ২৬ শে জুন, ২০১০ সকাল ১০:৪২

নীরবতা নীল বলেছেন:

আপনার বিভিন্ন ভাবনার বিশ্লেষণ-যুক্ত এই কী-বোর্ড-এর কথা জানতে পেরে ভালো লাগছে!
আপনার উদ্ভাবন সফলতা পাক।
আমরা অবশ্যই নতুন সৃষ্টিশীল কর্মকান্ডকে স্বাগত জানাই।

২৯ শে জুন, ২০১০ সকাল ১১:০৬

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ...... আমি আশা করি একটা ভাল সলিউশনে যেতে পারবো সামনেই :)

১০৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৫

অপ্রয়োজন বলেছেন: আমাদের মতন লোকজনের সামনে মুলা ঝুলাইয়া ভেগে গেলেন নাকি? মুলা ঝুলাইলেন একটা প্রমিজিং ফিক্সড লেআউটের, তার পর কি গ্যলারিতে বসে মজা লুটেন? এক্কেরে ভালু না :(

যাউগ্গা ...

ব্যাস্ত? বহুৎদিন আওয়াজ নাই দেখি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০২

সিউল রায়হান বলেছেন: ভাইয়া, কি যে বলেন......পালাবো কেন ??? :(

একা একা কাজ করতে যেয়ে আটকে যাচ্ছি বারবার, তারউপর অফিসের প্রেসার আছে এবং কিবোর্ড রিলেটেড একটা পেপার কমপ্লিট করার প্রেশার ছিল। আল্লাহর রহমতে পেপারটা এক্সেপ্টেড হয়েছে :) এখন তাই কোডিং শুরু করছি। এখন থেকে প্রতি শনি-রবি বারের সাপ্তাহিক ছুটিটা এটার পিছনেই দিব ঠিক করছি.....

আর সফটওয়ার কোডিংটা ঠিক করেছি ক্রস ব্রাউজার করবো, মানে সবগুলি ও.এস.-এ একই ইউজার ইন্টারফেসে দেখা যাবে। এজন্যে wxwidget টা শেখার চেষ্টা করছি।

ভাইয়া, "মই" টাইপের শব্দগুলির জন্যে কি করা যায় বলেন তো ??? এরকম শব্দ প্রচুর বাংলায় তাই এইটাইপের শব্দ লিখতে গেলে বর্তমান ভার্সনে ম এর পরে ই-কার মিলে "মি" হয়ে যায় এবং এটাকে h চেপে "মই" লিখতে হয়। এরচেয়ে কি সহজ কোন সমাধান হতে পারে ??? যেমন: h না চেপে শিফট চাপলেও একই ব্যাপার হবে (সার্ভে করে দেখলাম মানুষ কোন a-z এর মাঝের কোন key প্রেস না করে শিফট চেপে সেই কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদেরও কি তাইলে সেদিকেই হাঁটা উচিত না ???)

***********

বাকি কথা পরে,আছেন কেমন ???? :)

১০৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:১০

অপ্রয়োজন বলেছেন: ভালো ভালো ... আস্তে আস্তে করেন ... ভালো কাজে তাড়াহুড়া করতে নাই (বাপ মা রে ডেইলি একবার করে এইডোজ দেই ;) )

h চাপা ছাড়া তেমন ভালো তো পথ দেখি না। আরেকটা হতে পারে দুইবার স্বরবর্ণটা টাইপ করলে সেটা কার না হয়ে বর্ন হিসেবে আসবে, যেমন মইই লিখলে সেটা মিই না হয়ে মই হবে, তেমন গওও লিখলে গোও না হয়ে গও হবে। তাহলে আন্গুল বদলাতে হলো না (এইচের জন্য), আর বাংলাতে পরপর স্বরবর্ন আসার ফ্রিকোয়েন্সি বেশি না মনে হয়।

শিফট চেপে কিভাবে রাখবেন ঠিক পরিস্কার না। m + + i চাপলে আপনার কীবোর্ডে তো মী হওয়ার কথা। আর যদি m + i + বলেন (এইচের যায়গায় শিফট) তাহলে অনেক সময় শিফট দুবার চাপতে হতে পারে যদি ঠিক তার পরবর্তী বর্ণ লেখার জন্য শিফট চাপতে হয়। উদহারন মাথায় আসছে না তাই এমনিই দেখাই - বউদি লিখতে দ এর জন্য একবার শিফটের দরকার হবে - b+u+h++d+i, এটাকে কি b+u+++d+i লিখার কথা বলছেন?

**

আছি মোটামুটি ... অফিসে বেশ চাপ ... মানিয়ে চলার ব্যাপার আর কি। আপনার অফিস আশা করি ভালই চলছে।

১১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:১২

অপ্রয়োজন বলেছেন: ঐ ++ গুলোর মাঝে শিফট লিখেছিলাম, সামুর বিখ্যাত শিফট+কমা সাইনটার বাগের কারনে দেখাচ্ছে না। ঐটা দিয়ে শিফট কিপ্রেস বুঝাচ্ছিলাম আর কি।

২০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫

সিউল রায়হান বলেছেন: ভাইয়া মেইল চেক করেন একটু....... (জিমেইল)

১১১| ২২ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩৮

আরজু পনি বলেছেন:

প্রিয়তে নিয়ে রাখলাম, বুঝতে হবে।

০৯ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২২

সিউল রায়হান বলেছেন: জানাবেন কি হয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.