নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভে যাওয়া আলোর পূজারী.....

সিউল রায়হান

সিউল রায়হান › বিস্তারিত পোস্টঃ

অবশেষে নিজের ডেভেলপ করা নিজের ওয়েবসাইট :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিলো নিজের একটা ওয়েবসাইট করবো এবং সেখানে নিজের ইচ্ছামত অনেক কিছুই করবো। প্রথম ইচ্ছাটা পূরণ হলো কারণ ফাইনালি আমি আমার নিজের ওয়েবসাইট করে ফেলেছি এবং এখন এটা আপনারা দেখতে পারেন এটাঃ http://www.mythicangel.com/



পুরো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা সুতরাং ওয়ার্ডপ্রেসে যারা কাজ করেন তারা যেকোন ঝামেলায় আমাকে জিজ্ঞেস করতে পারেন, ফ্রি-তেই সমাধান দিবো। কন্ট্যাক্ট পেজঃ http://www.mythicangel.com/contact



সাজেশন দিলে ভালো লাগবে কি কি করা যেতে পারে এখানে। সামহোয়ারইনকে বিদায় নয় নিজের ওয়েবসাইট তৈরী করা মানে, বরং এখানে যেন সামহোয়ারইনের লেখা সরাসরি ইমপোর্ট করা যায় সেই ব্যবস্থাও করেছি নিজে কোড লিখে। বর্ণনা এখানেঃ অন্য ব্লগ/সাইট থেকে আপনার লেখা ইমপোর্ট করার উপায়



এই মুহুর্তে ডোমেইনের দাম খুব কম, মাত্র ৩০০টাকার মতন (এই সাইটের কুপন ব্যবহার করেঃ http://scottsigler.com/godaddy-promo-codes )। অতএব এখন/পরে কেউ যদি নিজের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করেন এবং নিজের লেখা ইমপোর্ট করার প্লাগইনটি চান তাহলে আমাকে বললেই হবে।





শুভ সন্ধ্যা,

ভাল থাকবেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর ;) শুভ সন্ধ্যা :#> শুধু পোষ্ট করতেই আসেন নাকি সামুতে? :(

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

সিউল রায়হান বলেছেন: কেমন আছো আপুনি? :)


উহু। আমি যখন লেখার উৎসাহ ফিরে পেলাম তখন মনে হলো সামহোয়ারে একবার লিখবো সেটা আবার আরেকজায়গায় নতুনভাবে কপি-পেস্ট করে শেয়ার করবো অনেক পেইন।
তাই এই সাইট কনসেপ্টটা মাথায় আসলো। এখন থেকে যেখানেই লিখি না কেন সামহোয়ারে আগে দিবো তারপর এই সাইটে অটোমেটিক্যালি নিয়ে আসবো সুতরাং নো পেইন এখন.....

ফ্লিকারে রেগুলার ছবি আপলোড করি গল্প বলার মত করে। দেখতে পারোঃ একটি ছবি = একটি গল্প

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

সোহাগ সকাল বলেছেন: আমিও চেষ্টা করতেছি একটা সাইট বানানোর জন্য।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

সিউল রায়হান বলেছেন: দারুন।

একটা সাজেশনঃ হতাশ হবেন না সাইট বানানোর সময়। সাইট বানানো একটি স্বপ্নের মত এবং তারাই জীবনে সফল হয় যারা স্বপ্নকে সত্যি করার চেষ্টায় যদি হতাশাজনক সময় আসলেও তাহলে হাল ছাড়ে না

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

রিফাত হোসেন বলেছেন: + দিলাম আমি এক্টা মেগা প্রজেক্ট নিয়েছি! তবে হাহা আমাকে নিয়েই, আমিও বানাবো বহু সখ! :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

সিউল রায়হান বলেছেন: কেমন প্রজেক্ট? :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল আছি। আপনি কেমন আছেন? ছবিগুলো দেখলাম, ভাল লাগল। বন-বাডগোডেসবার্গ :P :P :P

আপনার ওয়েবসাইটে আমাকে একটা চাকরি দেন B-))

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

সিউল রায়হান বলেছেন: আমি ভাল-মন্দ মিলিয়ে আছি। ইউরোপে ২ বছরের জন্যে আসছি তাই চলছে আরকি...ঘুরি অফিস করি মাঝেমাঝে পড়াশোনা করি, এই

বিনাবেতনে কাজ করার কিছু অফার আছে। ট্রাই করবা? ;)

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

princejohn বলেছেন: আপনার সাইটটা দারুন হইছে। সবচেয়ে ভাল হইছে সামুর প্লাগিনটা ।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

সিউল রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

রিফাত হোসেন বলেছেন: আমার দুইটা করার ইচ্ছা আছে এক্টা ব্যক্তিগত এক্টা হাতখরচ উঠানোর ডোমেইন

আমার সাজেশন সব ই দরকার।

বাজেট বছর প্রতি ৩০ হাজার সর্বোচ্চ খরচ করব, কিনন্তু সব ই যোগ করব, যা লাগে :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

সিউল রায়হান বলেছেন: বিজনেস প্ল্যান তাহলে। খুব ভালমত রোডম্যাপ করে নিয়েন কাজ শুরুর আগে।

প্রথম কাজ যেটা করবেনঃ লিমিটেড ইউজার বেস বের করবেন কারণ ১০০০ ওয়ান টাইম ভিজিটরের চেয়ে ৫জন রেগুলার বিজনেস ইউজার ভালো।

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

রিফাত হোসেন বলেছেন: আমার জন্য খুব বড় ই কারন পড়াশুনা জব ব্যবসা, এসব দেখে এগুলো করব তাই, সখ আর কি :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

সিউল রায়হান বলেছেন: আমার ভুল না হলে আপনি বিদেশে থাকেন না? যদি বিদেশে থাকেন এবং আসলেই বছরে ৩০০€ খরচ করতে চান তাহলে আমি বলবো কাজটা কোন বাংগালীকে দিয়েন। কিছু ফরেন কারেন্সি দেশে গেলে তো ভালোই।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

মো: আতিকুর রহমান বলেছেন: আমারও একখান ওয়েবসাইট আছিলো জাইনলো নাতো কেও :((। আমি জাস্ট সাইটটা করে রেখেছি বাট সাইটটাতে কাজ কাম করিনা। তাই আর ডোমেইন কিনি নাই। আমার সামুর ব্লগে যে নিকটা আছে এটা থেকেও কপি পেস্ট করতেও আলসামি লাগে :| । কেন যে আমি এত বড় কুখ্যাত আইলসা হইলাম :( !!

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

মো: আতিকুর রহমান বলেছেন: এটা আমার ওয়েবসাইট গুতা মারেন

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মো: আতিকুর রহমান বলেছেন: আপনার সাইট ভাল হইছে।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

আপনি সাইট করে ফেলুন, বসে থাকলে সারাজীবনই বসে থাকবেন। শুরু করলে একটা না একটা সময় শেষ হবেই

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০

সানহিমেল বলেছেন: আমার ও একখান ওয়েবসাইট আছে ব্লগস্পটে করা (http://www.curebd.com/)। তবে ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানাবো ভাবতেছি।আপনার সাইটা ভাল হয়েছে।

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০

সানহিমেল বলেছেন: আমার ও একখান ওয়েবসাইট আছে ব্লগস্পটে করা (http://www.curebd.com/)। তবে ওয়ার্ডপ্রেসে একটা সাইট বানাবো ভাবতেছি।আপনার সাইটা ভাল হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

সিউল রায়হান বলেছেন: আপনার সাইটটা দেখলাম, ভালোই লাগলো :)

ওয়ার্ডপ্রেস আর ব্লগস্পট কিন্তু বেসিক লেভেলে একইঃ পোস্ট-ক্যাটাগরী ইত্যাদি। ওয়ার্ডপ্রেসে আলাদা করে অনেক প্লাগইন বসানো যায় সহজেই যেটা ব্লগস্পটে অনেক কঠিন। সুতরাং সুইচ করার আগে ভেবে দেখুন যে আসলেই দরকার আছে নাকি। কোন প্রশ্ন থাকলে এখানে বলতে পারেন, অবশ্যই উত্তর দিবো

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪

দি সুফি বলেছেন: ভালো হইছে !:#P !:#P

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ :)

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন:

দেখে এলাম। বেশ লাগছে।
অভিনন্দন রইল।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

সিউল রায়হান বলেছেন: ধন্যবাদ আপু :)

১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

রিফাত হোসেন বলেছেন: সালাম সাহেব :)

আমার কিছু জিজ্ঞাসা আছে , এই মন্তব্যটা আমি মেইলও করেছি । আপনাকে আপনার সাইট কনটাক্ট থেকে ...

আমার চিন্তা সার্ভিস দিয়ে । দেশী বিদেশী যাই হোক । আমি ঝামেলামুক্ত সহজ সার্ভিস চাই । আমার কোডিং জ্ঞান পুরোপুরি বেসিক ক্যাটাগরী অথার্ত আমি গিক কোন পাব্লিক না । :(
অতএব, আমি ওয়ার্ডপ্রেস এর প্লাগইনকে টার্গেট করে ব্লুহোস্ট এর দিকে তাকাচ্ছি ।
এখন গো ডেডী এবং ব্লু হোস্ট এর সুবিধা কি রকম হতে পারে তুলনায় বাংলাদেশী হোস্টদের ?

ডোমেইন কন্ট্রোল প‌্যানেল, হোস্ট কন্ট্রোল প‌্যানেল ।
ভাল ট্রাফিক দরকার ।
আর সার্ভার কতটুকু ভাল সার্ভিস দিবে তাও জরুরী । :)
ড্রিমওয়েভার সাপোর্ট কি সবাই দিবে ?
আর ক্লাউড সার্ভিস থাকলে ভাল হয়, চলতে ফিরতে আমি আপডেট করতে পারব, কারন আমার সময় নাই তেমন :( কাজের পথে যাওয়ার সময় যদি একটু আপগ্রেড করতে মাল্টিপল ভাবে ভাল হয় ।
এসএসএল সার্টিফিকেইট কি জরুরী কি ?

আর সবাই মানি বেক গ্যারান্টি দিচ্ছে কেন ? মানুষ তো টাকা ফেরত পাবার জন্য এই সার্ভিস নেয় না , তাইনা ?

হোস্ট আর ডোমেইন এর পয়সা তো আলাদা ধরবে তাই না ?

পড়ে যদি হোস্ট পরিবর্তন করতে চাই কিন্তু ডোমেইন একই রেখে তাহলে সমস্যায় পড়তে হবে অনেক ?
আর ডোমেইন এক আইএসপি থেকে ক্রয় করে পজ দিয়ে আবার আরেক আইএসপি থেকে কি একই ডোমেইন ক্রয় করা যাবে কিনা ?

ব্লু হোস্ট, ড্রিম হোস্ট আনলিমিটেড ডাটা স্টোর আর ব্যান্ডউইথ দিচ্ছে তো তাদেরটা কি আসলেই আনলিমিটেড হবে কি ?
তাদের সাইট থেকে পড়লাম তবে , মন মত হল না ।
যদিও আমি স্ট্রিম গুলি সেইট সাইট থেকে করব না ।

আমাকে তারা ১ ক্লিক সুবিধা দিবে ঝামেলা ছাড়া ওয়ার্ডপ্রেস এ তাই আর কি । :)

আমি সাইট লোড ফাস্ট করতে চাচ্ছি । :)

আর টেক্সট ডাটাবেজ থাকবে অনেক । আমি ব্লগের লেখাগুলি নিয়ে ক্যাটাগরীতে ফেলে উইকির মত করতে চাচ্ছি হতে পারে তা উইকিলিকস বা উইকিপেডিয়ার মত । :)

সামু বা টেক টিউনস দুইটাই বিদেশী ওয়েব হোস্ট প্রভাইডার থেকে নেয় । এখন তাদের সার্ভিস তো খারাপ না । :)

তুলনায় ব্লু হোস্ট কি মোটামোটি নাকি ভাল নাকি বেশী ভাল !

মনে করেন পরে তারা মাসিক খরচ বাড়িয়ে দিল পুরান বিধায় আর সাথে ডোমেইন এর বাতসরিক খরচও বাড়িয়ে দিল তখন সব সমেত কি নতুন কোন প্রোভাইডার এর কাছে যেতে পারব ? (যদি আয় বৃদ্ধি পায় তাহলে সেটার প্রশ্ন আসবে না, শুধু শুধু ঝামেলা কে চায় :) )

:) সহজ সমাধান আশা করছি । :)

১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

রিফাত হোসেন বলেছেন: পাইরেটেড সফট কালেকশন লিংক থাকবে , এই ক্ষেত্রে তো ব্লু হোস্ট বাধা :( গো ডেডীও বাধা ড্রিম হোস্টও বাধা এর জন্য বেটার অপশন কি হতে পারে ?

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

দি সুফি বলেছেন: @রিফাত হাসানঃ আমি জবাব উত্তর দিচ্ছি আপনার প্রশ্নগুলোরঃ


এখন গো ডেডী এবং ব্লু হোস্ট এর সুবিধা কি রকম হতে পারে তুলনায় বাংলাদেশী হোস্টদের ?

--> ভুলেও কখনও গো ড্যাডী থেকে হোস্টিং কিনার কথা চিন্তা করবেন না। ওদের হোস্টিং খুবই বাজে কোয়ালিটির। ব্লুহোস্ট/হোস্টমনস্টার ইআইজি গ্রুপের। হোস্টিং জগতের লোকজন এই ইআইজি গ্রুপের সকল প্রোডাক্ট এড়িয়ে চলে। আর ওদের সার্ভার হেভিলি ওভারক্রাওডেড।
বাংলেদিশী থেকে নিলে সাপোর্ট পাবেন ভাল। তবে সবার কথা জানি না। অনেকে খারাপ সার্ভিসও প্রোভাইড করে।


ডোমেইন কন্ট্রোল প‌্যানেল, হোস্ট কন্ট্রোল প‌্যানেল ।
ভাল ট্রাফিক দরকার ।
আর সার্ভার কতটুকু ভাল সার্ভিস দিবে তাও জরুরী ।
ড্রিমওয়েভার সাপোর্ট কি সবাই দিবে ?

--> দেশী কারো কাছ থেকে ডোমেইন কিনার আগে যাচাই করে নিবেন তারা ফুল কন্ট্রোল প্যানেল দিবে কিনা (আমরা দেই)।
বিদেশে সবাই কন্ট্রোল প্যানেল দিয়ে দেয়।
আর হোস্টিং এর জন্য সিপ্যানেল (cPanel) ব্যবহার সবচেয়ে সহজ।
ড্রীমওয়েভার থেকে তৈরি করা সাইট সকল লিনাক্স হোস্টিং প্রোভাইডারেই সাপোর্ট করবে।



আর ক্লাউড সার্ভিস থাকলে ভাল হয়, চলতে ফিরতে আমি আপডেট করতে পারব, কারন আমার সময় নাই তেমন কাজের পথে যাওয়ার সময় যদি একটু আপগ্রেড করতে মাল্টিপল ভাবে ভাল হয় ।
এসএসএল সার্টিফিকেইট কি জরুরী কি ?

--> আমার মনে হয় না আপনার ক্লাউড সার্ভার দরকার আছে এই মুহূর্তে। ক্লাউড সার্ভারের খরচও অনেক বেশি। চলতে ফিরতে আপডেটের সাথে ক্লাউডের কোন সম্পর্ক নেই।
আপনি যদি আপনার সাইটে সরাসরি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা কেটে নিতে চান, তাহলে এসএসএল লাগবে, এছাড়া দরকার নেই।



আর সবাই মানি বেক গ্যারান্টি দিচ্ছে কেন ? মানুষ তো টাকা ফেরত পাবার জন্য এই সার্ভিস নেয় না , তাইনা ?

--> এর কারন কাষ্টমারকে আস্থা দেয়া।

হোস্ট আর ডোমেইন এর পয়সা তো আলাদা ধরবে তাই না ?

--> জ্বী, আলাদা।

পড়ে যদি হোস্ট পরিবর্তন করতে চাই কিন্তু ডোমেইন একই রেখে তাহলে সমস্যায় পড়তে হবে অনেক ?

--> কোন সমস্যায় পরবেন না।

আর ডোমেইন এক আইএসপি থেকে ক্রয় করে পজ দিয়ে আবার আরেক আইএসপি থেকে কি একই ডোমেইন ক্রয় করা যাবে কিনা ?

--> আইএসপি আর ডোমেইন প্রভাইডার কিন্তু আলাদা। আইএসপি হল ইন্টারনেট সার্ভিস প্রভাইডার।
আর ডোমেইন পজ দেয়া যায় না। আপনি অন্য প্রোভাইডারের কাছে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন।


ব্লু হোস্ট, ড্রিম হোস্ট আনলিমিটেড ডাটা স্টোর আর ব্যান্ডউইথ দিচ্ছে তো তাদেরটা কি আসলেই আনলিমিটেড হবে কি ?
তাদের সাইট থেকে পড়লাম তবে , মন মত হল না ।
যদিও আমি স্ট্রিম গুলি সেইট সাইট থেকে করব না ।

--> আনলিমিটেড ডিস্ক বলে কিছু নেই। তারা সাধারনত আপনাকে কোন লিমিটেশন দিবে না। কিন্তু খুব অল্প পরিমান প্রসেসর আর র‌্যাম ব্যবহার করতে পারবেন।

সামু বা টেক টিউনস দুইটাই বিদেশী ওয়েব হোস্ট প্রভাইডার থেকে নেয় । এখন তাদের সার্ভিস তো খারাপ না ।

--> দুইটাই কিন্তু ডেডিকেটেড সার্ভারে হোস্ট করা!

তুলনায় ব্লু হোস্ট কি মোটামোটি নাকি ভাল নাকি বেশী ভাল !

--> ডেডিকেটেড সার্ভারের সাথে শেয়ার্ডের কোন তুলনা হয় না।

মনে করেন পরে তারা মাসিক খরচ বাড়িয়ে দিল পুরান বিধায় আর সাথে ডোমেইন এর বাতসরিক খরচও বাড়িয়ে দিল তখন সব সমেত কি নতুন কোন প্রোভাইডার এর কাছে যেতে পারব ? (যদি আয় বৃদ্ধি পায় তাহলে সেটার প্রশ্ন আসবে না, শুধু শুধু ঝামেলা কে চায় )

--> আপনি যেকোন সময় নতুন প্রোভাইডারের কাছে চলে যেতে পারবেন। তবে নতুন প্রভাইডার থেকে আপনার নতুন করে হোস্টং কিনতে হবে, এবং পূর্বের হোস্টং এর ফাইল ট্রান্সফার করে নিয়ে আসতে হবে।
ডোমেইনের দাম বাড়তে পারে, কিন্তু সাধারণত হোস্টিং এর দাম কখনও বাড়ে না।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

দি সুফি বলেছেন: রিফাত হোসেন বলেছেন: পাইরেটেড সফট কালেকশন লিংক থাকবে , এই ক্ষেত্রে তো ব্লু হোস্ট বাধা গো ডেডীও বাধা ড্রিম হোস্টও বাধা এর জন্য বেটার অপশন কি হতে পারে ?

সাধারনত কোন অপশন নাই। দেশী প্রভাইডার থেকেও পাবেন না। কিছু জার্মান সার্ভার পাইরেসি এলাও করে থাকে। আমেরিকান বা ইউরোপিয়ান কোন সার্ভার এলাও করে না :)

১৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

রিফাত হোসেন বলেছেন: @দি সুফি সাহেব , সবই বুঝতে পারছি হালকা বিস্তর কিন্তু ক্যাচাল দিয়ে বসল পাইরেসী নিয়ে । :(

পাইরেটেড জিনিসটা খুব দরকার । :) অন্তত লিংক থাকবে :)

যেহেতু সব বাংলাতে ;) সবই লেখা সুতরাং ট্রেস করা কঠিন হবে বৈকি!

ব্লুহোস্ট রেপুটেশন ভাল । আর ১ ক্লিক ওয়ার্ডপ্রেস সাপোর্টটা আমার খুব ভাল লেগেছে । আর কিছুই না । আমার ঝামেলা কমবে আর কি ।

অন্য কোন ভিডিও বা ডাটা আপলোডার থেকে লিংক বা Embed ই দিলে তো সমস্যা হবার কথা না । ...

তবুও চিন্তা করছি আর কি । স্মার্ট জগতে মোবাইল ওয়েবসাইটও খুব জরুরী হয়ে দাড়িয়েছে ...

রুট সার্ভার এর চিন্তা করতে পারব না আপাতত । :(

প্রচুর খরচ হবে তাতে । :(

ডোমেইন তো গো ডেডী থেকে সস্তা পড়বে তাই না ?

হোস্ট ইউরোপ ও দেখলাম ।

দেশীও চিন্তা করতেছি । :) আসলে আস্থা পাওয়াই বড় কথা ।

দেখি আরেকটু চিন্তা করে , আপনারাও
CPU
shared আর
Arbeitsspeicherরেম
shared দিবেন সস্তায় তারাও দিবে । হোস্টঅয়রোপা টা ভাল লাগছে , বর্ণনা সাথে বিস্তারিত আর ফ্রি সাপোর্ট সহ ।


দেশী সব প্রোভাইডার কি সব স্ক্রীপ্ট সাপোর্ট দেয় কি ?

তবু ধন্যবাদ অনেক । আমি সাধারন মানুষ তাই সহজ পদ্ধতি খুজছিলাম http://shafiul.com/packages.php শফিউল সাহেবেরটাও ভাল লেগেছে । কিন্তু মনে মনে আস্থা খুজে বেড়াচ্ছি আর কি । হাহাহ :)
সব সেটাপ করতে পারব নাকি সহজে =p~


আর পাইরেটেড বলে হোস্ট করা বন্ধ আছে ঠিক না, কারন জনপ্রিয় বহ সাইট যা পাইরেটেড কনটেন্ট এ ভরপুর অর্থাত মুভি সমেত তার হোস্ট গ্যাটর বা গো ডেডীর অভাব নাই ।

তবে স্মুথ ব্যবহার করতে রুট সার্ভার এর তুলনা নাই , সেটা আপনি ১০০% ঠিক বলেছেন, যা আমার পক্ষে এখন বহন সম্ভব না । ঠিকতেমনি যেমন বলেছেন ক্লাউড আমার এখন প্রয়োজন নাই, তাও ১০০% ঠিক । :)

তেমনি সেইফ খুবই সহজ ব্যবহারবান্ধব হোস্ট সুবিধা দরকার । কাজটা দ্রুত ঝামেলা ছাড়া করতে পারলে ভাল লাগবে ।

দেখী ট্রায়াল দিয়ে , কোন একটা । :) না পোষালে .....অফলাইন ! :)


২০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

রিফাত হোসেন বলেছেন: @সুফি সাহবে তবে অনেক ধন্যবাদ । :) ইনফো দেবার জন্য ।

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সিউল রায়হান বলেছেন: আমি পিসি'র সামনে ছিলাম না শেষ কয়দিন তাই উত্তর দেয়া হয়নি কিন্তু আপনি দেখলাম একদম প্রফেশনাল হেল্পই পেলেন। আমিও ৯০% জায়গায় ওগুলোই বলতাম।

কিছু ক্লিয়ার না থাকলে বলুন, এখন আছি

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

দি সুফি বলেছেন: ১ ক্লিক ইনস্টলেশন মোটামুটি সবাই প্রভাইড করে (ফ্যান্টাসটিকো অথবা কুইক ইনস্টল দিয়ে)।
পাইরেটেড ওয়েবসাইট সম্পর্কে সাধারনত যতক্ষন পর্যন্ত কম্প্লেইন না হয়, হোস্ট প্রোভাইডার কোন একশন নেয় না। এর কারন, সব ওয়েবসাইট ঘেটে দেখা সম্ভব না। তবে চোখে পড়লে ডিলিট করে দেয়। আমরাও পাইরেটেড লিঙ্ক শেয়ারিং সাইট এলাউ করি না, ঠিক তেমনি পর্ন সাইটও এলাও করি না।

ডোমেইন গোড্যাডি থেকে নিতে পারেন। ওরা ডোমেইনের জন্য মোটামুটি বিশ্বসেরা। তবে কুপন ছাড়া কম দামে পাবেন না। গোড্যাডিতে আমার ৫০+ ডোমেইন আছে। তাই অনেক কম দামে পাই। তবে আমার ক্লায়েন্টদের গোড্যাডি থেকে প্রোভাইড করি না। অন্য প্রোভাইডার থেকে প্রোভাইড করি। এর মূল কারন হল ক্লায়েন্টকে ফুল কন্ট্রোল প্যানেল দেয়া।

আমার কাছে যদি কেউ সাজেশন চায়, আমি ব্লুহোস্টকে এড়িয়ে যেতে বলব। একটা এক্সাম্পল দেইঃ ব্লুহোস্টে আপলিঙ্ক স্পীড সাধারনত ২মেগাবাইট/সেকেন্ডের বেশি পাওয়া যায়না। ক্ষেত্র বিশেষে ৮০০কিলোবাইট/সেকেন্ডের উপরে উঠে না। সেখানে অন্য অনেক প্রোভাইডারে স্পীড ১০-১৬মেগাবাইট/সেকেন্ড! ২০০৮ থেকে এই লাইনে আছি! অনেক কম্পানির সার্ভিসই ব্যবহার করার সৌভাগ্য হয়েছে! :D

যদি পাইরেটেড ছাড়া অন্য কিছু করতে চান, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। ভাল সার্ভিসই পাবেন। আর পাইরেটেড হলে, দুঃখিত, আমরা এলাও করি না :)

আর শুরু করে দেন। দেখবেন ধীরে ধীরে ঠিকই সামনে এগিয়ে যাচ্ছে। বসে থাকলে কিছুই হবে না।

শুভকামনা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

সিউল রায়হান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই

২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

আততায়ী০০৬ বলেছেন: ভাই, আপনি আমার পোষ্টে সাযায্য করেছিলেন Read More এর সমস্যা সমাধানে। আবার একই সমস্যা। প্লিজ হেল্পান।
থিম এর নামঃ Arowa By FThemes.com

My website

২৩| ০১ লা মে, ২০১৩ রাত ৮:০৯

আততায়ী০০৬ বলেছেন: আবারও অনেক ধইন্যা ভাই। তবে একটু কারেকশন আছে। loop-page.php না, loop.php পেজে content কে excerpt দিয়ে রিপ্লেস করার পর কাজ হইছে। :)
:) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.