নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

পিচ্চিগল্পঃ বর্তমানে অবর্তমান

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

- রিপা, রিপা, হ্যালো। শুনতে পাচ্ছ?

- হ্যাঁ। তুমি আবার আমার সাথে কথা বলছ কেন?

- আমার তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়।

- তো , আমি কি করব?

- ফিরে আস না আমার কাছে।

- সম্ভব না। তোমার ব্যাপারটা বোঝা উচিৎ।

- কোন ব্যাপার?

- আমার অন্য একজনের সাথে সম্পর্ক হয়েছে।

- সমস্যা নেই। তুমি তাকে ছেড়ে আমার কাছে চলে আসো। সে আরও মেয়ে পাবে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন মেয়েকে ভাল লাগে না।

- না, আমার তাকে ছাড়া থাকা সম্ভব না। তার সাথে আমার সম্পর্ক অনেকদূর পর্যন্ত চলে গেছে। আর সম্ভব না।

- আমার সাথে ৩ বছরের সম্পর্ক তোমার। আর তার সাথে বেশি হলে আড়াই মাস।৩ বছরে আমার সাথে তোমার অনেক দূর যায়নি। আর আড়াই মাসে তোমার তার সাথে অনেকদূর চলে গেছে।

-হ্যাঁ। তাই আমাকে আর বিরক্ত করবে না।

- রিপা, প্লিজ।

- বললাম তো সম্ভব না।

- আমার সমস্যা নেই রিপা। তুমি ২-৩ টা বাচ্চা কাচ্চা নিয়ে আমার কাছে আসলেও..আমার সমস্যা নেই। আমি তোমাকে ভালবাসব।তোমাকে মেনে নিব।

- তাহলে আমি আগে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করি। ২-৩ টা বাচ্চা হোক। তারপর তোমার কথা ভাবব,আচ্ছা? আমাকে আর বিরক্ত করবে না।







রিপা কল কেটে দেয়। ইমন আবার কল করে। নাম্বার বন্ধ। বুকের ভিতর হু হু করে উঠে। চিৎকার করতে ইচ্ছা করে। আবারও সেধে সেধে কষ্ট পেল। ওভার ব্রিজের উপর দিয়ে নিচে তাকিয়ে দেখল গাড়ি চলে যাচ্ছে। অনেক দ্রুত। থামার সময় নেই। আর ইমন ওভার ব্রিজের উপর ঠায় দাড়িয়ে রইল। স্থির হয়ে। রিপাও অমন গাড়ির মত দ্রুত এগিয়ে যাচ্ছে নিজের জীবন সাজিয়ে। পিছনে ফেরার সময় নেই। আর ইমন রিপার স্মৃতি নিয়ে স্থির হয়ে আছে। কষ্ট পেয়ে যাচ্ছে। কিছু মানুষ জীবনটাকে কখনই সাজিয়ে নিতে পারে না।মিথ্যে কিছু মোহে থাকে। মিথ্যে কিছু আশায় বুক বেধে থাকে। আর কিছু মানুষ অনেক দ্রুত জীবন সাজিয়ে সামনে চলে যায়। পিছন ফিরে তাকানোর সময় নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: পিচ্চি গপ তেমন জমলো না

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পিচ্চি তো তাই ঠিক জমাতে পারলাম না। :)

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.