নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………
জানি বুঝিস না,
বুঝবিও না,
বুকের ভিতর কেমন করে,
তোর স্মৃতির ভরে।
জানি ফিরে তাকাস না,
তাকাবিও না,
বালিশ বুঝি অনেক বুঝে,
চোখের জলে তোকেই খুঁজে।
জানি কিছুই জানিস না
কভু জানবিও না,
শীতের কুয়াশায় শুকনো পাতা,
অন্য জলে ভেজা,আমার কবিতার খাতা।
জানি ভালবাসিস না,
হয়ত বাসতি না,
আমি একাই জ্যোৎস্না ভাবি,
হোক আঁধার, চল সাথে যাবি।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
জানি বুঝিস না,
বুঝবিও না,
বুকের ভিতর কেমন করে,
তোর স্মৃতির ভরে।
জানি ফিরে তাকাস না,
তাকাবিও না,
বালিশ বুঝি অনেক বুঝে,
চোখের জলে তোকেই খুঁজে।
জানি কিছুই জানিস না
কভু জানবিও না,
শীতের কুয়াশায় শুকনো পাতা,
অন্য জলে ভেজা,আমার কবিতার খাতা।
ভীষণ ভালো লেগেছে ...!!!!!
প্রিয়তে নিলাম কবি!
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার কমেন্ট দেখে আরও ভাল লাগল। আমি টুকটাক গল্প লিখি। কবিতা আসলে লিখতে পারি না।তবুও মাঝে মাঝে এমন কিছু লিখে ফেলি। সেগুলোকে আর কবিতা বলে মনে হয় না। অনেক ধন্যবাদ, প্রাপ্তিটুকু কবিতার জন্য রেখে দিলাম।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সহন বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।