নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………
আজও রাতে প্রতিদিনের মত মোবাইলটা বের করে তিফতির নাম্বারে কল করল রিশাদ। চারপাশটা অনেক নীরব। এত রাতে কেউ বের হয় না রাস্তায়। একা একা হাঁটছে আর তিফতিকে মোবাইল এ কথাগুলো বলে যাচ্ছে রিশাদ,"খুব এলোমেলো হয়ে গেছে জীবনটা । তুই তো কত সুন্দর সাজিয়ে নিছিস সব নিজের মতন করে । আমি তো পারছি না নয়ত চেষ্টা করছি না । খুব কষ্ট লাগে । কষ্ট তো লাগার জন্যই ,তাই খুব একটা সায় দেই না । তুই হয়ত পাস না কষ্ট ,নয়ত তুই কষ্ট পাবার জন্য না । সবাই পায় না কষ্ট । সবাইকে সবাই ভালবাসে না । আমাকে কষ্ট ভালবাসে তোকে বাসে না । তুই বড় অভাগা । কষ্ট ভালবাসে আমাকে।আমার ভালবাসার তালিকাটা বেড়ে গেল।তোরটা ছোটই রয়ে গেল ।হেরে গেলি তুই আবার । তুই বলেছিলি , আমাকে ভুলে থাকতে পারবি না । ঠিক ভুলে গেছিস । আবার হারলি । জীবনে এত বেশি জিতে গেছি যে বড্ড বেশি একগেঁয়ে লাগে এখন । তুই বলেছিলি কাঁদতে দিবি না । আমি প্রতিদিন কাঁদি তোকে ভেবে । মুখ লুকিয়ে ,কাউকে দেখতে দেই না । আর কত হারবি তুই ? তোর খারাপ লাগে না এত বার হেরে যেতে ? তোর খারাপ লাগা আমার ভাল লাগে না । আমি বলেছিলাম তোকে তুই চলে যাবার আগে ,আমি তোকে আর কখনও মনে করব না । ভালবাসব না । একবার ফিরে আয় না । আমি হেরে যেতে চাই রে । তোর হাতের ভিতর হাত লুকিয়ে ঘুরব আবার আমি । আবার তোকে ভালবাসব । একটু জিতলে কিইবা হয় তোর ? আমি হারতে চাই । তোকে ভালবেসে শেষ বারের মতন হারতে চাই । সত্যি বিশ্বাস কর আর কখনও কোন আবদার করব না ।এই মেয়ে,আজও কথা বলবি না, তাই না? তা বলবি কেন? বলনা একটু কথা। খুব কষ্ট লাগছে আমার। "
মোবাইলটা রেখে দিল রিশাদ। প্রতিদিন এভাবে অভিনয় করে যাচ্ছে নিজের মনের কথাগুলো আকাশে বাতাসে ছড়িয়ে। কষ্ট গুলো ছড়িয়ে দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। মোবাইল এর ও পাশে কেউ ছিল না। একা একাই এতক্ষণ কথা বলল রিশাদ। প্রতি রাতে এমন করে তিফতির নাম্বারটাতে কল করে। ওপাশ থেকে নাম্বার বন্ধ বলে যায়, এক মহিলা। আর রিশাদ নিজের মত কথা বলে যায় ।
খুব বেশিদিন আগে না। ঘুমহীন রাত কাটিয়েছে দুজন কথা বলে। কখনও খারাপ লাগা বিরক্তি স্পর্শ করেনি। পৃথিবীর সব ঘুম লুকানো বই এর পাতায়। রাতের বেলা বই এর পাতায় চোখ বুলালেই রাজ্যের ঘুম এসে হাজির। মোবাইল কানে নিয়ে ভালবাসার মানুষের কথা আসতেই হাওয়া ঘুম। রাত জাগা বা একসাথে ঘুম পাড়ানো দুজন দুজনকে। বড্ড বেশি মিস করে রিশাদ। তিফতি হয়ত করে না। কেন করবে? কথা বলার মানুষ আছে না। সেদিন খুব করে বলল রিশাদ তিফতিকে- ব্রেক আপটা না করলে হয় না?
- না , আমার সবার আগে আমার ক্যারিয়ার। আমি তোমার যন্ত্রণায় পড়তে পারি না। ঘুমাতে পারি না। ফ্রেন্ড দের সাথে কথা বলতে পারিনা। ক্লাস করতে পারি না। আর প্রতিদিন এত ঝগড়া আমার ভাল লাগতেছে না। please leave me alone.
অনেক কড়া ভাবেই কথা গুলো বলল তিফতি। রিশাদ চুপ চাপ শুনে যাচ্ছে। চোখ দুটো পানিতে ছল ছল করছিল। তিফতি তা দেখতে পাচ্ছিল না। বুঝতেও পাচ্ছিল না। কখনও বুঝেও নি। আর বুঝবেও না কখনও। সেই সুযোগ আর নেই।
©somewhere in net ltd.