নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতাঃ অবুঝ অভিমান

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

হারিয়ে যখন যাব আমি

ধরব না আর হাত,

আমায় ছাড়া একলা রাত

হবে তোমার প্রভাত।



জড়িয়ে তোমায় ধরবে না কেউ

দিবে না কেউ চুম,

চুপিচুপি ডাক দিয়ে কেউ

ভাঙাবে না ঘুম।



কাটবে তোমার একলা দিবা

কাটবে একলা নিশি,

আমায় ছাড়াই ঐ আকাশে

দেখবে একা শশী।



নদীর জলে পা ভিজিয়ে

থাকবে একা বসে,

হাতটি থাকবে না কেউ

আর তো তোমার পাশে।



কুড়িয়ে ফুল এনে তুমি

দিবে কারে বল?

দুঃখ তোমার ভুলাবে কে

যখন আঁখি ছলছল।



তোমার কোন কাজে আর

করবে না কেউ বারন,

বল গো হায় তখন তুমি

করবে কারে মিষ্টি শাসন?



একটু হেসে ভাঙাবে কে

বল না তোমার অভিমান?

আবল তাবল বলে আর

কে ভরাবে প্রাণ?



মন খারাপ করে যখন

নীরব থাকবে তুমি,

হাজার বার ভালবাসি বলে

কে করবে আর পাগলামি?



ছেড়ে তোমায় গেলে চলে

আমি চিরতরে,

আমায় ছাড়া তুমি বল

রবে কেমন করে?



কাঁদো যদি তুমি

কে থামাবে তখন?

আমার ছায়া থাকবে না'ক

তোমার পাশে যখন।



নতুন কেউ আসলে কি গো

জড়িয়ে নিবে তারে?

নাকি আমার স্মৃতি বুকে

রাখবে সারাজনম ধরে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.