নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

হলিক্রসের মেক আপ সুন্দরী ও রিকশা সংঘর্ষ

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

বিঃদ্রঃ কিছুটা বিতর্কিত হতে পারে ।



ফার্মগেট যাচ্ছিলাম রিক্সা করে। শক্তিমান রিক্সা চালক আমার মত শুকনা পাতলা যাত্রী পেয়ে খুব খুশি। রিক্সাতে আমি বসে থাকার পরও আমার কোন অস্তিত্ব টের না পেয়ে তিনি রিক্সা হাওয়ার বেগে, বুলেট বেগে চালানো শুরু করলেন।

মনে মনে বাংলা সাদাকালো সিনেমার এক গান " চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া "

এর নতুন ভার্সন "চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইড়া উইড়া " গেয়ে তিনি চালিয়ে যাচ্ছেন।

মনে এই গান থাকাতে আশেপাশের বাইক, কার, অন্যান্য রিক্সা কোন কিছুকেই তিনি গুনায় ধরছেন না। সব পিছনে ফেলে সামনে যাচ্ছেন তো যাচ্ছেন। আমি কোনমতে কেপেকুপে রিক্সাতে বসে আছি।

হলিক্রসের সামনে এসে হঠাৎ অন্য এক রিক্সার চাকার সাথে বড়সড় মাপের সংঘর্ষ। আমি কোনমতে সামলে নিলাম। কিন্তু অন্য রিক্সা থেকে " আ উ উ উ..." শব্দ আসল। বুঝলাম ঐ রিক্সাযাত্রী মেয়ে, কারণ ছেলেরা এই ধরনের শব্দ করে না। যাই হোক রিক্সাতে দেখলাম একজন মেক আপ করা সুন্দরী বসা। সে সংঘর্ষটা সামলে নিতে পারেনি। সে চিৎকার করে যাচ্ছে আর বকা দিচ্ছে। মিষ্টি বকা।

- অসভ্য। এভাবে কেউ চালায়? এসবের মানে কি? আমার আয়নাটা ভেঙ্গে গেছে, আমার এত প্রিয় আয়না।



আমি নিচে তাকিয়ে দেখলাম, সত্যি সত্যি একটা ছোট্ট আয়না ভেঙ্গে রাস্তায় পড়ে আছে।বুঝলাম যে মেক আপ সুন্দরী রিক্সাতে বসেও রূপ চর্চা করছিল।



ঐদিকে মেক আপ সুন্দরির রিক্সা চালক ও আমার রিক্সা চালক মারামারি কাটাকাটি টাইপ ঝগড়ায় মগ্ন। কিছুক্ষণ পর মেক সুন্দরী এসেও ঝগড়া শুরু করে দিল। চিৎকার করছে যত জোরে পারে। তার সকল দুঃখ,আক্ষেপ,অভিমান,অভিযোগ তার ছোট্ট আয়নার জন্য।

ফার্মগেট চলে এসেছি। নেমে গেলে যেতে পারি। কিন্তু আমি না নেমে রিক্সাতে গুটিসুটি মেরে বসে ভদ্র দর্শকের মত ঝগড়া দেখতে লাগলাম। ইতিমধ্যে আমার মত আরও কিছু দর্শক এসে উপস্থিত।



ঝগড়ার তখন তুমুল পর্যায়, হঠাৎ দেখলাম মেক আপ সুন্দরী আমার দিকে ফিরে তাকাল। সামনে এসে দাঁড়িয়ে জবাবদিহির ভঙ্গিতে ঝাড়ি দিয়ে বলল, আপনি বলেছেন না? জোরে চালাতে? প্লেন এটা?আমার আয়না আপনি কিনে দিবেন।



আমি অবাক হয়ে চুপচাপ হা করে তাকিয়ে আছি। বলে কি মেয়ে?

মেক আপ সুন্দরী বলেই চলছে, আপনি আমাকে চিনেন? আমার কলেজের সামনে এসে............... এরপর থেকে এমন করলে দেইখেন।



আমি আস্তে করে মাথা নাড়লাম। কেন নাড়লাম জানি না।

মেক সুন্দরী আয়নার দুঃখে চরম দুঃখিত, রাগান্বিত। তাই কোন কিছু বলে আর দুঃখ বাড়ালাম না।



আমি নিজেও খুব দুঃখিত। মেক আপ সুন্দরির আয়নার দুঃখে না। দ্বিতীয়বার কারণ ছাড়া হলিক্রসের ঝাড়ি খেয়ে।

হলিক্রসের সব মেয়েই কি এমন জাঁদরেল নাকি? কারণ ছাড়া নিরিহ মানুষকে ঝাড়ি মারে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

লিংকন১১৫ বলেছেন: ;)
হা হা হি হি
ফরে কি কিন্না দিছেলেন নি B-))
নাকি আয়না কিনার নামে ডেটিং ফেটিং মারতে আছেন :-P

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: না, ভাই আর সাথে কোনদিন, দেখা হবার দুর্ভাগ্য হয় নি। :)

আয়নাও কিনে দিতে পারিনি। টাকার বড় অভাগ। :(

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

পথহারা সৈকত বলেছেন: নাকি আয়না কিনার নামে ডেটিং ফেটিং মারতে আছেন :-P

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: খুবই জাঁদরেল প্রকৃতির। এর থেকে দূরে থাকাই ভাল মনে করছি। :-P :-P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @ পথহারা সৈকত ও@লিংকন১১৫ আপনারা কি দুই ভাই চেহারায় মিল আছে।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হেহে, মন্তব্য তেও মিল আছে। :-B :-B

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

পথহারা নাবিক বলেছেন: : @ পথহারা সৈকত ও@লিংকন১১৫ মাল্টি নিক নাকি!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনার নামের সাথেও দেখি মিল আছে। :) পথহারা। :P

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: @পথহারা নাবিক আমি কিন্তু তাই বলি নি।



তবে চেহারায় বেশ মিল আছে। ;) ;)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই চেহারার অনেক মানুষ ফেসবুক, ব্লগে আছে। :P :-/

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

লেখোয়াড় বলেছেন:
সুন্দর একটি গল্প হতে পারত।
অনেকের কাছে সামান্য একটি জিনিষ অনেক সময় মূল্যবান হতে পারে।
কখন কার হয় কে তা বলতে পারে।

ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ ভাই। তবে এদের নিয়ে গল্প লিখবো না। এমনিতেই অনেক লিখি গল্প। এরা শুধু আমার মত নিরীহ মানুষকে ঝাড়ি মারে। বড় ভয় পাই। :( :P

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

পথহারা সৈকত বলেছেন: কারও সাথে নামের মিল যেমন

পথহারা সৈকত
পথহারা নাবিক

আবার কারও সাথে চেহারার মিল যেমন


পথহারা সৈকত



লিংকন১১৫




আমি কারও মাল্টি নই বা আমার কোন মাল্টি নাই......@পথহারা নাবিক,@মোঃ আনারুল ইসলাম



@পথহারা নাবিক

আমরা পরস্পরের মাল্টি না হলেও বন্ধু তো হতে পারি....





০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, থাক ভাই। দুষ্টামি করে বলছে মনে হয় সে। :) :)

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

বাদশা নামদার বলেছেন: একটা আয়নাইতো, দিতেন না হয় কিনে । :P

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হ দেখা গেল, পরে উস্টা মাইরা ফালায় দিছে, ম্যানহলে। :P

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

মুনেম আহমেদ বলেছেন: আয়হায় কি শুনাইলেন আমার ভার্সিটিতে যাইতে হলিক্রসের সামনে দিয়া যাই। আপনের পোষ্ট পইড়া ভয় পাইছি :P :P

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, আপনার ভার্সিটি কোথায়?

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: =p~ =p~ =p~

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মুনেম আহমেদ বলেছেন: BUTEX তেজগাঁও :-D

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমিও ভাই বুটেক্স এর ই। :-/ :-/

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

আশাফ আনিস বলেছেন: রাইফেলস এর মেয়ে গুলা আরও জাঁদরেল

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কি যেন ভাই, তাদের কথা বলতে পারি না। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড রাইফেলসের তো। ওওও জাঁদরেল না। তাই বলতে পারলাম , না। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.