নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

একটি পিচ্চি হিংসামূলক গল্প

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

- শুনলাম তুমি নাকি নতুন প্রেম করছ?

- কে বলল?

- যে ই বলুক। সত্যি কিনা?

- তুমিও তো বিয়ে করেছ। তুমি তোমার জামাইয়ের সাথে প্রেম করতে পারলে, আমি পারব না কেন অন্য কারও সাথে করতে?

- তুমিও বিয়ে কর।

- আমার বিয়ের বয়স হয় নি।

- প্রেম করার বয়স হয়েছে?

- না হলে, তোমার সাথে করলাম কি করে?

- আমার জায়গায় অন্য কাউকে বসাতে পারলে?

- হ্যাঁ পারলাম।তুমিও তো বসিয়েছ।

- তুমি আমার জামাই ছিলে না, বয়ফ্রেন্ড ছিলে।

- হ্যাঁ তো?

- ঐ মেয়ের সাথে ব্রেক আপ করবে।

- কেন?

- আমার সহ্য হয় না।

- তুমি তোমার জামাইয়ের সাথে থাকো, এটাও আমার সহ্য হয় না।

- তুমি কি জেদ করে এসব করছ?

- যা ভাবো তুমি।

- আমার কথা শুনবে না?

- জানিনা।

- বাদ দাও না এসব।

- কি?

- প্রেম করা।

- তুমিও বিয়েটা বাদ দিয়ে দাও। সত্যি আমার সহ্য হয় না।

- আশিক?

-বল।

- আমি বোধহয় তোমাকে এখনও ভালবাসি।





আশিক চুপ হয়ে যায়। অন্যের বউকে ভালবাসি বলা যায় না।নিধি অন্যের বউ। ফোন কেটে দেয়। আর কখনও নিধির সাথে কথা বলবে না। হিসেবের ভিড়ে অনেক কিছুই বদলে যায়।আবেগ আঁটকে যায়।অজানা কিছু অনুভব, কখনও বুকের ভিতর থেকে তাড়িয়ে দেয়া যায় না।



( সিরিয়াসলি নেবার দরকার নেই। )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

জয় সুমন বলেছেন: :p moja pailam ... nd apnar golpo gula seiram hosseee.... but ektu happy ending dile aro valo lagto .... apni kintu amr following list e

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ । দুষ্টামি করেই লেখা, মজা করেই লেখা। একটু ব্যস্ত থাকার কারণে, পুচকি পুচকি গল্প দিচ্ছি। সময় করতে পারলেই নতুন গল্প দিব। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.