নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………
হলুদ শাড়িতে রাখিকে সুন্দর লাগছে। হুট করে সকাল বেলা বলে দিল শুভকে, তোমার হলুদ পাঞ্জাবি আছে?
- না তো।
- অন্য কোন পাঞ্জাবি?
- একটা আছে। ময়লা খুব। তবে একটা হলুদ জামা আছে, ফুল হাতা।
- আচ্ছা। ওটা পরে চলে আসো।
- কেন?
- আসো তো আগে।
হলুদ জামা পরে বেশ অস্বস্তিতে ভুগছে শুভ। মনে হচ্ছে দেখতে খুব অদ্ভুত লাগছে। কালো মানুষ, হলুদ জিনিসে মানায় নাকি? তার উপর হলুদ জামা। তবে রাখিকে সুন্দর লাগছে। লাগার কথা। সব কিছুতেই সুন্দর লাগে রাখিকে। একেক সময় একেক রকম সুন্দর। আজ হঠাৎ মনে হল রাখির বসন্ত পালন করা দরকার। বসন্ত চলে যাচ্ছে। তাই হলুদ শাড়ি পরে, শুভকে হলুদ জামায় চলে আসতে বলল। এখন রাখির পাশে কাঁচুমাচু হয়ে হলুদ জামা পরে বসে আছে। কি আজব! আজ ফাল্গুনের ২০ তারিখ। সকাল বেলা পত্রিকা পড়ার সময় দেখেছে শুভ। এই শেষ মুহূর্তে বসন্ত পালন। হলুদ শাড়ি পরে, খোঁপায় হলুদ ফুল গুঁজে চলে এসেছে রাখি। এই সকালে কোথায় ফুল পেল, কে জানে। এই মেয়ের হুটহাট যা মন চায় তাই করে। আর শুভ সেসবে পাশে থাকে। পাশে থাকতে ভালই লাগে। মিষ্টি সুভাস নেয় পাশে থেকে। শরীর থেকে একটা মিষ্টি সুভাস আসে। কোন পারফিউমের ঘ্রাণ কিনা শুভ জানে না। তবে যেদিন রাখির সাথে দেখা হয়, সেদিনই শুভ এই ঘ্রাণটা পায়। মাথা ঘুরিয়ে রাখি বলল, কি কি করা যায় বল তো?
- কিসের কি কি?
- ওমা, আমরা আজ বসন্ত পালন করছি না? কি কি করা যায় বলবে না?
- কি আর করব? তুমি বসে থাক। আমি দেখি। তোমাকে সুন্দর লাগছে দেখতে।
- এইটা কোন কাজ হল না। আমাকে সবসময়ই দেখো। অন্য কিছু বল।
- মাথায় আসছে না।
- আসবেও না। সারাদিন খালি বই নিয়েই পড়ে থাক।
- আচ্ছা তুমি বল তবে।
- হুম স্পেশাল কিছু করতে হবে। পারবে?
- যেমন?
- ভালবাসার কথা প্রথম কে বলছিল?
- তুমি।
- হ্যাঁ আমি, এই গাধা রকম ছেলেটাকে কেন যেন, ভাল লেগে গিয়েছিল। জানতাম গাধাটা কোনদিন, ভালবাসার কথা বলতে পারবে না। তাই আমিই বলে দিয়েছিলাম। তবে এসব চলবে না। ভালবাসার কথা ছেলেরা প্রথমে বলে। প্রপোস ছেলেরা করে। আজকে তুমি করবে। আমাকে ভালবাসার কথা বলবে। রাজি করাবে।
- আরে না, আমি পারব না।
রাখি শুভর হাত ধরে বলে, পারবে না?
শুভ আস্তে করে রাখির চোখের দিকে তাকাল। এই দৃষ্টি এড়িয়ে না বলা যায় না। বুকে সাহস এনে বলল, পারব।
রাখি মিষ্টি করে একটা হাসি দিল। হেসে বলল, যাই বল। রাজি হয়ে যাব। ভয় পেও না। অল্প স্বল্প কিছু বললেই হবে। যা পার বল।
আস্তে করে ফুঁ দিল শুভর গালে রাখি।
- ফুঁ দিয়ে সাহস দিলাম। বলে ফেল।
শুভ একটু হেসে রাখির থেকে একটু দূরে সরে বসল। নতুন করে প্রপোস করবে, যার সাথে ভালবাসার সম্পর্ক, তাকে নতুন করে ভালবাসার কথা বলবে। একটু কেশে নিয়ে গলা পরিষ্কার করে বলতে লাগল শুভ,
ভালবাসার কথা কিভাবে সুন্দর করে বলে জানিনা। তবুও আজ একজনকে খুব করে, ভালবাসার কথা বলতে ইচ্ছা করছে। কেউ একজনকে ভালবাসতে ইচ্ছা করছে। সাজিয়ে গুছিয়ে ভালবাসার কথা বলা যায় না, জানি। আমিও পারি না। আর ভালবাসার কথা বললেই, ভালবাসা হয়ে যায় না। জানো, নিজেকে ইদানীং হেড়িস বলে মনে হয়। হেড়িস কে জানো? গ্রিকদের অন্ধকারের দেবতা। যার মধ্যে ভাল কিছুই নেই। নিজের গায়ের রঙটার কারণেই হয়ত লাগে। তাছাড়া নিজের মধ্যে খুব ভাল কিছু আছে তা না। আমার কথা থাক, তোমার কথা বলি। তোমাকে বসন্তের সাজে, পারসিফোন এর মত লাগছে। পারসিফোন কে তাও জানো না, তাই তো? পারসিফোন এক গ্রিক দেবী। পারসিফোনের মা ডিমিটার পৃথিবীতে বসন্ত আনত। আর এই কাজে পারসিফোন তাকে সাহায্য করত। পারসিফোনকে কুমারি দানা বলা হত। পারসিফোনের স্পর্শে পৃথিবী সবুজ হয়ে উঠত। সবার পছন্দের ছিল পারসিফোন। দেখতেও অপরূপ। ঠিক তোমার মত। হেড়িস আর পারসিফোনের কত অমিল তাই না? তোমার আর আমারও তেমন অনেক অমিল। হেড়িস আর পারসিফোনের কিন্তু মিল হওয়া সম্ভব না। তবুও জানো, কিভাবে কিভাবে যেন পারসিফোন, হেড়িসের রানী হয়ে গিয়েছিল। যদিও তা হেড়িসের জোরাজুরিতে। আমিও কখন যেন কিভাবে তোমাকে ভালবেসে ফেলেছি। হেড়িসের মত জোর করব না। আঁধারের সঙ্গী হয়ত কেউ হতে চায় না। তুমিও চাইবে না। একটু আলো হবে না হয়ত, একটু ভাল ভালবাসবে না হয়ত। তবুও হাত বাড়িয়ে আশায় রইলাম। ফিরিয়ে দিবে? এই হেড়িসের পারসিফোন হবে?
শুভ হাতটা বাড়িয়ে দিল রাখির দিকে। রাখি হাত না ধরে জড়িয়ে ধরল শুভকে।
- ভালবাসি।
শুভ চুপ করে আছে। অনেক কিছু বলে ক্লান্ত। এই ছোঁয়াটুকু ভালবাসা দিচ্ছে অনেক। শুভও আস্তে করে বলল, ভালবাসি।
- হারিয়ে যেও না।
- যাব না। তবে আমার ভালবাসার কথা বলা কি ঠিক ঠাক?
- হুম একদম। আবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছা করছে।
শুভরও প্রতিদিন নতুন করে, প্রেমে পড়তে ইচ্ছা করে। রাখির প্রেমে। নীরবে বাসন্তী সাজে দুজন ভালবেসে যাচ্ছে। নতুন করে ভালবাসছে।
ভালবাসা পুরনো হয় না। ভালবাসার সম্পর্কে ভালবাসা প্রতি মুহূর্তে নতুন করে, নতুন ভাললাগা দেয়। নতুন করে ভালবাসার টান দেয়। হাত ধরলে প্রতিবারই নতুন করে বুকের ভিতর, অন্য রকম অনুভব আসে। জড়িয়ে ধরলে প্রতিবার নতুন করে, কিছু স্পর্শ পাওয়া যায়। ভালবাসার যে অনুভূতি যখন থেকে পুরনো হয়ে যায়, তখন থেকে সে অনুভূতি হারিয়ে যায়। হয়ত একসময় ভালবাসাও। নতুন করে ভালবাসা , নতুন করেই ভালবাসে।
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮
অহন_৮০ বলেছেন: ভালো লিখেছেন +
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২
ডরোথী সুমী বলেছেন: বাহ! বসন্তের ছোঁয়া দিলেন সবাইকে। এত ভালবাসাবাসি......এত টান। আসলেই কি ভালবাসা চিরদিন চির নতুন থাকে? ভাল থাকুন। ভাল লেগেছে।
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ। আমিও বসন্তের মাঝ মুহূর্তে বসন্তের ভালবাসা নিয়ে লিখলাম।
সত্যিকারের ভালবাসা সারাজীবন নতুন থাকে।
আপনিও ভাল থাকবেন।
৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:১০
মোঃ নুরুল আমিন বলেছেন: লিখেছেন ভাল
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পড়তে বেশ লাগল
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমারও মন্তব্য পড়ে ভাল লাগল।
ধন্যবাদ,
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
আমি ইহতিব বলেছেন: মিষ্টি একটা গল্প। আপনার গল্প পড়েতো আমারও এখন আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে।
ভালো লিখেছেন। +++
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ।
প্রেমে পড়ে যান, নতুন করে আবার ভালবাসার মানুষটার। সেও খুশি হবে। অবাক হবে।
৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬
রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: অদ্ভুত সুন্দর!
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩১
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ,ধন্যবাদ ।
০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।