নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

একা আলো বাঁকা বিষাদ

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬



একা আলো বাঁকা বিষাদ, অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে প্রকাশিত আমার দ্বিতীয় উপন্যাস। একুশে বইমেলা ২০১৫ তে প্রকাশিত হয়েছিল আমার প্রথম উপন্যাস "টুকরো ছায়া টুকরো মায়া"। বইটির দুটি মুদ্রণ সফলতার সাথে শেষ হয়েছিল।

২০১৫ বইমেলায় মেট্রোপলিটন গল্প গুচ্ছ সেরা গল্পকারের পুরষ্কার যখন আহসান হাবীব স্যার হাতে তুলে দেন তখনই বর্ষা দুপুর প্রকশনীর প্রকাশক তন্ময় ভাই ঘোষণা দেন আমার দ্বিতীয় বইটা বের করবেন তার প্রকাশনী থেকে। সে অনুসারেই বই আসা। আমার নিজেরও চেষ্টা ছিল ভাল কিছু দেবার। সব কিছুর পরও অবশ্যই আমার ফেসবুক এবং ব্লগের পাঠকদের দিকে চেয়েই বই বের করা। এদের ভালবাসা ও সহযোগিতা ছাড়া কখনই সফল হওয়া সম্ভব না।

উপন্যাস সম্পর্কে কিছু কথাঃ
নেবু ভাবে ওর মা একদিন ফিরে আসবে। ট্রেনে কাঁটা পড়া বাকী মানুষ গুলোর মত একদিন রাতের বেলা রেল লাইনে দেখা দিবে।
মতি পাগলা জ্বিন পালা কবিরাজের কথায় পড়ে আছে সাদা বন স্টেশনে, বিশ্বাস নিয়ে আছে একদিন মতি পাগলার হারিয়ে যাওয়া ছেলে ফিরে পাবে।
আকিম স্বপ্ন দেখে নিতুকে নিয়ে সুন্দর একটা সংসার পাতবে, ছামান আলীকে বলে ভাল একটা কাজ নিবে, পক্ষাঘাতে অসাড় শরীরের মা একদিন সুস্থ হবে।
নিতুর মনের মাঝে দ্বিধায় বসবাস আকিম আর জুম্মানের। মন থেকে একদিন জানে একটা মানুষকে ছুঁড়ে ফেলে দিতেই হবে। ডিম বিক্রির ফাঁকে প্রতিদিন ভাবে, মাকে ছেড়ে চলে যাওয়া বাবা, নিতুকে ছেড়ে চলে যাওয়া মা একদিন ট্রেনে করে ফিরে আসবে।
জুম্মান গ্রামে ফিরে আসে পিস্তলে একটা গুলি নিয়ে, শহরে খরচ করেছে তিন গুলির দুইটা।
শ্মশান ঘাটে পাওয়া লাশ গুলোর মত, ছামান আলী সবার বোঝা শোনার বাইরে। সবার কাছে খুব ভাল অথচ ভয়ংকর।
কিছু সুখ, দুঃখ, বিষাদ, বেদনা, হাসি, কান্না, বিশ্বাস, অন্ধ বিশ্বাস, রহস্য আর কিছু আশা, স্বপ্নের উপন্যাস একা আলো বাঁকা বিষাদ। কিছু স্বপ্নের ভেঙে যাওয়া আর নতুন করে স্বপ্ন দেখার উপন্যাস, কিছু সাধারণ মানুষের জীবনের উপন্যাস।

উপন্যাসঃ একা আলো বাঁকা বিষাদ
লেখকঃ রিয়াদুল রিয়াদ
প্রকাশনীঃ বর্ষা দুপুর
প্রচ্ছদঃ সার্জিল খান
মূল্যঃ ১৬০
২৫% ছাড়ে ১২০
স্টল নংঃ ৫৬৩-৫৬৪


ফেসবুক পেজ

ঢাকার বাহিরে কুরিয়ার করে নিতে চাইলে যোগাযোগ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

বলেছেন: কত খরচ পড়লো ভাই?

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এবার আমার কোন খরচ পড়ে নি। প্রথম বইয়ের দুই মুদ্রণ যাওয়াতে, এবার বর্ষা দুপুরের প্রকাশক ওনার খরচেই বই বের করছেন।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: আপনার বইয়ের জন্য শুভকামনা রইল। রকমারি ডট কমে পাওয়া যাবে?

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোয়া করবেন। জ্বি পাবেন। এছাড়া ফেসবুকে যোগাযোগ করে কুরিয়ারেও নিতে পারবেন।
https://www.facebook.com/Riadulislam.riad?fref=ufi

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দোয়া করবেন ভাই।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা রইলো ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.