নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমি - রিয়াদুল রিয়াদ (শেষ রাতের আঁধার)

রিয়াদ( শেষ রাতের আঁধার )

কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই ক্ষমতা কখনই আসে না। আমি দ্বিতীয় দলের মানুষ। কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না। কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই। কেউ অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই। কেউ অনেক সুন্দর লেখে, আমি শুধু ভেবে যাই, কী করে এত ভালো লেখে কেউ? আমিও লিখি। তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না। আমার লেখায় আমার ভালোবাসা ছাড়া কিছুই নেই। পড়াশুনা শেষ, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে চাকরি, বিয়ে, পেশা পরিবর্তন সব হয়েছে। লেখালেখির ধারাবাহিকতায় চারখানা উপন্যাস অমর একুশে বইমেলায় বেরিয়েছে। টুকরো ছায়া টুকরো মায়া (২০১৫) – সাইকোলজিক্যাল থ্রিলার । একা আলো বাঁকা বিষাদ (২০১৬) – সামাজিক উপন্যাস । মধ্য বৃত্ত (২০১৮) – ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার । অভিসন্ধি (২০২০) – ক্রাইম থ্রিলার । দেশটাকে ভালোবাসি অনেক। অনেক মায়া কাজ করে। মাঝে মাঝে ভাবি, সব বদলে দিতে পারতাম। স্বপ্নের মত না, বাস্তবের মত একটা দেশ গড়তে পারতাম …………………………

রিয়াদ( শেষ রাতের আঁধার ) › বিস্তারিত পোস্টঃ

২০২৩ সালটা আজব ছিল, ২০২৪ সালটাও

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:২৫

আপনার বয়সের সাথে আপনার জন্মসাল যোগ করেন, দেখবেন যোগফল আসবে ২০২৪।

আমি যে মোটরসাইকেলে নিয়মিত চলাচল করি, সে বাইকওয়ালা আমার কাছ থেকে কোনো টাকা নেন না।

তিনি আমার কাছে, টাকা জমান। মাস শেষে একবারে নেন।

গত বছর সেপ্টেম্বরের কথা। অসময়ে তখন অত বৃষ্টি বাদলা নিয়ে তার সাথে আলাপ-চারিতার এক মুহূর্তে তিনি আমাকে বললেন, এই ২০২৩ সালটা, আজব একটা সাল, বুঝলেন ভাই।

আমি বলেছিলাম, কেন ভাই? কী হইছে?
- এই পৃথিবীতে যত মানুষ আছে, সবারই জন্ম সালের সাথে বয়স যোগ করলে ২০২৩ হয়।

আমি ব্যাপারটা শুনে চট জলদি, আমার জন্ম সালের এর সাথে বয়স যোগ করে দেখলাম ২০২৩ হয়৷

ব্যাপারটায় একটু অবাক হয়ে, পরক্ষণেই আবার চিন্তা করলাম, আমি জিনিসটা যোগ কেন করলাম? জন্মসালের সাথে বয়স যোগ করলে তো বর্তমান সালই আসবে। যেমন বর্তমান বয়সের সাথে জন্মসাল যোগ করলে ২০২৪ আসবে।

আমি বাইকওয়ালাকে আর কিছু বলিনি। সে তার মেয়ে, ছেলে, নিজের বয়সের সাথে জন্মসাল যোগ করে ২০২৩ বানিয়ে দেখাতে লাগলেন।
আমিও আগ্রহ সহকারে তা শুনতে লাগলাম।

মানুষের উচ্ছ্বাস নষ্ট করে দিতে নেই। সে একটা আজব জিনিস শিখে খুশি৷ খুশিটা নষ্ট করতে ইচ্ছা করলো না। আমি নিজেও তো খানিক সময়ের জন্য, ব্যাপারটায় অবাক হয়েছিলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: অবাক বিস্ময় হওয়া ভালো।
ঢাকা শহরে বিশাল এক হাতি ভিক্ষা করে বেড়ায়। আমি হাতির পেছন পেছন অনেক দূর যাই। বিশাল এক প্রানী। কোনো অহংকার, দেমাগ নেই। শূর উচু করে হাটিটা সালাম পর্যন্ত দেয়।

আমি সাধারণত বাইকে উঠি না। বাইক ভয় পাই।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার বেশ ভালো লাগে দেখতে, হাতির কিংবা ঘোড়ার পিছন পিছন এলাকার বাচ্চারা দেখি ঘুরে বেড়ায়, বেশ আগ্রহ নিয়ে। আবার হাতিগুলোর জন্য খারাপ লাগে। বেশির ভাগ হাতিই মাহুতের জন্য ঠিকঠাক খাবার না পেয়ে মারা যায়। মালিকে টাকা দেয়, মাহুতে মেরে দেয়।


বাইক ছাড়া আমার চলাচল করা কঠিন। বাইকের কারণে আমার দিনে প্রায় ঘন্টা দুই আড়াই সেভ হয়। আমি নিজে বাইক না কেনার পিছনেও কারণ, আমি নিজেও বাইক ভয় পাই।

২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিস্ময়কর ঘটনা তো! এটা কিন্তু বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করে খুলে দিল।

বাংলাদেশের বিজ্ঞানী দম্পতির বিস্ময়কর আবিষ্কার।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এটা তো দুঃখের ঘটনা ঘটল। আমার আর আমার বাইকওয়ালার আবিষ্কার দেখি, আরও তিন বছর আগেই আপনি আবিষ্কার করে ফেলছেন। মেনে নিতে পারলাম না ভাই৷

৩| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



সে কখনো বলেছে, কত ক্লাশ শেষ করেছে?

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: জ্বি, তার সাথে আমার অনেক কিছু নিয়েই আলাপ হয়৷ সে শিক্ষিত মানুষ। আগে চাকরি করত, এখন চাকরি হারিয়ে বাইক চালায়৷ অনার্স পাশ সে, তিতুমীর কলেজ থেকে। হয়ত সে নিজেও পরে বিষয়টা টের পেয়েছে, কিংবা কখনও টের পাওয়ার চেষ্টা করেন নি।

৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:১০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখলাম। অসুস্থ ছিলেন না-কি?

৪| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



কলেজে-পড়া ছেলে যদি এটা বলে, ভাবতে পারেন, সে কোনদিন কোন টেক্সট বই ধরে দেখেছে? দেশে এই ধরণের ইডিয়টের সংখ্যা ৬০/৭০ ভাগ।

১০ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: চিন্তা ভাবনা করে কোনো কিছু বলার চেয়ে, মানুষের মাঝে ইদানীং হুজুগে লাফালাফি বেড়েছে অনেক বেশি।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

১০ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২৩

:) :) :) :) :) বলেছেন:

১০ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: B-)

৭| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১০ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কেমন আছেন রাজীব ভাই?

৮| ০২ রা মে, ২০২৪ বিকাল ৪:৩১

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.