![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজনই ঘুরে ফিরে আলো জ্বেলে যায় অন্ধকারে
কেমন সুবাশ, একবার নয় ,বারবার নিয়েছি
বুঝতে পারিনা, কেমন সুবাশ
তবু তার টানে ফিরে যাই, বারবার তোমার কাছে,
শুধু তুমিই একজন যে আছো হৃদয় জুড়ে,
কত কাছে, আছো তুমি, যেন বুকের সাথে
কত ভালোবাসি, খুজে দেখো আমাতে
আমি তোমার, তুমি আমার
সাজানো এক বাগান ।
তবুও তুমি হয়েই
একজনই ঘুরে ফিরে আলো জ্বেলে যায় অন্ধকারে
মনে এক অন্য আলো, এক অন্য অনুভূতি
সহসা আছে আর চলে য়ায়
কেন আমি,তুমি আর আমারা সবাই
সত্য বলতে পারিনা
যে যার আপন প্রিয়তে
অজান্তে আমরা সবাই
অপরের হয়ে থাকি আর তোমার আছি অভিনয় করি।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: শেষের পাঁচটি পংক্তি নিয়ে অনেক কিছু ভাবার আছে।
কবিতা ভালো লেগেছে। + +