নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

খেয়ামাঝি খেমচাঁদের খুঁড়া খুঁড়ির খানিক্ষনের খুনসুটি

২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২১



শুধুমাত্র নির্দিষ্ট কোনও বর্ণ দিয়ে শুরু শব্দাবলি ব্যবহার করেও যে অনুগল্প তৈরি করা যায় তার একটা উদাহরণ নীচে দেয়া হোল। এটি একই সাথে শিক্ষণীয় এবং বিনোদনমূলক একটি পোস্ট। এবারের বর্ণ 'খ'।

খেয়াপারের খেয়ামাঝি খেমচাঁদ খানা খাইয়া খেসারি খেতের খাসজমির খাঁজে খরদৃষ্টিতে খুঁড়াকে খুজিতেছে। খানদানি খুঁড়ার খাসলত খুবই খারাপ। খুঁড়া খুঁতখুঁতে খুঁড়িকে খেপাইয়া খরতাপে খামোখা খানাখন্দ খুরিতেছে। খুঁড়ির খয়েরখাঁ, খোঁড়া খেতমজুর খগেন খেয়ালী খুঁড়ার খেদমতে খিলখিলিয়ে খানাখন্দ খননে খুবই খাটিতেছে। খরস্রোতা খালের খেয়ামাঝি খেমচাঁদ খুঁড়াকে খুঁজিয়া খুঁড়ির খাসা খিচুড়ি খাওয়াইল। খাবলাইয়া খাবলাইয়া খেসারির খিচুড়ি খাইয়া খুঁড়া খিটখিটে খুঁড়ির খেদের খবরে খুবই খেপিয়া খানিকক্ষণ খোঁচাইয়া খোঁচাইয়া খালিখালি খানাখন্দ খুঁড়িল। খতরনাক খুঁড়ার খামখেয়ালীতে খর্বকায় খিটখিটে খুঁড়ি খনে খনে খড়ম খটখটাইয়া খেদে খটাখট খাসমহলের খিড়কির খিল খুলিল। খিটখিটে খুঁড়া খুঁড়ির খুনসুটির খেলায় খেয়ামাঝি খাবি খাইল।

এই ধরণের আগের পোস্ট -
'ক' বর্ণ দিয়ে শুরু শব্দ ব্যবহার করে অনুগল্প

নোট- বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী অর্থ;

১। খাঁজ মানে - গর্ত
২।‘খনে খনে’ আর ‘ক্ষণে ক্ষণে’ একই অর্থ।
৩। ‘খাবি খাওয়া’ অর্থ বিপদ থেকে মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টা করা।
৪। খতরনাক অর্থ বিপদজনক বা ভয়ংকর।
৫। খেদ অর্থ আক্ষেপ বা অনুতাপ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: খাইছে !!! খ খানা খাসা হইছে!!!

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরি, এই পোস্টটা আপনার নামে উৎসর্গ করা উচিত ছিল। কারণ এই স্টাইল আপনার কাছ থেকে শিখেছি। আরেকজন ব্লগার 'সাইন বোর্ড' ও সম্ভবত অতীতে অনুরুপ পোস্ট দিতেন। ধন্যবাদ।

২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: খাঁটি খটখটি খেয়ামাঝি খাব্য (কাব্য)

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আগেরবার বেলেছিলেন ক ক ক ক ক ক। এবার বলা উচিত ছিলও খ খ খ খ খ খ। তবে এবার এটা বানাতে অনেক সময় লেগেছে।

খেয়ামাঝির খুঁড়া খুঁড়ির খুনসুটিতে খুশি? (হা হা হা )

৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: এরকম একটা পোষ্ট লেখার প্রতিভা আমার নেই।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অনেক প্রতিভাশালী ও একজন নিবেদিতপ্রাণ ব্লগার। আপনার জ্ঞানের ভুবন অনেক বিস্তৃত, এটা সব ব্লগার জানে। চেষ্টা করলে আপনি এবং অনেকেই এরকম লেখা লিখতে পারবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৪| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:১৫

মা.হাসান বলেছেন: খ-এর খুবসুরাত খাজানা।

৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ খ-যুক্ত শব্দে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

৫| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন:


চমৎকার।
ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক প্রিয় ভাইয়া।

০১ লা আগস্ট, ২০২০ রাত ১০:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।

৬| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

ওমেরা বলেছেন: খুব মজার তো!! আমি চেষ্ট করবো কিন্ত আমি তো বেশী বাংলা শব্দ জানি না !
আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে।

০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমিও বেশী বাংলা শব্দ জানি না। তবে আমি বাংলা অভিধানের সাহায্য নিয়েছি। আপনি চেষ্টা করুন। আপনিও পারবেন যদি কিছু সময় দিতে পারেন। পোস্ট পড়ার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১:৫৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: মাথা ঝিমঝিম করে উঠলো।দ্বিতীয়বার চেষ্টায় গল্পটি বুঝতে পারলাম।চমৎকার কৌশলী লেখা।

১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: খেয়ামাঝি খেমচাঁদের খুঁড়া খুঁড়ির খানিক্ষনের খুনসুটি যেমন তেমন, তবে এই খুনসুটি 'খাব্য'টি (শায়মা'র ভাষায়) খায়রুলকে (মানে আমাকে) খুব খুশি খরেছে (সিলেটী উচ্চারণে)!

কোন রকম একটু চেষ্টা করলাম আর কি!

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই সুন্দর মন্তব্যের জন্য। ইচ্ছে আছে সময় পেলে অন্যান্য বর্ণ দিয়েও এই রকম লেখা লিখবো। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.