নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

শৈশব, কৈশোরে টিভিতে যে টিভি শোগুলি দেখে বড় হয়েছি

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭



ব্লগারদের বয়স সরাসরি জিজ্ঞেস করা অনেক ব্লগারের জন্য কিছুটা বিব্রতকর ( বিশেষ করে মেয়েদের)। তবে আমি বয়স অনুমান করার একটা বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছি। আমি আমার শৈশব ও কৈশোরে যে টিভি শোগুলি টিভিতে দেখেছি তার একটা তালিকা নীচে দিলাম কয়েকটি গ্রুপে ভাগ করে। গ্রুপ অনুযায়ী বয়স আন্দাজ করা যায় কি না দেখা যাক;

গ্রুপ ১ - ১৯৭৯ থেকে ১৯৮৫ তে দেখানো শো - ( ছোটকালে যারা এগুলি দেখেছে এদের বয়স ৪৫ থেকে ৬০)

১। ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট
২। স্পেস ১৯৯৯
৩। সলিড গোল্ড
৪। ইউ আস্কড ফর ইট
৫। দা রুটস
৬। টাইম টানেল
৭। টারজান
৮। ম্যাশ
৯। স্টার ট্রেক
১০। চারলিস এঞ্জেলস
১১। ফ্যান্টাস্টিক ফোর
১২। হার্ট টু হার্ট
১৩। গ্রিন হরনেট
১৪। লিটল হাউস অন দা প্রেইরি
১৫। কোজাক
১৬। হাওয়াই ফাইভ ও
১৭। পেপার চেজ
১৮। সিক্স মিলিয়ন ডলার ম্যান
১৯। বাইওনিক ওমেন
২০। ম্যানিমাল
২১। লস্ট ইন স্পেস
২২। ইউ এফ ও
২৩। চিপস
২৪। সলটি
২৫।দা নিউ বিল কসবি শো
২৬।সি সেম স্ট্রিট
২৭।বি যে এন্ড ডা বিয়ার
২৮।ম্যান ফ্রম আটলান্টিস
২৯। জেমিনি ম্যান
৩০। ইনভিসিবল ম্যান
৩১। ইনক্রেডিবল হাল্ক
৩২।ওয়ান্ডার ওম্যান
৩৩।বিউইচড
৩৪। ডিফারেন্ট স্ট্রোকস

গ্রুপ ২ - ১৯৮৬ থেকে ১৯৯০ এ দেখানো শো ( ছোটকালে যারা এগুলি দেখেছে এদের বয়স ৩৫ থেকে ৪৪)

৩৫। ডালাস
৩৬। ডাইনাসটি
৩৭।ফ্যান্টাসি আইল্যান্ড
৩৮।দা ফল গাই
৩৯।এল এ ল
৪০। সিল্ভার স্পুন
৪১। উইযারড
৪২। বেভারলি হিলস
৪৩। হোম ইম্প্রুভমেনট
৪৪।স্ট্রিট হক
৪৫।এয়ার উলফ
৪৬। নাইট রাইডারস
৪৭। মার্ডার শি রোট
৪৮। ডেনজার বে
৪৯। টেলস অব দা গোল্ড মাঙ্কি
৫০। শোগান
৫১।মিয়ামি ভাইস
৫২।স্মল ওয়ান্ডার
৫৩।ফামিলি টাইস
৫৪। ম্যাগনাম পি আই

গ্রপ ৩ - ১৯৯০ এর পরে দেখানো শো ( ছোটকালে যারা এগুলি দেখেছে এদের বয়স ৩৫ এর চেয়ে কম)

৫৫।পারফেক্ট স্ট্রেঞ্জার
৫৬। ওশিন
৫৭। আলিফ লায়লা
৫৮।স্পেন্সার ফর হায়ার
৫৯। ম্যাকগাইভার
৬০।রবো কপ
৬১। দা ওয়ান্ডার ইয়ারস
৬২।হারকিউলিস
৬৩।দা গার্ল ফ্রম টুমরো
৬৪।দা নিউ এডভেঞ্চার অফ রবিনহুড
৬৫। দা এ টিম
৬৬। দা এক্স ফাইল
৬৭।দা মিস্তেরিয়াস আইল্যান্ড
৬৮। দা এডভেঞ্চার অব সিন্দবাদ
৬৯। রাভেন
৭০।এমাজন
৭১।দা সোরড অফ টিপু সুলতান
৭২। দা নিউ এডভেঞ্চারস অফ সুপার ম্যান।
৭৩। আকবার দা গ্রেট
৭৪। মিঃ বিন
৭৫। স্পেল বাইনডার

এখন বলেন দেখি কে কোন গ্রুপে পরেছেন। বয়স আমি অনুমান করে নেব। :)

(বিঃ দঃ শোগুলির কোনও কোনও টা কয়েক বছর চলেছে তাই যে সময়ে বেশী চলেছে সেটাই নেয়া হয়েছে। যে গ্রুপের শো বেশী দেখেছেন সেটা উল্লেখ করবেন দয়া করে। যারা কোনও গ্রুপে নাই তাদের বয়স ৬০ এর বেশী )

মন্তব্য ৯৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: মিঃ বিন প্রিয় সিরিজ

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। মি বিন আমারও প্রিয়। তবে আমি এটা দেখেছি বড় হওয়ার পরে। আপনি মনে হয় ম্যাকগাইভার দেখেন নাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

লর্ড ভ্যারিস বলেছেন: আলিফ লায়লা, ম্যাকগাইভা, মিঃ বিন! এখন আন্দাজ করে দেখেন! :P

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পছন্দের শোগুলি আমারও ভালো লাগতো। তবে আমি এগুলি বড় হয়ে দেখেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১

যায়েদ আল হাসান বলেছেন: আমার প্রিয় শো ডোরেমন। ছোট্ট বোনের সাথে এই শো দেখে হিন্দি শিখেছি। তবে আমার ২৬ চলছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ছেলের সাথে আমিও ডরেমন দেখেছি। ভালো লাগতো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩৫।দা ফল গাই
৪৩। নাইট রাইডারস
৪৫।স্মল ওয়ান্ডার
৪৯। আলিফ লায়লা
৫১। ম্যাকগাইভার
৫২।রবো কপ
৫৪।হারকিউলিস
৫৫।দা গার্ল ফ্রম টুমরো
৫৬।দা নিউ এডভেঞ্চার অফ রবিনহুড
৫৭। দা এ টিম
৫৮। দা এক্স ফাইল
৫৯।দা মিস্তেরিয়াস আইল্যান্ড
৬০। দা এডভেঞ্চার অব সিন্দবাদ
৬১। রাভেন
৬৩।দা সোরড অফ টিপু সুলতান
৬৪। দা নিউ এডভেঞ্চারস অফ সুপার ম্যান।
৬৬। মিঃ বিন

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সময় নিয়ে নামগুলি লেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি দুই আর তিন গ্রুপের মাঝামাঝি বোঝা যাচ্ছে। তবে আমার গ্রুপিং এ কিছু সমস্যা থাকতে পারে। সাজেশন পেলে ভালো হত।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: অতীতের টিভি চোখে ভেসে উঠলো। ম্যাকগাইভার প্রচুর জনপ্রিয় ছিল তখন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ভেবেছিলাম আপনি প্রথম বা দ্বিতীয় গ্রুপের শোগুলির কথা বলবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৫

মা.হাসান বলেছেন: আপনার বয়স যথেষ্ট কম, ৭৯এর আগের গুলি দেন নাই।

সলিড গোল্ড নামের মিউজিক শো ।
জেনারেল হসপিটাল টিভি সিরিজ।

অনেক পরে মনে হয় ম্যাগনাম পি আই হতো, রুটস দেখাতো। এছাড়া ইউ আস্কড ফর ইট নামের একটা অনুষ্ঠানও হতো, যদি কিছু মনে না করেন মনে হয় এর আদলেই গড়া।
প্রথম দুই গ্রুপে আমি থাকবো, কাজেই আমার বয়স (৪৫ থেকে ৬০) + (৩৫ থেকে ৪৪)= ৮০ থেকে ১০৪

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৭৯ সালের আগেরগুলি আমার সৃতির বাইরে। আপনি ঠিক ধরেছেন। ইংরেজি গানের অনুষ্ঠান সলিড গোল্ড দেখতাম। এটা যোগ করে দিতে পারি। জেনারেল হসপিটাল দেখি নাই মনে হয়। মাগ্নাম পি আই দেখেছি। এটা সম্ভবত ১৯৮৫ সাল থেকে ১৯৯০ এর মধ্যে। এটাও যোগ করে দিব। রুটস কয়েক পর্বে দেখেছি। এটাও যোগ করে দিব। ইউ আস্কদ ফর ইট দেখেছি। এটাও যোগ হবে। আপনার স্মরণ শক্তি প্রখর। তবে শেষের অঙ্ক দেখে গণিতের জ্ঞান নিয়ে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে। হা হা হা ... । আমার মনে হচ্ছে আপনার বয়স ৫০ থেকে ৫৫ কারণ ১৯৭৯ র আগের শো আপনি তেমন বলতে পারেন নি। আপনার মন্তব্য থেকে আমি লেখা আরও সমৃদ্ধ করতে পারব। এজন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আমাকে অতীতে নিয়ে গেল!!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অতীতে গেলেন কিন্তু কোনও শোর নাম বললেন না। আমি হতাশ হলাম। দয়া করে কয়েকটা প্রিয় শো এর নাম লেখেন।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৩

বুবলা বলেছেন: ৪৩। নাইট রাইডারস
৪৯। আলিফ লায়লা
৫৪।হারকিউলিস
৫৯।দা মিস্তেরিয়াস আইল্যান্ড
৬০। দা এডভেঞ্চার অব সিন্দবাদ
৬৬। মিঃ বিন

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কষ্ট করে নাম শো এর নাম লেখার জন্য ধন্যবাদ। আপনি মূলত তৃতীয় গ্রুপে। তবে খুব সামান্য অংশ দ্বিতীয় গ্রুপে পড়েছে।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৭

মোঃ ইকবাল ২৭ বলেছেন: নাইট রাইডার ও ম্যাকগাইভার অল্প অল্প দেখেছি, অল্প স্বল্প মনে আছে, তবে আলিফ লাইলা বেশী মনে আছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: যেহেতু আলিফ লায়লা বেশী মনে পরে তাই আপনি সম্ভবত তৃতীয় গ্রুপে পরেছেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮

আমি সাজিদ বলেছেন: গ্রুপ ৩ এর সাবগ্রুপ থাকলে সেটা

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে গ্রুপ ৩ সম্পর্কে আমার ধারণা কম। কারণ আমি তখন অনেক বড় হয়ে গেছি। তবে চেষ্টা করবো সাব গ্রুপ করতে। কিছু শো এর নাম বললে আপনার অবস্থানটা আরও পরিষ্কার হত। সাব গ্রুপ করলে আপনি কি প্রথম অংশে থাকবেন না পরের অংশে এটা জানলে ভালো হত।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

রামিসা রোজা বলেছেন:
আমার যতটুকু মনে পড়ে, আলিফ লায়লা ও দ্য সোর্ড
অফ টিপু সুলতান এ'দুটো খুব দেখতাম । কারণ বাংলায়
ডাবিং করা থাকতো , তাই। আর ম্যাকগাইভার ও মিস্টার
বিন দেখতাম মজা পাওয়ার জন্য ।
আপনার লেখায় দারুন রস কষ আছে বৈকি কিন্তু নারী
ব্লগারদের উপস্থিতি এতো কম কেন?

ভালো লাগলো আপনার এই লেখাটি পড়ে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কিন্তু আপনার বয়স অনুমান করে ফেলেছি। তবে কাউকে বলব না। হয়ত এই বয়স নির্ণয়ের ভয়েই অনেক নারী ব্লগার এই মুখো হচ্ছেন না। সেই হিসাবে আপনার সাহসের প্রশংসা করতে হয়। আমার লেখায় আমি রস রাখার চেষ্টা করি কিন্তু সাথে কিছু কষও মনে হয় মনের ভুলে চলে আসে। সেজন্য ক্ষমা প্রার্থী। আমরা ছোট বেলায় একটা খেলা খেলতাম যেটার নাম ছিল রস, কষ, শিঙ্গারা, বুলবুলি, মরদান। নাম শুনেছেন না কি জানাবেন।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪১

আমি সাজিদ বলেছেন: আমার মনে হয় পরের দিকে থাকবো।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুনে ভালো লাগলো কারণ আপনি এখন টগবগে তরুণ। অন্তত আমার আবিষ্কৃত পদ্ধতি তাই বলছে। ভালো থাকবেন।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি অতীতে গেলেন কিন্তু কোনও শোর নাম বললেন না। আমি হতাশ হলাম। দয়া করে কয়েকটা প্রিয় শো এর নাম লেখেন।

তখন আমাদের ঘরে টিভি ছিলো না। একটা টিভি ছিলো সাদা কালো। তাও আবার সেটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। পাশের বাসায় টিভি দেখতে যেতাম।
ম্যাকগাইভার, মিস্টেরিয়াস আইল্যান্ড, নাইট রাইডারস, থান্ডারকেস আর নিনজা কার্টূন। রেভেব, আলিফ লায়লা ইত্যাদি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য। আমার বড় ভাই বোনেরাও ছোটকালে অন্যের বাসায় গিয়ে টিভি দেখেছে। তবে আমার সৌভাগ্য আমি যখন কিছুটা বড় হয়েছি (১৯৭৭ সালের শেষের দিকের কথা বলছি) তখন বাসায় একটা ফিলিপ্স ২০ ইঞ্চি সাদা কালো টিভি কেনা হয় ( তখন সম্ভবত বিটিভিতে রঙ্গিন কিছু দেখাতো না)। কিন্তু যশোরে তখন ভোল্টেজ সমস্যা ছিল তাই ২০ ইঞ্চি হলেও আমরা দেখতাম ১৪ ইঞ্চি সাইজের মতো। অর্থাৎ স্ক্রিনের আংশিক আসত ভোল্টেজ কম থাকার কারণে। কারেন্ট চলে গেলে বাসার বুয়া বলত যে হারিকেন দিয়ে দেখা যাবে কি না (উনি গ্রামের মানুষ তাই এমন বলতেন)। আপনি তৃতীয় গ্রুপে আছেন। তাই আপনাকে টগবগে তরুণদের দলে ফেলা যায়।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিস্ট থেকে বয়স আন্দাজ করা কঠিন। আমাদের পুরো গ্রামে টেলিভিশন এসেছে বোধহয় ১৯৮৩ সালের পর। ১৯৮৪ সালে কলেজে নিয়মিত টিভি দেখা শুরু করি। এ থেকে আমার বয়স আন্দাজ করুন :) প্রশ্নটা খুব সহজ, ৯৮৪-তে আমি ক্লাস ইলেভেনে :)

তবে, বয়স জানার এই কৌশলটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তাদের ক্ষেত্রে, যারা জন্মের পর থেকেই নিজেদের বাসায় টেলিভিশন দেখেছেন।

তবে, আপনার উদ্ভাবিত কৌশলটার তারিফ করছি এবং আইডিয়াটা ব্রিলিয়ান্ট। এবার কমেন্ট দেখে আসি, কার বয়স কত :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার যুক্তিটা সঠিক। আমি পরে এটা চিন্তা করেছি। কারণ আমাদের বাসাতেও টিভি প্রথম আসে ১৯৭৭ সালের শেষের দিকে। তাই আমার বড় ভাই বোনেরাও ১৯৭৭ এর আগের কোনও টিভি শো দেখে নাই। ১৯৮৪ সালে আমি ক্লাস সিক্স এ পড়ি।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫

পদ্মপুকুর বলেছেন: চুয়াত্তুরের মাঝামাঝি আপ্নের জন্ম, এইডা সবাইরে মাইক লাগায়া জানান দেওনের পর এখন আম্রার বয়স জান্বার চান... হবার দিমু না কইলাম, কমু না.... :-B তয়, মাকগাইভার হওনের খুব শখ আছিলো...

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি তো কারও বয়স জানতে চাই নাই। উত্তেজিতভাবে ম্যাকগাইভারের নাম বলে তো আপনি হাটে হাড়ি ভেঙ্গে দিলেন। ম্যাকগাইভার জেনারেশন কোনটা ব্লগাররা ভালই জানে। হা হা হা ....... .। ফল গাই বা ইনক্রেডিবল হাল্ক ভালো লাগতো না?

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

ঢাবিয়ান বলেছেন: ম্যক গাইভার মনে হয় গ্রপ টু তে হবে। কারন স্কুলের সময়েই দেখেছি বলে মনে পড়ে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা ঠিক হতে পারে। ম্যাকগাইভার সম্ভবত ১৯৯০ সালের দিকে শুরু হয়েছিল। অনেক আগের কথা ভালো ভাবে স্মরণ করা কঠিন। তবে এই সিরিজ ১৯৯১, ১৯৯২ সালেও চালু ছিল। তাই এটাকে তৃতীয় গ্রুপে রেখেছি।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬

করুণাধারা বলেছেন: কেন, বাংলা মাধ্যমে কিছু ছিল না? আমি দেখতাম রোজ রোজ, এই সব দিনরাত্রি, ঢাকায় থাকি, আমি তুমি সে, থর্ন বার্ডস...

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাগুলি নিয়ে আরেকটা পোস্ট দিব আশা করি। তবে ঐ সময় বাংলা ধারাবাহিক নাটক একসাথে ১ টা বা বড়জোর ২ টা চালু থাকত ( সপ্তাহে ২ দিন সম্ভবত)। আর সপ্তাহে একটা সাপ্তাহিক নাটক হত। তাই বাচ্চারা হয় কার্টুন দেখত নয়তো ইংরেজি টিভি শো গুলি দেখত। কারণ এগুলি প্রতিদিন দেখাতো। ছোট বাচ্চাদের জন্য ঢাকায় থাকি, এই সব দিন রাত্রি, আমি তুমি সে খুব উপভোগ করার মতো ছিল না ( বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য এগুলি ছিল না )। তবে আমি দেখেছি। যদি বলেন কোন গুলি আকর্ষণ করেছে তাহলে বলব ইংরেজিগুলোই। আপনি মনে হয় সকাল সন্ধ্যা দেখেন নাই।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

করুণাধারা বলেছেন: রোজ রোজ ছিল বাচ্চাদের, খুবই মজার ধারাবাহিক। সকাল সন্ধ্যার লেখিকার লেখা। সকাল সন্ধ্যার কথা লিখতে ভূলে গেছিলাম।

পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রোজ রোজ এর নাম মনে আছে কিন্তু দেখেছি কি না মনে নাই। সম্ভবত ১৯৭৮ বা ১৯৭৯ সালে দেখাতো। তখন আমি ছোট ছিলাম তাই ভালো করে মনে নাই। রোজ রোজের পরে সম্ভবত সকাল সন্ধ্যা ধারাবাহিক শুরু হয়। এটা ভালো ভাবেই মনে আছে। বয়স অনুমান করা গেলো। তবে আপনার বয়স কিন্তু আমি কাউকে বলব না। হা হা হা ........

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: আমার মাথায় ৫/৭ টা সাদা চুল দেখা দিয়েছে।
সিড়ি দিয়ে ৬ তলায় উঠতে বেগ পেতে হয়। আর হাতে বাজার থাকলে তো কথাই নেই।
বেশিক্ষন বাইরে থাকলে মাথা ব্যথা করে। পা চাবায়। আমার সমস্যার শেষ নেই। তার মানে আমি বয়স হচ্ছে। আমি অনেক কিছুই পারছি না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বয়স একটা সংখ্যা ছাড়া কিছু না। মানসিকভাবে সবসময় নবীন থাকতে হবে। এই যুগে বিভিন্ন দূষণের কারণে ২৫- ৩০ বছরের যুবকের চুল পেকে যাচ্ছে। আপনি চাকরীতে ঢুকলে সব ঠিক হয়ে যাবে। সিঁড়ি দিয়ে ছয়তলায় ওঠা চাট্টিখানি কথা না। অনেকে উঠতেই পারবে না। আপনি নিয়মিত বাজারসহ ছয় তলা উঠতে পারেন মানে আপনি এখনও তরুণ। আপনি রোদ্দুরে বেশী ঘোরেন হিমুর মত তাই মাথা ঘোরা অতি স্বাভাবিক। বেশী হাঁটলে পা চাবাতে পারে বৈকি। জীবনকে নিয়মের মধ্যে এনে আয় রোজগারের বিকল্প চিন্তা করুন বা কোনও চাকরী জোগাড় করার চেষ্টা করুন।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

তারেক ফাহিম বলেছেন: আলিফ লায়লা, ম্যাকগাইভা, মিঃ বিন


১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: তার মানে আপনি এখনও টগবগে তরুণ। ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
রহস্যময় ও গোয়েন্দা টাইপের পোস্টে ভালোলাগা।
ভাই আমি খুব সিনেমা পাগল ছিলাম। এটুকু স্পষ্ট মনে
আছে ,বাসায় তখনও ডিসের লাইন আসেনাই শুক্রবার
বিকেল তিনটায় থাকতো বাংলা সিনেমা আর রবিবার রাত
সাড়ে দশটায় ছায়াছন্দ । আর পড়ায় ফাঁকি দেওয়ার জন্য
আম্মার সাথে বসে অনেক নাটক দেখতাম। তবে এটা মনে
আছে বহুব্রীহি নাটক আমার খুবই ভাল লাগতো ।
এখন আসি আপনার লেখায় দ্য গার্ল ফ্রম টুমোরো,এক্স
ফাইল (ছোট ভাইয়ের সাথে) , আলিফ লায়লা ও মিস্টার
বিন ।

সুন্দর ও মজার পোস্টের জন্য ধন্যবাদ ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছায়াছন্দ একটা অনেক জনপ্রিয় অনুষ্ঠান ছিল। এটার শুরু অনেক আগে থেকে এবং বহু বছর চলেছে। ১৯৮০ সালেও মনে হয় ছিল। বহুব্রীহি ১৯৮৯ থেকে ১৯৯০ সালের দিকে দেখায় সম্ভবত। বাকি যেগুলি বলেছেন সেগুলি ১৯৯০ এর পরের। সেই হিসাবে আপনার বয়স ব্লগারদের জন্য অনুমান করা কোনও ব্যাপারই না। পড়া ফাঁকি দিতে মায়ের সাথে নাটক দেখতেন তারপরও উনি কিছু বলতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে উনি অনেক উদার মনের ছিলেন।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

জাহিদ হাসান বলেছেন: আলিফ লায়লা

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: তার মানে আপনি এখন একজন টগবগে তরুণ। ধন্যবাদ। ভালো থাকবেন।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

অপু তানভীর বলেছেন: নাইট রাইডার কি এতো আগের ? আমার যতদুর মনে পড়ছে আমি নাইট রাইডার দেখেছি । দ্বিতীয় গ্রুপের এই নাইট রাইডার ছাড়া আর একটাও দেখি নি ।

আমি তৃতীয় গ্রুপের লোক। তৃতীয় গ্রুপের প্রায় সব গুলো দেখেছি । যদিও স্পষ্ট কাহিনী মনে নেই একটারও ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: নাইট রাইডার সম্ভবত ১৯৮৮ থেক ১৯৯০ এর মধ্যবর্তী সময়ে দেখানো হত। আপনি ১৯৯০ এ দেখে থাকতে পারেন। এছাড়া Team Knight Rider নামে একটা সিরিজ আছে আপনি কি সেটার কথা বলছেন কি না জানি না। তবে আমার ভুলও হতে পারে। অনেক আগের কথা। যাই হোক আপনি এখনও একজন টগবগে তরুণ বোঝা যাচ্ছে। ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেশিরভাগ আমার দেখা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটু ডিপ্লোম্যাটিক উত্তর হয়ে গেলো না। সিরিয়াল ১ থেকে ১০ এর মধ্যে কয়টা দেখেছেন? প্রথম গ্রুপ থেকে কয়টা দেখেছেন।

২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: ইয়েস ! আমার ভুল হয়েছে । নাইট রাইডার নয়, ওটার নাম টিম নাইট রাইডার ! এইবার মনে পড়েছে । তার মানে দ্বিতীয় গ্রুপের একটাও দেখি নি । সব তৃতীয় গ্রুপে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি নিশ্চিত করাতে আমার জন্য ভালো হোল। কোনও পরিবর্তনের দরকার পরল না। ধন্যবাদ।

২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

জুন বলেছেন: তালিকা তৈরি করতে গিয়ে দেখি ইয়া লম্বা এক লিস্ট সাড়ে চুয়াত্তর । সত্যি অসাধারন ছিল সেই সব সিরিজ ।
এখন কিছু দেখায় নাকি জানি না। আমার দেখা শেষ সিরিয়াল বিখ্যাত বোল্ড এন্ড দ্যা বিউটিফুল ছিল লাস্ট সিরিয়াল যার কোন আগামাথা ছিল না । আমার মনে হয় ভারতীয় সিরিয়ালের জননী একতা কাপুর এই সব সিরিয়াল দেখেই অনুপ্রানিত। টিভি দেখি কম , তবে এই করোনার কল্যানে কিছু সিনেমা দেখা হচ্ছে এই যা । পেপার চেজ দেখে মুগ্ধ হয়েছিলাম আমেরিকার শিক্ষা ব্যবস্থার সুন্দর এক পরিবেশ দেখে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোল্ড এন্ড দা বিউটিফুল কিছু দেখেছি। পেপার চেজ যখন দেখাতো তখন আমি সম্ভবত ক্লাস ফাইভে পড়ি। আমাদের জন্য এটা উপভোগ করা বেশ কঠিন ছিল। কারণ এটা ছোটদের জন্য নির্মিত ছিল না। অ্যামেরিকার ৫০, ৬০ ও ৭০ এর দশকের কিছু অসাধারণ টিভি শো আছে যেগুলি এখন আমি অনেক সময় ইউটিউবে দেখি। যেমন গ্রিন একর, পেটিকোট জাংশন, আই ড্রিম অব জিনি, দা বেভারলি হিল বিলিস, ডেনিস দা মিনেস। আগের শো গুলি ছিল ফ্যামিলি ওরিয়েন্টেড ও মজার। বিভিন্ন দশকের সিরিয়ালগুলি দেখে ওদের সংস্কৃতির বিবর্তন সম্পর্কে আন্দাজ করা যায়। আর ভারতীও সিরিয়ালের কথা আর কি বা বলব।

২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯

মা.হাসান বলেছেন: ব্লগের সব আপুদের বয়স ১৮ বছর । একদিনও বেশি না। এই নিয়ে কোন কথা হবে না। তবে হ্যা, দুজন আছেন (বেশিও হতে পারে) যাদের বয়স ১৮র কম। সেটা আলাদা।

চাকরিজীবিদের কার কত বেতন এটা জিজ্ঞাসা করার কোনো পদ্ধতি জানা আছে কি? B-))

১৯৭৯ এর পরের সিরিজ দেখিলে বয়স ৬০, আমি আগের গুলি দেখার পরেও বয়স ৫৫র নীচে লটকাইয়া থাকিলো কেনো বুঝিলাম না, অবশ্য অঙ্কে আমার জ্ঞান শূন্য। :||
The Man from U.N.C.L.E. ১৯৭৯র পূর্বে দেখাইতো।
Murder, She Wrote ৮০র পরে।
টারজান আমি ৭৯র আগেও দেখিয়াছি।
দুই সপ্তাহে এক দিন (নাকি মাসে এক দিন? মনে নাই) মনের মুকুরে শিরোনামে নাটক হইতো। অনেক পরে সাপ্তাহিক নাটক শুরু হয়। প্রতি তিন মাসে এক খানা বাংলা সিনেমা হইতো। শনিবার করিয়া স্যাটারডে নাইট ফিভার নামের অনুষ্ঠানে ইংরেজি সিনেমা দেখাইতো।

জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা কালে, ওনার মৃত্যুর কিছু দিন আগে থেকে বিটিভি রঙিন সম্প্রচার চালু করে। এটা ৮০-৮১ হবে, এর আগে না। কাজেই ৭৭এ রঙিন অনুষ্ঠান না দেখার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন। উল্লেখ্য, আশির দশকের মাঝামাঝি একটা ১৪'' রঙিন টিভির দাম ছিলো ১৪ হাজার টাকা। একজন মাঝারি চাকরিজীবির ১ বছরের বেতনের সমান। রঙিন টিভি বিশ্ববিদ্যালয়ে এসে নিয়মিত দেখার সুযোগ পেয়েছি।

কম ভোল্টেজে টিভি স্ক্রিন ছোট হবার যে কথা বলেছেন সেটা আমি গত সপ্তাহে এক পোস্টে বলেছিলাম। ব্যাটারিতে দেখা টিভির ক্ষেত্রে। উল্লেখ্য দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যে রঙিন টিভি পাওয়া যেতো তা ব্যাটারিতে চলতো না। নব্বইয়ের দশক পর্যন্ত দেশের বিরাট অংশে খাম্বা ছিলো, বিদ্যুৎ ছিলো না। ফলে গ্রামের অবস্থা সম্পন্ন লোকদের রঙিন টিভি দেখার সুযোগ ছিলো না। অনেক পরে ব্যাটরিতে চালানোর উপযোগি কালার টিভি আসলে তা গ্রামের দিকে ভালো বাজার পায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা শায়মা আপুর বয়স ১৮ এর কম। আরেক জনের ব্যাপারে জানি না। আর অন্যান্য নারী ব্লগারদের বয়স আপনি বেশী কম বলেছেন। এটা মনে হয় ২৫ এর কাছাকাছি হবে। ছেলেদের বেতন নির্ণয় করা আসলেই কঠিন কাজ। অনেকে ধার করে ঘি খায় তাই লাইফ স্টাইল দেখেও বোঝা যাবে না সে কত আয় করে। কোনও তরিকা থাকলে জানাবেন। আমিও চেষ্টা করবো। সবাই বয়স কমাতে চায় আর আপনি বাড়ানোর জন্য উদগ্রীব। আপনি যেহেতু ১৯৭৯ এর আগের শো গুলি দেখেছেন তাই আপনার বয়স আর ৫ বছর বাড়িয়ে সর্বচ্চ ৬৫ করে দিলাম। এইটাই শেষ। আর বাড়াতে পারব না। Murder she wrote দেখেছি। তবে The Man from U. N. C. L. E দেখি নাই। টারজান আমি ১৯৮০ সালের দিকে দেখেছি। মনের মুকুরের কথা মনে আছে। যাত্রা ভালো লাগতো। রেস্লিং তখনও দেখাতো। হীরামন ও মনিহার নামে দুইটা ভালো অনুষ্ঠান হত। Saturday Night Cinema খেয়াল আছে। পরে মনে হয় নাম হয় Movie of the Week. তবে অনেক ভালো ভালো ছবি দেখানো হত। ১৯৭৭ এর আগে প্রতিবেশীর বাসায় দেখেছি টেলিভিশনের জন্য আলাদা কাঠের বাক্স আছে। সেটা আবার তালা দিয়ে রাখা যায়। পরিষ্কার ছবির জন্য চার তলার ছাদের উপর একজন উঠে এন্টেনার মই ঘুরাত আর নীচে আমরা নির্দেশনা দিতাম আরও ডানে, আরও বামে, আর লাগবে না ইত্যাদি। আমাদের বাসার বুয়া বার বার টিভির পিছনে উকি দিত। কোথা থেকে ছবি বাক্সের মধ্যে আসে তা দেখার জন্য।

২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮

জুন বলেছেন: পেপার চেজ দ্বিতীয় বার যখন দেখায় তখন দেখেছি :)

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমবার যখন দেখায় তখন কি করতেন? আপনি তো আমার সূক্ষ্ম হিসাবে গণ্ডগোল করে দিলেন। আমি তো ভেবেছিলাম আপনার বয়স ..০ বছর। ha ha ha

২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮

আমিন রবিন বলেছেন: ৪৪, ৪৬ একটু একটু আবছা খেয়াল হয়। ৪৮ অনেক পরে স্টার ওয়ার্ল্ডে দেখতাম। ফল গাই ৭০- দশকের বলে শুনেছি। পরে রিপিট হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বয়স ৪০ এর ঘরে মনে হচ্ছে। দা ফল গাই আমেরিকাতে ১৯৮১ থেকে ১৯৮৬ সালের মধ্যে দেখানো হয়েছে। বাংলাদেশে ১৯৮৬ বা তার পরে দেখানো হয়েছে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯

স্থিতধী বলেছেন: আলিফ লায়লা, রবোকপ, এক্স ফাইলস জামানার ৯০ দশকের শিশু

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি নিঃসন্দেহে একজন টগবগে তরুণ এখন। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

স্থিতধী বলেছেন: লেখক বলেছেন: "আপনি নিঃসন্দেহে একজন টগবগে তরুণ এখন। ধন্যবাদ। ভালো থাকবেন।"

ক্যাটাগরিকালি এখনো তরুণ গ্রুপে পরলেও টগবগে আর আছি কিনা সেটা ঠিক বলতে পারছিনা! =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: তরুণ তো কেউ আজীবন থাকতে পারবে না। তবে এই সময়টা পূর্ণ উপভোগ করার চেষ্টা করুন নীতি নৈতিকতার মধ্যে থেকে। সাফল্যের বুনিয়াদ বানানোর এটাই প্রকৃষ্ট সময়। তাই অযথা সময় নষ্ট করবেন না। আর মনের তারুণ্য আজীবনের জন্য হওয়া উচিত।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

ঢুকিচেপা বলেছেন: বয়স বের করার যে মেশিন সেট করেছেন তা দুর্দান্ত!!!!!
এর মধ্যে অনেকটাই দেখেছি তবে কন্টিনিউ না।
যেটা দেখেছি সেটা পাচ্ছি না, ছোটদের জন্য ঈশিতার একটা কার্টুন টাইপ সিরিজ হতো, নাম ভন্ডুল বা ভন্ডোল হতে পারে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৮২ সালে ভণ্ডুল দেখাতো। আমার পছন্দের ছিল। মিথ্যা বললে নাক লম্বা হয়ে যেত। সে কাঠের মানুষ ছিল। এটা ওয়ালট ডিজনির পিনকিও অবলম্বনে তৈরি হয়েছিল। এটাতে ইশিতা থাকার শম্ভবনা নাই কারণ তখন তার জন্মও হয় নাই। সম্ভবত এর পরে নতুনভাবে এটাকে আনা হয়েছিল যেটা আপনি দেখেছেন। তার মানে আপনি তিন নম্বর গ্রুপে পড়ছেন। আমার এই মেশিন খুব কার্যকর। ভুলের শম্ভবনা খুব কম। তবে আপনি কি আপা না ভাই এটা নিয়ে 'কবিতা পড়ার প্রহরের' মন্তব্যে দ্বন্দ্বে আছি। তাই আপনার বয়সের আগে আপনার জেন্ডার বার করা প্রয়োজন। এটার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে। ভালো থাকবেন।

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২

ঢুকিচেপা বলেছেন: “ তাই আপনার বয়সের আগে আপনার জেন্ডার বার করা প্রয়োজন। এটার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে।”

হা হা দারুণ বলেছেন!!!!
কবিতা পড়ার প্রহর দুষ্টমি করে বলেই খুশি।
আমার যে বিদঘুটে নিক, এটা কোন মেয়ে নিতে পারবে ?

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: যাক আশ্বস্ত হলাম। কিছু শো এর নাম বললে আপনার গ্রুপিং সঠিকভাবে করা যেত।

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫২

ওমেরা বলেছেন: আমি কোন গ্রপে নাই , আপনার সিন্ধান্ত মেনেই নিলাম আমার বয়স ৬০ হা হা হা ——-— ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় আপনার জন্ম নতুন সহস্রাব্দে হয়েছে তাই আমার মেশিন ঠিক মত কাজ করছে না। Y2K বাগের নাম শুনেছেন। মিলেনিয়াম পরিবর্তনের (২০০০ সালের শেষে ) সময় কম্পিউটার গুলি ঠিক মতো কাজ করবে কি না তা নিয়ে আই টি বিশেষজ্ঞরা চিন্তায় ছিলেন। পরে অবশ্য কোনও সমস্যা হয় নাই। অথবা আপনার টিভি দেখার উপর নিষেধাজ্ঞা ছিল। টিভিতে ভালো জিনিস দেখা যেতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার ১৯ নং মন্তব্যের সুন্দর উত্তর দিয়েছেন। ভালো লেগেছে।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৫

অনল চৌধুরী বলেছেন: গুপ্তসংকেত হারিয়ে ফেলার কারণে সময়মতো মন্তব্য করতে পারিনি। বহু কষ্টে ফিরে পেয়েছি।
The Land of the giants, Buck Rogers in the twenthy-fifth century, danger bay,Hard castle and Mccormac, Scarecrow and Mrs King, Tells of the gold monkey. Bring them back alive, Star man,Get smart, Didis comedy show, Spencer for hire, V, Misfit of science, Land of the dragon lord -এর নাম বাদ পড়েছে।
গ্রিন হরনেট- বা বোল্ড এণ্ড বিউটিফুল কেোনদিনও বিটিভি’তে দেখায়নি-বাজি ধরে বলতে পারি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোল্ড এন্ড দা বিউটিফুল আমার মূল লিস্টে নাই। জুন আপু ও আমি ডিশ টিভিতে দেখেছি বড় হওয়ার পরে। ওনার কথার জবাবে আমি বলেছি। গ্রিন হর্নেট আমি নিজের চোখে দেখেছি অনেকবার বিটিভিতে ছোটকালে। আপনি বাজিতে হেরে যাবেন তাই ভালো করে খোঁজ করেন। এটা ১৯৮১ বা ১৯৮২ তে দেখাতো। দা ল্যান্ড অব দা জায়েন্ট ১৯৭৯ এর আগের তাই উল্লেখ করিনি। The Tales of the Gold Monkey বাদ পড়েছে মনে হয়। ramington steele বাদ পড়েছে। বাকিগুলির ব্যাপারে জানাবো আগামীকাল ইনশাল্লাহ।

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৬

অনল চৌধুরী বলেছেন: গ্রিন হর্নেট কি ব্রুস লি অভিনীত ধারাবাহিকটা?
১৯৮৫ সালে জেমস ক্ল্যাভেলের উপন্যাস অবলম্বনে জাপানের সামন্তযুগের যোদ্ধাশ্রেণীদের নিয়ে বিখ্যাত টিভি ধারাবাহিক শোগান দেখানো হতো্ ?
নাইট রাইডার প্রচার শুরু হয় ১৯৮৪ সাল থেকে যা ১৯৮৭ পর্যন্ত থেমে থেমে চলে।
সেবছরই একবার গুজব রটলো যে এর নায়ক ডেভিড হ্যাসেলহফ মারা গেছেন। সেসময় ইন্টারনেট না থকাকায় অনেকেই এটা বিশ্বাসও করেছিলো।কিন্ত তিনি এখনো জীবিত !!!!
১৯৮২ সালে ভণ্ডুল দেখাতো। আমার পছন্দের ছিল। মিথ্যা বললে নাক লম্বা হয়ে যেত। সে কাঠের মানুষ ছিল। এটা ওয়ালট ডিজনির পিনকিও অবলম্বনে তৈরি হয়েছিল- সেই ধারাবাহিকটার নাম ছিলো রুপকথা নয়। শেষ পর্বে ই্টি ছবির দৃশ্য ব্যবহার করা হয়েছিলো।১৯৮৬ সালে দেখাতো।
সেবছরই ছোটোদের আরেকটা ধারাবাহিক ঝন্টু-পন্টু দেখানো হতো।পরে ছোটোদের জন্য আর কোনো নাটক হতে দেখিনি।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আসলে সেই শো গুলির নাম লিখেছি যেগুলির কথা আমার মনে আছে। যেটা মনে নাই সেটা লিখি নাই। যেটা ১৯৭৯ সালের আগে সেটাও বাদ দিয়েছি কারণ এটার কথা আমার মনে থাকার কথা না। জী গ্রিন হর্নেটে ব্রুস লি ছিল। সাথে আরেকজন। সময়ের ব্যাপারে এদিক ওদিক হতে পারে তবে মনে হয় ১৯৮১ বা ১৯৮২ তে দেখেছি। শোগান বাদ পড়েছে। যোগ করে দেব। নাইট রাইডার ঠিক আছে। কাঠের মানুষ ভণ্ডুলের অনুষ্ঠানের নাম রূপকথা নয় হতে পারে। তবে এটি মনে হয় ১৯৮২ বা ১৯৮৩ দেখাতো। আমি নিশ্চিত না। ঝন্তু পন্তুর কথা আবছা মনে আসছে। ডেঞ্জার বে মনে হয় দেখাতো। ভালো করে মনে নাই। The Tales of the Gold Monkey বাদ পড়েছে মনে হয়। স্টার ম্যান হয়তো ঠিক কিন্তু আমার মনে নাই। স্পেন্সার ফর হায়ার ৫৮ নং সিরিয়ালে দেখিয়েছি। বাকিগুলির কথা আমি মনে করতে পারছি না তাই দিচ্ছি না। কারণ যেগুলির কথা মনে আছে সেগুলির জন্যেই লেখাটা লিখেছি। তবে এই মন্তব্যের যেগুলি আমি দেখেছি বলেছি সেগুলির সাল বা গ্রুপ বলতে পারলে যোগ করে দিব ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য।

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৪

অনল চৌধুরী বলেছেন: ঈষিতার ধারাবাহিকটার নাম রূপকথা নয় , এটাতে ভিনগ্রবাসীর চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ন ফরিদী।।
ভন্ডুল আলাদা ধারাবাহিক, যেটা লিখছেন।
তবে সেইসময়ের টিভি অনুষ্ঠান নিয়ে লেখার আরো অনেক কিছু আছে।
আমি কিছু লিখেছি আমার শেষ ব্লগে।
১৯৮৩ থেকে প্রচারিত ৯০% অনুষ্ঠানের সাল আমি বলতে পারবো।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার তথ্যগুলি আমার কাজে লাগবে। আমি এগুলি আগামীকাল ইনশাল্লাহ ঠিক করে দেব। আজকে পারছি না। আপনার শেষ ব্লগ আমি পড়ব। এ ব্যাপারে আমার আগ্রহ আছে। প্রয়োজনে আমি আপনার সাহায্য আবার নেব এই ব্যাপারে। অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য।

৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ৫৬। ওশিন
৫৭। আলিফ লায়লা
৫৯। ম্যাকগাইভার *********
৬০।রবো কপ
৬১। দা ওয়ান্ডার ইয়ারস
৬২।হারকিউলিস
৬৩।দা গার্ল ফ্রম টুমরো
৬৪।দা নিউ এডভেঞ্চার অফ রবিনহুড
৬৬। দা এক্স ফাইল
৬৭।দা মিস্তেরিয়াস আইল্যান্ড
৬৮। দা এডভেঞ্চার অব সিন্দবাদ
৭১।দা সোরড অফ টিপু সুলতান
৭২। দা নিউ এডভেঞ্চারস অফ সুপার ম্যান।
৭৩। আকবার দা গ্রেট
৭৪। মিঃ বিন
------------------------------তবে আমার বয়স আপনার ধারনার মধ্যে নাই =p~ =p~ =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বয়স ৩৫ এর কাছাকাছি। ধন্যবাদ অনেকগুলি শো এর নাম উল্লেখ করার জন্য। ভালো থাকবেন।

৪০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

রাশিয়া বলেছেন: আমি গ্রুপ ৩ এ পড়ি, কিন্তু আমার বয়েস ৩৫ এর কম।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রুপ ৩ এ যারা তাদের বয়স ৩৫ এর কমই হওয়ার কথা। কস্ত করে পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৪১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:



কে কি সিরিজ দেখেছে এর ওপর বেইজ করে বয়স :)
হবে না হবে না !
এসব সিরিজ অনলাইনেও দেখতে পারে পরবর্তীতে ।
কাজেই অনুমান ভুল হবার চান্স অনেক ।

লিস্টের কিছু কিছু সিরিজ দেখা কিন্তু ধৈর্য না থাকলে সিরিজ কনটিনিউ করা কঠিন ।
টিভিতে নয় কিন্তু যদি মুভির কথা বলি, তাহলে এতো ওল্ড মুভিও দেখেছি আমি হবো এ ব্লগের সবচেয়ে বড় :)

প্রিয় মুভি লিস্টে আছে ১৯৪২ এর ক্যাসাব্লাঙ্কা ।
গানটাও সুন্দর, মুভিটাও ।








১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার আর শায়মা আপুর বয়স ১৮ বছরের কম। কাজেই আপনাদের কষ্ট করে তথ্য দিতে হবে না। আমার লেখাতে প্রতিটি গ্রুপের ক্ষেত্রে বলা আছে যারা শৈশব কালে এই টিভি শোগুলি দেখেছেন তাদের বয়স ......... হবে। কাজেই ব্লগার সত্য তথ্য দিলে বয়স আন্দাজ করা কোনও বেপার না। তবে মা হাসান ভাই বলেছেন যে ব্লগের মেয়েদের বয়স ১৮ বছর। আমি বলেছি যে ১৮ কম হয়ে যায় তবে এটা মনে হয় ২৫ হবে। কাজেই মেয়েদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। হা হা হা

৪২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:



হা হা হা ...ইউ আর রাইট সাচু । ১৮ বেশী ছোট হয়ে যায়, ২৫ ঠিক আছে । ফিউ মান্থস ব্যাক শায়মাপুর এক পোষ্টে নীচের কমেন্টটা করেছিলাম । এখানে কপি দিলাম :)


মিরোরডডল বলেছেন: ভালো বিষয় জানতে চেয়েছো শায়মা আপু :)

আমি যে কোন জেন কেমন করে বলি । প্রবলেম হচ্ছে আমার বয়স ২৫ এ আসার পর ট্রাফিক জ্যামে আটকে গেছে । সামনে পেছনে ডানে বাঁয়ে কোথাও আর যাচ্ছেনা । প্রতিবছর আবারও সেই ২৫ হয় । এখন যদি প্রশ্ন করো কতো বছর ধরে ২৫ বার্থডে করি , তখন আবার আমি ভুলে যাই, ডিমেনশিয়া সিম্পটম দেখা দেয় :P

আচ্ছা আপু আমরা কি বিষয়ে যেন কথা বলছিলাম :|





১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক আগের ইংরেজি সিনেমাতেও হিন্দির মতো গান ছিল। ক্যাসাব্লাঙ্কা সময় পেলে দেখবো।

৪৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মিরোরডডল বলেছেন:



মুভিটা ১৯৪২ আর Bertie Higgins এর এই গানটা রিলিজ হয়েছে ১৯৮২ ।
যদিও এই মুভি থিম সং সেইম টাইটেল As time goes by.
কিন্তু ওটা ডিফারেন্ট, রিলিজ হয়েছে ১৯৩১ ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৪২ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যেও কতও মানুষ সিনেমা দেখেছে। ভাবা যায়। কারও পৌষ মাস কারও সর্বনাশ।

৪৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩২

নাসরিন ইসলাম বলেছেন: আলিফ লায়লা, মিঃ বিন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি বড় হওয়ার পরে আলিফ লায়লা ও মি বিন দেখেছি। আমারও এই সিরিজগুলি ভালো লাগতো। ব্লগে স্বাগতম জানাচ্ছি। লেখা চালিয়ে যান সবার জন্য। ধন্যবাদ।

৪৫| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: বয়স কোনো বিষয় না। মানুষের মন মানসিকতাই বড় জিনিস।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন। বয়স হোল শুধু একটা সংখ্যা। তারপরও মেয়েরা কেন যেন বয়স বলতে দ্বিধা করে। তবে মনের দিক থেকে সব সময় তরুণ থাকতে হবে।

৪৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪০

মনিরা সুলতানা বলেছেন: আমি প্রথম গ্রুপের ! আপনার নিক টা আমার নেয়া উচিত ছিল ;) পারফেক্ট :P
বায়োনিক ওমেন, অটো ম্যান , ম্যানিমল , ডাবল ডেকার।
সেই এন ও সি টিভির যুগ।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আমার আইস্ক্রিমের পোস্টে আপনার প্রাইমারি স্কুলের আইসক্রিম খাওয়ার গল্প করেছিলেন। আপনি কোন প্রজন্মের আমি তখনই বুঝতে পেরেছিলাম। বার্ষিক ব্লগ ডের ছবিতে আমি আপনাকে ও আপনার বরকে দেখেছি। আমার জন্ম ১৯৭২ সালে। আমার নিকের নামে একটা উত্তম-সুচিত্রার বিখ্যাত ভারতীয় বাংলা সিনেমা আছে, হয়তো দেখে থাকবেন। না দেখলে দেখার পরামর্শ দিচ্ছি। আপনার দেখা শোগুলি আমারও ভালো লাগতো। ভালো থাকবেন।

৪৭| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৪

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ মুভিটা আমি দেখছি :) আপনার নিক নেয়ার গল্প অন্য কারো লেখার মন্তব্যে পড়েছিলাম। আমি বলেছি আমার নিক এটা নিলে পারফেক্ট হত।

১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেন পারফেক্ট হতো সম্ভবত আমি তা বুঝতে পেরেছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.