নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

লতা মঙ্গেশকর এবং ভুপেন হাজারিকার মধ্যে প্রেমের গুঞ্জন ছিল

২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৮


প্রখ্যাত গণসংগীত শিল্পী ভুপেন হাজারিকা ২০১১ সালের নভেম্বেরের ৫ তারিখে এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান। তার মৃত্যুর এক বছর পরে তার তালাকপ্রাপ্তা স্ত্রী প্রিয়ংবদা প্যাটেল একটা চাঞ্চল্যকর খবর জনসমক্ষে আনেন। কানাডা প্রবাসী প্রিয়ংবদা আসামের টিভি চ্যানেল DY365 কে বলেন যে লতা ও ভুপেন হাজারিকার মধ্যে একটা এফেয়ার ছিল। তার এবং ভুপেনের মধ্যে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ ছিল এই এফেয়ার। যার কারণে ১৩ বছর সংসার করার পর ১৯৬৩ সালে তারা পৃথক হয়ে যান। কলকাতার টালিগঞ্জে অবস্থিত তাদের ফ্লাটের একটা বেড রুমে লতা থাকতেন যখন তিনি কলকাতায় আসতেন।

প্রিয়ংবদা আরও বলেন লতা ভুপেনের জন্য পাগল ছিলেন। ভুপেন তার স্ত্রী প্রিয়ংবদাকে বলতেন যে, কোন মিউসিশিয়ান যদি নাম করতে চায় তাহলে তাকে লতাকে দিয়ে গান করানো উচিত। প্রিয়ংবদা ভুপেনকে তখন জিজ্ঞেস করেন যে তোমাকে কেন লতার রুমে সারা রাত কাটাতে হোল। উত্তরে ভুপেন বলেন যে অনেক সময় দরকার হয়ে যায়। আসামের অনেকেই লতা এবং ভুপেনের এই এফেয়ার সম্পর্কে জানতেন। কিন্তু এর আগে কেউ এই ব্যাপারটা জনসমক্ষে আনেন নি।

ভুপেন তার আত্মজীবনী ‘আমি এক যাযাবর’ এ মুম্বাইয়ের একজন বড় গায়িকার কথা লিখেছেন যে তার জীবনে এসেছিল। যদিও গায়িকার নাম তিনি উল্লেখ করেননি। ভুপেনের স্ত্রী লতাকে কলকাতা এয়ারপোর্টে বিদায় দিয়ে মনমরা হয়ে বাড়ি ফিরেছিলেন এই কথাও ভুপেন তার বইয়ে উল্লেখ করেছেন। ভুপেন তার স্ত্রীকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করেন। তার স্ত্রী জবাবে বলেন যে লতার কথা আমার ভালো লাগে নি। ভুপেন জানতে চান লতা কি বলেছে। তার স্ত্রী প্রিয়ংবদা বলেন, লতা বলেছে যে ভুপেনের প্রতি তার ভালবাসা প্রিয়ংবদার ভুপেনের স্ত্রী হিসাবে ভালোবাসার চেয়ে কোন অংশে কম না।

যদিও লতা মঙ্গেশকার ভুপেনের প্রাক্তন স্ত্রীর এই কথাগুলি শুনে খুব চটে গিয়েছিলেন এবং আইনগত ব্যবস্থার হুমকি দিয়েছিলেন।

আসলে এই ধরনের বড় মাপের সেলিব্রেটিদের জীবনে অনেক সময়ই প্রেম ভালোবাসা আসে আবার চলে যায়। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এটা নির্ণয় করা দুঃসাধ্য ব্যাপার।

সুত্র – হিন্দুস্তান টাইমস
ছবি- টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার। ড. ভূপেন হাজারিকার গানের কথা মত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য । দুজনই লিজেন্ড । দুজনের জন্য বিনম্র শ্রদ্ধা ।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: তবে ভুপেন হাজারিকার বিজেপির রাজনীতিতে অংশগ্রহণ তার সারা জীবনের দর্শনকে প্রশ্নবিদ্ধ করেছিলো।অল্প কিছু দিনের জন্য তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

২| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষমতা আর অর্থের লোভ যত অনর্থ ঘটায়। এটা সংবরণ করতে হয়। ভূপেন হাজারিকার কেন বিজেপির রাজনীতি করা লাগবে।হালে মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে নির্বাচনে ফেল করেছেন।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই ক্ষমতা আর অর্থের লোভ অনর্থ ডেকে আনে। এই ধরণের উজ্জ্বল তারকাদের কেন নোংরা রাজনীতিতে যোগ দিতে হবে।

৩| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এদের একজনের বয়স এখন ৯১ বছর
আর একজন ১০ বছর আগে গত হয়ে'ছেন
তাদের প্রেম কাহিনী শুনে আর কি লাভ বলেন!!
উভয়ে গুনী ও কিংবদন্তি শিল্পী, তাদের জন্য
শ্রদ্ধা !

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনারা গুনি এবং কিংবদন্তি ছিলেন বলেই তাদের জীবনের প্রেম ভালোবাসা নিয়ে মানুষ অনন্তকাল আলোচনা করবে। এটা হোল খ্যাতির বিড়ম্বনা। লাইলি মজনু মরে ভুত হয়ে গেছে কিন্তু তাদের প্রেম কাহিনী আজো অমর।

৪| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: কিংবদন্তি দের মৃত্যু নেই ! খুব ভালো লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।

২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে ধন্যবাদ পোস্ট পড়া ও মন্তব্যের জন্য।

৫| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

মিরোরডডল বলেছেন:



লতা এবং ভুপেন এরা দুজনেই প্রিয় শিল্পী ।
ভালোবাসা শাশ্বত সুন্দর । যদি ওদের প্রেম হয়েও থাকে নাথিং রং ।
দুজনের কণ্ঠে এই গানটি এক কথায় অসাধারণ !!!






২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: রুদালি সিনেমাটা এক সময় বেশ হিট করেছিল। রুদালি মানে মনে হয় যারা টাকার বিনিময়ে কাঁদে। এই সুরে ভুপেনের দুটি বাংলা গান আগে থেকেই ছিল। একটা হোল 'চোখ ছল ছল করে ওগো মা'। আরেকটা হোল বাংলাদেশের সিনেমা 'সীমানা পেরিয়ে' ছবির জন্য ১৯৭৭ সালে গাওয়া 'মেঘ থম থম করে কেউ নেই নেই'।

আপনার জন্য একটা সুন্দর নাচ আর গান দিচ্ছি। ক্লাস সিক্সে পড়ার সময় একবার এই রকম নাচ নেচেছিলাম এক মেয়ের সাথে। কয়েকটা নন স্টপ গানের সাথে নাচ। নাচগুলি খুব ভালো লেগেছ আমার।

https://www.youtube.com/watch?v=cTfxennz3xU

লিংক কাজ না করলে কষ্ট করে ব্রাউসারে কপি-পেস্ট করে নিবেন।

৬| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা জানা ছিলো না

২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা তো গোপন প্রেম। কোন ব্যক্তিরই জানার কথা না। প্রেমের ঘটনা প্রকাশ পেয়েছে ৫০ বছর পরে, ভুপেনের মৃত্যুর এক বছর পরে। প্রেমের ঘটনা ১৯৬৩ সালের যখন উভয়ের যৌবনকাল চলছে।

৭| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৯

জুন বলেছেন: অবিশ্বাস্য মনে হচ্ছে সাড়ে চুয়াত্তর । আমরা আসাম বেড়াতে গিয়ে অত্যন্ত উচ্ছাস নিয়ে ভুপেন হাজারিকা সম্পর্কে জিজ্ঞেস করে শুনেছিলাম ভুপেন হাজারিকাকে সেখানকার অধিকাংশ মানুষ পছন্দ করে না । কারন সে নাকি তাঁর জন্মভুমি আসামের জন্য কিছুই করেনি । করেছে মুম্বাই এর জন্য ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুপেন আসামের মানুষ। আসামের মানুষেরই তাকে ভালো চেনার কথা। তাই আপনার অভিজ্ঞতালব্ধ তথ্য সঠিক হওয়ার সম্ভবনাই বেশী। ভুপেন সারা জীবন মানবতার কথা বলে ২০০৪ সালে বিজেপির মত একটা মৌলবাদী ও উগ্র দলে যোগ দিয়েছিলেন ভোটে জেতার উদ্দেশ্যে। আর এই ধরণের বড় মাপের তারকারা/ শিল্পীদের কে, কখন, কার প্রেমে পড়ে এটা বোঝা ভার। প্রদীপের নীচেও অন্ধকার থাকে।

যাই হোক উনি অনেক ভালো ভালো গান সৃষ্টি করেছেন ও গেয়েছেন। লক্ষ লক্ষ মানুষ তার গানে অনুপ্রাণিত হয়েছে এটা সত্যি। আমরা ওনার খারাপ দিকটাকে মার্জনা করার চেষ্টা করি। এতো কিছুর পরও ছোটবেলা থেকেই ওনার প্রত্যেকটা গান ভালো লাগে। গানের কথা, সুর, উপস্থাপনা অসাধারন। আমিও ওনার সম্পর্কে এই নতুন তথ্য জেনে বিস্মিত হয়েছি। তাই পোস্ট দিয়েছি। ভালো থাকবেন।

৮| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: আসলে ওনাদের মেলামেশাটা ঠিক সাধারণের চোখের মতো নয়। রবীন্দ্রনাথকেও স্ত্রীর গজ্ঞনা সহ্য করতে হয়েছে। ভূপেন হাজারিকার সঙ্গে লতার এই সম্পর্ক আমার সেটাই বলে মনে হয়।একে অপরের ভক্ত।সেই সম্পর্ক স্ত্রীর চোখে আর পাঁচটি সাধারণ প্রণয়ের বলে মনে হলেও তা ছিল অনেক উর্ধ্বে।
তবে দিল হাম হাম করে সিনেমায় কি যেন ভদ্রমহিলার নাম কল্পনা কি সাম তার সঙ্গে এরকম একটা গুজ্ঞন বাজারে রটেছিল।

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রকৃত ঘটনা কি ছিল এটা জানা দুষ্কর। যারা এতো বড় তারকা তাদের নিয়ে সত্য বা মিথ্যা অনেক কিছু বাজারে রটে। তবে এই বক্তব্যটা ওনার প্রাক্তন স্ত্রীর। এটাই চিন্তার বিষয়। তবে ঈর্ষার কারণেও বলে থাকতে পারেন।

৯| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৩২

ভুয়া মফিজ বলেছেন: আপনে আইনস্টাইনরে বাদ দিয়া লতা আর ভুপেন'রে নিয়া পরলেন যে বড়!!! ;)

২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার দুইজন প্রিয় শিল্পীর মধ্যে এমন মধুর প্রেম ছিল এইটা এতো দিন পর জানলাম তাই না লিখে পারলাম না। তবে ওনাদের প্রেমের কারণে আরেক মহিলার কপাল পুড়ল এই যা।

আইনস্টাইনরে কাইত করার জন্য প্রস্তুতি নিতেসি। একটু সময় দেন। হে হে হে

১০| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ পোস্ট।

কোনো এক মহীয়সী বলেছিলেন,

এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে
সারাদিনের শ্রান্তি শেষে
যার সমীপে আসবে তুমি ফিরে।

সেই মেয়েটি অতিগোপন
সঞ্জীবনী সুধা
অন্ধকারে ঘোর সমুদ্রে
আলোকের বর্তিকা।

ভূপেনের সুরে লতার অনেক গান আছে, সেরা গান সেগুলো। সামনে এটা পেলাম, তাই দিলাম।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ভিডিও খুব ভালো লেগেছে। গানটাও অনেক ভালো লেগেছে। আগে শুনি নাই। স্থির চিত্রগুলি গতিশীল হচ্ছে। এই কাজটা আগে দেখি নাই। গানের সাথে মিল রেখে আপনার ছবি বাছাই ভালো লেগেছে। ভালো থাকবেন।

১১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: একজন আরেকজনের পছন্দের শিল্পী, অনুরাগী হতে পারেন । এফেয়ারের ব্যাপারটা এতো লম্বা সময় আসলে কোন ভাবেই চেপে রাখা সম্ভব না । এতো বিখ্যাত মানুষের বেলাতে তো নয়ই ।
সমস্যা হচ্ছে যখন বিবাহ বিচ্ছেদ হয় এবং লোকটা মারা যায় তখন মুখে যা ইচ্ছে তাই বলা যায়, যে কোন অভিযগোই তুলতে পারে ! মৃত ব্যক্তি তো আর কবর থেকে উঠে এসে সেটার প্রতিবাদ করতে পারবেন না ।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনাকে বেনিফিট অব ডাউট দেয়া যেতে পারে। বিখ্যাত মানুষদের জীবন ধারা বোঝা ভার। ব্যাপারটা মিথ্যাও হতে পারে। ওনার স্ত্রী অভিযোগ করেছে, এটাই সমস্যা।

১২| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৭:২২

সোহানী বলেছেন: অসম্ভব প্রিয় দু'জন শিল্পী।

২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই জনেই গানের জগতে দুটি উজ্জ্বল তারা। আমারও ওনাদের গান খুব ভালো লাগে। ওনাদের কোন গান ভালো লাগেনি এমন কখনও মনে হয়নি।

১৩| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৬

শেরজা তপন বলেছেন: নতুন শুনলাম!!!!
যাহোক- বেচারা এখন ওপারের বাসিন্দা, তাকে নিয়ে আর টানাটানি না-ইবা করি।

২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই টানাটানির দরকার নাই। তবে যারা সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র তাদের জীবন নিয়ে মানুষ সব সময়েই ভালো বা মন্দ বলবে। এটা হোল খ্যাতির বিড়ম্বনা। ধন্যবাদ।

১৪| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: প্রেম তো মানুষকে মহৎ করে। আমি মযতদিন প্রেম করেছি ততদিন মহৎ ছিলামা। স্বচ্ছ ছিলাম।

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো এখনও সুরভি ভাবির সাথে প্রেম করছেন। ফলে এখনও মহৎ এবং সচ্ছ আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.