নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

প্রেম-বিয়ে নিয়ে কিছু সংগৃহীত কৌতুক

৩০ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৫


প্রেম করার পর প্রেমিক-প্রেমিকা যখন বিয়ে করে তখন প্রায়ই দেখা যায় যে বিয়ের আগের সেই মজা বিয়ের পরে পায় না। অনেকের কাছে বিয়ে হোল দিল্লীকা লাড্ডু। যে খাবে সেও পস্তাবে আর যে না খাবে সেও পস্তাবে। প্রেম, বিয়ে ও ব্যাচেলর জীবন নিয়ে অনেক মজার কথা ও কথা/কৌতুক আছে। ইন্টারনেট এবং অন্যান্য সূত্র থেকে সংগ্রহ করা কিছু কৌতুক/ বাণী নীচে উপস্থাপন করছি। পড়ার পর হাসি না আসলেও হাসবেন। কারণ হাসি স্বাস্থ্যের জন্য উপকারী এবং হাসতে টাকা পয়সা লাগে না। কৌতুকগুলি/ বাণীগুলি শুধুই মজার জন্য। বেশীরভাগ কৌতুকে মেয়েদেরকে পচানোর চেষ্টা করা হয়েছে। তবে মেয়েদেরকে এগুলি হাল্কাভাবে নেয়ার অনুরোধ করবো। কারণ পোস্টের উদ্দেশ্য শুধু মজা করা এবং আনন্দ বিলানো। কেউ সিরিয়াস ভাবে নেবেন না দয়া করে।

১।একজন স্বামীর ভালবাসার সরল স্বীকারোক্তিঃ
আমি আমার স্ত্রীকে খুব ভালবাসি। আমি বাইরে গেলে আমার স্ত্রীর হাত সব সময় ধরে রাখি। কিন্তু যখনই ছাড়ি তখনই সে শপিং শুরু করে দেয়।

২। প্রশ্নঃ একজন বিবাহিত পুরুষ আর একজন ব্যাচেলরের মধ্যে পার্থক্য কি?
ঊত্তরঃ বিবাহিত পুরুষ খাওয়ার পড়ে থালাবাসন ধোয় আর ব্যাচেলর খাওয়ার আগে থালাবাসন ধোয়।

৩। প্রশ্নঃ বিয়ে কাকে বলে?
উত্তরঃ – বিয়ে এমন একটা চুক্তি যার দ্বারা একটা ছেলে তার ব্যাচেলর ডিগ্রি হারায় এবং একটা নারী
মাস্টার ডিগ্রি অর্জন করে।

৪। একজন সফল স্বামী হোল যে স্ত্রীর চেয়ে বেশী আয় করে এবং স্ত্রীর জন্য খরচ করে। আর একজন সফল স্ত্রী হোল যে এই রকম একজন স্বামী খুঁজে বার করতে পারে।

৫। একটা মেয়ে একটা স্বামী না পাওয়া পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে
আর একটা ছেলে বিয়ের আগে পর্যন্ত কখনও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না।

৬। স্বামী আর স্ত্রীর ঝগড়ার সময় স্ত্রী সব সময় শেষ কথাটা বলে। যদি স্বামী সেই কথার পরে আর কোন কথা বলে তাহলে সেটা একটা নতুন ঝগড়া হিসাবে গণ্য হয়।

৭। মেয়েদের ক্ষেত্রে সুখী হওয়ার জন্য স্বামীকে ভালোভাবে বুঝতে হবে এবং কম ভালবাসতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে সুখী হতে হলে তাকে বেশী ভালবাসতে হবে আর তাকে বোঝার কোন চেষ্টা থেকে বিরত থাকতে হবে।

৮। একটা মেয়ে যখন বিয়ে করে তখন ভাবে যে তার হবু স্বামী নিজেকে বদলাবে।
আর একটা ছেলে যখন বিয়ে করে তখন ভাবে যে তার স্ত্রী বদলাবে না, কিন্তু স্ত্রী বদলে যায়।

৯। স্ত্রী গারবেজের ট্রাকের পিছনে দৌড়াচ্ছে আর চিৎকার করছে আমি কি দেরী করে ফেলেছি? স্ত্রীর পিছে পিছে স্বামী আসছে আর সেও চিৎকার করে বলছে না না ঝাপ দিয়ে ঢুকে যাও।

১০। স্বামী স্ত্রীকে বলছে যে আমি তোমার আত্মীয়দের অপছন্দ করি না। বরং আমার শাশুড়ির চেয়ে আমি তোমার শাশুড়িকে বেশী ভালবাসি।

১১। ছেলে বাবাকে প্রশ্ন করছে “ বাবা বিয়ে করতে কত টাকা লাগে?” বাবা বলছে “ বাবা আসলে আমিও ভালো করে জানি না। আমি এখনও টাকা পরিশোধ করে যাচ্ছি।“

১২। এক ব্যক্তির ক্রেডিট কার্ড হারিয়ে গেছে। কিন্তু সে রিপোর্ট করছে না। কারণ চোর তার বউয়ের চেয়ে কম খরচ করছে।

১৩। একজন পুরুষ তার হবু স্ত্রীকে নিয়ে চার্চে গিয়ে ফাদারের সামনে কিছু কথা বলে আর তার বিয়ে হয়ে যায়। একদিন সে ঘুমের মধ্যে কিছু কথা বলে। সকালে উঠে শোনে যে তার ডিভোর্স হয়ে গেছে।

১৪। মনচিকিৎসক হোল এমন একজন ব্যক্তি যে আপনার কিছু প্রশ্নের উত্তর দেয়ার জন্য মোটা অংকের টাকা নেয় যা আপনার স্ত্রী আপনাকে বিনামূল্যে দিয়ে থাকেন।

১৫। প্রেম- বিয়ে সংক্রান্ত একটা মূল্যবান বাণী –
প্রেম হোল অন্ধ আর বিয়ে হোল আই ওপেনার।

১৬। একজন পুরুষ দুই সময় মেয়েদেরকে বুঝতে পারে না
এক হোল বিয়ের আগে আর দুই হোল বিয়ের পরে।

ছবি - theconversation.com

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৫

হাবিব বলেছেন: অমৃত বচন

৩০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বচন শুনে কিন্তু হাসি না আসলেও হাসতে হবে। কারণ হাসি স্বাস্থ্যের জন্য উপকারী। ভালো থাকবেন।

২| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: B-) B-) B-) B-) আমি মুচকি হেসেছি।

৩০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুচকি হাসিও স্বাস্থ্যের জন্য উপকারী। ভালো থাকবেন।

৩| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো সংগ্রহ

৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আজকাল আমার কোন কিছুতেই হাসি পায় না। কেন?

৩০ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাচ্চাদের সাথে থাকলে হাসি ফিরে আসতে পারে। তবে বেশী না হাসাই ভালো।

৫| ৩০ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪৯

স্প্যানকড বলেছেন: বিয়ে করা মানে খাটের এক পাশ অন্যের আর ব্যাচেলর মানে গোটা খাট আমার ! তবুও মানুষ বিয়ে করে এমন স্বাধীনতা নষ্ট করে। আসলে সুখে থাকতে ভুতে কিলায় ! :) :)

৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই তো আপনি বিয়ের গুরুত্ব বুঝতে পেড়েছেন। বিয়ে করলে অনেক সময় পুরো খাটও অন্যের হয়ে যায় আর নিজের জন্য থাকে ড্রইং রুমের সোফা।

৬| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

ইন্দ্রনীলা বলেছেন: ৪ নং টাই বেস্ট

৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবগুলি পড়ার পর যখন বলেছেন তারমানে আপনার পছন্দ ঠিক আছে। এগুলিতো শুধু জোকস। স্বামী আর স্ত্রী মিলেমিশে থাকতে হয়। উভয়কেই ছাড় দিতে হয় সুখী জীবনের জন্য। ভালো থাকবেন। আর আরও গল্প দিবেন।

৭| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভালো ছিল ।

জানি না কেন কিন্তু ৯ আর ১১ নং জোকস টা দারুণ ছিল।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্য দুইবার এসেছিলো তাই একটা মুছে দিয়েছি। জি ৯ ও ১১ নং জোকস অবশ্যই ভালো। আসলে একেক জনের কাছে একেকটা জোকস ভালো লাগে। ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:০২

দেয়ালিকা বিপাশা বলেছেন: ভুলবসত দুইবার একই মন্তব্য দেয়া হয়ে গেল

৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্যা নাই। একটা মুছে দিয়েছি। ভালো থাকবেন।

৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:০৭

ফাহিমা আক্তার বলেছেন: কৌতুক হিসেবে ভালোই হয়েছে। বাস্তবে সবার ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি কৌতুকের সাথে বাস্তব জীবন মেলে না। তবে কিছু কৌতুক আছে বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমার দেয়া কৌতুক শুধু আনন্দ বিলানোর জন্য। এটাকে সিরিয়াসভাবে নেয়ার কোন দরকার নাই। ভালো থাকবেন।

১০| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:২১

পদাতিক চৌধুরি বলেছেন: উফ! দারুণ উপভোগ্য লাগলো পোস্টটা।++
শুভেচ্ছা প্রিয় সাচু ভাইকে।

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার প্লাস আমাকে অনুপ্রাণিত করলো। আমি বুঝতে পেড়েছি আপনি কৌতুক পছন্দ করেন এবং এই ব্যাপারে সমঝদার। আসলে জীবনে মাঝে মাঝে হাস্যরসের প্রয়োজন আছে। ভালো থাকবেন পদাতিক ভাই।

১১| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৪

মিরোরডডল বলেছেন:




কিছু কৌতুক হাসবো কি আমিতো বুঝতেই পারিনি :(
বাকিগুলো আছে মোটামুটি হাসির কিন্তু কমেন্ট পড়ে পোষ্টের চেয়ে বেশী মজা পেয়েছি ।

হাবিব বলেছেন: আমি মুচকি হেসেছি।

হা হা হা...... =p~

৫ নং কমেন্ট এবং প্রতিমন্তব্য দুটোই খুব ফানি :)


০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বুঝেছি কাতুকুতু ছাড়া আপনি হাসেন না। :)

কোনটা বোঝেননি বললে আপনাকে বুঝিয়ে দিতাম। যেগুলি বোঝেননি সেগুলিই বেশী হাসির ছিল। :)

আসলে এই কৌতুকগুলি মেয়েদের জন্য না। তাই মেয়েরা এগুলিকে কৌতুক হিসাবে দেখে না। বরং অতি স্বাভাবিক ঘটনা মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.