নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

অংকের হিসাব মিলাতে পারছি না

০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:৫৯


১ নং ধাধাঃ
প্রচ্ছদে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে একটা সমীকরণের মতো আছে। ৩ যোগ ২ যোগ ১ সমান সমান আট। অর্থাৎ এখানে এখানে ভুল আছে। আপনি কি একটা মাত্র কাঠি সরিয়ে এই হিসাবটাকে একটা যুক্তিযুক্ত কাঠামোতে আনতে পারবেন? শর্ত হোল কাঠিটি সরিয়ে সমীকরণের আরেক জায়গায় বসাতে হবে।

২ নং ধাধাঃ
রাসেল তার বন্ধু রুবেলের কাছ থেকে ৫০ টাকা ধার করলো আর আরেক বন্ধু জুয়েলের কাছ থেকেও ৫০ টাকা ধার করলো। মোট হোল ১০০ টাকা। এই ১০০ টাকা নিয়ে সে দোকানে গেল। ৯৭ টাকা দিয়ে সে একবক্স চকলেট কিনলো। দোকানদার তাকে ৩ টাকা ফেরত দিল। বাসায় এসে সে রুবেলকে ১ টাকা ফেরত দিল আবার জুয়েলকেও ১ টাকা ফেরত দিল আর বাকি ১ টাকা সে রেখে দিল। তাহলে এখন রুবেল তার কাছে পায় ৪৯ টাকা এবং জুয়েলও তার কাছে পায় ৪৯ টাকা।

এখন রাসেল টাকার হিসাব মিলাচ্ছে এভাবে; সে ধার নিয়েছিল মোট ১০০ টাকা। রুবেল আর জুয়েল মিলে পায় ৯৮ টাকা। ১ টাকা আছে তার কাছে। ৯৮ আর এই ১ টাকা মিলে হোল ৯৯ টাকা। তাহলে বাকি ১ টাকা কোথায় গেলো? ১ টাকা আর সে খুঁজে পাচ্ছে না। চিন্তায় রাসেলের রাতের ঘুম হারাম। কারণটা টাকার জন্য না বরং সে সব সময় দাবি করে যে গণিতে সে পাকা।

কেউ কি রাসেলকে সাহায্য করতে পারবেন? আমি চেষ্টা করেও পারিনি।
ছবিঃ apkpure.com

মন্তব্য ৪৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৯:৩৩

আমারে স্যার ডাকবা বলেছেন: এটা সহজ হিসাবঃ
রাসেল এর কাছে ১ টাকা + রুবেল এর কাছে ১ টাকা + জুয়েল এর কাছে ১ টাকা + দোকানদারকে দেয়া হয়েছে ৯৭ টাকা = ১০০ টাকা।

একটা প্রশ্নঃ রাসেল জুয়েল আর রুবেলকে ১ টাকা কতদিন পর ব্যাক দিয়েছিলো? আর চকলেট কি আদৌ দিয়েছিলো? দিলে কত দিন পর :P

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাসেলের বন্ধুদের একটাই কথা, তোমার কাছে আমরা দুইজন মিলে ৯৮ টাকা পাই। আর ১ টাকা আছে তোমার কাছে। তো বাকি ১ টাকা কি করছ। আপনার মোট করে ওদেরকে রাসেল বুঝাতে পারে কি না দেখি। না পারলে আবার আপনার সাহায্য লাগবে।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাসেল কয়েকদিন সময় নিয়েছে। আগে হিসাব মিলাবে তারপর ১ টাকা ফেরত দেবে। এদিকে রাসেলের চকলেট বন্ধুরা আটকে রেখেছে। তারা বলেছে যে হিসাব দিতে না পারলে চকলেট বাজেয়াপ্ত করা হবে। রাসেল আছে মহা চিন্তায়। :)

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা একটু এডিট করেছি ও নতুন ধাঁধা যোগ করেছি। সমাধান চাই আপনার কাছ থেকে।

২| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই রকম আরো কয়েকটা আছে।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি বোঝা যাচ্ছে হিসাব নিকাশে পাকা। আপনি সম্ভবত বাণিজ্য বিভাগে পড়াশুনা করেছেন। তাই অনেক রকম টাকার হিসাব জানেন।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা একটু এডিট করেছি ও নতুন ধাঁধা যোগ করেছি। সমাধান চাই আপনার কাছ থেকে।

৩| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাকতালীয় ব্যাপার তো! গত রাতেই আমি এই ধাঁধার কথাটা ভাবছিলাম :)

যাই হোক, রাসেল ঠিকমতো অংক মিলাইতে পারে নাই।

সে বর্তমানে ঋণ আছে ৪৯ + ৪৯ = ৯৮ টাকা

সে চকোলেট কিনেছে ৯৭ টাকা, তার হাতে আছে ১ টাকা, মোট = ৯৭ + ১ = ৯৮

৯৯ টাকা মিলাইতে গেলে তো সমস্যা :) মিলাইতে হবে জমা ও খরচ, বা ঋণ ও মূলধন। মূলধনের মধ্যে নগদ (১টাকা) + সম্পদ (৯৭ টাকার চকোলেট) = ৯৮। ঋণও আছে ৪৯ + ৪৯ = ৯৮

০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যে এই ধাঁধাঁর কথা ভাবছিলেন তা আমি টেলিপ্যাথির মাধ্যমে জেনে গেছি। তাই আপনার আগেই ধাঁধাটা দিয়ে দিলাম। :)

রাসেলের বন্ধুদের কথা হোল তোমাকে দিয়েছি ১০০ টাকা। পুরা ১০০ টাকার হিসাব চাই। ৯৮ টাকার হিসাব আমাদের দরকার নাই। বাকি ১ টাকা কি করছ সেইটা বল।

দেখা যাক আপনার মতো করে রাসেল ওদের বুঝাতে পারে কি না। না পারলে আপনার সাহায্য আবার দরকার হবে। :)

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা একটু এডিট করেছি ও নতুন ধাঁধা যোগ করেছি। সমাধান চাই আপনার কাছ থেকে।

৪| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১০:৫৮

জটিল ভাই বলেছেন:
এমন একটা হিসার সেবার আমিও মিলাতে পারিনি যেবার সোনা ভাই, তপন ভাই, আর ভূয়া ভাইরে নিয়া কক্সবাজার গেছিলাম। দুপুরের খাবার আনতে ৩ জন মিলে আমারে ১০০ করে ৩০০ টাকা দেয়। তো আমি কায়দা করে অনেক দরদামের পর ৫০ টাকা ডিসকাউন্ট নেই। আসার সময় ভাবলাম এই টাকা ৩ জন ভাগ করে নিতে গিয়ে ঝামেলা করবে। তাই ২০ টাকা সরিয়ে ফিরে এসে সবার হাতে ১০ টাকা করে ধরিয়ে দেই। তো ৯০ করে উনাদের খরচ ছিলো ৩৭০ টাকা। আমার কাছে ছিলো ২০ টাকা। আর বাকি ১০ টাকা কোথায় যে গেলো আর খুঁজে পেলাম না!

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আছি রাসেলকে নিয়ে বিপদে তার মধ্যে আপনি আরেক বিপদ নিয়ে হাজির। :) আপনি ডিসকাউনটের লোভে পড়েই তো এমন ঝামেলা বাঁধিয়েছেন। আপনি এক কাজ করেন রাসেলের মোবাইল নাম্বার আমার কাছ থেকে নিয়ে দুইজনে বসে নিজ নিজ টাকার হিসাব করেন।

আর আপনার দলে সোনাবীজ ভাই, তপন ভাই এই দুইজন ঠিক আছে। কিন্তু আরেকজন কি ভুয়া ভাই না কি বললেন, ওনাকে তো বিশেষ সুবিধার মনে হচ্ছে না। নামই যার ভুয়া তার কাম কি হবে বুঝতেই পারছেন।:) দেখেন আপনার ১০ টাকার হিসাবে উনি কোন ভুয়ামি আবার করলো কি না। ওনার পুরা নাম মনে হয় ভুয়া মফিজ। একে ভুয়া তার উপর আবার মফিজ। আমার সন্দেহ তো ওনার দিকে। :)

যাই হোক আপনি আর রাসেল মিলে যদি না পারেন, আমি তো আছিই। কোন চিন্তা করবেন না। তবে আপনার ১০ টাকার হিসাব মিলিয়ে দিলে আমাকে ১০ টাকা দিতে হবে। :)

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা একটু এডিট করেছি ও নতুন ধাঁধা যোগ করেছি। সমাধান চাই আপনার কাছ থেকে।

৫| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকাটা আমাকে দিয়ে দেন
হিসাব মিলে যাবে !!

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: টাকায় তো ঘাটতি পড়েছে। ৯৯ টাকার হিসাব পাওয়া গেছে। আপনি যদি দয়া করে ১ টাকা দেন তাহলে ১০০ টাকার হিসাব মিলে যায়। :) রাসেল বলেছে আপনি হিসাব মিলাতে পারলে আপনাকে সে তার চকলেট দিয়ে দিবে।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা একটু এডিট করেছি ও নতুন ধাঁধা যোগ করেছি। সমাধান চাই আপনার কাছ থেকে।

৬| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:১৬

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: তবে আপনার ১০ টাকার হিসাব মিলিয়ে দিলে আমাকে ১০ টাকা দিতে হবে। :)

টাকা-পয়সা হাতের ময়লা আপনি খালি হিসাব ঠিক কইরা আমারে ১০ টাকা বাইর কইরা দিয়া নিয়া যান :P

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি এর আগে এডভান্স ছাড়া সেবা দিয়া ধরা খাইসিলাম। তারপর থেকে ১০০% এডভান্স ছাড়া কোন সেবা দেই না। :) তার উপরে আপনার দলে আবার ভুয়া নামে কে একজন আসে দেখতাসি। আমারে পথে বসাইয়া ছারবো। :)

৭| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অলিম্পিকের জন্য ব্লগে আসতে পারি না। আপনার জন্য তো এখন ঘুমাইতেও পারছি না

যাই হোক, সময় কম। প্রথম যোগ থেকে একটা কাঠি উঠাইয়া মাইনাস করুন, ৩ কে ৯ করুন। ৯ মাইনা ২ জোগ ১= ৮

কাঠি তো সরাইতে বলছে। তো ডানদিকের ৮ থেকে ১ টা কাঠি সরাইয়া ওটাকে ৬ কএউন :)

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগ যে জিনিয়াসে ভর্তি এইটা আবার প্রমাণিত হইল।:) আপনি এত ধাঁধা ভালোবাসেন জানতাম না। আমি কিন্তু আরেকভাবে চিন্তা করেছিলাম। দ্বিতীয় যোগ থেকে একটা কাঠি সরালে মাইনাস হয়ে যাবে। সেই কাঠিটিকে সমান সমানের উপর আড়াআড়িভাবে রাখলে নট ইকুয়াল টু হয়ে যাবে। ফলে একটা যৌক্তিক অবস্থায় আসবে। এই ছবির মধ্যে যে একটা ধাঁধা আছে এটা আগে খেয়াল করি নাই। ছবিকে শুধু ছবির হিসাবে দিয়েছিলাম। পড়ে হঠাৎ চোখে পড়লো। কিন্তু তৈরি উত্তর ছিল না। উত্তর আমি খোঁজার চেষ্টা করেছি। তাই পোস্ট এডিট করেছিলাম। ভালো থাকবেন। :)

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আসলে অতি মাত্রায় জিনিয়াস। ধাঁধাঁ যে ধরেছে তারও ভুল বের করেন। :) যাই হোক ভুল যখন সনাক্ত করা গেছে, তখন ঠিক করে দিলাম। কাঠি শুধু সরালেই হবে না। সেই কাঠি সমীকরণের অন্য জায়গায় বসাতে হবে।

৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১২:০০

জটিল ভাই বলেছেন:
শেষের যোগের একটা কাঠি সড়িয়ে ২ এর নিচে বসালেই ৩+৬-১=৮ হবে।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটুর জন্য মনে হয় তীর লক্ষ্য ভ্রষ্ট হোল। কাছাকাছি চলে এসেছিলেন। দুইয়ের নীচে বসালে ৬ তো হয় না। আবার একটু চিন্তা করেন। :)

৯| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১২:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
রাসেল এর কাছে ৫০ টাকা + রুবেল রাসেল এর কাছে ৫০ টাকা মোট ১০০টাকা হাওলাত নিছি।

এখন রুবেলকে আপাতত ১ টাকা + জুয়েলকেও ১ টাকা ফেরত দিলাম, চকলেট দোকানদার জাহান্নামে যাক।
১০০টা ধার নিছি, আমার কাছে ৯৭ টকার কেনাকাটা ও ২টাকা দেনা শোধ দেয়ার পর। মাত্র ১ টাকা পকেটে আছে।
এখন আমাকে রুবেল ও রাসেলকে ৪৯+ ৪৯ = ৯৮ টাকা দিতে হবে। আমার কাছে ১টা টাকা আছে, বাকি টাকা কামাই করতে পারলে দিতে পারবো। নইলে হাওয়া।

রুবেল রাসেল টাকার জন্য বেশী চাপাচাপির কারনে বিপদে পড়লে চকলেট ওয়ালাকে বক্স ফেরত দিব।
৯৭+১+১+১ = ১০০ কাহিনী শেষ।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে যে কত কত মেধাবী আছে তা আপনাদের দেখলেই বোঝা যায়। আপনার হিসাব হয়তো ঠিক আছে। কিন্তু রাসেলের বন্ধুদের একটাই কথা তোমার কাছে ৯৮ টাকা পাই। তোমার হাতে আছে ১ টাকা। সব মিলিয়ে হইল ৯৯ টাকা। ১০০ টাকা নিয়েছিলে আমাদের কাছ থেকে। বাকি ১ টাকার হিসাব দাও। যাই হোক আপনার মত করে ওদেরকে বুঝানো যায় কি না দেখি। :)

১০| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ২:০১

এস এম মামুন অর রশীদ বলেছেন: ১ নং-এ 6 বানানো যায়; ২-এর সমাধান নেই, কারণ রাসেলের বন্ধুরা ঘাউরা, আর রাসেল হচ্ছে তাত্ত্বিক পণ্ডিত, ব্যবহারিক জ্ঞান নেই।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমটা দয়া করে আরেকটু ব্যাখ্যা করেন। বুঝতে পারি নাই। :) দ্বিতীয়টাতে আপনার সাথে একমত। রাসেলের বন্ধুরা নাস্তিকদের মত ঘাউরা। হাজার যুক্তি দিলেও বুঝবে না। :) আর রাসেল শুধু তত্ত্ব নিয়ে আছে, ব্যবহারিক জ্ঞান নাই।

১১| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৮:৩৪

এভো বলেছেন: ধার এবং পরিশোধ এক সাথে বিবেচনা করা যাবে না ।
মনে করি রাসেল ২ পরিশোধ করলো ,তাহোলে ধার আছে ৯৮ টাকা ( চকলেটের দাম ৯৭+ ১ নিজের পকেটে ) ।

দুজনের কাছে ধার ৪৯+৪৯ =৯৮ , নিজের পকেটের ১ টাকা ঐ ধারের ভিতরে এবং চকলেটের দাম ৯৭ টাকা ধার সহ মোট ধার ৯৮ টাকা ।
দুইজনের কাছে দেনা ৯৮ টাকার সাথে ১ টাকা যোগ করা যাবে না কারন ঐ ৯৮ টাকা মানে ( ৯৭+১)
ধন্যবাদ

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার শুধু ধর্মীয় জ্ঞান না গণিতের জ্ঞানও অনেক ভালো। আপনার মত করে ওদের বুঝানো যায় কি না দেখি।:) ভালো থাকবেন।

১২| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:১০

হাবিব বলেছেন: স্যার, কিছু অংক না হয় অমিলই থাক।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আবারও স্যার!!! :) আসলে আমরা জীবনের অংকই তো মিলাতে পারি না। বইয়ের অংক মিলিয়ে কি লাভ। আপনার দার্শনিকের মত কথা ভালো লেগেছে।

১৩| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:০৯

স্প্যানকড বলেছেন: ডেংগু, করোনা লইয়া চিন্তায় আছি। ধাঁধা নিয়া ভাবার সময় কই? ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ডেঙ্গু আর করোনাও মানবজাতির জন্য একটা ধাঁধাঁর মত। এগুলির সমাধান হয় হয় করে আবার হয় না। আপনার অন্য কিছু নিয়ে ভাবার সময় আসলেই কম। :) ডেঙ্গু আর করোনা নিয়ে একটা সফট প্রেমের কবিতা লিখা ফালান ( বেশী মাল-মশলা না দেয়াই ভালো)। :) চিন্তা দূর হইয়া যাবে নে। :)

১৪| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৬

বিদুৎ বলেছেন: ৩ এর উপরের একটা কাঠি সরিয়ে বাম দিকে বসাতে হবে, তাহলে সেইটা ৫ হয়ে যাবে। ৫+২+১=৮

২য় অংকে প্রশ্ন ভুল যেটা অনেকেই মন্তব্য করেছে।

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অনেক মেধাবী। সোনাবীজ ভাই একভাবে উত্তর দিয়েছেন। আপনি আরেকভাবে দিয়েছেন। দুইটাই ঠিক আছে। দ্বিতীয় ধাঁধাঁটা আসলে মানুষের মনকে বিভ্রান্ত করার জন্য। ঠাণ্ডা মাথায় চিন্তা করলে এটা কোন সমস্যাই না।

১৫| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:০০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: থ্রি এর ডানপাশের কাঠিটি বামে নিয়ে নিলে ফাইভ হয়ে যাবে। তখন সমীকরণটি সিদ্ধ হবে।

রাসেলের হিসেবে ভুল আছে। ১০০ টাকা থেকে তার খরচ হয়েছে ৯৭+১=৯৮ টাকা। আর বাকি দুই টাকা সে ফেরত দিয়েছে।

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকজন জিনিয়াস পাওয়া গেল।

রাসেল আর রাসেলের বন্ধুদের মগজ ভর্তি ডো ডো পাখির ডিম। এরা সব প্রশ্ন ফাঁস জেনারেশন।:) এ কারণে সহজ হিসাবের মধ্যে ব্লগারদের মত ক্যাচাল বাঁধাচ্ছে। :)

ভালো থাকবেন। নিয়মিত অঙ্কের ধাঁধাঁ চর্চা করবেন।

১৬| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:১২

আমারে স্যার ডাকবা বলেছেন: ১ নং এর উত্তরঃ
3 + 2 + 1 = 8 এখানে প্রথম সমীকরনের প্রথম যোগ চিহ্ন থেকে একটা কাঠি সরিয়ে সেটাকে বিয়োগ চিহ্ন বানাতে হবে। সরানো কাঠিটি ৩ এ বসিয়ে সেটাকে ৯ বানাতে হবে।

9 - 2 + 1 = 8

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আরেকজন জিনিয়াস। উত্তর সঠিক হয়েছে। এটার একাধিক উত্তর আছে। ভালো থাকবেন।

১৭| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: অলস হয়ে গেছি। মাথা খাটাতে ইচ্ছা করছে না।

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: হাবিজাবি এই সব ধাঁধাঁর পিছনে মাথা খাটানও ঠিক না। মাথার মূল্য আছে না!!:)

প্রথম ধাঁধাঁর একাধিক সমাধান আছে। দ্বিতীয় ধাঁধাঁটা মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য।

১৮| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৯

আমি তুমি আমরা বলেছেন: প্রথম ধাঁধাঁয় তিন আর দুই মাঝখানে থাকা যোগ চিহ্ন থেকে একটি কাঠি এনে তিনকে নয়-এ পরিণত করুন। ফলে মাঝের যোগ চিহ্নটি বিয়োগ চিহ্নে পরিণত হবে।
৯-২+১=৮

দ্বিতীয় ধাঁধাঁয় লজিকাল সমস্যা আছে। কারণ হিসাব মেলাতে হবে সম্পদ(Asset) আর দায়(liability) এর মধ্যে।
Asset=Liability+Owner's Equity
৯৭(চকলেট)+১(রাসেলের পকেটে)= ৪৯(রুবেলের পাওনা)+৪৯(জুয়েলের পাওনা)+০(রাসেলের অবদান)
৯৮=৯৮

অথবা,
Asset=Liability+Owner's Equity
৯৭(চকলেট)+১(রাসেলের পকেটে)+১(রুবেলের পকেটে)+১(জুয়েলের পকেটে)= ৫০(রুবেলের পাওনা)+৫০(জুয়েলের পাওনা)+০(রাসেলের অবদান)
১০০=১০০

০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সুন্দর গুছিয়ে উত্তর দিয়েছেন। উত্তর অবশ্যই ঠিক আছে। আপনার দ্বিতীয় ধাঁধাঁর উত্তর পরিবেশন থেকে আমার মনে হোল আপনি হিসাব বিজ্ঞানের ছাত্র। আমিও হিসাব বিজ্ঞানের ছাত্র। দ্বিতীয় ধাঁধাটা আসলে মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য। এটা আসলে ধাঁধাঁর পর্যায়ে পড়ে না। ধন্যবাদ আপনার বুদ্ধিদীপ্ত সমাধানের জন্য।

১৯| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাচু ভাই,

আপনার ধাঁধায় গোলোকধাধায় পড়ে গেছিলাম। কমেন্টে এসে সোনাবীজ ভাই সহ কয়েকজনের নির্দেশনায় দিশা পেলাম। হেহেহে

১৩ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্টে অনেক মেধাবী লোকজন সঠিকভাবে ধাঁধাঁর উত্তর দিয়েছেন। বাকিরাও চেষ্টার ত্রুটি করেন নাই। সোনাবীজ ভাই ধাঁধাঁ খুব পছন্দ করেন। ওনাকে ধাঁধাঁর একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে।

অনেক ধন্যবাদ পদাতিক ভাই গোলক ধাঁধাঁয় পড়ার জন্য।

২০| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৪

শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: ৯-২+১ = ৮। অর্থাৎ প্রথম যোগ চিহ্ন থেকে একটা কাঠি সরিয়ে তিন কে নয় বানাতে হবে।

০৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি অনেক মেধাবী মনে হচ্ছে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.