নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

তার যাওয়ার কথা ছিল তাই চলে গেলেন

০১ লা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

স্বজনের মৃত্যু, তার সাথে নামীদামী হাসপাতালের মোটা অঙ্কের বিল।
বত্রিশটা দিন স্ত্রী আর সন্তানদের কিভাবে গেছে আত্মীয়রা পুরোটা বোঝেনি।
মৃত্যু সংবাদে আত্মীয়, কলিগ, প্রতিবেশী সবারই চোখ ভিজেছিল,
কিন্তু চোখ মুছে স্বাভাবিক হওয়া ছাড়া উপায় ছিল না,
কারণ কারো জীবন যুদ্ধ তো থেমে নেই।

বহুদিনের সাজানো সংসার, দুঃখরা কমই হানা দিয়েছিল।
কে ভেবেছিল অপ্রত্যাশিত আঘাত সব কিছু তছনছ করে দেবে।
মৃতের স্ত্রীর মুখের দিকে তো তাকানো যায় না।
পিতৃহারা কিশোর ছেলে দুটোকে সান্ত্বনা দিতে চোখে জল এসে গেলো।
ছোট ছেলে দুটো পারবে কি জীবন যুদ্ধে নামতে?
সময়ই সব বলে দেবে, যুদ্ধ যে ওদের করতেই হবে।

সব মৃত্যুই কষ্ট দায়ক, লাইফ সাপোর্টের মৃত্যু আরও বেশী।
দুইবার মৃত্যু সংবাদ কে শুনতে চায়, কিন্তু শুনতে তো হোল।
প্রথম সংবাদের পর সুসংবাদ হিসাবে জানা গেলো পালস পাওয়া গেছে।
আবার আশার আলো জ্বলে উঠলো সবার মনে।
এক ঘণ্টা পরে ডাক্তার বলল এটাই চূড়ান্ত রায়, আর পরিবর্তন হবে না।

এই শহরে প্রতিদিন এরকম কত মৃত্যু হয়,
সব মৃত্যুর খবর যদি নিতে হত, সবার জীবন থেমে যেত।
মৃত্যু তো আসবেই, আসুক,
কিন্তু মৃতের ঘনিষ্ঠ স্বজনেরা যেন মনে বল না হারায়,
মৃত ব্যক্তি অন্য জগতে সুখে থাকুক,
তার একটাই কামনা, স্বজনেরা ভালো থাকুক।

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক কবিতার মতো মনে হলো না।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতার মত মনে হলে আমি কবি হয়ে যেতাম। মনের আবেগ প্রকাশ করলাম আর কি। এটা গদ্য না পদ্য এটা দেখার দরকার নাই।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪২

হাবিব বলেছেন: মানুষ জন্মায় মৃত্যুর জন্যই। তবুও কোন মৃত্যু সহজে মেনে নেয়া যায় না। সব মৃত্যুই কারো না কারো চোখে জল এনে দেয়। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনার কারণে বেশী বেশী মৃত্যু দেখতে হচ্ছে। সব মৃত্যুই কষ্টদায়ক কিন্তু করোনায় মৃত্যু একটি পরিবারের জন্য অনেক বড় একটা আঘাত। অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। একে প্রিয়জন হারানোর বেদনা তার উপর অর্থনৈতিক টানাপড়েন।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯

জুন বলেছেন: অত্যন্ত দুঃখজনক সাড়ে চুয়াত্তর। এই অসময়ের চলে যাওয়াটা বড়ই কষ্টকর, তাতে লোকে যতই বলুক তার এতদিন হায়াত ছিল।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধর্মে বলে হায়াত শেষ তাই চলে গেছে। কিন্তু মানুষের মন কি মানে! আমার কলিগকে নিয়ে লিখেছি। উনি তো চলে গেলেন। দোয়া করি উনি ঐ পাড়ে ভালো থাকবেন। কিন্তু আমি চিন্তিত ওনার পরিবার নিয়ে। বড় ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু অটিস্টিক। ছোট ছেলেটা কেবল ক্লাস টেনে পড়ে। জানাজার সময় এই দুই ছেলেকে আমি বারবার দেখছিলাম। বড় ছেলেটার ভাবান্তর নাই। কিন্তু ছোট ছেলেটার অশ্রুভরা কোমল মুখ আমি সহ্য করতে পারছিলাম না। ৫০ লাখ টাকার মত হাসপাতালে খরচ হয়েছে। বাঁচানো গেলে এই ক্ষতি হয়তো সহ্য করা যেত। এখন এই পরিবারের অর্থনৈতিক সঙ্কটে পড়ার সম্ভবনা অনেক বেশী। যদিও কলিগের দুই ভাই মোটামুটি সচ্ছল।

করোনাতে যার যায়নি সে বোঝেনি। যার গেছে সে বুঝেছে।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুঃখজনক লাগলো। তবুও তার মধ্যে দিয়ে যেতে হবে।
শুভেচ্ছা প্রিয় সাচু ভাইকে।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনারা ভারতে করোনার আরও ভয়ংকর রুপ দেখেছেন সম্ভবত। তবে যে পরিবারের উপর এই আঘাত আসে সেই পরিবারের জন্য যেন এটা একটা কেয়ামতের মত। ৫০ লাখ টাকা খরচ করে আপনজনকে বাঁচাতে পারলে টাকার দুঃখ থাকতো না। আর অর্থনৈতিক কারণে এই পরিবারের সামনের দিনগুলি অনিশ্চিত। এটা আমাকে ভাবায়। এটা তো আমার পরিবারেও ঘটতে পারে। যিনি চলে গেছেন তিনি আমার চেয়ে বছর পাঁচেকের বড়। ওনার ছোট ছেলের বয়সী আমারও একটা ছেলে আছে।

আসলে ঠিক বলেছেন তবুও তার মধ্যে দিয়েই আমাদের যেতে হবে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১

ইন্দ্রনীলা বলেছেন: কি হলো ভাই?

আসলে এটাই জীবন।

দুঃখ কষ্ট আনন্দ বেদনা অতঃপর অকস্মাৎ অন্তর্ধান!

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার এক কলিগ করোনায় মারা গেলেন। এই দেড় বছরে কাছের কাউকে করোনায় মারা যেতে দেখিনি। আমাদের নিজেদের গায়ের উপর বিপদ না আসা পর্যন্ত আমরা বিপদ অনুধাবন করতে পারি না। উনি চলে গেছেন সময় হয়েছে বলে কিন্তু ওনার পরিবারের অবস্থা আমাকে বিচলিত করেছে।

বড় ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু অটিস্টিক। ছোট ছেলেটা কেবল ক্লাস টেনে পড়ে। জানাজার সময় এই দুই ছেলেকে আমি বারবার দেখছিলাম। বড় ছেলেটার ভাবান্তর নাই। কিন্তু ছোট ছেলেটার অশ্রুভরা কোমল মুখ আমি সহ্য করতে পারছিলাম না। ৫০ লাখ টাকার মত হাসপাতালে খরচ হয়েছে। বাঁচানো গেলে এই ক্ষতি হয়তো সহ্য করা যেত। এখন এই পরিবারের অর্থনৈতিক সঙ্কটে পড়ার সম্ভবনা অনেক বেশী। যদিও কলিগের দুই ভাই মোটামুটি সচ্ছল।

এই ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমার আবেগের প্রকাশ ঘটেছে মাত্র। এটা গদ্য না পদ্য এটা বড় বিষয় না।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

শেরজা তপন বলেছেন: মোবাইলে যখন পড়ছিলাম তখন গদ্য লেখা মনে হচ্ছিল- জলদস্যুর কথা ভুল ভাঙল :)
এখন দেখি সত্যিইতো এইটা কবিতা!
কোন আপনজনের চলে যাওয়া মেনে নেয়া যায় না- বাধ্য হয়ে নিয়তিকে মানতে হয়, উপায়তো নাই :(

০১ লা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি আমার একজন কলিগ ছিলেন। পরিবারটার স্বজন হারানোর কষ্ট এবং আর্থিক সঙ্কট আমাকে পীড়া দিচ্ছে। গদ্য, পদ্য ব্যাপার না আমি আমার আবেগ প্রকাশ করতে চেয়েছি।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৫

কামাল১৮ বলেছেন: অসুখ বিসুখ মহামারী আল্লাহর নিয়ামত।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা ভুল কথা বললেন। বলতে পারতেন এটা আল্লাহর পরীক্ষা বা আল্লাহর গজব বা এর দ্বারা গুনাহ মাফ হয়। আপনি যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করেন। আপনার কথার সপক্ষে কোন প্রমাণ দেখাতে পারবেন?

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই রকম অর্থহীন মন্তব্য আশা করিনি।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৮

কামাল১৮ বলেছেন: গুনাহ মাফ হলেতো নিয়ামতই বলা চলে।কোন এবাদতই করলাম না অথচ গুনাহ মাফ হয়ে গেলো।কত দিনের গুনাহ মাফ হবে?

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি নিজের মতো করে বললে তো হবে না। আর আপনি প্লিজ অপ্রাসঙ্গিক কথা বলবেন না। আপনার মতো বয়স্ক লোকের কাছ থেকে এগুলি আমি আশা করি না। আপনার ধর্মে এলারজি থাকলে অন্য কোথাও গিয়ে দেখান। আপনাকে এই কারণেই ব্লক করেছিলাম। আপনি অনেক ফালতু কথা বলেন। আমার এই পোস্টটা কি ধর্ম সংক্রান্ত? আপনি প্লিজ আর কমেন্ট করবেন না এই পোস্টে। তাহলে ভবিষ্যতে আর আপনাকে আমার পোস্টে আমি কমেন্ট করতে দিবো না। নিজেকে বেশী স্মার্ট হিসাবে দেখানোর কোন দরকার নেই। আমি জানি আপনি স্মার্ট। দয়া করে আর মন্তব্য করবেন না। করলে আমি ডিলিট করে দিব। আর আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন। আমার বিশ্বাস নিয়ে কিছু বলবেন না। আপনার বিশ্বাস কি ব্লগের সবাই জানে।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৮

দেয়ালিকা বিপাশা বলেছেন:





মৃত্যুটা ভয়ংকর, আরও ভয়ংকর আপনজনের মৃত্যুটা মেনে নিয়ে জীবন যুদ্ধে পাড়ি দেয়া। সুস্থ থাকুক সবার আপনজনেরা আপনজনের ভালোবাসায়।

- দেয়ালিকা বিপাশা

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের অনেকে জীবন যুদ্ধ করছি। যুদ্ধ থেকে পালানোর কোন পথ নেই। ভালো থাকবেন।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪

ইসিয়াক বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সত্যি কি?

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৮

ইসিয়াক বলেছেন: সত্যি! সত্যি!!সত্যি!!!

০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মত একজন জন্ম-কবির অনুপ্রেরণামুলক মন্তব্য আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করলো। ধন্যবাদ। কোন পরামর্শ থাকলে বলতে পারেন।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২২

দেয়ালিকা বিপাশা বলেছেন: কেমন আছেন সাড়ে চুয়াত্তর?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আলহামদুলিল্লাহ দেয়ালিকা বিপাশা। আপনি কোথায় ডুব দিয়েছিলেন? আপনি তো ইন্দ্রনিলা আপুর কয়েকটি পোস্ট মিস করছেন। তাড়াতাড়ি কিছু সুন্দর মন্তব্য করে আসুন। উনি আপনাকে না খুজলেও আমি জানি উনি আপনাকে মিস করছেন।

আশা করি আপনিও ভালো আছেন। সামনেও ভালো থাকুন এই কামনা করছি।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: বাপরে!! কয়টা প্রশ্নের উত্তর দিব? :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার কোন প্রশ্নের উত্তর দেয়ার দরকার নাই। :) যদিও একটা প্রশ্নই করেছিলাম। বুঝলাম ব্যস্ততার জন্য আপনি ব্লগে আসতে পারেন নাই। আপনাকে যে মিস করছে তার পোস্টে গিয়ে সুন্দর কিছু কমেন্ট করে আসুন। আমি চেহারা পালটিয়ে কিছু ভালো কমেন্ট করার চেষ্টা করেছি সেখানে। আপাতত উনি আমার মন্তব্যে অসন্তুষ্ট না মনে হচ্ছে। কিন্তু ওনার রুপ বদলাতে সময় লাগে না। যে কোন সময় আবার ঝাঁপিয়ে পড়তে পারেন বাঘিনীর মত। ঘণ্টায় ঘণ্টায় ওনার মুড চেঞ্জ হয়।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহা...!!!! ইতিমধ্যে আমার ব্লগে এসে কয়েকবার ঘুরে গেছেন। ব‍্যপারটা ঠিক বুঝলাম না। :) মনে হচ্ছে আমার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে =p~

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেখেছেন আমার অনুমান সত্যি। উনি আপনাকে আসলে মিস করছেন। আপনি অনেক দিন আসেন না ব্লগে, তাই উনি আপনার জন্য চিন্তিত। :)

আপনার লেখাগুলি অনেক গুনি ব্লগার পড়েছেন এবং ভালো মন্তব্য করেছেন। নাম আপনি জানেন। তারা অনেকেই সাহিত্য ভালো বোঝেন এবং সিনিয়র ব্লগার বয়সে এবং ব্লগিং এ। তাই আপনি ব্লগিং কিছু ভালো লেখা দিয়ে শুরু করেছেন এটা বলা যায়। এটা ধরে রাখার চেষ্টা করেন। আমার মন্তব্যগুলিকে বেশী গণনায় আনবেন না, কারণ আমি সব সময়ই বলি আমি মুলত একজন পাঠক। ভুলেও ধর্মীয় বিষয়ে পোস্ট দিবেন না এবং মন্তব্য করবেন না। আপনার সম্পর্কে আরও কিছু ইতিবাচক কথা লিখতে চেয়েছিলাম কিন্তু তাতে আবার মিরোরডডল আপু মাইন্ড করেন। কেন করেন আমি জানি না। আর কবিতা আপু তো রীতিমত হুমকি দেন। আমার স্ত্রীর নাম্বার চেয়েছিলেন। আমি আমার স্ত্রীকে সব চেয়ে বেশী ভয় পাই। :)

আপনার জনপ্রিয়তা আরও বাড়ুক এই কামনা করছি। আপনার বেশী ভালো বলা যাবে না। কারণ উপরে বলেছি। :) তবে উপরে যাদের কথা বলেছি ওনারা ভালো মনের মানুষ এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। ব্লগে ওনাদের সহযোগিতা সব সময় পাবেন।

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

রানার ব্লগ বলেছেন: যে জাওয়ার সে যাবেই, আমাদের কি বা করার আছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক বলেছেন রানার ভাই। আমি বেশী চিন্তিত মৃতের স্ত্রী, সন্তানদের নিয়ে। ওনাদের আর্থিক সঙ্কটে পড়ার সম্ভবনা আছে। উপরে আমার প্রতি মন্তব্যগুলি পড়লে ঐ পরিবার সম্পর্কে জানতে পারবেন।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

দেয়ালিকা বিপাশা বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। আপনার মতো সম্মানিত পাঠক পেয়ে আমি অনুপ্রাণিত। আর হ্যাঁ মিরোরডডল এবং কবিতা পড়ার প্রহর আপুও বেশ চমৎকার দুজন মানুষ। উনাদের সাথে পরিচিত হয়ে বেশ প্রীত হলাম।

তাই অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাই আপনাদের।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মত সম্মানিত লেখিকা পেয়েও আমি অনুপ্রানিত। :) অনেক ভালো ভালো লেখা পড়বো, কি বলেন। আপনি একটা উপন্যাস লেখায় এইবার হাত দেন। :) মিরোরডডল আপু আর কবিতা আপু দুইজনেই নিঃসন্দেহে চমৎকার মানুষ। কিন্ত মিরোরডডল আপুর রুপ একটা আর আরেকজনের রুপ কয়টা এইটা ব্লগ কর্তৃপক্ষও ভালো করে জানে না। :) দ্বিতীয় জনের শুধুই প্রশংসা করে যাবেন হাবিজাবি যাই লেখুক না কেন। মাঝে মাঝে একটু কান্নার অভিনয় করবেন ওনার পোস্টে। তাহলে ওনাকে ভালো ম্যানেজ করতে পারবেন। নইলে গলা সাবধানে রাখতে হবে। মিরোরডডল আপু আবার গান পাগল। ওনাকে মাঝে মাঝে গানের লিঙ্ক দেবেন। একটু উরা ধুরা গান পছন্দ করেন, বিদেশে থাকেন তো এই জন্য। আমাদের মত তো উনি ভাত খান না। আমরা ভাত খাই বলে আমরা সব কিছুর মর্ম বুঝি না। এই কথাগুলি আবার ওনাদের বলবেন না। গোপনে টিপস দিলাম।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহাহা......!!!!!!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: যারা হাসের মাংস বেশী খায় তারা হাসে বেশী। কবিতা আপুও হাসের মাংস বেশী খান। উনি বলেছেন আমাকে। ওনাকে সবাই এই জন্য হাসি আপু বলে। ওনাকে আসলে হাসি আপু না বলে কাদুনে আপু বলা উচিত। এই কথা তো আমি ওনাকে বলতে পারি না।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: আপনার আর রক্ষা নেই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার এইগুলি পড়ার সময় নাই। তাই ভয় নাই। আর তাছাড়া মিথ্যা কথা তো বলি নাই। :) আসলে উনি যখন হাসেন তো হাসতেই থাকেন। আবার যখন কাঁদা শুরু করেন তখন কয়েকদিন পর্যন্ত কাঁদেন। আমার মনে হয় বাপ মার আল্লাদি মেয়ে ছিলেন।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০০

ঢুকিচেপা বলেছেন: করোনাকালে অনেককেই হারাতে হয়েছে।
কোন পরিবারের কর্তা ব্যক্তি হারালে সেটার দুর্ভোগ সবচেয়ে বেশী।
আমরা শুধু তাদের জন্য দোয়াই করতে পারি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার নিজের কাছের কোন আত্মীয়ের মৃত্যু হয়নি। ফলে পরিবারের দুর্ভোগ দেখতে হয়নি। সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার এই কলিগের মৃত্যু আমাকে ভাবিয়েছে। আমি এই পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত। ভালো থাকবেন।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: মর্মান্তিক গদ্যকবিতা। দুঃখী হলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনা অনেক পরিবারকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা অনেকেই এই ব্যাপারে উদাসীন। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২২

কবিতা পড়ার প্রহর বলেছেন: চুয়াত্তরভাই আপনার বিষাদ কবিতায় প্লাস।
আমিও এক বিষাদীয় কবিতা লিখেছি। আপনার অপেক্ষায়।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি যে মাইনাস দিবেন না এটা আমি জানি। আমি আপনার কবিতাটা এখুনি পড়ছি।:)

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: মাইনাস তো এখন আর দেওয়া যায় না।

দেওয়ার সিস্টেম থাকলে এট্টু টেরাই মাইরা দেখতাম।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দুঃখে আমি কানতাসি আর আপনি আমার সাথে মশকরা করেন??? !!! :((

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনি কানতেসেন না???
মিছা কথার জায়গা পান না???

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্বাস যখন করেন না তখন কান্নাকাটি করা বৃথা। তাই কান্না বন কইরা দিলাম।

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪১

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপনারে বিশ্বাস!

ইন্নিনিল্লাহে ওয়া ইন্না ইলাহে ....

মইরা গেলাম....




:P

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মরলে শুভ্র এক মণ মিষ্টি বিলি করবো। এইটা কি জানেন! কান ধইরা এক পায়ের উপর কতবার তারে দাড়া করাইয়া রাখসেন! এখন এইটা তার অভ্যাসে পরিণত হইসে। সে অফিসে, বাড়িতে অকারণেই এখন এক পায়ে খারাইয়া থাকে। নতুন বউ তারে ওগো বইলা ডাকার সাথে সাথে সে কানটা ধইরা এক পায়ের উপর দাঁড়াইয়া যায়।

আমার এক বন্ধুর একবার একটা বড় সড়ক দুর্ঘটনা পড়ে। তার জীবন বাঁচানো কঠিন হইয়া পড়ে। তার কিডনি অনেক ক্ষতিগ্রস্ত হয়। হাতে একদম সময় না থাকায় ডাক্তাররা মানুষের কিডনি না পাইয়া একটা কুকুরের কিডনি লাগাইয়া দেয়। তবে সে প্রানে বাইচা যায়। কয়েকদিন পরে সে একই ডাক্তারের কাছে চেক আপের জন্য যায়। ডাক্তার তারে জিজ্ঞেস করে যে আপনার কোন সমস্যা তো হচ্ছে না। সে বলে, না ডাক্তার আমার তেমন কোন সমস্যা নাই। খালি একটা সমস্যা আছে। ডাক্তার বললেন যে কি সমস্যা। আমার বন্ধু বলে সমস্যা হইলো আমি যখন পেশাব করি তখন একটা পা উচা হইয়া যায়।

শুভ্রের একই অবস্থা, এক পায়ে দাঁড়ানো তার অস্থি মজ্জার মধ্যে ঢুইকা গেসে। তাই আপনি মরলে সে সবাইকে মিষ্টি খাওয়াবে। আপনি এখন ভাইবা দেখেন এখন মরবেন না পরে মরবেন।

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: তাই নাকি?


না না তাইলে মরবো না।

বেটারে জীবনে এত আনন্দ দেওয়া যায় না।

তবে কুকুরের আরেকটা কিডনী পেলে পেট কেটে লাগায় দেওয়া যাইতে পারে।


তারপর নিশ্চিন্তে মরা যাইবেক। :)

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো মরলেও শুভ্ররে ছাড়বেন না। পেত্নি হইয়া শুভ্রর ঘাড়ে চড়বেন।

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,





যে যায়, সে যায়
তার স্মৃতির শেকড় নেমে যায়
মাটির গহীন অবধি!
পড়ে থাকে শুধু নিথুয়া পাথার
কিছু শুষ্ক পত্র পল্লব আর
আদিগন্ত নগ্ন বেহড় ...............


অকালে পতিত হওয়া একটি সংসারের করুন চিত্র আঁকলেন!


১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আহমেদ জী এস ভাই, একটা সুন্দর কবিতার কয়েকটি লাইন আপনি উপমা হিসাবে দিয়েছেন। এই করোনার সময় বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে। তার সাথে যোগ হয়েছে চরম অর্থনৈতিক সঙ্কট। কাছে থেকে দেখা একটা পরিবারের কষ্ট অনুভব করে কবিতাটা লেখার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩

জুল ভার্ন বলেছেন: মর্মান্তিক বাস্তবতা।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অল্প কথায় অনেক কিছু বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই।

৩০| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রয়াত কলীগের মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য শুভকামনা।

কয়েকটি প্রতিমন্তব্য চমৎকার হয়েছে। কোনগুলো, সেটা 'লাইক' দেখ হয়তো বুঝতে পারবেন।

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন প্রতি মন্তব্যগুলি আপনার ভালো লেগেছে সেটা অনুমান করতে পারছি। :)

ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.