নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

বনের পাখির ঘরে ফেরা

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১০


একটা সুসংবাদ!!! কবিতা পড়ার প্রহর আপুর একটা প্রেমিক পাখি হারিয়ে গিয়েছিল। ওনার এই পোষ্টটা দেখুন। সেটাকে পাওয়া গেছে। আশা করি এবার ওনার দুশ্চিন্তার অবসান হবে।

হৃদয় পিঞ্জরে প্রেমের সুতোয় বেঁধেছিলে মোরে
বাঁধন ছিঁড়ে যেতে হবে ভাবিনি ক্ষণিকেরও তরে।
কি যাতনা বুকে নিয়ে উড়ে গেছে পাখি
কভু কি জানতে চেয়েছ ওগো প্রিয় সখী?

জানি নয়ন সমুখে আজ খুঁজে বেড়াও মোরে
মন বলে, আবার আসবে তুমি মোর বাহুডোরে।
হাতে হাত চোখে চোখ সেই আগের মতন
এবার করবো মোরা প্রেমের অনেক যতন।

এসো সখি ভুলে যাই অতীতের সব ভুল
প্রেম নদীতে ডুববো দুজনে, নেই কোন কুল।
প্রেমের জোয়ারে ভেসে যাব অজানার দেশে
করবো না আর ঝগড়া-ঝাটি থাকবো মিলেমিশে।

উৎসর্গঃ কবিতা পড়ার প্রহর আপু

ছবিঃ অন্তরজাল।

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর পোষ্ট করলেন।
মনে মনে আমি আপনার পোষ্টের অপেক্ষায় থাকি।

সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন। ভাষা মনোরম। কোনো বানান ভুল খুঁজে পেলাম না।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও আপনার পোস্ট পড়ি কিন্তু সময়ের অভাবে মন্তব্য করা হয়ে ওঠে না। আমার পোস্টে বানান ভুল নিশ্চয়ই কিছু আছে। একদম নির্ভুল বানানে কোন কিছু লিখতে পারি না।

এটি একটি ফরমাইশী কবিতা বলতে পারেন।

এই পাখিটা হারিয়ে যাবার কারণে কবিতা পড়ার প্রহর আপু কয়েকদিন না খেয়ে ছিলেন। চোখের পানি আর নাকের পানি আলাদা করা যেত না। বনে বাদাড়ে আলতা পায়ে, জামদানী শাড়ি পড়ে ঘুরে বেড়িয়েছেন পাখির খোঁজে। অবশ্য ওনার যন্ত্রণাতেই পাখিটা পালিয়েছিল। পাখিটার মায়া হয়েছে। তাই পাখিটাই কবিতা লিখে আমাকে দিল। আমিও পোস্ট করে দিলাম। :)

২| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটা দিয়ে কিসের ইঙ্গিত করছেন।

০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাখি নিয়ে কবিতা তাই পাখির ছবি দিয়েছি। এখন যে যেভাবে বোঝে, এটা তার ব্যাপার।

৩| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩১

হাবিব বলেছেন: শিরোনামটা সুন্দর। কবিতাটি ব্যাপক অর্থবোধক। ভালো লাগলো

০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য।

৪| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২১

শেরজা তপন বলেছেন: সুসংবাদের বিষয়টা বুঝলাম না!! /:)

কবিতা ভাল লেগেছে।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা পড়ার প্রহর আপু পাখিটাকে খুঁজে বেড়াচ্ছিলেন বনে বাদাড়ে। সেই পাখির খোঁজ মিলেছে। এটাই সুখবর। :)

৫| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: হায় হায় ঘরের কথা পরে জানলো কেমনে!!!! B:-/

এ যে দেখছি স্বভাব কবি
অর্ধ আকাশ চন্দ্র রবি।
ঘন্টা দুয়েক সময় পেলে
আস্ত একটা কাব্য মেলে!! B:-)

ওয়েট করো বাদাম নিয়ে
কাঁছাখানা গুটিয়ে নিয়ে
আসিতেছে বাদামওয়ালা
মিটাইবেন মনের জ্বালা। :)

ছোলা মুড়ি সবই রেডি
বসে থাকো গুটিশুটি।

কিন্তু আমার একলা পাখি
কোথায় করে ডাকাডাকি? :(
হাবিব ভাইয়া অর্থ পেয়ে
ভাবছে যেন কি সে নিয়ে।

এবার তবে তাহার পালা
কাব্য লেখো ভোলেভালা
হাবিবভায়া কলম নিয়ে
বসো এবার মনটা দিয়ে।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতাটা চমৎকার ছন্দময় হয়েছে। ছন্দে ছন্দে মনের সব কথা বলে দিয়েছেন। :)

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাদামওয়ালা কবিতার কি বুঝবে। সে বোঝে পায়ে পারা দিয়ে ঝগড়া করা।

৬| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

এস সুলতানা বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। শুভ কামনা সতত। আমার ব্লগে ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইলো বন্ধু।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ব্লগে গিয়ে কবিতা পড়লাম। আপনি অনেক সুন্দর কবিতা লেখেন। আপনার জন্যও শুভকামনা রইল।

৭| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর । এবার পাখি আর যেতে পারবেনা। +++

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এবারের বন্ধন আরও দৃঢ় হবে আশা করি। ভালো থাকবেন।

৮| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

জুল ভার্ন বলেছেন: চমতকার লিরিকসের সাথে সাথে সুন্দর একটা ছবি-খুব ভালো লেগেছে। +

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমার জনও অনুপ্রেরণা। ভালো থাকবেন।

৯| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা বেশ সুন্দর হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাদের মন্তব্যগুলি পড়ার পর নিজেকে কবি কবি মনে হচ্ছে। ভালো থাকবেন।

১০| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের সুন্দর উত্তর দিয়েছেন।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আবার আসার জনও ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৪

খায়রুল আহসান বলেছেন: মাত্র তিনটে স্তবকে জানা গল্পের একটি সুন্দর চিত্রায়ন করেছেন। শিরোনামের ছবিটাও সুন্দর।
কবিতায় সপ্তম প্লাস। + +

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্য আমাকে সব সময় অনুপ্রানিত করে। ভালো থাকবেন।

১২| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: সবার মন্তব্য পড়ে হাসছি।
ওয়েট করছি বাদামওয়ালা ভাইয়া আর হাবিবভাইয়ার জন্য।

সন্ধ্যার পর নতুন কাব্য নিয়ে আসছি ইনশাল্লাহ।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনারা আসবেন নিশ্চয়ই। আপনি হাসছেন জেনে ভালো লাগলো।

নতুন কাব্যের জন্য অপেক্ষায় রইলাম। তবে তাড়াহুড়া না করে সময় নিয়ে লিখেন।

১৩| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

নীল আকাশ বলেছেন: প্রেমের কবিতা তাও আবার সাধু ভাষায়!
আপনার কবিতা এই প্রথম পড়লাম।
এখন কি এবং কী নিয়ে ভজগট আছে। দেখে নিয়েন!
শুভ কামনা। আপনাদের দুইজনের জন্যই।

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন কবি তো তাই অনেক ভুল পাবেন। তবে আপনাকে ধন্যবাদ পরামর্শগুলির জন্য। আসলে আমরা বাংলায় কথা বললেও বাংলা লেখার সময় আমাদের বিদ্যার দৌড় বোঝা যায়।

১৪| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতার উত্তরে কবিতা লিখেছি, পোস্ট করতাম নি কন এলা?

০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আবার জিগায়। জলদি দিয়া ফালান। আপনি তো স্বভাব কবি। আপনার কলম থেকে কাব্য ঝরে বানের পানির মত।

১৫| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: শীত আসছে তাই মানুষ যেনো পাখি শিকার হতে বিরত থাকে। পারলে এই নিয়ে লিখবেন।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে, চেষ্টা করবো। ভালো থাকবেন।

১৬| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।

১০ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.