নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশান মাহমুদ ভাইয়ের বউ শাশুড়ি সংলাপ এবং বউ কাব্য পোস্টের কাব্যগুলি ভালো লেগেছে। ঐ পোস্টদ্বয় দ্বারা অনুপ্রানিত হয়ে নীচের ৩ টা ছড়া লেখার চেষ্টা করেছি শুধু মজা করার জন্য। সিরিয়াসভাবে না নেয়ার জন্য অনুরোধ রইল।
১। বউয়েরা হারতে জানে না
জিত তাদের চাই ই চাই।
বেশী কথা যদি বল
বানিয়ে দেবে চিকেন ফ্রাই।
২। ওগো বধু সুন্দরী তুমি যতই বল
বউ বলবে ঠিক আছে মার্কেটে চল
৩। বউ বলে আজ কিন্তু
আগে আগে ফেরা চাই
বস বলে মিটিং আছে
বাড়ি গেলে চাকরী নাই।
আমি বলি দুজনেই বস
কার কথা মানা যায়
এদের একজন নাখোশ হলে
করতে হবে হায় হায়।
পড়ে গেছি মাইনকা চিপায়
বাঁচার কোন উপায় নাই
বস আর বউ রেগে আছে
এখন আমি কোথায় যাই
১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই বসের মধ্যে বউ হোল বড় বস আর অফিসের বস হোল ছোট বস। কারণ অফিসের বসের সাথে ইমোশনাল ব্যাপারটা থাকে না। আর অফিসের বসকে ম্যানেজ করা সহজ।
২| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২২
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনুপ্রেরণা পেলাম ভাই। ভালো থাকবেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।
১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক বিষয়ে আপনি আমার চেয়ে অভিজ্ঞ। যেমন ফটোগ্রাফি, সাধারন মানুষের উপর আপনার পর্যবেক্ষণ শক্তি, বিচিত্র মানুষের সাথে মেশা এবং অভিজ্ঞতা অর্জন যা আপনি আপনার লেখায় ফুটিয়ে তোলেন ইত্যাদি।
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ওগো বধু সুন্দরী তুমি যতই বল
বউ বলবে ঠিক আছে মার্কেটে চল
ইহা কিন্তুক চিরন্তন সত্য বয়ান।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বউয়েরা মার্কেট আর শপিং খুব পছন্দ করে। স্বামীদের কষ্ট হলেও এই সাধ-আহ্লাদ পূরণ করতে হয়। তবে আধুনিক যুগে অনেক মেয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বি তাই তারা স্বামীর মুখাপেক্ষী না। যুগের সাথে অনেক কিছুই পাল্টে যাচ্ছে।
৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১০
শেরজা তপন বলেছেন: আমার বাইরে কোন বস নাই- অল্পের জন্য পুরা মাইনকা চিপাতে পড়ি নাই
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাইরের বসের চেয়ে ঘরের বসকে ম্যানেজ করা কঠিন। আপনি ভাগ্যবান, নিজেই নিজের বস। অধীনস্থদের প্রতি সদয় হবেন এই কামনা করছি।
৬| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন দুই বস এর ছড়া। তবে প্রথমটাই প্রথম। + +
২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: লাইক ও প্লাস পেয়ে আমার খুব ভালো লাগছে। আপনার লাইক আর প্লাসের মূল্য অন্য অনেকের চেয়ে বেশী আমার কাছে। ভালো থাকবেন।
৭| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৩
সোহানী বলেছেন: মার্কেটে না গেলে বাজারটা হবে কোথা থেকে শুনি!!! চুলায় কি শুধু পানি সিদ্ধ হবে??
বসকে ম্যানেজ না করলে চাকরী নট সবখানেই। বাসা কিংবা অফিস..............
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নারীদের পক্ষে অনেক জোরালো যুক্তি উপস্থাপনের জন্য অনেক ধন্যবাদ।
সমস্যা হোল ছেলেদের সমস্যা মেয়েরা বুঝতে চায় না এবং একইভাবে মেয়েদের সমস্যা ছেলেরা বুঝতে চায় না।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
ঈশান মাহমুদ বলেছেন: বাহ! দারুণ লিখেছেন ভাই। পোস্টে আমার নাম উল্লেখ করায় সন্মানীত বোধ করছি। ধন্যবাদ।
আসলে বস আর বউ...দুজনেই বস। একজন ঘরে, অন্যজন অফিসে। হা হা হা।