নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

আমের ধাঁধা

১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:৪১


আপনি বাজারে আম কিনতে গেছেন। দোকানি তার সামনে ৩ টা ঝুড়ি নিয়ে বসে আছে। প্রথম ঝুড়ির গায়ে লেখা 'মিষ্টি আম' ২য় ঝুড়ির গায়ে লেখা 'টক আম' আর ৩য় ঝুড়ির গায়ে লেখা 'মিষ্টি ও টক মিশ্রিত আম'। আপনি মিষ্টি আম কিনতে চান তাই এই পরিবেশন পদ্ধতিটা আপনার ভালো লাগলো এবং দোকানিকে এই কারণে ধন্যবাদ দিলেন। দোকানি বলল যে ভাইজান সব কিছু ভালোই ছিল কিন্তু আমার ছোট ছেলেটা সব গোলমাল পাকিয়ে ফেলেছে। ঝুড়িগুলির গায়ের লেবেল ছেলেটা সব উলটাপালটা লাগিয়ে ফেলেছে। যেটার গায়ে 'মিষ্টি আম' লেখা সেটাতে আসলে 'টক' আম বা 'মিষ্টি ও টক মিশ্রিত আম' আছে। একইভাবে বাকিগুলির লেবেলেরও একই অবস্থা। লেবেলে যা লেখা আছে ভিতরে সেই আম নাই। আপনাকে বরং আমি আপনার পছন্দ মত যে কোন একটা ঝুড়ি থেকে একটা আম কেটে খাওয়াই। তারপর আপনি মিষ্টি আমের ঝুড়ি চিহ্নিত ক'রে সেই ঝুড়ি থেকে আম কিনবেন।

এখন প্রশ্ন হচ্ছে- দোকানির দেয়া মাত্র একটি আম খেয়ে আপনি কিভাবে নিশ্চিত হবেন কোন ঝুড়িতে আমগুলো মিষ্টি, কোনটাতে টক এবং কোনটাতে মিশ্র ????

ছবি - sangbadpratidin.in

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বাকি দুইটা ঝুড়ি থেকে মিক্সিং করে অর্থাৎ আমি যদি ২ কেজি আম কিনি দুইটা ঝুড়ি থেকে ১ কেজি করে কিনব। তাহলে পুরাপুরি ঠকবোনা।

১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা ঠিক যে আপনি এই পদ্ধতিতে পুরোপুরি ঠকবেন না। কিন্তু একটা মাত্র আম খেয়ে কোনটা মিষ্টি আমের ঝুড়ি এবং কোনটা টক আমের ঝুড়ি বলে দেয়া সম্ভব। আমি চাই আপনি পুরোপুরি জিতেন। :)

২| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:১৭

জুল ভার্ন বলেছেন: এই জটিল বিষয় আমার মাথায় আসে না!

১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ১৯ টা উট ভাগের পোস্ট দেখেই আমার মনে হোল একটা ধাঁধার পোস্ট দেই। আপনার উট ভাগের পোস্টটা আমি আগে কোথাও পড়েছি। এটাকে একটা ধাঁধার মতও পরিবেশন করা যায় এবং এটার উত্তর খুঁজে বের করা অনেক কঠিন একটা ব্যাপার।

৩| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৩

সভ্য বলেছেন: মাগো মা, একটার থেকে একটা কম না। আমি পালাই।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: পালালে মিষ্টি আম কিভাবে কিনবেন? :)

৪| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৪

বুবলা বলেছেন: মিশ্রিত ঝুড়ি থেকে একটা আম খেতে হবে ঐ ঝুড়িতে থাকা আমগুলো মিশ্র হতেই পারে না হয় পুরো মিষ্টি হবে কিংবা পুরো টক হতে হবে। যদি মিস্টি হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর যদি টক হয় তাহলে বাকী টক লেভেল মারা ঝুড়ি টা তে মিস্টি আম আছে


১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উত্তর সঠিক হয়েছে। মিশ্র আমের ঝুড়ি থেকে একটা আম খেতে হবে। যদি আমটা মিষ্টি হয় তাহলে এটাই মিষ্টি আমের ঝুড়ি। আর যদি টক হয় তাহলে এটা টক আমের ঝুড়ি এবং মিষ্টি আমের নয়। তাহলে মিষ্টি আমের ঝুড়ি কোনটা হবে। ঝুড়ি বাকি আছে আর দুইটা। একটাতে টক লেখা আর আরেকটাতে মিষ্টি লেখা। মিষ্টি লেখা ঝুড়িতে মিষ্টি আম নেই। অতএব যেটাতে টক লেখা সেটাই মিষ্টি আমের ঝুড়ি। ধন্যবাদ সঠিক উত্তরের জন্য।

৫| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২৪

গরল বলেছেন: যেটাতে টক আম লেখা সেটাতে আসলে টক আম নেই, আছে মিষ্টি অথবা মিশ্র আম। টক মিষ্টি লেবেল এ মিশ্র আম থাকবে না, অতএব ঐ লেবেল এর ঝুড়ির আম খেলেই বুঝা যাবে মিষ্টি আম কোন ঝুড়িতে।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উত্তর সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: এত কাহিনীর দরকার কি?
হিমসাগর আম কিনুন। ১০০% নিশ্চিত থাকুন। মিষ্টি হবেই।

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি, আপনার বুদ্ধিটাও খারাপ না।

৭| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মাথা হ্যাং হইয়া গেছিল। কিন্তু গড়ল সাহেবের মন্তব্য পড়ে ক্লিয়ার হইয়া গেল। ঐটা যদি না হয়, তাহলে আপনার সলিউশনের জন্যই বসে থাকবো। এত ব্রেইন খাটাইবার সময় নাই

১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মাথায় এখন শুধু গান আর গান তাই মনে হয় ধাঁধার দিকে মাথা যেতে চাচ্ছে না। :) উপরে ব্লগার বুবলা এবং গড়ল সঠিক উত্তর দিয়েছেন। আপনিও তাদের সাথে আছেন।

৮| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:০৯

মিরোরডডল বলেছেন:




মূলত এই সবগুলো আম টক আর টকমিষ্টি ।
শুধু মিষ্টি বলে কোন আম ছিলো না ।
বিক্রেতা ইচ্ছে করেই বলেছে যে মিক্সাপ হয়ে গেছে যেনো যেটাই টেস্ট করবে বলতে পারবে যে মিক্সকড হয়ে গেছে ।
কেটে আম খাওয়াবে তার দাম নিবে অথবা খাওয়ার পর যে কিনবে অনুমান করে টকমিষ্টি জেনেও কিনবে ।
বিক্রেতার উদ্দেশ্য আমগুলো সব বিক্রি করা এজ ইট ইজ ।
কেউ যেনো কমপ্লেইন করতে না পারে ।


১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের কথাও ঠিক হতে পারে। এইভাবে তো আগে চিন্তা করিনি। :) মিরোরডডলকে কোন আমওয়ালা ঠকাতে পারবে না। :)

৯| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দেখি আসল উত্তরটা কি বেরোয়?

১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে তিনজন সঠিক উত্তর দিয়েছে। মিশ্র আমের ঝুড়ি থেকে একটা আম খেতে হবে। যদি আমটা মিষ্টি হয় তাহলে এটাই মিষ্টি আমের ঝুড়ি। আর যদি টক হয় তাহলে এটা টক আমের ঝুড়ি এবং মিষ্টি আমের নয়। তাহলে মিষ্টি আমের ঝুড়ি কোনটা হবে। ঝুড়ি বাকি আছে আর দুইটা। একটাতে টক লেখা আর আরেকটাতে মিষ্টি লেখা। মিষ্টি লেখা ঝুড়িতে মিষ্টি আম নেই। অতএব যেটাতে টক লেখা সেটাই মিষ্টি আমের ঝুড়ি। ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , ভেজাল লাগাইছে বেপারীর দুষ্ঠ পোলা । আমি কেন এই সমস্যার সমাধান করুম ।

কিনুমই না এই আম একান থেকে :P অন্য দোকান থেকে কিনুম ।

এত সময় কই মাথা ঘামানোর (আসলে আমি ভাই অংকে বড়ই কাঁচা )।

১৫ ই মার্চ, ২০২২ রাত ৮:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অঙ্কে কাঁচা হলে তো কাঁচা আম খেতে হবে। :)

১১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: মাথা গিট্টু পাকাইয়া গেছে।সাচু ভাই আমি খামুনা। আপনার আম যাকে ইচ্ছা তাকে খাওয়ান.... :)

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে আমওয়ালার মিষ্টি আমের ঝুড়ি সনাক্ত করে সেই আম আপনাকে খাওয়াবো। :)

১২| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আম কাটতে কমু। তারপর খামু
অবশ্য মিষ্টি আম পেয়ে যাওয়ার পর তাকে খাওয়া আমের দামও দিয়া দিমু

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো বুদ্ধি করেছেন। আপনাকে কেউ ঠকাতে পারবে না। :)

১৩| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:১০

শায়মা বলেছেন: ঐ পোলারে একটা থাপড়া দিলেই মনে হচ্ছে কোনটায় মিষ্টি বলে দেবে। :)

১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উত্তরও সঠিক হয়েছে। :) বোঝা যাচ্ছে বাস্তব জীবনে মার্কেটে গিয়ে মাস্তানি করার অভ্যাস আছে। রাস্তায় দেখা হলে আপনার কাছ থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। :) তবে মেকাপ ছাড়া রাস্তায় আপনার সাথে দেখা হলে আপনাকে চিনতে পারবো বলে মনে হয় না। :)

১৪| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:০৬

শায়মা বলেছেন: হ্যাঁ আপনার উত্তরও সঠিক হইয়াছে :)

১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সত্য কথা বলার জন্য ধন্যবাদ। :)

১৫| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: বাপরে বাপ! আম কিনতে গিয়েও এত বড় অংক?
ব্লগার বুবলা এবং গড়ল সঠিক উত্তরটি না জানালে কস্মিনকালেও বের করতে পারতাম না।
মাঝে মাঝে এ রকমের ব্রেন টীজিং অনুশীলনের প্রয়োজন আছে, বিশেষ করে আমার মত বয়স্কদের। এতে আলঝাইমার, পার্কিনসন ইত্যাদি মাথা থেকে দূরে থাকবে বলে আমার বিশ্বাস। সেই কথা চিন্তা করে পোস্টে প্লাস দিয়ে গেলাম।

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের হিসাবের/ যুক্তির ধাঁধা চর্চা করতে আগে বেশ ভালো লাগতো। এখন মাথায় ঢুকতে চায় না। শুনেছি মাথার কাজ যত করা হয় তত মাথা ভালো থাকে। প্লাস দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: আমার মাথাটা মনে হয় পুরাই আউলায়া গেল। উপরের মন্তব্যে লেখা না থাকলে আমি জীবনেও এই ধাধার অর্থ বের করতে পারতাম না মানে কোন ঝুড়িতে মিষ্টি আম আরকি :`>

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বিশ্বাস আপনিও চেষ্টা করলে ধাঁধার সমাধান করতে পারতেন যদি সত্যি সত্যি বাজারে গিয়ে এরকম পরিস্থিতিতে পড়তেন। :)
ক্লাস থ্রিতে পড়ার সময় আমার মা একটা ধাঁধার বই আমাকে কিনে দিয়েছিল যেখানে দুইজন বিশ্ববিখ্যাত ধাঁধা বিশেষজ্ঞের ধাঁধা ছিল। একজন হোল লুইস ক্যারল এবং আরেকজন হোল স্যাম লয়েড। গল্পের মাধ্যমে এত সুন্দর ধাঁধা আর কখনও পড়িনি। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা।

১৭| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

জটিল ভাই বলেছেন:
আপনার এই প্রশ্নের উত্তর সেদিনই দিতে এসে যখন দেখলাম সবাই নিজেকে জ্ঞাণী প্রদর্শনে ব্যস্ত তাই আর কারো মন ভাঙ্গি নাই =p~
ক্ষমা চেয়ে বলছি এখানে সহজ বিষয় কঠিন করে দেখিয়েছেন। বিষয়টা আমার মতো জটিল নয়। একবার বুঝতে চেষ্টা করুন। যে কোনো ঝুরি হতে খেয়েই বুঝতে পারবেন। টক হতে খান। যদি মিষ্টি হয়তো হলোই। নয়তো মিশ্রতে মিষ্টি আছে, কারণ মিষ্টিতে মিষ্টি নেই। মিশ্র হতে খান। যদি মিষ্টি হয়তো হলোই। নয়তো টকে মিষ্টি আছে, কারণ মিষ্টিতে মিষ্টি নেই। আর যদি মিষ্টি হতে খেয়ে টক পান তবে মিশ্রতে মিষ্টি আর টকে মিশ্র আছে। আর যদি মিষ্টি হতে খেয়ে মিশ্র পান তবে টকে মিষ্টি আর মিশ্রতে টক আছে।

বুঝা গেলো ব্যাপারটা?

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার নিক 'জটিল' হলেও বেশ সরলভাবে আপনি ধাঁধার উত্তর দিয়েছেন। :) তবে আপনি যেভাবে বিভিন্ন ঝুড়ি থেকে আম খাওয়া শুরু করেছেন তাতে আমওয়ালার আম এবং ছালা দুইটাই যাবে মনে হচ্ছে। :)

১৮| ০৬ ই মে, ২০২২ রাত ১২:০৬

ঢুকিচেপা বলেছেন: এই ধাঁধা নিয়ে এতো মাথা খাটানোর দরকার নাই, খুব সহজ সমাধান আছে।
৩ ঝুড়ি থেকে ৩ কেজি আম কিনতে হবে।
আম কেটে খাওয়ার সময় যেগুলো মিষ্টি সেগুলো খেয়ে ফেলবো আর যেগুলো জিহ্বায় দিয়ে বুঝবো টক/টক মিষ্টি সেগুলো শায়মা আপুর বাসায় পাঠিয়ে দিব, টাকা দিয়ে কিনে নষ্ট করার কি দরকার।

০৬ ই মে, ২০২২ সকাল ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপু মনে হয় আমের চেয়ে আমসত্ত্ব বেশী পছন্দ করে তাই আম না পাঠিয়ে আমসত্ত্ব পাঠাতে হবে। :)

সামনে পেলে আপনাকেও আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারে। তাই ওনার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন। :)

১৯| ০৬ ই মে, ২০২২ রাত ১:০০

শায়মা বলেছেন: @ ঢুকিচেপা ওরে আমার বাসায় পাঠানো কেনো?????????? #:-S

আর যদি পাঠায়েই ফেলো ঝুড়িওয়ালার আমসত্ব বানায় আবার তোমার বাড়ি পাঠানো হবে এটো আম পাঠানোর প্রতিদানে ..... :)

০৬ ই মে, ২০২২ সকাল ১১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধাঁধার উত্তর না দিয়ে খালি উলটাপালটা চিন্তা ভাবনা! :)

টক আম আর আমসত্ত্ব আমার বাসায় পাঠিয়ে দিলেই ল্যাঠা চুকে যায়। :)

২০| ০৬ ই মে, ২০২২ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: ভাইয়া ভালো করে মন্তব্য পড়ো।

আসলে এটা আমের আমসত্ব না ঝুড়িওয়ালার ঝুড়িসত্ব মানে তাকে পিটাই পুটাই শুকায় শাকায় ঝুড়িওয়ালা সত্ব বানায় তোমার বাসায় পাঠায় দেবো। হি হি

০৬ ই মে, ২০২২ দুপুর ২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাহলে পাঠানোর দরকার নাই। :)

তবে যত যাই বলেন আমি টক আম খুব পছন্দ করি। টক জাতীয় সব জিনিসই পছন্দ। বিভিন্ন ধরণের আচার, বিশেষ করে জলপাই, আম এবং চালতার আচার বেশী পছন্দ করি। :)

২১| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৫১

মানবেনদ্র বলেছেন: আরে পোলাডাড়ে জ়িগাইলে ই ত হইত । খালী পেচাল।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক বুদ্ধিমান আপনি। ধন্যবাদ।

২২| ১১ ই জুন, ২০২২ রাত ১১:২৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: কেমন আছেন?

১২ ই জুন, ২০২২ রাত ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ভালো আছি। পদাতিক দা'র পোস্টে আপনার মন্তব্য পড়ার পর মনে হোল কোন কারণে আপনার মন খারাপ। আশা করি আবার নিয়মিত হবেন ব্লগে। পোস্ট না দিলেও মন্তব্য করতে পারেন।

আল্লাহ আপনার মঙ্গল করবেন এই কামনা করছি। ভালো থাকবেন।

২৩| ১৩ ই জুন, ২০২২ রাত ১:০৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: ইনশাআল্লাহ। নিয়মিত থাকবো।

১৩ ই জুন, ২০২২ রাত ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ২০ শে জুন, ২০২২ রাত ১০:০৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ধাঁধাঁটা বেশ মজার।

২০ শে জুন, ২০২২ রাত ১০:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিষ্টি আম খুঁজে বের করার পদ্ধতিটাও বেশ মজার। :)

দক্ষিন ভারতের সিনেমার পোস্ট আর দেখা যাচ্ছে না। :)

২৫| ২০ শে জুন, ২০২২ রাত ১০:২২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: "দক্ষিন ভারতের সিনেমার পোস্ট আর দেখা যাচ্ছে না।"

আমার পোস্ট মনে রেখেছেন জেনে ভালো লাগলো। ব্লগে আসিনি অনেকদিন। কিছু লেখার মুডে নেই আপাতত। যখন লিখতে ইচ্ছা করবে তখন আবার লিখবো।

২০ শে জুন, ২০২২ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি প্রত্যাশা ভালো আছে তার মায়ের সৃতি নিয়ে। ভালো মুড ফিরে আসুক এই কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.