নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

আবারও কঠিন ধাঁধা

২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩৩

গত কয়েকদিনের পোস্ট এবং মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে ব্লগে ধাঁধা পছন্দ করেন এমন ব্লগার কয়েকজন আছেন। পোস্ট দেয়ার সাথে সাথে তারা দ্রুত উত্তর দিয়ে দেন। সেই ধারাবাহিকতায় আমি আরও একটা ধাঁধার পোস্ট দিলাম। ধাঁধাগুলি বেশী জটিল তাই প্রয়োজনে ক্যালকুলেটরের সাহায্য নেয়া যেতে পারে।

১। সম্পূর্ণ কাল রঙের লম্বা গাউন পরে সোনাগাজী সাহেব নিউইয়রকের একটা বিদ্যুৎবিহীন গলির মাঝখান দিয়ে হাঁটছেন। আসে পাশে কোন মানুষজন নেই। কবরের নিস্তব্ধতা বিরাজ করছে। ওনার গা ঘেঁসে এক সুন্দরী ললনা যাওয়ার সময় সোনাগাজী সাহেবের সাথে ধাক্কা লাগলো । সোনাগাজী সাহেব ললনার ধাক্কা খেয়ে ম্যানহোলের মধ্যে পড়ে গেলেন। অনেক কষ্ট করে ম্যানহোল থেকে উঠে খুড়িয়ে খুড়িয়ে হাটতে লাগলেন। একটা কালো গাড়ি আসছে। গাড়ির হেড লাইট বন্ধ ছিল। সোনাগাজী সাহেবের ঠিক সামনে গাড়িটা দ্রুত ব্রেক করলো এবং সোনাগাজী সাহেব এই যাত্রা বেঁচে গেলেন। প্রশ্ন হোল গাড়ির ড্রাইভার কি করে আঁচ করলো যে সোনাগাজী সাহেব রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন?

২। রাজীব সাহেব একটা ১০০ তলা বিল্ডিঙের ১০০ তলাতে বাস করেন। বৃষ্টির দিন উনি লিফটে চড়ে ১০০ তলা উঠে যান। কিন্তু বৃষ্টি না থাকলে উনি ৫০ তলাতে লিফট থেকে নেমে যান এবং বাকি পথ সিঁড়ি দিয়ে ওঠেন। কারণটা কেউ কি বলতে পারেন?

৩। পিতা ও পুত্র গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। পিতা হাসপাতালে নেয়ার আগেই মারা গেলেন। ছেলেটিকে হাসপাতালে নেয়া হোল। অপারেশন থিয়েটারে ছেলেটিকে নেয়া হোল। কিন্তু ডাক্তার বলছেন এই ছেলেটি আমার ছেলে। তাই এই অপারেশন করার মত মানসিক শক্তি আমার নাই। এটা কিভাবে সম্ভব?

৪। একটা বাড়ির একটা কক্ষ টাকা দিয়ে ভরা আছে। আরেকটা কক্ষ ভরা গুরুত্বপূর্ণ কাগজ দিয়ে। আরেকটা কক্ষ ভরা আছে স্বর্ণালঙ্কার দিয়ে। কোন কারণে বাড়িটির সব কক্ষে আগুন লেগে গেল একসাথে। প্রশ্ন হোল পুলিশ কোন রুমের আগুন আগে নেভাবে?

৫। একটা মাছ ধরার নৌকা ঘাটে বাধা আছে। নৌকাতে একটা মই আছে। মইটা ঘাটের উঁচু দেয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। নৌকাতে ৫ টা বৈঠা এবং ২ টা মাছ ধরার জালও আছে। মইয়ের প্রত্যেকটা ধাপের দূরত্ব ১ ফুট। প্রতি আধা ঘণ্টায় দেয়াল বরাবর পানি আধা ফুট করে বাড়ছে। প্রশ্ন হোল মইয়ের সিঁড়ির ছয়টা ধাপ পানির নীচে যেতে কত সময় লাগবে?

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: খুব কঠিন বিশয়! আমি উত্তর খুঁজতে চোখে অন্ধকার দেখছি!

২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্যালকুলেটর, কাগজ, কলম ছাড়া এই ধাঁধার উত্তর বের করা যাবে না। :)

২| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:০০

জুন বলেছেন: ৪ নং টাকা

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোঝা যাচ্ছে স্বর্ণালঙ্কারের প্রতি আপনার তেমন ঝোঁক নাই। :) তারপরও উত্তর কেন টাকা এটা ক্যালকুলেটরে হিসাব করে দেখালে ভালো হত। ক্যালকুলেটর দিয়ে না পারলে মুখে ব্যাখ্যা করলেও চলবে। :)

৩| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২. বৃষ্টি দিনে হাতে ছাতা থাকতো।
৩. ডাক্তার মা।
৪. কাগজ
বাকি গুলো ভাবছি
১. আমার মনে হয় , সোনাগাজী ম্যান হলে পারেননি ।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২। অন্য দিনে ছাতা না থাকলে কি সমস্যা? সিঁড়ি দিয়ে কেন উঠতেন যে দিন বৃষ্টি না হতো?
৩। উত্তর সঠিক হয়েছে।
৪। উত্তর সঠিক হয়নি। আবারও চেষ্টা করার সুযোগ আছে।

সোনাগাজী ম্যানহোলে পড়লেও জীবনেও স্বীকার করবেন না। ঐ মেয়েটা সাক্ষী আছে। প্রয়োজনে তাকে জিজ্ঞেস করা যেতে পারে। তবে ঘটনা মনে হয় সত্যি। কারণ উনি মেয়ে দেখলে গা ঘেঁসে চলার চেষ্টা করেন। পুকুরে সাঁতার কাটার সময় মেয়েদের পায়ে নিজের পা দিয়ে খোঁচা দিতেন ছোটকালে। তাই মেয়ের ধাক্কা খেয়ে ম্যানহোলে পড়ার সম্ভবনা নাকচ করে দেয়া যাচ্ছে না।

৪| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২১

মিরোরডডল বলেছেন:




১ নং ঘটনাটি ঘটেছে দিনের বেলায় ।
৩ নং ডাক্তার ছেলেটির মা ।



২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল খুব মেধাবী একটা মেয়ে। :)

বাকিগুলির জন্য মিররডডলকে ক্যালকুলেটর ব্যবহারের পরামর্শ দেয়া যাচ্ছে। :)

৫| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৩. নং এর উত্তর দিতে এসেছিলাম।
মিররডল বলে দিয়েছেন।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল খুব মেধাবী। সে এমু পাখির ডিম ভেজে খায়। এমু পাখির ডিম খেলে মাথা খোলে।

৬| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২ নং পরিস্কার করে বলিনি ইচ্ছা করেই।
রাজীব সাহেব ছাতা ছাড়া বাটনের নাগাল পান না। খাটো আরকি।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনিও অনেক মেধাবী। আপনি অনেকগুলির সঠিক উত্তর দিয়েছেন। এই জন্য আপনাকে অভিনন্দন। রাতে বালিশ মাথার উপর দিয়ে ঘুমাবেন যেন বুদ্ধি বের হয়ে না যায়। :)

৭| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪ নং পুলিশ আগূন নেভাবে না । ফায়ার সার্ভিস নেভাবে

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে সাধারণ জনগণ নেভায়। :)

আপনাকে অভিনন্দন।

৮| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সোনাগাজী আর চাঁদগাজী দুইটা নাম বলেছিলেন। তাই লাইনচ্যূত হয়েছিলাম।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ। ঠিক করে দিয়েছি নাম। :)

৯| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝছি ব্লগের সবার মাথা নষ্ট করার প্ল্যান।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে অনেকের মাথা এমনিতেই নষ্ট। :)

১০| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো কখন দিলেন? দেখলাম এখন!! :)

৪ নাম্বার - দলিল সেভ করার অপশন লাস্টেই রাখলাম। কারণ, এগুলোর ব্যাকাপ আছে।

সোনা আগুনে গলে যেতে পারে, মিলে মিশে একাকার হবে। তবে, গলে গেলেও তা সোনাই থাকবে। ফাঁক ফোকর দিয়া কিছু লসও হবে। কিন্তু, তবুও থেকে যাবে। আবার, সোনার গলনাঙ্ক ১৩৩৭.৩৩ কে ​(১০৬৪.১৮ °সে, ​১৯৪৭.৫২ °ফা) (উইকি থেকে নিলাম)। আগুন লাগলে ঐ ঘরে এত তাপমাত্রা হওয়ার সম্ভাবনা কম। সুতরাং, সোনা সেভ করার অপশন দলিলেরও পরে আসে।

কখনো কাগজ পুড়িয়েছেন? আমি প্রচুর গার্বেজ পেপার পুড়িয়েছি। কাগজে আগুন লাগানোর পর ঘণ্টার পর ঘণ্টা লাগে ওগুলো পুড়ে শেষ হতে। নাড়াচাড়া করলে আগুন বাড়ে, আবার ধীরে ধীরে কমতে থাকে। তারপর ধোঁয়ার আগুনে পরিণত হয়। কাগজপত্রের ভিতরে অক্সিজেন ঢুকতে সময় লাগে বলে সহজে পোড়ে না। ধরে নিচ্ছি, কাগজগুলো কমপক্ষে ডিমাই সাইজের এবং স্তূপাকারে সাজানো।

টাকার নোট ছোটোছোটো হওয়ায় এগুলো দলিলের চাইতে আগে পুড়বে। আবার গুরুত্বের দিক থেকেও টাকা অধিক মূল্যবান। কাজেই, টাকা সবার আগে সেভ করার প্রয়োজন পড়বে।

১। টাকা
২। কাগজপত্র
৩। সোনা

২ নাম্বার। ব্লগার নতুনের একটা ধাঁধায় ছিল এরকম। লোকটা বেঁটে। হাতে ছাতা থাকে। বৃষ্টির দিনে ছাতার মাথা দিয়ে লিফটের ১০০ টাচ করতে পারেন। বৃষ্টি না থাকলে হাতে ছাতা থাকে না, হাত উঁচু করে ৫০ পর্যন্ত টাচ করতে পারেন। আহা বেচারা!! আমি হলে একটা লাঠি হাতে রাখতাম প্রতিদিনই :)

৫ নাম্বারের গভীরে এখনো ঢুকি নাই।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাবি সাথে থাকলে আপনি আগে স্বর্ণালঙ্কার সেভ করতেন। :) স্বর্ণালঙ্কারের মূল্য ছেলেরা বুঝবে না। তবে এই ধাঁধার উত্তর ৭ নং মন্তব্যে স্বপ্নবাজ সৌরভ সঠিকভাবে দিয়েছে।

২ নং ধাঁধার উত্তর সঠিকভাবে দেয়ার জন্য অনেক অভিনন্দন আপনাকে।:)

১১| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
১। দিন ছিলো।
২। রাজীবের মতিগতি বুঝতে পারলাম না।
৩। ডাক্তার সাহেবা ছেলেটির মা।
৪। পুলিশ আগুন নিভাতে আসে না। যদি আশে তাহলে নথিপত্রই বাঁচানোর চেষ্টা করবে।
৫। মইটা নৌকাতে, তাই একটা ধাপও ডুববে না।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। সোনাগাজী সাহেবকে জিজ্ঞেস করতে হবে দিন ছিল কি না। দিনের বেলায় কেন ম্যানহোলে পড়েছিলেন সেটাও জানতে হবে। :)
২। রাজীব সাহেব খেয়ালি মানুষ। কখনও সিঁড়ি দিয়ে ওঠেন আবার কখনও অর্ধেক পথ লিফটে আর অর্ধেক পথ সিঁড়ি দিয়ে ওঠেন। কেন ওঠেন উনিই ভালও বলতে পারবেন।
৩। উত্তর সঠিক হয়েছে।
৪। উত্তর সঠিক হয়েছে।
৫। উত্তর সঠিক হয়েছে।

১২| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৫ নাম্বার- নৌকায় কি ফুটো আছে? দেয়াল বরাবর পানি বাড়লে নৌকাও ভেসে উপরে উঠবে, মই মইয়ের জায়গাতেই থাকবে। ডুববে না। ৫বৈঠা আর ২ জালের ভূমিকা হলো পাঠককে কনফিউজ করা :)

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মই ডুববে না জেনে স্বস্তি লাগছে। আমি ভেবেছিলাম মই ডুবে যাবে। নৌকাতে জাল আর বৈঠা থাকবে না তো কি ঢেঁকি আর লাঙ্গল থাকবে না কি? :)

১৩| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ নং ধাঁধার উত্তর সঠিকভাবে দেয়ার জন্য অনেক অভিনন্দন আপনাকে। :)

ঠিকাছে। সেই হিসাবে জলদস্যুর উত্তরটা আরো স্পেসিফিক। এবার আপনি বলুন, ফায়ার সার্ভিস এলে কোনটা আগে নেভাবে? :)

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফায়ার সার্ভিস এলে আগে আপনার সাথে দেখা করতে বলব। তারপর আপনি যেভাবে বলবেন সেভাবে নিভাবে। :)

১৪| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

১.ড্রাইভার নিশ্চই না দেখে গাড়ি চালাবে না,সূর্যের আলো।
২.মেঘের উপরে চলে যায়।
৩.ছেলের মা
৪.গুরুত্বপূর্ণ কাগজ
৫.

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। উত্তর সঠিক কি না এটা সোনাগাজী সাহেবকে জিজ্ঞেস করতে হবে। উনি ম্যানহোলে পড়েছিলেন কি না সেটাও জানতে হবে। :)
২। এটার উত্তর ৩ আর ৬ নং মন্তব্যে ব্লগার স্বপ্নবাজ বলেছেন।
৩। উত্তর সঠিক হয়েছে।
৪। ৭ নং মন্তব্যে উত্তর আছে। পুলিশ আগুন নেভায় না। আগুন নেভায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস কর্মী যদি মহিলা হয় তাহলে আগে স্বর্ণালঙ্কার উদ্ধার করবে। :)
আপনাকে অভিনন্দন কিছু সঠিক উত্তরের জন্য। :)

১৫| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফায়ার সার্ভিস এলে আগে আপনার সাথে দেখা করতে বলব। তারপর আপনি যেভাবে বলবেন সেভাবে নিভাবে। :)

আমি তো আপনার কাছে রেফার করে দিব :) আপনি কী বলবেন, সেটা জনগণকে বলুন :)

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: যার বাড়িতে আগুন লেগেছে ঐ লোকের স্ত্রী বলেছেন যে ফায়ার সার্ভিস বা পুলিশ বুঝি না আমার গহনা যদি আগুনে পোড়ে তাহলে তোমার একদিন কি আমার একদিন। :) বাকিটা কষ্ট করে বুঝে নিতে হবে।

১৬| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ১। সোনাগাজী সাহেবকে জিজ্ঞেস করতে হবে দিন ছিল কি না। দিনের বেলায় কেন ম্যানহোলে পড়েছিলেন সেটাও জানতে হবে। :)

সোনাগাজী অস্বীকার করলেও দিনই ছিলো।
সুন্দুরীর ধাককা খেয়ে ম্যানহোলে পড়েছিল।

২৫ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেব অবশ্য দিনের বেলাতেও নাকি চোখে কম দেখেন। আবার অনেক সময় না দেখার ভান করে অনেক ললনার গায়ের উপর পড়েন। তাই আমার ধারণা প্রথম ঠেলা উনি দিয়েছিলেন ললনাকে। তারপর ললনা ওনাকে হাল্কা ঠেলা দিয়ে ম্যানহোলে ফেলে দিয়েছেন। :)

১৭| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আমি মাথা খাটাবো না। মন্তব্যে চোখ বুলাবো। উত্তর পেয়ে যাবো।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক বুদ্ধিমান আপনি। :)

১৮| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সাচু ভাই
আমি বরং গ্যালারিতে বসে খেলা দেখছি। ধাঁধার উত্তর যারা দেওয়ার দিন।
তবে এক নম্বর ব্যক্তির সঙ্গে শুধু মহিলাদের ধাক্কা হয় এটা কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে :) তাই বলে কি যদি ম্যানহোলে পড়ে থাকে তাইলে থাকুক তোলার দরকার নেই :)

২৫ শে জুন, ২০২২ রাত ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বারের ধাঁধাগুলি অনেক সহজ ছিল। আপনি একটু চেষ্টা করলেই পারবেন।

১৯| ২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



স্যরি, আমি দেরীতে এসেছি; দেখছি, মোটামুটি অনেকগুলোর সমাধান হয়ে গেছে। ভালো ধাঁধা।

২৫ শে জুন, ২০২২ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধাঁধাগুলি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২০| ২৬ শে জুন, ২০২২ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই উত্তর দিয়েছে আমি আর কি বলবো? পড়ে মজা পেলাম।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু ধাঁধার উত্তর আমিও জানতাম না। উত্তর শুনলে বোকা হয়ে যেতে হয়। ভালো থাকবেন।

২১| ২৬ শে জুন, ২০২২ সকাল ১১:৫৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ১। সোনাগাজী সাহেব জাতে মাতাল হলেও তালে ঠিক আছেন। তার সাথে ললনার ধাক্কা লাগতে পারে, তাতে তিনি পুলকিত বোধও করতে পারেন। কিন্তু এই কারণে ম্যানহোলে পড়ার সম্ভাবনা একেবারেই শূন্য।
২। রাজীব সাহেব আকাশকুসুম কল্পনা অনেক করেন কিন্তু তার মতো অলস প্রকৃতির লোকের সিঁড়ি বেয়ে উঠার সম্ভাবনাও একেবারে শুন্য।
আপনার অন্য তিনটি ধাঁধার উত্তরে মরুভূমির জলদস্যুর সাথে সহমত |
=p~

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। সম্ভবত নিউইয়র্কের রাস্তায় ম্যানহোল নেই। এটা আমার ধারণা। তাই হয়তো ম্যানহোলে পড়েননি। তবে মেয়েদের উনি সম্মানও বেশী করেন আবার মাঝে মাঝে মেয়েদের সাথে ঝগড়াও লাগিয়ে দেন। কাউকে আবার সাঁতার কাটার সময় পা দিয়ে খোঁচা দেন। :)

২। রাজীব সাহেব বলেছিলেন উনি নাকি ওনার বাসার ৬ তলায় প্রায়ই বাজার সহ হেটে ওঠেন। তবে উনার কথা কোনটা সত্য আর কোনটা বানানো এটা বোঝা মুশকিল।

আপনি এবং মরুভূমির জলদস্যু উভয়েই বাকি ধাঁধার উত্তর সঠিক বলেছেন।



২২| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: আমি আর কী বলবো, সব প্রশ্নের উত্তর ইতোমধ্যে পাওয়া গেছে। তবে সবার আগে এলেও ৩ নম্বরটা ছাড়া আর কোন ধাঁধার উত্তর দিতে পারতাম না।
ব্রেইন টীজিং পোস্ট, ভালো লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.