নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের ঝগড়া করার চেয়ে শব্দজটের সমাধান করা উত্তম

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৫


ব্লগার স্বপ্নবাজ সৌরভ কয়েকদিন আগে একটা শব্দজট দিয়েছিলেন। ওনার দেখাদেখি আমিও একটা শব্দজট দিলাম। এই শব্দ জটের বৈশিষ্ট্য হোল যে এখানে ব্লগারদের নিক ব্যবহার করা হয়েছে। অনেক ব্লগারের নিকে একাধিক অংশ আছে। সেই ক্ষেত্রে যে কোন একটা অংশ ব্যবহার করা হয়েছে। ছবিটা ভালো ভাবে দিতে পারলাম না। ব্লগার অপু imgur.com সাইটের সাহায্য নিয়ে ছবি বড় করার পদ্ধতি শিখিয়েছেন। কিন্তু অজানা কারণে এই সাইটে আমি ঢুকতে পারছি না।

শব্দজট সমাধানের ইঙ্গিত নীচে দেয়া হোলঃ
পাশাপাশিঃ
১। এই ব্লগারের নাম শুনলে মনে হয় উনি বারো ভুঁইয়ার আত্মীয়।
২। মেয়েদের খুব কদর করেন আবার আবার মেয়েদের সাথে ঝগড়া করে প্রায়ই ম্যানহোলে পড়ে যান এই নিউইয়রক প্রবাসী ব্লগার।
৩। দাঁতভাঙ্গা নাম এই ব্লগারের। এই নামে নাকি মিশরে প্রাচীনকালে একজন ফারাও সম্রাট ছিলেন। ব্লগে নভোনীল-৫ এই মেধাবী ব্লগার লিখেছিলেন বলে দাবি করেন।
৪। দুই অক্ষরে একটা ইংরেজি মাসের নাম।
৫। উনি একজন প্রকাশক, লেখক। নাম শুনলে মনে হয় উনি সাধু বা সন্ন্যাসী।
৬। এই পুরুষ ব্লগারের নাম শুনলে মনে হয় উনি সব সময় স্বপ্নের জগতে থাকেন।
৭। ওনার নামের প্রথম অংশ একটা সংখ্যা আর দ্বিতীয় অংশের অর্থ সারাংশ।
৮। ওনার নিক দেখে মনে হয় কাজী আনোয়ার হোসেনের তৈরি করা একটা বিখ্যাত চরিত্র মনে করেন নিজেকে।
৯। এই প্রবাসী প্রবীণ ব্লগার নিজের ছেলের জন্য ব্লগে পাত্রি খুঁজেছিলেন পোস্টের মাধ্যমে।
১০। যুক্তরাজ্য প্রবাসী রসিক এই ব্লগারের নামের প্রথম অংশের অর্থ মিথ্যা বা অলীক।
১১। অস্ট্রেলিয়া প্রবাসী এই ব্লগারটা পুতুলের মত।
১২। নাম শুনলে মনে হবে উনি একজন যাদুকর।
১৩। ঢ দিয়ে বিদঘুটে একটা নাম। তবে এই ব্লগার চমৎকার গান গাইতে পারেন এবং উনি বেশ রসিক। ব্লগে নভোনীলের একটা পর্ব লিখেছিলেন।
১৪। উনি মনে হয় মডারেটরের সহকারী হতে চান। এই ব্লগার ব্লগারদের পোস্ট সমুহের উপর গবেষণা করে প্রতি মাসে একটা করে পোস্ট দিচ্ছেন।
১৫। এই ব্লগারের নাম শুনলে মনে হবে ওনার গোফ আছে। কিন্তু আসলে নামের অর্থ হোল ক্ষমা।
১৬। পুরাতনের বিপরীত।
১৭। পদার্থ বিজ্ঞানে ‘হিগস বোসন’ নামে মৌলিক কণার অস্তিত্ব ২০১২ সালে প্রমাণিত হয়। ইংরেজিতে এটাকে গড পারটিকেল বলে। ওনার নিকের সাথে এটার মিল আছে।
১৮। এই ব্লগারের পোস্টের কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে ব্লগাররা দাঁড়িয়েছিল।
১৯। দেয়াল পত্রিকার আরেক নাম। নামের দ্বিতীয় অংশ ব্যবহার করা হয়েছে।
২০। সর্বকালের সেরা বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক। তাছাড়া এই নিকের প্রথম অংশ হোল কাজ বা শক্তির একক।
২১। এই নিকের অর্থ দাড়ায় উপমা ধোয়া সন্ন্যাসী।
২২। নামের শেষে মা আছে। ওনার সাজ গোঁজের কারণে বাজারে আটা, ময়দা, সুজির দাম বেড়ে গেছে। ওনার কণ্ঠে রাগ রাগিণী ভরা। তাই ফাঁকা মাঠ ছাড়া গান গাওয়া বারণ আছে ওনার গুরুজির।
২৩। ই দিয়ে শুরু হয়েছে ওনার নিক। ব্লগে উনি একজন উঁচু মানের গল্পকার এবং কবি। সম্ভবত যশোর থাকেন।
২৪। সিলেটে ত্রান বিতরনের সময় একজন হৃষ্টপুষ্ট সানগ্লাস পড়া লোককে দেখা গেছে। উনিই সেই ব্যক্তি। ব্লগে ওনাকে সবাই সমীহ করে চলে।
২৫। একজন নিপাট ভদ্রলোক। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি সাহিত্য চর্চা করেন। ওনার প্রত্যেকটি পোস্ট অত্যন্ত উঁচু মানের। ব্লগীয় আদব কায়দা ওনার কাছ থেকে শেখা যেতে পারেন। ব্লগে হাতে গোনা কয়েকজন শ্রদ্ধেয় ব্যক্তির মধ্যে উনি প্রথম সারিতে আছেন।
২৬। ১৫ পাশাপাশির অনুরুপ।
২৭। ওনার মত ধর্মীয় পোস্ট মনে হয় ব্লগে আর কেউ দেয়নি।
উপর নীচ-
১। এই বিখ্যাত ব্লগার ২০১৩ সালে মারা গেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্লগার ছিলেন গীতিকার, কবি এবং লেখক। ১৫০০ পোস্ট করেছেন তিনি।
২। কানাডা প্রবাসী এই জনপ্রিয় ব্লগারের গতবছর একটা বই প্রকাশ হয়েছে।
৩। এই ব্লগার ধাঁধা পছন্দ করেন। গত কয়েকদিনে ৩ টি চমৎকার ধাঁধার পোস্ট দিয়েছেন তিনি। তার আগে কোন পোস্ট নাই ওনার। ইংরেজি দুইটা অক্ষর মিলে ওনার নিক হয়।
৪। অত্যন্ত জনপ্রিয়, সম্মানিত এবং পুরনো একজন ব্লগার। প্রচুর গল্প, কবিতা, ধাঁধা, কৌতুক, গান উনি লিখেছেন। মাঝেমাঝে নিজের গাওয়া গানের ভিডিও দিয়ে থাকেন। সদা রসে টইটুম্বুর থাকেন।
৫। একজন পুরনো ব্লগার। প্রচুর ভালো ভালো কবিতা লিখেছেন। ‘ইচ্ছে করে নয়’ নামে একটা কবিতা ৩০ জুন ২০২২ তারিখে পোস্ট করেছেন।
৬। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলেন এই মহিলা ব্লগার। ইদানিং আবার সামুতে আসছেন।
৭। এই ভদ্রলোকের বয়স সম্ভবত ৭৪ আর ৭৫ এর মাঝামাঝি হবে।
৮। এই নারী ব্লগার উন্নতমানের কবিতা লিখে থাকেন। ‘বাসী বকুলের ঘ্রাণ’ নামে ওনার একটা বই প্রকাশ হয়েছে এই বছর। ব্লগে নভোনীলের ৯ম পর্ব উনি রচনা করেছেন বলে শোনা যায়।
৮ ক। ওনার নিকের একটা অংশের অর্থ সূর্য। রাশিয়ার ললনাদের ব্যাপারে অগাধ জ্ঞান রাখেন।
৯। উনি এক ধরণের ডাকাত। উনি আবার আশ্রম খুলেছেন। ব্লগাররা সেখানে যাওয়ার জন্য উদ্গ্রিব।
১০। ওনার নিকে একটা গাছের নাম আছে যে গাছে সাধারণত বাবুই পাখির বাসা বেশী থাকে।
১১। হঠাৎ ওনার নিক পড়লে মনে হবে উনি কোন কলেজের ছাত্র সংসদের জী এস।
১২। ছবি তোলা আর কবিতা লেখায় এই নারী ব্লগার পারদর্শী।
১৩। এক ধরণের ঝড়।
১৩ ক। ধনাত্মকের বিপরীত।
১৪। পথের পাঁচালির দুর্গার ভাই উনি।
১৫। ওনার নামের একটা অংশ ইসলামের শেষ পগম্বরের নাম। উনি বিখ্যাত লোকদের জন্ম আর মৃত্যু নিয়ে বেশী লিখতেন। এখন ছড়া লেখায় মন দিয়েছেন।
১৬। এই প্রবীণ ব্লগার চারুকলার ছাত্র/ শিক্ষক ছিলেন।
১৭। দেয়াল পত্রিকার আরেক নাম।
১৮। প্রতিবেশী দেশের একজন ব্লগার যিনি সিলেটের বন্যায় সাহায্য করেছেন।
১৯। নিকের মধ্যে মেয়েদের কানের দুল আছে।
২০। প্রবাসী এই ব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
২১। সোনাগাজী সাহেবের স্নেহ ধন্য একজন ব্লগার। কখনও চাপাবাজি কিংবা কপি পেস্ট করেন না।

সুত্র - কোন সুত্র নাই
ছবি- নিজের তৈরি করা ছবি।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোর এসে সব গুলোর উত্তর দিবেন। আমি কষ্ট করে কি লাভ ?

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল ভালো ধাঁধার উত্তর দিতে পারে। আপনার কষ্ট করার দরকার নাই। :)

২| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: চাদ্গাজী ভাই এর টা মিলালাম - ২ এবং ৭

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২ নাম্বারটা ঠিক আছে। কিন্তু ৭ নাম্বারটা হয় নাই। এটাতে বলা আছে 'এই ভদ্রলোকের বয়স সম্ভবত ৭৪ আর ৭৫ এর মাঝামাঝি হবে।' ৭৪ আর ৭৫ এর মাঝামাঝি কত হয় এটা চিন্তা করতে হবে। :)

৩| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২২

জুল ভার্ন বলেছেন: প্রায় সবগুলোর উত্তর পারি কিন্তু এখন মোবাইল ফোনে ব্লগিং করায় ধৈর্য্য ধরে আলাদা আলাদা করে রিপ্লাই দিতে পারলাম না।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: উত্তরগুলো আসলে তেমন কঠিন না। এই ব্লগারদের আমরা সকলেই কম বেশী চিনি।

৪| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখা যাক কে কে সঠিক উত্তর দেয়।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার নাম আছে নাকি?

৫| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "সাড়ে চুয়াত্তর " ব্লগারের বয়স টা মজার ছিল। দাঁড়ান আসছি।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সব পারবেন আমি জানি। :)

৬| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আছে দেখছি!!

সত্যি বলতে আপনার ছক ও সংখ্যা লেখা অতি দূর্বল হয়েছে।
কয়েকটি লিখে পরে বাদ দিয়েছি। সরি।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু ত্রুটি থাকতে পারে। এটার পিছনে অনেক সময় দিতে হয়েছে। দুই তিন দিন লেগেছে। পরে আর ধৈর্য না রাখতে পেরে পোস্ট দিয়ে দিয়েছি। ভুল পেলে জানাবেন। ঠিক করে দেয়ার চেষ্টা করবো।

৭| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৮

জুন বলেছেন: অনেক সহজ একটা শব্দ জট। আমি সানন্দারটা নিয়মিত করতাম। খুব ভালো লাগে।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কঠিন দিলে ব্লগাররা পড়ার সম্ভবনা কম। তাই সহজ করে দিয়েছি। সম্ভবত বিচিত্রাতে এক কালে এই ধরণের শব্দজট ছিল। সেগুলির সমাধান করতে ভালো লাগতো।

৮| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঘর অনেক ছোট হয়ে গেছে। লিখতে পারছি না।
১৫. এর পাশাপাশি আর উপর নিচ ঠিক আছে ?
১৮. জাদিদ হচ্ছে কিন্তু হওয়ার কথা ছিল তাজুল। কারণ নূর মোহাম্মদের এর মোহাম্মদ নিচ্ছি। মোহাম্মদ গোফরান থেকেও মোহাম্মদ নিচ্ছি।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৫ ঠিক আছে। ব্লগারদের অনেকের নামের একাধিক অংশ আছে। যে কোন একটা ব্যবহার করা হয়েছে।

তাজুল ভাইয়ের নামের অংশ তিনটা। এটা খেয়াল করতে হবে।

৯| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আরে যেরকম হইসে হইসে । বিষয়টা ইন্টারেস্টিং। প্যারা নাই চিল ..... ।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের পোস্ট শুধু মজার জন্য। ব্লগে সিরিয়াস লেখা বেশী হচ্ছে। তাই একটু হাল্কা লেখা দিলাম।

১০| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৬

কামাল৮০ বলেছেন: সৃষ্টি করার(সৃজনশীল)প্রতিভা আছে।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার হাতের লেখার অবস্থা করুণ। নিন, আর পারছি না।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কষ্ট করেছেন। উত্তর একটা ছাড়া সব ঠিক আছে। জাদিদ হবে না। তবে ওনার নাম অন্য জায়গাতে আছে। যেটা আপনি উল্লেখ করেছেন। ভালো থাকবেন।

১২| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধুর! ভুল ছবি পাঠিয়েছি। জাদিদ না হয়ে সৈয়দ হবে। আপনার মন্তব্যের পরে ঠিক করে ছিলাম।
ব্লগারদের নিয়ে শব্দজটের আইডিয়া টা দারুন ছিল। শব্দজট বানানো কঠিন আছে।
ঢ দিয়ে ব্লগার ঢেঁকিচেপা? তাড়াহুরা করে লিখেছি।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৫:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রায় সবই তো বলে দিলেন। :)

'সৈয়দ' ঠিক আছে এখন। শব্দজট তৈরি করা বেশ কষ্টকর মনে হল। আমাকে দুই বা তিন দিন শ্রম দিতে হয়েছে। ছবি বড় করাটা আরেকটা চ্যালেঞ্জ। আরেকটু বড় ও পরিষ্কার ছবি দিলে সবার সুবিধা হত।

'ঢুকিচেপা' এমন একটা বিদঘুটে নাম যেটার সাথে আর কোন ব্লগারের নিক যোগ করতে পারলাম না। তাই আলাদাভাবে দিয়েছি।

১৩| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: রানার ব্লগে আমার কবিতা পড়তে পারেন নাই বলে দুক্ষ প্রকাশ করেছেন তাই আপনাকেও লিংক দিয়ে গেলাম । পোস্ট বহির্ভুত মন্তব্যটি পড়ে মুছে দিয়েন সাড়ে চুয়াত্তর ।
তোমায় দেখতে চাই

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা পড়লাম। চমৎকার কবিতা। পোস্টে মন্তব্য করে এসেছি। আসলেই ভালো লেগেছে। একটু ভিন্ন স্টাইলে লেখা। মন্তব্য মোছার কোন দরকার দেখি না। আরও অনেকে হয়তো পড়ার সুযোগ পাবে।

১৪| ০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

৩০-৩৫ ভাগ পেরেছি, চেষ্টা করলে বাকিগুলোও পারবো মনে হচ্ছে। আমার রোল নং - ৭

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: চেষ্টা করলে সবগুলিই পারবেন। জি, সাত নম্বরে আপনার নাম আছে। ভালো থাকবেন। ধন্যবাদ।

১৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: মজা পেলাম । তবে ব্লগারদের মধ্যকার ঝগড়া বা ক্য্যচাল পোস্ট কিন্ত এই ব্লগে সবচেয়ে জনপ্রিয় টপিক। ভিজিটর সংখ্যা উপচে পড়ে =p~

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঝগড়া আর ক্যাচাল পোস্ট অনেক দিন দেখা যাচ্ছে না। মাঝে মাঝে ঝগড়া করা ভালো। ঝগড়া শুরু হলে দেখার লোকের অভাব হয় না।

১৬| ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৪৩

রেজাউল৯০ বলেছেন: একটা সমস্যার একের বেশি সমাধান থাকতে পারে। আমি আমার মত করে করলাম:

পাশাপাশি
১) টেকি
২) সমশের কাকু/মিস্টার গারবেজ
৩) কটকচ্চ
৪) ইবনে বতুতা
৫)ট্যাকা নাই, বই নাই
৬) ননি ভৌমিক
৭) স্পেস
৮) রানার ছুটেছে রানার
৯) জন্ম নিয়ন্ত্রন ? সেইটা আবার কি?
১০)বড় বিড়াল
১১) আয়না ঘর
১২) ব্ল্যাক মাজিশিয়ান
১৩) বগুড়ার দৈ
২২) চিলে কোঠার শাকচুন্নি
২৪) হোদল কুতকুত
২৭) রাজীব নূর খান

উপর নীচ
৫) দমুহমা ললিখ
৭) ভদ্রলোক না ভদ্র মহিলা?
৮ ক) মিশু
১৪) ভালবাসার জন্য হাত কেটে প্রেমিকাদের নাম লিখেছি- কেউ কথা রাখেনি
১৫) তোরা যে যা বলিস ভাই আমার চারটা বউ চাই
২১) Ctrl+C, Ctrl+V

০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অনেক কষ্ট করেছেন। আপনার মত হয়ত ঠিক আছে। কিন্তু সমস্যা হল আশেপাশের ঘরের সাথে মিল ছিল না। ধন্যবাদ আপনাকে।

১৭| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:



Man! It's too easy.
But you did well :)

I'm out of the station now.
I'll be back in few days.

have fun ...

oh no!
How can you have fun without me !

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল যাওয়ার আগে বলে গেলে পোস্ট পরে দিতাম। শব্দজট ইচ্ছাকৃতভাবে সহজ করা হয়েছে। :)

মিরোরডডলের সময় আনন্দে কাটুক এই কামনা করছি।

১৮| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি ২০১২-২০১৩ সালে এমন পোস্ট লিখিতাম। জাদিদ জানেন। আমি মডু হতে চাই না। ফিফা আর দুর্যোধন লিখিতেন আগে। অনেকেই লিখেছেন ব্লগের প্রতি দায়িত্বশীলতা থেকে। :(

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি একজন দায়িত্ববান ব্লগার বোঝা যাচ্ছে। ফিফা আর দুর্যোধন কোথায় গেল কে জানে। তারা আবার ফিরে আসুক এই কামনা
করছি। আপনি প্রতি মাসে আমার নামটা তালিকায় রাখবেন এই আর্জি পেশ করছি। :)

১৯| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ মজার...

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার নাম আছে নাকি? :)

২০| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছুটা ঝগড়া ঝাটি না হলে
ব্লগ পানসে মনে হয়!
আমারতো লেখাই আসেনা!

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঝগড়াঝাঁটি জিন্দাবাদ। :)

২১| ০৩ রা জুলাই, ২০২২ রাত ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নবাজ সৌরভ
ভালোই সমাধান
দিয়েছেন!
উত্তর মনে হয় স্বপ্নে প্রাপ্ত!

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরণের পোস্টে ওনার আগ্রহ বেশী। অল্প সময়ে নিজেই একটা পোস্ট দিয়েছেন।

২২| ০৩ রা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: শিরোনামটা সুন্দর হয়নি।
এবং আমি খেয়াল করছি ঝগড়া লাগলে আপনিই উসকানি দেন।

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি একটা সুন্দর শিরোনাম দেন। ভালো লাগলে নাম বদলে দেব।

ঝগড়া লাগলে আমি উসকানি দেই এটার একটা প্রমাণ দেখান। নইলে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবো। :)

২৩| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: পোষ্টে কে কি মন্তব্য করেছেন। সেট জানলাম।

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সেটা জানতে আলাদা মন্তব্য করা লাগে নাকি? :) যাই হোক কার মন্তব্য ভালো লেগেছে?

২৪| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাশাপাশি-

২। সোনগাজী
৩। আখেনাটেন
৪। জুন
৫। নীল সাধু
৬। স্বপ্নবাজ সৌরভ
৭। রানার ব্লগ
৮। শুণ্য সারমর্ম
৯। জগতারন
১০। ভুয়া মফিজ
১১। মিরডডল
১২। কালো যাদুকর
১৩। ঢুকিচ্যাপা
১৪। ভার্চুয়াল তাসনিম
১৫। মোঃ গোফরান
১৬। নতুন
১৭।-
১৮। সৈয়দ তাজুল ইসলাম।
১৯।দেয়ালিকা বিপাশা
২৩। ইসিয়াক
২৪। জাদিদ
২৫।খায়রুল আহসান
২৬। নূর মোহাম্মদ নূরু
২৭। নতুন নকিব।

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২৪ নং হবে কাল্পনিক ( জাদিদের জায়গায়। যদিও দুইটাই ওনার নাম।) বাকিগুলি সঠিক উত্তর দিয়েছেন আপনি। তবে মিরোরডডল, ঢুকিচেপার নামের বানান ভুল ছিল। এতগুলো সঠিক উত্তরের জন্য আপনাকে অনেক অভিনন্দন। ভালো থাকবেন।

২৫| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৬

ঢুকিচেপা বলেছেন: এভাবে শব্দ মেলাতে অনেককেই দেখেছি, তবে আমার কাছে জটিল লাগতো তাই কখনো চেষ্টা করিনি। একবার, দুইবার করে থাকলেও হাল ছেড়ে দিয়েছি ধৈর্য ধরে রাখতে পারিনি।

আপনার আইডিয়া মজার এবং ইউনিক।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা শুধুই মজার জন্য। আপনার মন্তব্যে উৎসাহ বাড়ল। এই ধরণের ধাঁধা অনেকের জন্য ধৈর্যের পরীক্ষা। ভালো থাকবেন।

২৬| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০১

মিরোরডডল বলেছেন:




যেহেতু বরবটি পছন্দ করে, সাচু আমার এই রেসিপি ট্রাই করে দেখতে পারে ।


০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ বরবটির রন্ধন পদ্ধতির শেয়ার করার জন্য। চেষ্টা করে দেখব পারি কি না।

২৭| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: উহ! যদিও কয়েকটা খুব সহজেই পারলাম, তথাপি এত বড় ছক মেলানো আমার ধৈর্যে কুলোয় না।
অনেক পরিশ্রম করে এ পোস্ট সাজিয়েছেন, এজন্য ধন্যবাদ। ক্যাচাল ম্যাচালের মাঝে এমন ধরনের নির্মল পোস্ট মাঝে মাঝে এলে মন্দ হয় না।

২১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধৈর্য ধরে পোস্টটা পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। এই ছকটা তৈরি করতে আমাকে দুই বা তিন দিন সময় দিতে হয়েছে। অন্য কোন পোস্টে এত সময় ব্যয় করতে হয় না।

আপনার সুন্দর মন্তব্যগুলি আমার জন্য অনুপ্রেরণা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.