নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

নদী নিয়ে আমার প্রিয় ১০ টি গান

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৭


আমার মনে হয় পৃথিবীর ৯৯% গানই নর নারীর প্রেম নিয়ে। তারপরও অনেক গান সৃষ্টি হয়েছে নদী, বৃষ্টি, পাহাড়, সমুদ্র নিয়ে। এই পোস্টে বেশী কিছু না লিখে আমার কয়েকটা প্রিয় নদীর গানের ভিডিও দিচ্ছি ব্লগারদের জন্য। আশা করি সবাই উপভোগ করবেন এবং আমার তালিকার বাইরেও অনেকে নদী নিয়ে আরও গান যুক্ত করবেন। যাদের গাঁজার কল্কে প্রিয় তারা গান শোনার আগে কল্কেতে টান দিলে গানগুলি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। :)

১। ও নদীরে তুই যাস কোথায় রে - রেনেসা ব্যান্ড


২। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে - হেমন্ত মুখোপাধ্যায়

৩। গঙ্গা মোর মা - ভুপেন হাজারিকা


৪। ওগো নদী আপন বেগে পাগল পারা - রবীন্দ্রসঙ্গীত


৫। পদ্মার ঢেউ রে
কথা ও সুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
কন্ঠ: জাকির হোসেন লিমন


৬। কীর্তনখোলা নদীরে আমার - চাইম ব্যান্ড


৭।এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে- কনক চাঁপা (মূল শিল্পী ফরিদা পারভিন)


৮। এই কীর্তিনাশার তীরে বাইন্ধা ছিনু ঘর - সোলস


৯। সর্বনাশা পদ্মা নদী - শিল্পী- আব্দুল আলীম,কথা ও সুরঃ আব্দুল লতিফ


১০। এ নদী এমন নদী, জল চাই একটু যদি - মান্না দে


১১। কাজল নদীর জলে ভরা ঢেউ - তরুণ বন্দ্যোপাধ্যায়


সুত্র- ইউটিউব
ছবি- samakal.com

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪২

আরইউ বলেছেন:



চমৎকার সব গান! অনেকদিন পরে কীর্তিনাশা নদী নিয়ে সোলস আর চাইমের গান দু'টি শুনলাম।

বাংলা গানে নদী আছে এমন গানের মাঝে নদীর নাম সই অঞ্জনাকতো যে ধীরে বহে মেঘনা নামে সুন্দর গানগুলোর কথাও মনে পরছে।

ভালো থাকুন, সাড়ে চুয়াত্তর!

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: হেমন্ত মুখারজি বাংলাদেশের বাংলা সিনেমাতেও গান গেয়েছেন জেনে আরও ভালো লাগলো। এই গানের সুরকার সমর দাস মূল পরিকল্পনা জহির রায়হান, কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও পরিচালনা আলমগীর কবির, ছবি - ধীরে বহে মেঘনা, ১৯৭৩।

এগুলি আমার জানা ছিল না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সোলস আর চাইমের গান দুটির কথা আমারও অনেক দিন পরে মনে পড়লো।

রুনা লায়লার গাওয়া কবি কাজী নজরুল ইসলামের নদী নিয়ে গানটা বেশ ভালো লেগেছে। আগে শুনি নাই।

হেমন্ত মুখোপাধ্যায়ের বহু গান আমি শুনেছি। কিন্তু কিভাবে আপনার দেয়া নদী নিয়ে এই গানটা বাদ পড়ে গেল বুঝলাম না। এই গানটা শেয়ার করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

ভালো থাকবেন আরইউ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ২, ৫,৯ অলটাইম হিট গান।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৩ নম্বরটা অর্থাৎ ভুপেন হাজারিকার গাওয়া গানটাও ( গঙ্গা মোর মা) এভার গ্রিন। তবে আমি বাংলাটা না দিয়ে অসমিয়া ভাষারটা দিয়েছি।

ব্যান্ডের গাওয়া গানগুলি অনেক আগের।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

একলব্য২১ বলেছেন: এই যে নদী
যায় সাগরে
কত কথা শুধাই তারে
এত জানে তবু নদী
কথা বলে না
কথা বলে না
কেন বলে না?
কেন বলে না?
এই যে নদী

Ei Je Nadi Jay Sagare

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া কিশোর কুমারের গানটা ভালো লেগেছে। গানটা আরও আগেই শোনা উচিত ছিল।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০২

শেরজা তপন বলেছেন: ~মোহনায় এসে নদী পিছনের পথটাকে কি ভুলতে পারে
প্রথমে প্রেমের বাঁধন চাইলেও সে কি - বল খুলতে পারে? - এই এই গানটা আমার বড় প্রিয়।
আপনার সবগুলো গানই সুন্দর যার বেশিরভাগ আমার পছন্দের সাথে মিলে যায়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার প্রিয় গানটা শুনলাম। আসলেই গানটা ভালো। আরও আগেই শোনা উচিত ছিল। সুন্দর একটা গান শেয়ার করার জন্য শেরজা ভাইকে ধন্যবাদ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৬

জ্যাক স্মিথ বলেছেন: নদী আমারও খুব প্রিয়। সব গানই আমার ভাল লাগে, এটা শুধু আমার মুড আর পরিবেশের উপর নির্ভর করে।
গান নিয়ে একটা বিষয় আমায় ভাবায় তা হচ্ছে - প্রতিদিন পৃথিবীতে লাখ লাখ নতুন গান রচিত হচ্ছে, কিন্তু মাত্র ৪/৫ লাইনের দুটি গান কখনো হুবহু মিলে যায় না, এ্‌ই ৪/৫ লাইনের মধ্যেই কত কোটি কোটি মনের অনুভূতি ব্যক্ত হয়, কিন্তু গান লেখা কখনো শেষ হয় না। বিষয়টা আমার কাছে মানুষের হাতের আঙুলের ছাপের মত বিস্ময়কর লাগে, শত কোটি মানুষ অথচ দুইজনের আঙুলের ছাপ কখনো এক হয় না, গানের ব্যাপারটিও এমন মনে হয় আমার কাছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: নদী আমারও প্রিয়। আমাদের গ্রামের পাশে বিশাল একটা নদী আছে। এত সুন্দর কল্পনা করা যায় না। নদীটার ছবি খুঁজছিলাম। কিন্তু হাতের কাছে পেলাম না।

নকল না করলে দুটি গানের সুরও এক হয় না। প্রতিটা মানুষের কল্পনা হল ইউনিক যেমন ইউনিক মানুষের হাতের ছাপ।এই কারণেই হয়তো গানের কথাগুলি ভিন্ন হয় সব সময়।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

মিরোরডডল বলেছেন:




নদী নিয়ে এটা বেস্ট গান ।
আমার লাস্ট উইশ লিস্টে এ গানটা থাকবে ।


একদিন খুব রাতে চুপি চুপি
জোস্নার মাঝে দাড়িয়ে একাকী দেখি
সেই চলে যাওয়া পাখিটার ছায়া
সেই ছায়া ঘিরে মিলায়
হৃদয় মেঘের ফাকে
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাঁকে
যদি এসে পথ সাগরে মিশে যেতে চায়





এ ভার্সনটাও সুন্দর ।





০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পরে মিরোরডডলের দেয়া সোলসের এই গানটা শুনলাম। প্রথম ভার্শনটাতে বোঝা যায় তপন চৌধুরীর বয়স তখন কম ছিল। দুই ভারশনে দুই এক জায়গায় উপস্থাপনায় হাল্কা পার্থক্য মনে হয় ছিল। মিরোরডডলকে অনেক ধন্যবাদ ভুলে যাওয়া গানটা মনে করিয়ে দেয়ার জন্য।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

মিরোরডডল বলেছেন:




আমি আজো দেখি তোমায় নিয়ে
স্বপ্ন সপ্তপদী
আমার দুই চোখে দুই নদী






০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামিনা চৌধুরীর সব গানই ভালো। খারাপ বলার কোন উপায় নাই। তবে এটা শোনা হয় নাই। মিরোরডডলকে ধন্যবাদ আরেকটা ভালো গান শেয়ার করার জন্য। :)

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

মিরোরডডল বলেছেন:




আইয়ুব বাচ্চুর সুরে ঝলকের এই গানটা ভীষণ প্রিয় ।

এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও তুমি একা, আমি নেই
অথচ আমি আছি দূরে কোথাও বসে একা, তুমি নেই

এই নদী জল কোলাহল
অভিমান কালো কাজল
দু’চোখে ডুবিয়ে
একা কোথাও





০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটাও আগে শোনা উচিত ছিল। আসলে কত গান শোনা হয় নাই। আমার বদভ্যাস হল একই গান হাজার বার শুনি। নতুন গান শুনতে ইচ্ছে করে না।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

জুল ভার্ন বলেছেন: আপনার পছন্দের সাথে আমার মিলেছে ২, ৩, ৪, ৫, ৭ এবং ৯ নম্বর গান। আবদুল আলীমের রুপালী নদীরে রুপ দেইখা তোর হইয়াছি পাগল... " এবং ফরিদা পারভীন এর কন্ঠে "এই পদ্মা, এই মেঘনা সুরমা নদীর তটে...." খুব প্রিয় গান। +

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফরিদা পারভীনের 'এই পদ্মা, এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে' গানটা আমার খুব প্রিয় একটা গান। ফরিদা পারভীনের মত আর কেউ গানটা গেতে পারে না আসলে। রুপালি নদীরে গানটা শুনলাম। খুব ভালো লেগেছে।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: সাত নম্বর গানের ফরিদা পারভীন এর গান উল্লেখ করেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আব্দুল আলীমের 'রূপালী নদীরে, রূপ দেইখা তোর' গানটা শুনলাম। খুব ভালো লেগেছে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

মিরোরডডল বলেছেন:




সাচুতো জানে না ……

আমার একটা নদী ছিল
জানলো নাতো কেউ
এইখানে এক নদী ছিল
জানলো নাতো কেউ

নদীর জল ছিল না, কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা...






০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আহা। কত গান শোনা হয় নাই। এটা কিন্তু পুরো শুনেছি। ভালো লেগেছে। অনেক আবেগ দিয়ে গেয়েছে।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: অনেক দিন পরে মিরোরডডলের দেয়া সোলসের এই গানটা শুনলাম।

মানে কি !!!
কিছুদিন আগে আমি যে সোলস নিয়ে পোষ্ট দিলাম সেখানে শুরুতেই এই গান ছিলো ।
সাচু ওখানে কমেন্ট করেছে ।
তার মানে পোষ্টের গান না দেখেই কমেন্ট করেছিলো X((
ওখানে কীর্তিনাশাও ছিলো ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি পোস্টে বলেছিলাম যে সোলসের অনেকগুলি ভালো গানের সমাহার দেখা যাচ্ছে। তবে সত্যি কথা হল সবগুলো গান শোনা হয় নাই পোস্ট পড়ার সময়। :) তবে শোনা উচিত ছিল বটে। এত কষ্ট করে মিরোরডডল গানগুলি আমাদের সামনে উপস্থাপন করেছে। :) ব্যস্ততার কারণে অনেক সময় শোনা হয়ে ওঠে না। কিন্তু আমি কিন্তু বুঝাই নি যে আমি সব শুনে কমেন্ট করছি। :) তবে মিরোরডডল আলাদাভাবে একটা দুইটা গান শেয়ার করলে শুনেই মন্তব্য করি। আমার মন্তব্য পড়লেই বোঝার কথা গান শুনেছি কি না।

এ সব গান তো হাজার বার শুনেছি এক সময়। তাই ঐ সব গান নিয়ে মন্তব্য করতে হলে আবার ঐ গান শুনতে হবে এমন তো ভাবিনি। তবে উচিত ছিল সবগুলি গান শুনে বিস্তারিত মন্তব্য করা। :) ছলনার আশ্রয় আমি কখনও নেই না। :)

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩

মিরোরডডল বলেছেন:




তপনের আরেকটা অনবদ্য গান ।

যাহার লাগি কান্দে পোড়ামন
মনের ব্যথা বোঝে না সে, ভাবে না আপন
আমি বাইয়্যা সাম্পান পাইলাম নাহতো মিলন মোহনা

নদীর কূলে বাধলাম ঠিকানা
সেই ঠিকানায় থাকা হইল না





০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আহা কত গান শোনা হয় নাই। তপন চৌধুরীর এই গানটাও আরও আগেই শোনা উচিত ছিল। মিরোরডডল মাঝে মাঝে গানের পোস্ট দিলে আমরা কিছু ভালো গান সম্পর্কে জানতে পারতাম। অনেক ধন্যবাদ মিরোরডডলকে।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

অপ্‌সরা বলেছেন: নদী নিয়ে অনেক গানই আছে ...... আকাশ বাতাস নিয়েও আছে। :)

৯৯% গান শুধু প্রেম নিয়ে নহে।
আধ্যাত্মিক গানও অনেক বড় অংশ জুড়ে আছে তারপর প্রকৃতি। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানের কথা বলছেন, এটা আমি বুঝতে পেড়েছি। কিন্তু আমি সারা পৃথিবীর গানগুলির কথা বলছি। হিসাব করলে দেখা যাবে ৯৯% গানই প্রেমের। অনেক গান আছে, আধ্যাত্মিকতা ও প্রকৃতি নিয়ে। কিন্তু লক্ষ লক্ষ গানের মধ্যে শতকরা হিসাবে এগুলির পরিমান নগণ্য। ইহাই আমার বলার উদ্দেশ্য। :)

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

অঙ্গনা বলেছেন: ও নদী রে গানটা অনেক প্রিয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা ভারতীয় বাংলা সিনেমা 'নীল আকাশের নীচে' র গান। ছবির পরিচালক মৃণাল সেন। সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ভালো থাকবেন।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

মিরোরডডল বলেছেন:




এই গানের সময়ের রুনাকে আমার যে কি ভীষণ পছন্দ !
প্রিয় শিল্পীর প্রিয় গান ।

দেখেছি দূরে ঐ সোনালী দিন
নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ঐ সোনালী দিন





০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা কিন্তু এখন আবার পুরোটা শুনলাম। :) আগেও টিভিতে মাঝে মাঝে শুনেছি অনেক আগে।

রুনা লায়লার গাওয়ার একটা নিজস্ব ভঙ্গি আছে। রুনা, সাবিনা, শাহনাজ রহমতউল্লাহ বাংলা গানকে অনেক দূর নিয়ে গেছে। আমার কাছে শাহনাজ রহমত উল্লাহর গানও অনেক ভালো লাগে।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
নদীর গান সব সময়ই ভালো লাগে।
দ্বিতীয় গানটি আসার খুবই পছন্দের গান।
পোস্টে প্লাস।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাকি গানগুলি মনোযোগ দিয়ে শুনলে ওগুলিও আশা করি ভালো লাগবে। মন্তব্যের ঘরে মিরোরডডল কিছু গান দিয়েছে। সেগুলিও অনেক ভালো। শুনতে শুনতে ভালো লেগে যাবে।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

অপ্‌সরা বলেছেন: না লালন সাই হাছন রাজা এদের গান সবই আধ্যাত্নিক ছিলো কাজেই সেই গানের পরিমানও কম না ।


তবে হ্যাঁ আমি সারা পৃথিবীর গান নিয়ে ভাববো কেনো??

আমি শুধুই আমাদের গান নিয়ে ভেবেছি। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শিল্প, সাহিত্য, সঙ্গীতকে দেশ, কালের গণ্ডিতে আবদ্ধ করলে চলবে। ভালো শিল্প, সাহিত্য, সঙ্গীত তৈরি করতে হলে অন্য দেশের শিল্প, সাহিত্য, সঙ্গীত সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। :)

এক সময় লালনের গান আমাদের বাসায় সব সময় বাজত। অনেক গান মুখস্ত হয়ে গিয়েছিল।


১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক গুলি প্রিয় গান ! খালিদের ভয়েস !!! উফ দুর্দান্ত এক কথায়।
ডল কে ধন্যবাদ আমার একটা নদী ছিল এড করার জন্যে। বিশ্ববিদ্যালয় জীবন, টি এস সি পথিক নবী বিশাল স্মৃতি ভাণ্ডার।

এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও তুমি একা, আমি নেই
অথচ আমি আছি দূরে কোথাও বসে একা, তুমি নেই

এই নদী জল কোলাহল
অভিমান কালো কাজল
দু’চোখে ডুবিয়ে
একা কোথাও


এই মুহূর্তে এইগান টা শুনলাম ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার এই মাত্র শোনা আয়ুব বাচ্চুর সুরে ঝলকের গানটা 'এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও' মিরোরডডল তার ৮ নাম্বার মন্তব্যে লিঙ্ক দিয়েছে। আমি আগে শুনি নাই। এখন শুনে খুব ভালো লাগলো। মিরোরডডলের দেয়া গানগুলি ভালো হয়। ওনাকে বলেছি গানের উপর মাঝে মাঝে পোস্ট দিতে। :)

পথিক নবীর গানটাও মিরোরডডলের কারণে শোনা হল। অনেক ভালো লেগেছে।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২০

অপ্‌সরা বলেছেন: পারবো না! :(

আমি দেশপ্রেমী! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাথে কে পারবে বলেন। :) এই ব্লগে কেউ কি পেড়েছে। আপনার দশটা হাত। দশ হাতের দশ রকমের গুণ। :)

আমি তো ভেবেছিলাম আপনি বিশ্বপ্রেমি। :)

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আমিও কিন্তু প্রথম শুনলাম এইগান।
এই নদী জল ছুঁয়ে দূরে কোথাও তুমি একা, আমি নেই
অথচ আমি আছি দূরে কোথাও বসে একা, তুমি নেই

ধন্যবাদ ডল।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: গান পাগল মিরোরডডলকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ। আমার পোস্টের চেয়ে বেশী গান সম্ভবত সে দিয়েছে মন্তব্যে। ভালো কিছু গান অজানা ছিল। সেগুলির সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

অপ্‌সরা বলেছেন: হায়রে তোমার সাথেও কেউ কি পারবে???

অবশ্য আমি ছাড়া.......

যদিও আজ একটু একটু পেরেছো কারণ একটা কারণে আমি মহা চিন্তায় আছি। পৃথিবীতে শুধুই সেই কারণ ছাড়া আর কোনো কারণই আমাকে বিমর্ষ বা চিন্তিত করতে পারে না । কিন্তু সমস্যা হলো সে কারনেই আমি একটু অন্যমনস্ক আছি আর কি। :(

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার চিন্তা দূর হোক এই কামনা করছি। হাসি খুশি মন ফিরে আসুক। প্রত্যেকেরই কম বেশী বিষণ্ণ করার মত ব্যাপার থাকে।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

কামাল৮০ বলেছেন: কখন যে কোন গান ভালোলাগে তার কোন ঠিক ঠিকানা নাই।সাগরে মিশিলে নদীর মরন নাহি হয়।গানটা মাঝে মাঝে শুনি।ব্যান্ডের গান গুলি ছাড়া বাকি গুলি মাঝে মাঝে শুনি।আপনার নির্বাচিত গান গুলির মধ্যে ২নং আমার প্রিয় গান।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২ নাম্বার গানটা অনেকেরই প্রিয়।
'সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়' গানটা শুনলাম। ভালো লাগলো।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সাচু ভাই প্রত্যেকটা গান সুন্দর। মন পাগল করা গান++

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক দা আপনার মনকে পাগল করতে পেরে আমার খুব ভালো লাগছে। :) তবে একেবারে পাগল যেন হয়ে যাবেন না আবার। :) অনেক ধন্যবাদ আপনাকে।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নদী নিয়ে দুটো গান আপনার জন্য।


"নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন মায়ার তরী বাও বাও গো
ভরসা করি এ ভব কাণ্ডারী
অবেলার বেলা পানে চাও চাও রে ।।" ---- ভবা পাগলা।


"আমার নদী আমার রইলো
অচিন অথৈ ঢেউ
পাষাণ সময় স্রোতের তোড়ে
ভাসলো না তো কেউ
জলে জলে ঢেউ এর মাতম
আকাশ পানে মেঘের কথন
সেই মেঘেরা ছন্দে হাসে
নিরবধি (ও হো)
ভালোবাসে।" --- শিরোনামহীন।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভবা পাগলের গানটা ভালো লেগেছে।

পরের গানটা খুঁজে পেলাম না। তাই শুনতে পারি নাই।

অনেক ধন্যবাদ গান দুটি শেয়ার করার জন্য। ( একটা অবশ্য শুনতে পারিনি) :)

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
[ty|3Mufj1e7m04]

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব জটিল ভাষায় কিছু সাংকেতিক চিহ্ন লিখেছেন যার কারণে কিছু বুঝতে পারিনি। :) সমস্যা নাই আমি সময় করে খুঁজে নেয়ার চেষ্টা করবো। অথবা আপনি সরাসরি লিঙ্ক কপি পেস্ট করেন,অবসর সময়ে।:)

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কষ্ট করছেন। আমারই খারাপ লাগছে। আপনি লিঙ্কটা পেস্ট করলে মনে হয় খুঁজে নিতে পারবো। :)

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্লিক করুন। দেখতে পারবেন। আগের কমেন্টে yt আগে পরে হয়েছিল। নতুন শিখছি।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ক্লিক না করেই ভেবেছিলাম লিঙ্ক ঠিক নাই। :) ক্লিক করে গানটা শুনলাম। যদিও দেখাচ্ছে ভিডিও আনএভেইলেবল

একটু ভিন্ন স্টাইলের গান। ভালো লেগেছে। আপনি আর মিরোরডডলের কাছ থেকে নতুন অনেক গান শোনার সুযোগ আছে। :)

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মিরোরডল শিক্ষিকা হিসেবেও ভালো।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল আপনাকে আবার কি শিক্ষা দিল। :)

শিক্ষক মিরোরডডলের ফ্যান হল ক্লাস ফাইভে পড়া শিশুরা। তাকে ভালোবেসে তার বাসা পর্যন্ত ফলো করেছিল এই বাচ্চারা।

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: শিক্ষক মিরোরডডলের ফ্যান হল ক্লাস ফাইভে পড়া শিশুরা।

আমার ইউটিউবের লিঙ্ক পোস্ট বিষয়ক ধারণা ক্লাস ফাইভের ছেলের থেকেও কম। :)

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের লেখা থেকে জেনে বলেছি। ওনাকে স্কুলের বাচ্চারা এত ভালোবাসতো যে বাচ্চারা তার পিছে পিছে গোপনে তার বাসা পর্যন্ত গিয়েছিল বাসা চেনার জন্য।

আপনি ক্লাস ফাইভ হলে আমি এখনও স্কুলে ভর্তি হইনি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.