নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

একেই না বলে ভালোবাসা

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৮

পুরুষরা তাদের স্ত্রী বা প্রেয়সীকে ‘আই লাভ ইউ ডার্লিং’ বলে মুখে ফেনা তুলে ফেলে। স্ত্রীকে/প্রেয়সীকে আই লাভ ইউ বলার অবশ্যই দরকার আছে। দিনে অন্তত ৫ বার বলা উচিত। কিন্তু শুধু মুখের কথা না বরং ভালোবাসার দৃশ্যমান বহিঃপ্রকাশ থাকলে প্রমাণিত হয় যে এই ভালোবাসায় কোন খাদ নাই। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের (পুরো নাম আরজুমান্দ বানু বেগম) মৃত্যু শোকে তার সমাধির উপর সপ্তাশ্চর্যের অন্যতম আশ্চর্য বিশাল তাজমহল নির্মাণ করেন। সবার পক্ষে তো আর তাজমহল নির্মাণ করা সম্ভব না। আর তাছাড়া সব ভালোবাসা স্ত্রীর মৃত্যুর পরেই প্রদর্শন করতে হবে এমনটা ভাবাও ঠিক হবে না। যার যার সামর্থ্য অনুযায়ী স্ত্রী বা প্রেয়সীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবে এটাই কাম্য। ব্যক্তিভেদে ভালোবাসার বহিঃপ্রকাশও ভিন্ন ধরণের হয়।

এই যেমন ধরুন মিশরের এই প্রেমিক যুবকটির কথা। সে তার হবু স্ত্রীকে পরীক্ষার ফেল থেকে বাঁচাতে স্কুলে আগুন লাগিয়ে দিয়েছে। বাংলাদেশের ‘সমকাল’ পত্রিকাসহ আরও কয়েকটি পত্রিকায় খবরটা এসেছে। আ হা হা একেই না বলে নিখাদ ভালোবাসা। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে মিসরের উত্তরের মেনোফিয়া প্রদেশের ঘারবিয়ায়। শনিবার পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২১ বছর বয়সী ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। জানা গেছে, ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেন। এর আগে তিনি জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার হবু স্ত্রী পাস নাও করতে পারেন। তবে আগুন লাগার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ঘারবিয়া পুলিশ জানিয়েছে, ওই যুবককে চার দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। যতদিন না তদন্ত শেষ হয়, জেল হেফাজতেই রাখা হবে ওই যুবককে।

মিশরের প্রসিকিউশনের বিবৃতিতে বলা হয়েছে, যদিও অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুনে প্রশাসনিক অফিস পুড়ে গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে।

আটকের পর প্রাথমিকভাবে ওই যুবক স্বীকার করেছেন ,তিনি জানতে পেরেছিলেন তার হবু স্ত্রী পরীক্ষায় ফেল করবে। তাহলে আবার এক বছর পড়াশোনা করতে হবে মেয়েটিকে। এতে বিয়েটাও পিছিয়ে যাবে। এ কারণে তিনি ভেবেছিলেন যদি স্কুলটাই না থাকে তাহলে পরীক্ষাও হবে না। এই ভেবেই তিনি স্কুল জ্বালিয়ে দিয়েছিলেন।

আমার মতে এই প্রেমিক যুবককে হাল্কা পাতলা শাস্তি দিয়ে ছেড়ে দেয়া উচিত। প্রেয়সীর প্রতি প্রেমের আতিশয্যে বেচারা এই কাজ করে ফেলেছে।

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৫

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ এমন উন্মাতাল ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা! =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই খবরটা পড়ার পর হাসি আসছিল। তাই ভাবলাম একটা পোস্ট দিয়ে সবাইকে ব্যাপারটা জানাই।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩০

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া আমার মতে কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দেওয়া উচিৎ। :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও প্রথমে এই রকম লিখবো বলে ভেবেছিলাম। পরে চিন্তা করলাম এই কথা বললে সবাই আমার উপর খেপে যেতে পারে। :) তাই একটু হাল্কা পাতলা শাস্তির কথা বলেছি।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,



সাড়ে তেষট্টিটা দাঁত বেরিয়ে গেল হাসতে হাসতে। =p~ :D
জুল ভার্ন এর মতই বলতে হয়, এমন উন্মাতাল ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা! :|

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আহমেদ জী এস ভাই, মজার ঘটনা দেখেই এই নিয়ে ছোট এই পোস্টটা দিলাম। কত রকমের মজার ঘটনা যে আজকাল ঘটে থাকে দন্ত বিকশিত করে না হেসে পারা যায় না। :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক একজন মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ একেক রকম।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক বলেছেন। তবেই এই প্রেমিকের স্টাইলটা চমৎকার ছিল।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমে পড়লে মনে হয় মাথা ঠিক থাকে না।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৪

শেরজা তপন বলেছেন: বেশ বেশ!!
তা ভাই, আপনার এমন কিছু উন্মাতাল ভালবাসার গল্প কি পাব সামনের দিনে? :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: না না, আমার এই ধরণের কোন গল্প নাই। এগুলি লিখেছি শুধু মজা করার জন্য। :)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এর নাম হতে পারে টেররিস্টিক লাভ বা বা ভায়োলেন্ট লাভ বা সন্ত্রাসস্য ভালোবাসা।

হেলেনের জন্য ট্রয় নগরী পুড়েছিল। আর এই প্রেমিকার জন্য না হয় স্কুলটাই পোড়া হলো :) তবু তো হলো প্রেমের জয় :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া লাভের নামকরণগুলি যথার্থ হয়েছে। :)

হেলেন অব ট্রয় গল্পটা বেশ ভালো লাগে। আবার পড়তে হবে। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। :)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাহলে আগুন লাগানো প্রস্তুতি নিতে হবে! ;)

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাথে সাথে থানায় যাবারও প্রস্তুতি নিতে হবে। :)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পাগল প্রেমিক।

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিকার প্রতিক্রিয়াটা জানা দরকার ছিল। :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী ভালোবাসা উদ্ভট চিন্তাধারা
তবুও ভালো লেগেছে তার ভালোবাসা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার এক বন্ধু তার প্রেমিকার সাথে কথা বলার জন্য এক জোড়া ওয়াকিটকি কিনেছিল। ১৯৯২ সালের দিকের ঘটনা। তখন তো মোবাইল ছিল না। প্রেমে পড়লে অনেক ধরণের উদ্ভট কাণ্ডকারখানা মানুষ করে ফেলে।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৪

মিরোরডডল বলেছেন:




ভালোবাসা ???? রিয়েলি ????

What a dumb job !!!!!
চাবকানো উচিত এই ছেলেকে ।
এটা একটা সন্ত্রাসী কর্মকান্ড ।
মানুষ মারা যায়নি কিন্তু যেতে পারতো ।

যদি ফেল করে করবে ।
একটা অন্যায় ঢাকার জন্য আরেকটা বড় ধরনের অন্যায় করা, এটাকে এপ্রিশিয়েট করার মানেই হয়না ।

সবচেয়ে বড় কথা ছেলেটার মাইন্ড হচ্ছে ইভিল মাইন্ড ।
যে এটা করতে পারে, সে তার প্রেমিকাকে বা বউকেও প্রয়োজনে পুড়িয়ে ফেলতে পারে ।
সিম্পল :)

একে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়ে বিশ্ব প্রেমিক হবার চেষ্টায় এধরণের কাজ করবে ।
এমন শাস্তি দেয়া উচিৎ যেন আর কেউ ওকে অনুসরণ না ।
যদিও বয়স কম, অনলি ২১ তাই হয়তো এই যাত্রায় পার পেয়ে যাবে ।


২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের সামনে এই প্রেমিক যুবক পড়লে খবর আছে। :)

মাথা ঠাণ্ডা করার জন্য এই গান;

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: এই ছেলেকে ধরে কঠিন এক মাইর দেওয়া দরকার !
মানুষ প্রেমে পড়লে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে ফেলে । এই আগুন লাগানোর ব্যাপারটা সেইটারই বহিঃপ্রকাশ !

আর শাহজাহান মিয়ার প্রেম যেভাবে আমরা প্রচার করি সেটা কি আসলেই পুরোটুকু সেই রকম ? মমতাজ বেগম যদি তার একমাত্র বউ হত তাহলেও না হয় ঘটনা বিশ্বাস করা যেত !

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বারের মত ছাইরা দেয়া হউক। :)

সম্রাট শাহজাহানের উচিত ছিল প্রত্যেক স্ত্রীর জন্য একটা করে তাজমহল নির্মাণ করা। আপনার মাথা ঠাণ্ডা করার জন্য আরেকটা গান;

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: লও মজা!!!!!!! এবার সামলাও ঠেলা :(( ভালুবাসার ।
হায়রে অবুঝ প্রেম , হায়রে উম্মাতাল ভালবাসা।

ভালবাসায় অন্ধ নাদান প্রেমিক পুরুষ ।
তবে এটা বলা যায় এটা ভালবাসা নয় মোহ। যদি একছাদের নীচে কিছুদিন থাকত তাহলে মোহের বশে এ আকাম জীবনেও করতনা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এক ছাদের নীচে থাকলে তো ভালোবাসা আরও বাড়ার কথা। :)

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহাহাহা!!!! বাহ! কি উৎকৃষ্ট প্রেম! =p~

ভালোই লিখেছেন । আশা করি ভাল আছেন। শুভকামনা জানবেন।


- দেয়ালিকা বিপাশা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পরে আপনাকে পাওয়া গেল।

আপনি তো হাসতে হাসতে খুব হাল্কাভাবে নিলেন ব্যাপারটা। উৎকৃষ্ট প্রেমও বললেন। কিন্তু উপরে কেউ কেউ চাবকাতে চেয়েছে, কঠিন মাইর দিতে বলেছে। তাদেরকে গান দিয়ে ঠাণ্ডা করেছি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্যও একটা গান আপনার প্রাপ্য;


১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহা!! আমি মোটেও ব্যাপারটি হালকাভাবে নেয়নি। খুব সিরিয়াসলি নিয়েছি এবং গানটিও খুব সিরিয়াসলি মনোযোগের সাথে শুনেছি। আসলে চারপাশে এত প্রেমের সংবাদ শুনে তাল মাতাল হয়ে গিয়েছি =p~ :)


আর আমি কি মেঘ নাকি আমাকে খুঁজে পাওয়া যাবে না :)

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোঝা গেল আপনি সব কিছুতেই সিরিয়াস। এটা একটা ভালো গুণ।

তাল মাতাল হয়েই মনে হয় ঠিকানাহীন চিঠি লিখেছেন। :) চিঠি খুব ভালো হয়েছে। তবে বাকি অংশ পড়ার পর পুরো ব্যাপারটা বোঝা যাবে। আপনার চিঠি দেখে অপ্সরা আপুরও বাকি চিঠিগুলো লেখার কথা মনে পড়ে গেছে। :) আপনি চিঠি লেখেন ঠিকানা ছাড়া আর উনি লেখেন ওনার প্রিয় ব্লগারের উদ্দেশ্যে প্রাপ্তি স্বীকার সহ রেজিস্টারড পোস্ট। :)

আশা করি পড়ালেখার চাপ কমেছে এবং ব্লগে নিয়মিত হবেন। আপনাকে ব্লগে এই দেখা যায় আবার নিমিষেই হাওয়ায় মিলিয়ে যান।

ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা।

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাধাটাকে কঠিন থেকে কঠিনতর সাঁজা দেয়া দরকার,
উল্লুক কোথাকার! একটা মেয়ের পাশ ফেলের জন্য স্কুল
পোড়ানো! দুইটাকেই চাবকানো দরকার।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাধাটা যে কোন সাজার বিনিময়ে তার প্রেয়সীকে পেতে চায়। :)

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: জ্বি জ্বি অবশ্যই। এইবার নিয়মিত হবো। এসে শুধু আপনাদের জ্বালাবো। রেডি থাকেন। :)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা তৈরি আছি আপনার পরিশ্রমী এবং উপভোগ্য লেখাগুলি পড়ার জন্য। ভালো লেখা পড়লে আসলে ভালো লাগে, বিরক্তি লাগে না। আপনার লেখার মান ভালো বলেই আপনার শেষ লেখাটা নির্বাচিত পোস্টের তালিকায় এসেছে। এটা আপনাকে অনুপ্রাণিত করবে আশা করি।

সামু আপনার প্রতিভা বিকাশের একটা উৎকৃষ্ট জায়গা হতে পারে। বাংলা ভাষাতে আর তেমন কোন ভালো ব্লগ এখন আর নাই।
গণহারে সবাই ফেইসবুকের সস্তা বাজারে চলে গেছে। যারা সৃষ্টিশীল লেখালেখি করতে চায় তাদের জন্য এখনও সামু সেরা এবং একটি উন্মুক্ত গণমাধ্যম।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩৮

জুন বলেছেন: স্ত্রী বা প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাইলে তার জীবদ্দশায় তা করা উচিত সাড়ে চুয়াত্তর। মরার পর তাজমহল বানানোর চাইতে বেচে থাকতে আগুন জ্বালানো বেশি ভালো। মিশরীয় যুবককে ১০০ তে ১০০ দিলাম =p~

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালোবাসার বহিঃপ্রকাশটা যদি স্ত্রী বা প্রেমিকা দেখেই না যেতে পারে তাহলে লাভ কি। অবশ্যই জীবিত অবস্থাতে এই ধরণের মহান কাজগুলি করা উচিত। আসলে শুধু নর নারীর ভালোবাসা না যে কোন ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ না থাকলে মানুষ ভুল বোঝে। যেমন অনেক বাবা মা সন্তানকে ভালোবাসে কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ না থাকলেও তাদের শাসনের বহিঃপ্রকাশটা সন্তানরা হাড়ে হাড়ে টের পায়। পিতা মাতার উচিত মাঝে মাঝে তাদেরকে আদর করা যেন সন্তানরা তাদের সম্পর্কে ভুল ধারণা না করে।

আপনার সেন্স অব হিউমার অনেক উন্নত (রসবোধ) এটা আমি আগেই বুঝতে পেড়েছি। :) অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য এবং লাইক দেয়ার জন্য।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নব্যপ্রেমিকদের দিগ্বিদিক জ্ঞান একেবারেই থাকেনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ের পরে সাধারণত এই জ্ঞান আবার ফিরে আসে। :)

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রিয় ব্লগার ,




আমার শেষ লেখাটা নির্বাচিত পোস্টের তালিকায় এসেছে!!!! কি বলেন!!! এটি আমি মাত্রই আপনার প্রতি মন্তব্য পড়ে জানতে পেলাম!!!


তবে হ্যাঁ আমার শেষ লেখাটায় সম্মানিত ব্লগার @কাল্পনিক ভালোবাসা পোস্টে ভালোলাগা দিয়েছিলেন যেটি আমাকে বেশ অনুপ্রাণিত করে!

- দেয়ালিকা বিপাশা

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্য কোন দিকে মন না দিয়ে আপনি আপনার মনের আনন্দে সুন্দর সুন্দর পোস্ট দিয়ে যান আগের মত। আপনার কোন পোস্ট নির্বাচিত পোস্টের তালিকায় অন্তর্ভুক্ত হলে আমি আপনাকে জানিও দেব। আপনার এগুলি নিয়ে মাথা ঘামানোর দরকার নাই।

আগে জানতাম যে কাল্পনিক_ ভালোবাসা কোন পোস্টে লাইক দিলে সেই পোস্টটা নির্বাচিত পোস্টের তালিকায় চলে যায়। আপনার ক্ষেত্রে তা ই হয়েছে। আমার গতকালের পোস্টটাতেও কাল্পনিক_ ভালোবাসা লাইক দিয়েছে, কিন্তু লক্ষ্য করলাম আমার পোস্টটা নির্বাচিত পোস্টের তালিকায় যায়নি। আমার মনে হচ্ছে কাল্পনিক_ ভালোবাসার আইডিটা হ্যাক করেছে। আমার পোস্ট যিনি লাইক দিয়েছেন উনি আসল কাল্পনিক ভালোবাসা না।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

সোনালি কাবিন বলেছেন: আগুন লাগানোর কথা শুনে লোক্টাকে জালি বেতের পিট্টি দিতে মন চাইতেসে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিক ছেলেটা অন্যায় করেছে এই ব্যাপারে কোন সন্দেহ নাই। প্রেমের কারণে এই বাড়াবাড়ি রকম খারাপ কাজ সে করেছে।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

নতুন বলেছেন: all is fair in love and war

ভালোবাসার নেশায় মানুষ কতকি না করে।

স্কুলে আগুন দেওয়া তো খুবই সাধারন ঘটনা B-)) অপরাধ করেছে ঠিক আছে কিন্তু তার জন্য তাকে ক্ষমা করা উচিত। B-)

পুরুষরা তাদের স্ত্রী বা প্রেয়সীকে ‘আই লাভ ইউ ডার্লিং’ বলে মুখে ফেনা তুলে ফেলে। স্ত্রীকে/প্রেয়সীকে আই লাভ ইউ বলার অবশ্যই দরকার আছে। দিনে অন্তত ৫ বার বলা উচিত। কিন্তু শুধু মুখের কথা না বরং ভালোবাসার দৃশ্যমান বহিঃপ্রকাশ থাকলে প্রমাণিত হয় যে এই ভালোবাসায় কোন খাদ নাই।

স্ত্রীর সাথে ভালোবাসা এবং শরিরের দুরত্ব বাড়লেই সংসারে সমস্যা বাড়ে.... নতুন বিয়ের পরে সব কিছুই ভালোবাসা ময় তখন কোন কিছুতেই ঝামেলা থাকেনা।

স্বামী স্ত্রীর মাঝে যত কম দুরত্ব থাকবে বাইরের মানুষ তখন দুজনের মাঝে আসতে পারবে না।

পরকিয়া শুরুই হয় দুজনের দুরত্ব বাড়ার সাইড ইফেক্ট থেকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই ভালোবাসার নেশায় মানুষ ভালো মন্দ অনেক কিছু করে থাকে। উপরের মন্তব্যগুলি দেখলেই বুঝবেন যে এই ব্যাপারটাকে কেউ খুব হাল্কাভাবে নিয়েছে আবার কেউ খুব সিরিয়াসভাবে নিয়েছে। ছেলেটা যে একটা অন্যায় করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। যেহেতু বয়স কম তার উপর প্রেমের নেশা এই কারণে শাস্তি দিয়ে ছেড়ে দেয়া উচিত হবে ওকে।

আপনার মন্তব্যের শেষের চার লাইনে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। দীর্ঘস্থায়ী শরীর অথবা মনের দূরত্ব থেকেই পরকীয়া উৎপত্তি সাধারণত হয়ে থাকে।

ভালো থাকবেন। আপনার জন্য শুভ কামনা।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

অঙ্গনা বলেছেন: আনেন আরও কিছু ভালোবাসার গপ্পো শুনে শিউর হই আমি কই আছি ।
ভাইরাল কিছু ষ্টোরি ও এড কইরেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি বর্ণনা করার বয়স তো আপনাদের মত কম বয়সীদের (আমার ধারণা আপনার বয়স বেশী না) :)। আমি এগুলি নিয়ে বেশী লিখলে আমাকে বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। :) তারপরও আপনি যখন আমার বর্ণিত গল্প থেকে নিজের অবস্থান বোঝার চেষ্টা করছেন তাই কিছু গল্প আনার চেষ্টা করা যেতে পারে। যদি স্টকে থাকে। তা না হলে ভাইরাল গল্পই হয়তো বলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.