নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

বিয়ের জন্য মানুষ কি না করে

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

আমার বাবা আমাদের সাথে সব সময় খুব বন্ধুর মত আচরণ করতেন। আমরা ভাই বোনেরা প্রায়ই তার সাথে এক অর্থে আড্ডা দিতাম। আমি অন্তর্মুখী মানুষ হলেও আমার বাবা ছিলেন ১০০% বহির্মুখী এবং আড্ডাবাজ একজন মানুষ। আমি আসলে আমার মায়ের অন্তর্মুখিতা পেয়েছি। আমার বাবা প্রায়ই তার যৌবনকালের অনেক ঘটনা বলতেন। আমরা বেশ মজা করে সেগুলি শুনতাম। এরকম একটা ঘটনা হঠাৎ মনে পড়লো।

তরুণ বয়সে আমার বাবার বন্ধুদের মধ্যে একজন ছিলেন হিন্দু। সেই হিন্দু বন্ধুটা আবার এক মুসলমান মেয়েকে ভালোবেসে ফেলে। সেই ভালোবাসা স্থায়ী করার জন্য তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ছেলে যেহেতু হিন্দু তাই বিয়ের প্রস্তুতি হিসাবে ছেলে মুসলমান হয়ে যায়। মুসলমান ছেলেরা মুসলমানি করে থাকে। আমার বাবার সেই নওমুসলিম বন্ধুও মুসলমানি করার সিদ্ধান্ত নেয় এবং করেও ফেলে। তবে হাজামের কাছে না গিয়ে তিনি একটা হাসপাতালে মুসলমানি করান। এই কারণে তাকে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়।

তাকে দেখার জন্য প্রতিদিন তার প্রেয়সী হাসপাতালে আসে। ১৯৬০ সালের দিকের ঘটনা এগুলি। সেই সময় মেয়েরা একা চলাফেরা কম করতো। সেই প্রেয়সীকে প্রতিদিন সাথে করে হাসপাতালে নিয়ে আসত এবং বাড়ি দিয়ে আসত আমার বাবার হিন্দু বন্ধুরই আরেক মুসলমান বন্ধু। এভাবে কয়েকদিন ঐ মেয়েটার সাথে আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে ঐ মুসলমান বন্ধুর সাথে মেয়েটির ভাব জমে যায়। সেই ভাব আবার যেমন তেমন ভাব না। মেয়েটার কাছে মনে হয় ঐ হিন্দু বন্ধু না বরং মুসলমান বন্ধুটিই তার জীবন সঙ্গী হওয়ার জন্য অধিক উপযুক্ত।

আসলে প্রেমে পড়লে মানুষ অনেক সময় অদ্ভুত কাজ কারবার করে ফেলে। কেউ প্রেমিকার জন্য স্কুল পুড়িয়ে দেয়। কেউ খাল সাঁতরে পাড় হয় আবার কেউ সাত সমুদ্র তের নদী পাড় হয়ে চলে আসে বিয়ে করতে। আরও কত কি। শেষ পর্যন্ত মেয়েটি ঐ মুসলমান বন্ধুটিকেই বিয়ে করে ফেলে। হিন্দু বন্ধুটা রাগে দুঃখে কপাল চাপড়াতে থাকে। এই কাহিনী শোনার পর আমরা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিলাম কয়েকবার। কিন্তু এখন গল্পটা ব্লগে বলার পর আর হাসতে সাহস হচ্ছে না। কারণ এটা কি হাসির ঘটনা নাকি দুঃখের ঘটনা সেটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি। ঠিক করেছি ব্লগাররা হাসতে বললে হাসবো আর কাঁদতে বললে কাঁদবো।

কাটাকাটি করালো কারে আর বিয়ে করলো কারে। আসলে বিয়ে করার পর কাটাকাটি করা উচিত ছিল।

কোন ধর্মকে ছোট করার জন্য এই লেখাটা লেখা হয় নাই। একটা সত্যি ঘটনা বর্ণনা করলাম শুধু। কেউ হাসতে বা কাঁদতে চাইলে নিজ দায়িত্বে হাসবেন বা কাঁদবেন। কোন অবস্থাতেই পোস্ট দাতা হাসি বা কান্নার জন্য দায়ী থাকবে না। তবে বেশী হাসা বা কাঁদা যাবে না।

সুত্র - কোন সুত্র নাই।
ছবি - কাটাকাটির ছবি দেয়া ঠিক হবে না তাই দেয়া হল না।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। কীয়েক্টাদুরবস্থার মতো ঘটনা। আমার এমন একটা গল্প জানা আছে। ব্লগেই কোথাও দিয়েছিলুম। পাচ্ছি না এখন। দেখি, আলাদা একটা পোস্ট দিব একদিন।

আপনার বাবা আসলেই খুব রসিক হৃদয় মানুষ। তাকে সালাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই রকম একটা হৃদয়বিদারক ঘটনা শুনে আপনি হাসতে পারলেন???!!!

ঐ মেয়েকে আর মুসলমান ছেলেকে চাবকানো দরকার ছিল। :)

আমার বাবা এখন দুনিয়াতে নেই। ওনার জন্য দোয়া করবেন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৩

মিরোরডডল বলেছেন:

অকারনে কাটাকুটি, গাধা একটা ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: গাধার মুসলমানি হয় এটা এই প্রথম শুনলাম।

আমি কি হাসবো নাকি কাঁদবো বুঝতে পাড়ছি না।

মুসলমান মেয়ে আর ছেলে দুটিকে ধরে আচ্ছা মত চাবকানো উচিত।

অঙ্গহানির মামলা করা উচিত ছিল এদের বিরুদ্ধে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৬

অপ্‌সরা বলেছেন: যাক মেয়েটা বিয়ে না করুক অন্তত একজনকে মুসলমান বানাতে তো পারলো!! :)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সওয়াবের কাজ করেছে নিঃসন্দেহে। আরেক মুসলমান ছেলের সাথে বিয়ে না হলে আরও কয়েক ডজন ছেলেকে সে এইভাবে মুসলমান বানাতে পারত।

তবে বেশী হাসাহাসি করা ঠিক হবে না।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন:




কি প্রেম এগুলো, কয়দিন একজনের সাথে হেটেই প্রেম বদলে গেলো !
এসব সম্পর্কে ইন্টেন্সড ফিলিংস নেই, এগুলো হচ্ছে ইনফেচুয়েশন ।

তবে গাধাটা যে দাগা পেয়েছে, বাকিটা যা বলতে চাচ্ছি ওটা বলা যাবে না, সেন্সরড করলাম :)



২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমের জন্য আসলে শুধু হাঁটাহাঁটি যথেষ্ট না। তবে শুধু হাঁটাহাঁটি করেছে না কি আরও কিছু করেছে সেটা তো আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। :)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৪

অপ্‌সরা বলেছেন: একদম ঠিক কথা!

আরও কয়েকটা বানালে আরও ভালো হত। কিন্তু মেয়েটা একটা হলেও ভালো কাজ করলো তো! :)

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ যুগে একটাকে মুসলমানি করানোই অনেক ছিল। তবে এই যুগে ডজন খানেক ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুড়িয়ে মুসলমানি করাতে পারে এরকম মেয়ে মনে হয় অনেক আছে। :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৯

সোনালি কাবিন বলেছেন: ঠিক বলেছেন , বিয়ের পরে কাটাকুটি করলে ভাল হত ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ের পরে কাটাকুটি করার পর বউ ভেগে গেলেও এত আফসোস থাকতো না। :)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন:




সাচু অন্তর্মুখী? মনে হয়নি কখনও ।

সাচুর বাবাকে পছন্দ হয়েছে । আমি আড্ডাবাজ মানুষ লাইক করি ।

বাবার সাথে আমাদের সেভাবে আড্ডা দেয়া হতোনা কিন্তু কার্ড খেলার নেশাটা বাবার কাছ থেকেই শুরু ।
বাবা আমি, বোন, বোনের হাজব্যান্ড কাজিন সবাই একসাথে কার্ড খেলতাম ।
সেই সময়গুলো ছিলো অসাধারণ !

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি অন্তর্মুখী এই ব্যাপারে কোন সন্দেহ নাই। ব্লগে হয়তো বোঝা যায় না। তবে আড্ডা আমিও পছন্দ করি। আমার বাবা মজলিশি স্টাইলে আড্ডা দিতেন আর একটার পর একটা সিগারেট খেতেন। দিনে দুই প্যাকেট খেত এক সময়। ভিসিআরের যুগে আমার মা, বাবা, ভাই বোন মিলে সিনেমা দেখতাম। হিন্দি না বুঝলে আমার বাবা কিংবা মা বুঝিয়ে দিতেন। ওনারা এক কালে উর্দু এবং হিন্দি ছবি হলে গিয়ে দেখতেন (পাকিস্তান আমলে অনেক উর্দু এবং হিন্দি ছবি এই দেশের হলে চলত) বিয়ের আগে এবং পরেও। তাই হিন্দি ভালো বুঝতেন। আমার বাবা পশ্চিম পাকিস্তানেও চাকরী করেছেন তাই উর্দু ভালো বলতে পারতেন।

তাস খেলা শিখেছি ক্লাস ফোরে যখন পড়ি তখন। আমরা তাস খেলতাম চাচা, ফুফু, মামা, মামাতো ভাই খালাত ভাই এদের সাথে। আমার ছোট ফুফু খুব ভালো ব্রিজ খেলতে পারেন। ক্যারাম, দাবা খেলতাম আর ভিসিআর দেখতাম। আমাদের বাসায় স্থায়ীভাবে কিছু আত্মীয় সব সময় থাকতেন। তাই ঘর সব সময় জমজমাট থাকতো। আমার দুলাভাইয়ের সাথে মনে হয় জীন ছিল বা আছে। তিনি তাসের কিছু অদ্ভুত খেলা দেখাতেন জীনের সাহায্যে (এটা আমার ধারণা)। আমার মায়ের কাছ থেকে বই পড়া শিখেছি। আমাকে অনেক বই কিনে দিতেন। অনেক অনেক ভালো গান আর রবীন্দ্রনাথের সঞ্চয়িতার কবিতা আমার মায়ের কাছ থেকে জেনেছি। আমার মায়ের গানের পছন্দ খুব ভালো ছিল। সঞ্চয়িতার কবিতা আমার মা আমাদেরকে বুঝিয়ে দিতেন গল্পের মত করে। হিন্দু পৌরাণিক কাহিনীও আমার মা ভালো জানতেন। আমাদেরকে গল্পের মত করে বলতেন। দুর্গা পুজার সময় টিভিতে হিন্দুদের যে অনুষ্ঠান হতো সেগুলির কাহিনী আমাদেরকে বুঝিয়ে দিতেন। অনেক বড় প্রতি মন্তব্য করে ফেললাম। :)

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যই বড় মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা।
এই জন্যি গুণী জনেরা বলেন বউ কলম ঘড়ি
পরের হেফাযতে দিতে নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই বড়ই বেদনাদায়ক। যদিও একটু একটু হাসিও পাচ্ছে। :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: পারষ্পরিক পছন্দ অনুসারে ভিন্ন ধর্মের মধ্যে হওয়া বিবাহ গুলো সহজ ভাবে মেনে নেয়ায় ভালো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও তাই মনে করি। তবে বিয়ের পরে একই ধর্ম দুইজনের না হলে পরে সমস্যা হয়। বাচ্চারা কোন ধর্ম পালন করবে সেটা নিয়ে দ্বিধায় থাকে।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

জুল ভার্ন বলেছেন: কার জীবনে প্রেম কখন কিভাবে আসে..... +

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেম একবার আসলে ভালো। সেটাকেই চূড়ান্ত মনে করা উচিত যদি না বড় কোন সমস্যা হয়। কিন্তু কয়েকদিন পরপর যদি নতুন নতুন প্রেম আসে তখনই সমস্যা হয়।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


মেয়েটার বিয়ে টিকেছিলো? হিন্দুৃ আবার পরে মুসলমান হয়েছিলো?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ঘটনাগুলি এখন আর মনে আসছে না অথবা হয়তো আমার বাবাকে জিজ্ঞেস করিনি তখন।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
হায় হায় হাসি হবে না।
সবটাই বেদনা কাহিনী। কাটাকাটি হয়ে গেছে। =p~

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অপ্সরা আপু বলেছেন যে মেয়েটা তাও তো একটা ভালো কাজ করেছে। একটা ছেলেকে মুসলমান বানিয়েছে। :)

এই যুগের মেয়েরা এইভাবে কয়জনকে যে মুসলমান বানাচ্ছে মেয়েরাই জানে। :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: ঐ মেয়ে অনেক সাওয়াব পাইবে । তার কারণে একজন মুসলিম হইছে ! :D

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে সওয়াব পাবে না। কারণ সে একটা অন্যায় করেছে। ব্যাপারটা দুঃখজনক। তারপরও মাঝে মাঝে হাসি আসে।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

রোকসানা লেইস বলেছেন: কঠিন সামাজিক ব্যাধীর গল্প এটা।
আমাদের চিন্তা চেতনাএমনই ছিল সব কিছুই নিজের সমস্যা না হলে হাসা।
লোকটা যতটা সিরিয়াস ছিল প্রেমের ব্যাপারে মেয়েটা ততটা ছিল না। তাই এই পরিণতি হয়েছে। হাসি কান্নার কোন ইচ্ছা হলো না ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ঘটনাটা দুঃখজনক। ঐ লোকের জায়গায় আমরা নিজে হলে চরম বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তাম।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪১

কাছের-মানুষ বলেছেন: বিয়ের পর কাটাকাটি করলে ভাল হত! আমও গেল এবং ছালাও গেল! আমিও বুঝতে পারছি না, হাসব না কাধবো!

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমারও একই অবস্থা। ঘটনাটা শুনতে হাস্যকর মনে হলেও ঐ বন্ধুর জন্য অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার ছিল।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহারে বেচারী মুসলিম হয়ে বিশেষ অঙ্গ কেটেও পেলনা মেয়েটিকে !!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: তার ঈমান ঠিক থাকলে এটা তার জন্য পরবর্তীতে কল্যাণকর হবে। যদিও খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে সে পড়েছিল।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বেদনাদায়ক! এখনকার যুগে কিন্তু এমন অনেক হচ্ছে। ভালোবাসায় গভীরতা ছিল না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছেলেটা বিয়ের ব্যাপারে সিরিয়াস ছিল কিন্তু মেয়েটার মধ্যে ভালোবাসার বদলে মোহ ছিল।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

শৈশবের ফড়িং বলেছেন: কাটাকাটি করা ছেলেটার আফসোসের কথাই চিন্তা করছি বারবার।এ এক মধুর বেদনা..

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘটনাটা শুনলে হাসি পেলেও আসলে দুঃখজনক একটা ঘটনা।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: সাচু ভাই,
আপনার পোস্ট পড়ে কখনো মনে হয় না আপনি অন্তর্মুখী।যাক বিষয় সেটা নয়। হিন্দু সম্প্রদায়ের ছেলে ও মুসলমানদের সম্প্রদায়ের মেয়ের প্রেমের সম্পর্ক দুর্বল ছিল। উভয়ের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। আমার দৃষ্টিতে ছেলেটি একটা হাদা।ও ব্যাটা ধর্ম পরিবর্তনের মত সিদ্ধান্ত নিল যার মুখপানে তাকিয়ে তার যে ওর উপর আস্থা কম এটুকু স্টাডি করার ক্ষমতা না থাকায় যা হবার তা তো হয়েছেই।
আর মেয়েটা খুবই দুষ্টু। তাৎক্ষণিকভাবে হতোদ্যম হলেও এরকম মেয়ের খপ্পর থেকে যে কোনো মানুষ রেহাই পেলে তার ভবিষ্যৎ জীবন সুখের হতে বাধ্য।
শুভেচ্ছা প্রিয় সাচু ভাইকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক দা, আপনার পর্যবেক্ষণ সঠিক মনে হচ্ছে।

ছেলেটা মেয়েটাকে ভালোভাবে বুঝতে পারেনি। মেয়েটার ভালোবাসায় মোহ ছিল। ফলে সে অল্প সময়েই আরেকজনের প্রেমে পড়েছে।

এই দুষ্ট মেয়ের সাথে বিয়ে না হয়ে তার জন্য ভালো হয়েছে।

যাই হোক যে কোন অসিলাতে ছেলেটা মুসলমান হয়েছে এটাই সুখের কথা। ভালো থাকবেন পদাতিক দা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.