নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

মা আর সন্তানের ভালোবাসা নিয়ে গান

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫১


পৃথিবীতে মায়ের ভালোবাসার উপরে কোন ভালোবাসা হয় না। ৯ মাস যে সন্তান ছিল মায়ের শরীরের অংশ তার গায়ে একটা আঁচর লাগলে মা তা সহ্য করতে পারে না। সারা পৃথিবী সন্তানের সাথে অন্যায় করলেও মা তার সন্তানকে আগলে রাখতে চায়। সন্তান মাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলেও মায়েরা সন্তানের জন্য বদদোয়া করে না। তারপরও চায় তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। মায়ের কাছে তার সন্তান সবচেয়ে সুন্দর।

বলা হয়ে থাকে যে নাথিং ইজ ফ্রি। কিন্তু আমার কাছে মনে হয় মায়ের ভালোবাসা সত্যিই ফ্রি। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে মায়েদের অনেক বড় ভুমিকা থাকে। পরিবারের খুঁটি হল মা। একটা জাতির ক্ষুদ্রতম একক হল পরিবার। অনেকগুলি পরিবার নিয়েই সমাজ এবং জাতি। এই কারণেই নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন;

“Give me a good mother and I will give you a good nation!”

উনি সম্ভবত এই কথাটা আরেকভাবেও বলেছিলেন;

Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation,"

পৃথিবীতে রাগ অভিমান করার জায়গা পাওয়া দুষ্কর। কার সাথে আপনি রাগ করবেন। যার সাথে রাগ করবেন সে কি আপনার অভিমানকে গুরুত্ব দেবে। আসলে রাগ অভিমানটা মায়ের সাথেই করা যায় এই বিশ্বাসে যে মা আপনার অভিমানের মূল্য দেবে।

সন্তানের জীবন এবং মনজগতেও মায়ের একটা বড় স্থান আছে। যাদের মা নেই তারা এটা আরও ভালো বুঝবে। মা জীবিত থাকা অবস্থায় মায়ের মূল্য অনেক সময় আমরা বুঝতে পারি না। একটা শিশুর জন্য মায়ের কোল হল নিরাপত্তার আরেক নাম। এই কারণেই বলা হয়ে থাকে ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’।

আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি আমার মায়ের সঠিক মূল্যায়ন তার জীবিত অবস্থায় করতে পারিনি।

মা আর সন্তানের ভালোবাসা নিয়ে আমার শোনা এবং আমার পছন্দের কয়েকটা গান দিলাম ব্লগারদের উদ্দেশ্যে। আশা করি ব্লগাররা গানগুলি উপভোগ করবেন এবং মায়ের ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করবেন।

১। মায়ের মত আপন কেউ নাই


২। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে


৩। সবাই বল মা


৪। মা মাগো মা মাগো মা মাগো মা


৫। মা গো মা ও গো মা


৬। জু জু জু জু জু


৭। মায়ের এক দার দুধের দাম


৮। তুঝসে নারাজ নেহি জিন্দেগী


৯। আম্মাজান আম্মাজান


সুত্র- ইউটিউব
ছবি- ভোরের কাগজ

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১১

নতুন বলেছেন: সন্তান জন্ম নেয়ার পরে মায়ের থেকে নাড়ী কেটে আলাদা করা হয়।

একটা অদৃশ্য সংযোগ মায়ের সাথে থাকে।

সত্যি কারের নাড়ীর সম্পর্ক ছেদ হয় কখন জানেন?

যখন মা মারা যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মা মারা গেলে মায়েরা সন্তানের কল্পলোকে সব সময় ঘুরে বেড়ায়। আমার কাছে মনে হয় জীবিত মায়ের টানের চেয়ে মৃত মায়ের টান আরও বেশী। এখন আমি যতবার আমার মাকে স্মরণ করি জীবিত থাকা অবস্থায় ততবার করতাম না। তখন অনেক সময় মায়ের উপর রাগও করেছি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। অন্য কারও সাথে না ও মিলতে পারে।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২১

জুল ভার্ন বলেছেন: "পৃথিবীতে মায়ের ভালোবাসার উপরে কোন ভালোবাসা হয় না"- জন্ম থেকেই সেই ভালোবাসা থেকে যারা বঞ্চিত তাদের চাইতে হতভাগা পৃথিবীতে আর নাই! +

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কষ্টটা আমি পুরো না বুঝলেও অনেকখানি বুঝতে পাড়ছি। আপনার বিভিন্ন লেখায় প্রকাশ পেয়েছে আপনি অনেক ছোটবেলায় মাকে হারিয়েছেন। মায়ের কথা হয়তো আপনার স্মৃতিতেই নেই। বাকি আপনজনদের সবার ভালোবাসা যোগ করেও মায়ের ভালোবাসার সমান হবে না। আমার উপরের লিস্টে একটা গান আছে;

'মায়ের মত আপন কেউ নাই রে। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেউ নাই রে'

আপনার মায়ের অনেক ছবি আছে নিশ্চয়ই আপনার কাছে। আপনার কাছে সেই ছবিগুলিই হয়তো সম্বল।

মায়ের মূল্য আপনার চেয়ে আর কেউ ভালো বুঝবে না। তবে নিজেকে হতভাগা ভাববেন না। আপনার মায়ের সাথে একটা আত্মিক টান/ সম্পর্ক নিশ্চয়ই আছে। আপনার মাও আপনাকে দূর থেকে দেখছে আপনিও নিশ্চয়ই কল্পনায় আপনার মাকে দেখছেন।

আমার মা মারা যাওয়ার কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখি যে আমার মা বাইরের রাস্তার সামনের দোতলার বারান্দায় বিষণ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে রাস্তা থেকে দেখছি। পরে আমার কাছে মনে হল আমার মায়ের জন্য দোয়া করা দরকার। তার প্রতি দোয়ার পরিমান বাড়িয়ে দিলাম তখন। এখন মাঝে মাঝে ভুলে গেলেও নামাজে বা অন্য সময় পড়ি 'রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা'। অর্থ - হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।” এটা একটা শক্তিশালী দোয়া যেটা পড়ার জন্য উপদেশ দেয়া হয়েছে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মা নিয়ে গানগুলো শেয়ার করার জন্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আশা করি সময় করে শুনবেন গানগুলি। অবশ্য এতগুলি গান একসাথে শোনার জন্য অনেক সময়ের প্রয়োজন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

অপ্‌সরা বলেছেন: মধুর আমার মায়ের হাসি এই জগতের সকলের সেরা......

আর যশোদা গান শুনে তো আমি কাঁদতে কাঁদতে শেষ.....

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'মধুর আমার মায়ের হাসি' এই গানটা আমার খুব খুব প্রিয় একটা গান। একজনের মোবাইলে কল করলে এই গানের প্রথম কয়েক লাইন শোনা যেত। তখন থেকেই ভালো লেগে যায়। কে গায়ক তাও জানতাম না। তারপর ইউটিউবে পুরোটা শুনি বেশ কয়েক বছর আগে। এই গানটার সাথে গাইতেও খুব ভালো লাগে।

আর যশোদা গানটা আসলে আপনার জন্যই এখানে দিয়েছি। :) আমি জানি আপনি এই গানটা পছন্দ করেন। :)

আমি ভেবেছিলাম আপনি গানটা খেয়াল করবেন না। কারণ এক সাথে এখানে অনেক গান আছে। এক সময় এই গানটা বারবার শুনতাম। তবে ঐ সময় ভিডিওটা দেখি নাই। শুধু অডিও শুনতাম। এখন ভিডিওসহ শুনতে আরও ভালো লাগলো।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া সিনেমাটাও দেখো...... আরো কাঁদো...... ভাবীকে নিয়ে দেখো...... ভাবীকে নিয়েই কাঁদো

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ভাবি তো বত্রিশ পাটি দাঁত বের করে হাসে বেশী। কাঁদতে চায় না। তাও পরামর্শ যখন দিয়েছেন তখন দেখি সিনেমাটা দেখিয়ে কাঁদানো যায় কি না। আমার অবশ্য কান্না পেতেও পারে। 'মিস্টার ইন্ডিয়া' সিনেমা দেখার সময় একটা দৃশ্য আছে। যেখানে এতিম বাচ্চাগুলো পুরো একদিন না খাওয়া থাকে অনিল কাপুরের অভাবের কারণে। শ্রী দেবি জানতে পেরে ওদের জন্য খাবার নিয়ে আসে পরের দিন সকালে। ওরা সঙ্কোচ করে প্রথমে নিতে চায় না। এই সিনটা দেখলে আমার কান্না আসে।

আমার একটা প্রিয় সিনেমা 'মিস্টার ইন্ডিয়া'। বহুবার দেখেছি। এখন আবার দেখতে ইচ্ছে করছে। না দেখা থাকলে দেখে নিবেন। শ্রী দেবীর মত কমেডি কোন নায়িকা করতে পারবে না। সে যেমন সুন্দর তেমনই তার কমেডি।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ সেই জন্যই সে আমার প্রিয়। এত্ত সুন্দর এত্ত মজার এত্ত দুষ্টু!!!!!!! এত্ত আবার অহংকারীও মানে সব কিছুর পরেও ১০০ হাত দূরে থাকুক টাইপ! এটাই আমার পসন্দ! :) ঠিক এমন মেয়েরাই। যাই হোক আর তাই হোক নিজের সন্মান বজায় রেখে দুত্তুমী করতে পারে সিনেমায়......


সদমা তার সেরা সিনেমা ........ আমার মতে তারপর নাগিন ......... নাচের জন্য তারপর তার সব চিনেমাই আমার প্রিয় আমি তাই তার ছবি এঁকেছিলামও :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শ্রী দেবির সদমা দেখেছি ১৯৮৫ সালে সম্ভবত। খুব ভালো লেগেছিল। শেষের দৃশ্যে বেচারা কমল হাসানের বান্দর নাচ দেখে কমল হাসানের জন্য খারাপ লাগছিল। শ্রী দেবি আমার একজন প্রিয় নায়িকা। এত ভালো অভিনয় জানে। ছোটবেলা থেকেই অভিনয় করে সে। হাসাতে পারে মানুষকে। নাগিনের গান তো শুনেছি। দেখেছি কি না মনে পড়ছে না। শ্রী দেবীর এই নাচ আর গানটা খুব ভালো লাগে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: শ্রী দেবীর আরেকটা গান ভালো লাগে -

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:




মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কতদূর আর কতদূর, বলো মা?

পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব
মা গো, বলো কবে শীতল হবো
কতদূর আর কতদূর, বলো মা?





এই গানে মা বলতে দেশকে বোঝায় ।
আমার বাবার পছন্দের গান ।
বাবার মেয়েও অনেক পছন্দ করে, যে মেয়ে সাচুর পরিচিত :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা দিতে চেয়েছিলাম। তালিকায়ও প্রথমে রেখেছিলাম। পরে খেয়াল হল এই গানে আসলে জন্মদাত্রী মাকে বুঝানো হচ্ছে না। এই গানটা আমার অত্যন্ত প্রিয় একটা গান। মিরোরডডলের লিঙ্কে আবার শুনলাম। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ মিরোরডডলকে গানটা শেয়ার করার জন্য।

বাবার মেয়ের বাবার সাথে দেখা হলে ভালো হত। :) কারণ ওনার প্রিয় গানের সাথে আমার মিলে যাচ্ছে দেখা যাচ্ছে। ওনার এবং আমার দুইজনেরই হেমন্ত প্রিয় শিল্পী। ওনার জন্য দোয়া রইল। বাবার মত বাবার মেয়েরও গানটা প্রিয় জেনে ভালো লাগলো।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

অপ্‌সরা বলেছেন:


এই নাও সেই চিত্রখানা ...... খবরদার বলবা না যে এটা তো শ্রীদেবী হয়নি তাইলে কিন্তু আজকেই বসে যাবো আরেকটা আঁকতে .....

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: না, খুব ভালো এঁকেছেন। শ্রী দেবীই হয়েছে। চোখ দুটি খুব পারফেক্ট হয়েছে মনে হচ্ছে।

কাকের বাসার মত চুলগুলি মনে হয় আপনার মত হয়েছে। শ্রী দেবীর তো এরকম এলোমেলো করে চুল রাখার কথা না। ঘাড় বাঁকা করে দেখতে হয়েছে তাই ভুলও দেখতে পারি অবশ্য। :)

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সাচু ভাই কমেন্টে অনেক গুলো ভিডিও আপলোড দিলে পোস্ট লোড হতে টাইম লাগে অনেক।ম
মোবাইল ইউজার দের কষ্ট হয় পড়তে ও মন্তব্য করতে। ভিডিও কমিয়ে দিয়েন।

পোস্ট ভালো লাগলো। পৃথিবীর সকল মায়েদের প্রতি ভালোবাসা ও সম্মান জানাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মোবাইল ব্যবহারকারীদের পোস্ট লোড হতে দেরী হয় এটা জানা ছিল না। তাদের জন্য খারাপ লাগছে। কি করা যায় ভাবছি। আশা করি গানগুলি ভালো লেগেছে। বাংলা সিনেমার গানগুলি খুব কমন গান।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭

মিরোরডডল বলেছেন:




আপুর আঁকা ছবিটা খুব সুন্দর হয়েছে ।

বাবার সাথে পরিচয় হবে না, বাবা চলে গেছে ।
বাবার অনেক কিছুই মেয়ে পেয়েছে ।
বাবার পছন্দ হেমন্ত, মান্না দে, চিত্রা জগজিৎ আরও অনেক গান এবং শিল্পী মেয়েরও পছন্দ ।
বাবা আড্ডা পাগল ছিলো, মেয়েও তাই । বাবা কার্ড খেলা পছন্দ করতো, মেয়েও করে ।
বাবার জীবনের আদর্শের সাথেও মিল আছে । বাবা সোশ্যাল ওয়ার্ক করতে খুব ভালোবাসতেন । মেয়েও তাই করে ।

একটা জায়গায় মিল নেই । বাবাকে অনেক মানুষ ভালোবাসতো । বাবা মারা যাওয়ার পর হাজারো মানুষ এসেছিলো ।
জানাজায় ঈদগাহ মাঠে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ ............
কিন্তু মেয়ে মারা গেলে, কেউ হয়তো জানবেও না কবে কখন মারা গেছে । যতই কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক করুক না কেনো, পার্সোনাল লাইফে খুব আনসোশ্যাল । হাতে গোনা কিছু সিলেকটিভ ফ্রেন্ডস ছাড়া, সে একজন বাই বোর্ন লোনার ।
একা থাকতে পছন্দ করে । মানুষ থেকে দূরে থাকে ।
জীবন নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে । এখানে বাবার সাথে মিল নেই । বাবা মানুষ নিয়ে থাকতে পছন্দ করতেন ।

Let’s go for song.
অনেক প্রিয় একটি গান ।
যেমন সুর, তেমন সুন্দর কথাগুলো ।





২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের ছবির প্রশংসা শুনে আপু খুব খুশি হবে। আমিও ভালো বলেছি অবশ্য। খালি কাকের বাসার মত চুলগুলি ছাড়া।

বাবা নেই আমি জানি। উনি সম্ভবত ক্যানসারে মারা গেছেন। বাবার অনেক গুণ মেয়ে পেয়েছে জেনে ভালো লাগলো।

সোশ্যাল ওয়ার্ক করলে অনেক মানুষ বাবার মেয়েকে চেনার কথা। এই কারণেই সবাই অবশ্যই মনে রাখবে তাকে। সবাই তো বন্ধু হওয়া জরুরী না। একজন কলিগ বন্ধু না হলেও বিদায়ের সময় অনেক সময় কাঁদে। অল্প পরিচিত লোককেও বিদায়ের সময় আবেগ প্রবণ হতে দেখেছি।

সাহস বেশী না থাকলে কেউ জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না। সাহস থাকা ভালো। জীবনে ঝুকি নেয়ার মানসিকতা থাকা ভালো। অনেক সম্ভবনার দুয়ার কখনও খোলে না যদি ঝুকি না নেয়া হয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানটা খুব ভালো লেগেছে। অসাধারণ। অন্য রকম একটা গান। এই গায়ককে আমার পছন্দের তালিকায় রাখলাম। গানের কথাগুলিও সুন্দর। মিরোরডডল মাঝে মাঝে কিছু ভালো গান শেয়ার করলে আমার গানের উপর জ্ঞান বৃদ্ধি পাবে। অনেক ভালো গান আসলে শোনা হয়নি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্য একটা পোস্টে মিরোরডডলের জন্য মেহেদি হাসানের এই গজলটা দিয়েছিলাম।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১০

ঢাবিয়ান বলেছেন: জেমস এর মা

জেমস এর মা গানটি অসাধারন। শুনলেই দুচোখ ভিজে যায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জেমসের গানটা অসাধারণ। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

মিরোরডডল বলেছেন:




হ্যাঁ সাচুর এটা সেই পোষ্টে শুনেছিলাম ।
থ্যাংকস সাচু ।

মেহেদিরটা শুনে মনে পড়লো অনুপের একটা গজল প্রায়ই শুনি Rafta Rafta।





২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনুপের গজলটা ভালো লেগেছে। মিরোরডডলকে অনেক ধন্যবাদ সুন্দর একটা গান শেয়ার করার জন্য।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০০

অপ্‌সরা বলেছেন: আমি চুলটা ভালোমত আঁকিনি কারণ ঐ জটাধারী চুলের হেয়ারস্টাইল আমার পছন্দ হচ্ছিলো না। তবে শ্রীদেবীর চোখ সবচাইতে সুন্দর লাগত তাই ওমন মনোযোগে এঁকেছিলাম! :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঠিক আছে। সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। :)

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: মা
এই একটি শব্দে কি আছে সেটা বুঝে সঠিক ভাবে প্রকাশ করার ক্ষমতা কারো আছে কিনা কে জানে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই কারণেই কবি বলেছেন;

মা

কাজী কাদের নেওয়াজ

মা কথাটি ছোট্ট অতি,
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নামটি মধুর
তিন ভূবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার’ পরে আজি
অন্তরে মা থাকুক মম
ঝরুক স্নেহরাজি।
রোগ-বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি
সান্তনা পাই মায়ের মধু
নামটি হৃদে স্মরি।
বিদেশ গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে আমার
প্রাণ যে কেমন করে।
মা যে আমায় ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে,
শীতল হতো প্রাণটা মায়ের
হাতটা বুকে পেলে।
মাগো, আমি বিদেশ থেকে
দিচ্ছি তোমায় চিঠি,
কেমন আছ জানতে চাহি,
দেখতে চাহি দিঠি।
তোমায় স্মরি চোখ ফেটে মোর
অশ্রু যে আজ ঝরে,
প্রাণ যে কেমন করে আমার
মন যে কেমন করে।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

গেঁয়ো ভূত বলেছেন:


পৃথিবীর সবচাইতে দামি জিনিসগুলো কিন্তু আমরা ফ্রিতে পাই! যেমন, মায়ের ভালোবাসা এবং অক্সিজেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: একদম ঠিক বলেছেন। ফ্রি পাই বলে এগুলির মূল্য আমরা সব সময় অনুধাবন করতে পারি না।

১৬| ০৫ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম অনুচ্ছেদের লাইনগুলো চমৎকার! তবে অনেক মা অনেক সময় নিজের অজান্তে সন্তানের বড় ক্ষতি করে ফেলেন, অজ্ঞতা কিংবা অপরিণামদর্শিতার ফলে।

০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি, আপনার কথা সঠিক। অনেক মেয়ে বেশী আদর দিয়ে সন্তানের ক্ষতি করে ফেলে বুঝে বা না বুঝে। এই কারণে পরিবারের স্বার্থে মায়েদের বিচক্ষণ হওয়া জরুরী।

১৭| ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: ৭ ও ৮ নং গানদুটো বেশি ভালো লেগেছে।
'রাব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা'। অর্থ - হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।” এটা একটা শক্তিশালী দোয়া যেটা পড়ার জন্য উপদেশ দেয়া হয়েছে। - অনেক ধন্যবাদ, স্মরণ করিয়ে দেয়ার জন্য।
৫ নং মন্তব্যের ইউনিক অনুরোধটা পাঠ করে হাসবো না কাঁদবো, বুঝতে পারছি না!!
৭ নং মন্তব্যে মিরোরডডল এর দেয়া গানটি আমার একটি অন্যতম প্রিয় গান। মন্তব্যের শেষের বাক্যটি খুবই চমৎকার এবং মনস্পর্শী।

০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই দোয়াটা মা বাবার জন্য একটা উত্তম দোয়া।

শায়মা আপু খুব আবেগ প্রবণ মানুষ তো তাই আমাকে সস্ত্রীক কাঁদতে বলেছেন। তাও ভালো সপরিবারে বাচ্চা কাচ্চা সহ কাঁদতে বলেন নি। :) ওনার অনুরোধ তো ফেলে দেয়া যায় না। তাই ভাবছি সিনেমাটা দেখে স্বামী স্ত্রী মিলে কিছুক্ষণ কাঁদবো ওনার সম্মানে। :) কান্নার ছবি তুলে ওনাকে পাঠাতে হবে। তা না হলে আবার বিশ্বাস করবেন না।

৭ নং প্রতি-মন্তব্যে মিরোরডডলের দেয়া গানটা আমারও অনেক প্রিয় একটা গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.