নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৯


খোকাভাই আর নীরুর মাঝে গভীর প্রেম চলছে। খোকাভাই থাকে নীরুদের বাড়ির ছাদের চিলেকোঠায়। খোকাভাই নীরুর চাচাতো ভাই, তাই এটা আসলে খোকাভাইয়ের বাড়িও বটে। নীরু ছাদে গিয়ে মাঝে মাঝে খোকাভাইয়ের ঘুড়ির নাটাই নিয়ে টানাটানি করে ঘুড়ি হারিয়ে ফেলে। খোকাভাইয়ের সাইকেলে চড়ে নীরু গান গায় ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব………’। খোকাভাই যখন ছাদে বাঁশী বাজায় তখন নীরু পিছন থেকে গিয়ে খোকাভাইয়ের চোখ চেপে ধরে। নৌকায় চড়ে নৌকার মাঝিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় নীরু আর হাল ধরে খোকাভাই। এই হল ওদের প্রেমের অবস্থা। ওরা অনেক দিন অভিসারে যায় না। অভিসারের একটা নতুন পরিকল্পনা করা দরকার।
তাইতো খোকাভাই নীরুকে বলল যে আমরা আগামীকাল আবার সাইকেলে চড়ে ঘুরতে যাব। নীরু বলল আগামীকাল আমার স্কুল খোলা থাকবে যে। খোকাভাই বলল যে নারে পাগলী আগামীকাল তোর স্কুল তো বন্ধ থাকবে। নীরু বলল তাই নাকি। আমি তো ভুলেই গেছি আগামীকাল কি বার। তখন খোকাভাই বলল;

আরে পাগলী তিন দিন আগে গতকাল ছিল রবিবারের আগের দিন। তাহলে হিসেব করে বের করে নে আগামীকাল কি বার হবে। নীরু তো অসম্ভব বুদ্ধিমতি। 'ক' বললে কাক বুঝে ফেলে। খোকাভাইয়ের সামান্য ইঙ্গিত থেকে নীরু কিন্তু ঠিকই বলতে পেড়েছিল আগামীকাল কি বার। আশা করি ব্লগাররাও পারবেন।

খোকাভাই আর নীরুর চকলেট নিয়ে এবার আরেকটা ধাঁধা ধরি;


উপরের ছবিতে ৩টা বাক্সে ৩ ধরণের চকলেটের সংমিশ্রণ আছে। ১ম বাক্সের ৩টি চকলেটের দাম মোট সাড়ে ৫ ডলার। ২য় বাক্সের ৩টা চকলেটের দাম মোট ৬ ডলার। ৩ য় বাক্সের ৩ টা চকলেটের মোট দাম ৫ ডলার। কেউ চাইলে পুরো বাক্সের চকলেট না কিনে যে কোন বাক্স থেকে ১টা চকলেটও কিনতে পারে। ব্লগারদের বলতে হবে ৩ ধরণের প্রত্যেকটা চকলেটের দাম কত।

ছবিঃ IBGNEWS.COM

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১২

অপ্‌সরা বলেছেন: আমি জানিনা খোকাভাই জানে।

নীরুও জানে না কারণ খোকাভাই কই থেকে পেয়েছে সেটা তাকে বলেনি।

চুরি টুরি করে এনেছে মনে হয়,
নীরু সেই চকলেট ৩ বক্স খেয়ে ফেলেছে। :)

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: নীরু খোকাভাইয়ের কাছ থেকে জেনে বলুক না কেন। :)

প্রেমিকার জন্য চুরি করে ফুল আনে অনেক প্রেমিক। খোকাভাই এনেছে চকলেট। ভালোই তো। :)

নীরু অনেক বড় মনের মেয়ে। খোকাভাইয়ের জন্য মন সব সময় কাঁদে। খোকাভাইকে না দিয়ে সে কখনও একা চকলেট খাবে না।:)

২| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: চিন্তা করছো !!!!! কী কারবার !
খোকাভাই আর নীরুর মিষ্টি গল্পের আড়ালে ব্লগারদের দিয়ে অংক করিয়ে নিচ্ছে B:-)

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিষ্টিপ্রেম করতে হলেও অংক জানতে হয়। :)

৩| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪২

অপ্‌সরা বলেছেন: প্রেমিকার জন্য চুরি করে ফুল আনে অনেক প্রেমিক। খোকাভাই এনেছে চকলেট। ভালোই তো। :)

নীরু অনেক বড় মনের মেয়ে। খোকাভাইয়ের জন্য মন সব সময় কাঁদে। খোকাভাইকে না দিয়ে সে কখনও একা চকলেট খাবে না।:)


ইশশিরে!!!!!!!!!!!


খোকাভাইটা লাপাত্তা হয়ে গেলো।
এখন কি করে চকলেটের গল্পটা আনি?
কসম খোদার এখন আমার চকলেটের গল্পটা মনে পড়লো! :(

তবে দামাদামি শুনে কাম নাই.....

চকলেট পাইসেন এই বেশি।

তাও আবার ভালোবাসার উপহার .......

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চকলেটের গল্পটা এক সময় শুনতে হবে। বেশ মজার হবে মনে হচ্ছে।

এক সময় আমার এক বন্ধু তার নতুন বউয়ের জন্য বাসায় ফেরার সময় প্রতিদিন চকলেট কিনে নিয়ে যেত। বেচারার তখন আয় রোজগার কম ছিল তাই বেশী কিছু দেয়ার সামর্থ্য ছিল না।

৪| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৩

অপ্‌সরা বলেছেন: ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৪০

মনিরা সুলতানা বলেছেন: চিন্তা করছো !!!!! কী কারবার !
খোকাভাই আর নীরুর মিষ্টি গল্পের আড়ালে ব্লগারদের দিয়ে অংক করিয়ে নিচ্ছে


হ্যাঁ ভুলায় ভালায় বুড়াকালে অংক করানো!!!

আমরা কি বোকা !! মরে গেলেও এত কষ্ট করে অংক করছি না হুহ

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কারা বুড়া। বুড়িরা এমন রোমান্টিক গল্প, কবিতা লিখতে পারে নাকি। :)

গল্প, কবিতা পড়লে মনে হয় বয়স বায়ো কি তেও। :)

৫| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন: মিষ্টিপ্রেম করতে হলেও অংক জানতে হয়। :)

ভুল ভুল যে অংক জানে তার প্রেম তো অংকের সাথে, সে খোকা ভাই কে খুঁজতে যাবে কেনো ?

হাহাহাহাহ ঠিক ঠিক আমি তো এই অংক করবো নাই ই, আর অপ্সরা চাইলে বহু মুনি ঋষি বসে আছে ধ্যান ভেঙ্গে তার অংক কষে দেবার জন্য।

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গানিতিক সুত্র প্রয়োগ করে প্রেমিক/প্রেমিকা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব। আপনার জন্য একটা বিখ্যাত বই রেফার করছি। এই বইটা লিখেছে হান্না ফ্রাই নামের একজন ব্রিটিশ ভদ্রমহিলা। উনি একজন বিখ্যাত গণিতবিদ এবং লেখিকা। বইটার নাম 'THE MATHMATICS OF LOVE'। অন্তরজালে সহজে পেয়ে যাবেন। :) বইটার কিছু বিষয় অবশ্য আমাদের দেশের সাথে খাপ খাবে না।

মুনি ঋষিদের উচিত চোখ বেঁধে ধ্যানে বসা।

৬| ১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০০

অপ্‌সরা বলেছেন: মুনি ঋষিরা অংক কষুক। আমরা শুধু গান কবিতা নাচ নিয়ে থাকবো.... :)

১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধ্যানের গভীরে যেতে পারলে মুনি ঋষিরা এই অংক মিলাতে পারতো। কিন্তু ধ্যানের গভীরে যাওয়ার আগেই অপ্সরাদের প্রলয় নৃত্যে ধ্যান ভঙ্গ হয়। :)

৭| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২০

ফ্রেটবোর্ড বলেছেন: ছবিতে দেয়া খাঁজ কাটা খাঁজ কাটা চকলেটের দাম ৫/৬ ডলার ?
তারচেয়ে চিনি কিনে খাওয়া ভালো।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধাঁধার ভয়ে এখন চিনি খেতে চাচ্ছেন !!! :) এই চকলেট যেমন তেমন চকলেট না কিন্তু।

৮| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: ইয়ার্কি নাকি! নিজে ব্যবসা করে লাভ করবেন। এতগুলি চকলেট কিনে হিসাব মিলাতে পারছেন না, আর আমরা কাস্টমারদের কাছ থেকে হিসাব চাইবেন? ওটি হচ্ছে না নিকো।আগে স্যাম্পল কপি দিয়েন টেস্ট করে নিই তারপরে দাম দক্ষিণা ঠিক হবে :) হেহেহে

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক দা, আমাদের মিরোরডডল সঠিক উত্তর দিয়ে সব চকলেট জিতে নিয়েছে ইতিমধ্যে। :) চকলেটের পরের চালান আপনার কাছে স্যাম্পল হিসাবে পাঠাবো।

৯| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: নিরু আফাই এই কুইজের উত্তর দিবেন।
উনার মাথায় অনেক হিজিবিজি বুদ্ধি :)

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নীরু আপুর হিজিবিজি বুদ্ধি হল সবাইকে ফাঁকি দিয়ে প্রেম করার সময়। :)

তিনি বলেছেন ধাঁধার উত্তর দেবেন না। নাচ, গান আর কবিতা নিয়ে থাকতে চান।

১০| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওহ মাথায় গোল পেকে গেলো।

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্ট অনেকেই পড়েছে ( এখন পর্যন্ত ২৮৪ জন)। কিন্তু এখন পর্যন্ত মিরোরডডল সঠিক উত্তর দিতে পেড়েছে পূর্ণ ব্যাখ্যা সহ। তবে আপনি আরেকটু মাথা খাটালেই সমাধান করতে পারতেন। :)

১১| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪০

জুল ভার্ন বলেছেন: আবারও অংক!
ছাত্র জীবনে এই অংকের জন্য যত যাতনা সয়েছি- যার খেসারত এখনও দিচ্ছি!

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অংক ভয় পেলেও আপনি সাহিত্যে ভালো ছিলেন সম্ভবত। আপনার লেখাগুলি থেকে অনুমান করা যায়। সবার মেধা একই রকমের হয় না।

১২| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, আপনি বহুত খতরনাক ;) আদমি আছেন।

এ গভীর প্রেমের মাঝে আপনি রাসলীলা-রামলীলা না চালিয়ে অংকের তান্ডব বইয়ে দিয়ে প্রেমের বারটা বাজিয়ে দিচছেন। খোকাভাই-নীরুর সাথে সাথে সকল প্রেমিক-প্রেমিকাকে এ বিষয়ে জোরালো প্রতিবাদের আহববান জানাছছি।

অংকের যন্ত্রণা সয়েছি কোন রকমে উচচবিদ্যালয়ের সীমানা পর্যন্ত । তার পর অংকের সাথে আর দেখা হয়নি । আর তাই জীবনের কোন হিসবাই এখন মিলেনা , আর মিলাতেও পারিনা।

ভাই এতো খালি চললেটই :(( , কি দরকার এত হিসাব নিকাশের । ছেড়ে দেন।

তারপরও মনে লয় :-B একেকতা তকোলেটের দাম ঔবে --------------- ১.৮৩৪ ( না ঐলে আমি দায়ী না )

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে ৫ নং প্রতিমন্তব্যে একটা বইয়ের নাম দিয়েছি 'THE MATHMATICS OF LOVE'। এই লিঙ্কে বইটা পাবেন Click This Link

এই বইটা পড়লে বুঝবেন যে প্রেমের ক্ষেত্রে গনিতের ভুমিকা। একজন ব্রিটিশ ভদ্রমহিলা লিখেছেন বইটা।

৩ ধরণের চকলেটের তিন রকমের দাম। সঠিক উত্তর দিয়েছে এখন পর্যন্ত মিরোরডডল। উত্তরটা মিররের কাছ থেকে জেনে নিতে হবে আপনাকে। মিরোরডডল তার সুপ্ত প্রতিভা মাঝে মাঝে আচমকা প্রকাশ করে থাকেন। এর আগে চমৎকার একটা রম্য লিখেছিলেন সবাইকে অবাক করে দিয়ে।

১৩| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া লিঙ্কে মেয়েটার গান আমার কাছে আসল গানের চেয়েও ভালো লেগেছে। অপ্সরা আপুর কল্যাণে আমি এই গানটা এই গায়িকার কণ্ঠে গত কয়েকদিন ধরে শুনছিলাম। এই মেয়েটা মনে হয় পার্থ বড়ুয়ার কেউ হয়। ধন্যবাদ লিঙ্কটা দেয়ার জন্য।

১৪| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: নানা কারণে মাথা গরম হয়ে আছে, উত্তর খোঁজা যাবে না। X(

২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস আপনার মাথা ঠাণ্ডা থাকলে আপনি দুইটা ধাঁধার উত্তরই দিতে পারতেন। :)

আপনার মাথা গরম করা সমস্যাগুলির সমাধান হোক এই কামনা করছি।

১৫| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১

মিরোরডডল বলেছেন:




Wave chocolate $2.5 each
Stripe Chocolate $2 each
Checked printed $1.5 each

Box 1
2.5 + 2x1.5 = $5.5

Box 2
2.5+1.5+2 = $6

Box 3
2x1.5 +2 = $5

এখন সাচু আমাকে কোনটা দিবে ?
আমার সবগুলো চাই ।




২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল তার সুপ্ত প্রতিভাগুলি মাঝে মাঝে প্রকাশ ক'রে সবাইকে চমকে দেয়।

মিরোরডডলকে অনেক অভিনন্দন চমৎকার ব্যাখ্যা সহ সঠিক উত্তর দেয়ার জন্য। অপ্সরা আপু চুরি করে খেয়ে ফেলার আগেই সবগুলি চকলেট মিরোরডডলকে দিয়ে দেয়া হল। :) তবে ওনাকে কিন্তু বলা যাবে না।

১৬| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

রানার ব্লগ বলেছেন: এইগুলা নিরু খোকাভাইয়ের গোপন ব্যাক্তিগত ব্যাপার। আমরা অন্যের প্রাইভেট বিষয়ে নাক গলাই না। B-)

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: খোকাভাই আর নীরুর বাসর রাতের গল্প প্রাইভেট আর ব্যক্তিগত এটা মানতে রাজি আছি (যদি ডাক্তার পাত্রের সাথে নীরুর বিয়ে না হয়)। কিন্তু গোপন অভিসারের যে গল্পগুলি অপসরা আপু ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাচ্ছে সেটা কিভাবে গোপন আর ব্যক্তিগত হয় এটা তো আমার মাথায় আসছে না। :)

১৭| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মিরোরডডল বলেছেন:




এক সময় আমার এক বন্ধু তার নতুন বউয়ের জন্য বাসায় ফেরার সময় প্রতিদিন চকলেট কিনে নিয়ে যেত। বেচারার তখন আয় রোজগার কম ছিল তাই বেশী কিছু দেয়ার সামর্থ্য ছিল না।

সাচু কতো ভালোবাসে সাচিকে ।
কি রোম্যান্টিক !
এখন নেয় না ? প্রেম শেষ ?

বন্ধুর নাম দিয়ে স্মৃতি রোমন্থন করে অবশেষে একটা দীর্ঘশ্বাস !!!

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাচুর সাথে সাচির প্রেম তো দিন দিন আরও গভীর হচ্ছে। :) অনেক আগে ফুল নিয়ে যেতাম মাঝে মাঝে।

এখন প্রেম এত গভীর হয়ে গেছে যে কিছু না নিলেও চলে। :)

তবে এই গল্প সত্যিই আমার এক বন্ধুর জীবনের।

আমি বিয়ে করার ১৫ দিন পরে চাকরী হারাই। ৩/৪ মাস বাবার উপর ছিলাম। তারপর আবার আরেকটা চাকরীতে যোগ দেই।

১৮| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৭

অপ্‌সরা বলেছেন: মিররমনি,

সাচি আর সাচু
করে কাচুমাচু
জানেনা চকলেটের দাম
পারেনা কোনোই কাজকাম......

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের নীরু আর খোকাভাই
লজ্জা শরম তাদের একদম নাই।
নৌকায় সময় কাটাতে দুজনে নির্জনে
মাঝিকে ফেলে দেয় নদীর মাঝখানে। :)

১৯| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

নীরা তুমি বেঁচে থাকো খোকা ভাইয়ের বুকে।

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: একমাত্র অপসরা আপু পারেন নীরু আর খোকাভাইয়ের বিয়ে দিতে। কিন্তু উনি এই প্রেমিক প্রেমিকার প্রেম নিয়ে খেলা করছেন বলে মনে হচ্ছে। এক সময় হুমায়ূন আহমেদের নাটকের বাকের ভাইয়ের ফাঁসির আদেশের বিরুদ্ধে রাস্তায় মিছিল হয়েছিল।

দরকার হলে সকল ব্লগার মিলে আমরা মিছিল করবো নীরু আর খোকাভায়ের বিয়ের দাবিতে। :) আমাদের একটাই দাবি। সেটা হল নীরু বেঁচে থাক খোকা ভাইয়ের বুকে।

২০| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৬

অপ্‌সরা বলেছেন: যে বাচুক আর যে মরুক...... নীরু মরছে না .......এত সহজে....... :)

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: নীরু মরছে না মানে কি তার প্রেমিকের মৃত্যু হচ্ছে?!!! মরুক ঐ বিলাত ফেরত ডাক্তার। X(

মরতে হলে লাইলি আর মজনুর মত দুইজনকেই মরতে হবে। একজনের মৃত্যু মেনে নেয়া যাবে না। দরকার হলে জোরালো আন্দোলন হবে। :)

২১| ২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: সফলভাবে অংক কষে চকলেটের সঠিক মূল্য নির্ধারণ করতে পারার জন্য সাহিত্যের ছাত্র মিরোরডডল কে আন্তরিক অভিনন্দন!
আর ধাঁধার ছলে ব্লগারদের দিয়ে কৌশলে অংক করিয়ে নেয়ার কাজটাও আপনি সুনিপুণভাবে করতে পেরেছেন।
১৩ নং মন্তব্যের লিঙ্কে দেয়া শিল্পী গানটি অসাধারণভাবে গেয়েছেন। ওনার নাম বোধকরি নিশিতা বড়ুয়া।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল বেশ সূক্ষ্মবুদ্ধির অধিকারিণী। আবারও তিনি তা প্রমাণ করলেন।

জি, এই শিল্পীর নাম নিশিতা বড়ুয়া। গানটার মিউজিক কম্পোজিশন করেছে পার্থ বড়ুয়া তাই আমার মনে হচ্ছে কোন আত্মীয়তার সম্পর্ক এদের মধ্যে থাকতে পারে। গানটির পুরো পরিবেশন আমার কাছেও অসাধারণ লেগেছে।

২২| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১৭

মুদ্‌দাকির বলেছেন: খোকা আর নীরুর প্রেম এখনও পড়ছি..................। পড়তে পড়তে মন খারাপ হয়ে গিয়েছিল তাই থেমে গিয়েছিলাম...।।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খোকা আর নীরুর প্রেম কাহিনী শুরুতে ভালো ছিল। শেষের দিকে মন খারাপ করার মতই বটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.