নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক কুইজ

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৯


কোরআন হাদিস থেকেও কুইজ তৈরি করা সম্ভব। এই ধরণের কুইজ মুসলমানদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করে। আমি কোরআন এবং হাদিসের আলোকে নীচের এই কুইজটা তৈরি করেছি। ব্লগারদের কাছ থেকে কুইজের উত্তর আশা করছি।

১। একটা মাদানি সুরার নাম বলুন যেটার অন্তত একটা আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। (মাক্কি সূরা হল যে সুরাগুলির প্রথম আয়াত হিজরতের আগে অবতীর্ণ হয়েছে এবং মাদানি সূরা হল যে সুরাগুলির প্রথম আয়াত হিজরতের পরে অবতীর্ণ হয়েছে।)

২। কোন সুরার প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটা আছে?

৩। কয়েকটা গুরুত্বপূর্ণ এবাদতের নাম উল্লেখ করুন যে এবাদতের উল্লেখ কোরআনে নেই কিন্তু আমরা গুরুত্বের সাথে পালন করে থাকি।

৪। কোন সুরার শুরুতে বিসমিল্লাহ নেই এবং কোন সুরায় দুইবার বিসমিল্লাহ আছে?

৫। কোরআনে কোন প্রসিদ্ধ ইউরোপীয় শহরের নাম আছে যা এখনও প্রসিদ্ধ এবং একটি দেশের রাজধানী?

৬। কোরআনে ইরাকের একটা প্রাচীন শহরের নাম আছে যে শহর নিয়ে বনি এমের একটা গান আছে। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটা আশ্চর্য এই শহরে অবস্থিত ছিল। শহরটার নাম কি?

৭। কোরআনের ৬ টি সুরার নামকরণ করা হয়েছে প্রাণীর নামে। এই ৬ টি সুরার নামগুলি বলেন।

৮। কোরআনে কোন কোন প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে?

৯। নবীদের নামে কয়টি সূরা আছে? সুরার নামগুলি বলতে হবে।

১০। কুরআনে আমাদের মুহাম্মাদ (সা) শব্দটা কয়বার উল্লেখ আছে?

১১। কোরআনে হজরত মুহাম্মাদের (সা) আর কোন নাম উল্লেখ আছে?

১৩। মক্কা শহরকে আরও নাম/ বিশেষণে উল্লেখ করা হয়েছে কোরআনে। কয়েকটা নাম/ বিশেষণগুলি উল্লেখ করুন?

১৪। কোরআনকে আরও নামে/ বিশেষণে উল্লেখ আছে কোরআনে ? কয়েকটা নাম/বিশেষণ বলতে হবে।

১৫। কোরআনে একজন মাত্র নারীর নাম উল্লেখ আছে। তার নাম কি?

১৬। কোরআনের প্রথম হাফিজ কে?

১৭। কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশী বার উল্লেখ আছে?

১৮। কোরআনে একজনের কথা উল্লেখ আছে যার দেহ পরবর্তী জমানার মানুষের জন্য নিদর্শন হিসাবে রাখা হয়েছে?

১৯। হজরত ইসরাইলের (আঃ) আরেক নাম কি যা কোরআনে উল্লেখ আছে?

২০। কোন নবী সকল পশু পাখির ভাষা বুঝতেন এবং তার আদেশ জিনেরা মানতে বাধ্য ছিল?

২১। হজরত মুসা (আঃ) এবং হজরত হারুন (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?

২২। হজরত লুত (আঃ) এবং হজরত ইব্রাহীম (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?

২৩। কোরআনে একজন মাত্র সাহাবীর নাম উল্লেখ আছে। সেই সুরার নাম কি এবং সাহাবীর নাম কি?

২৪। দুইটা সুরার নাম একটি মাত্র আরবি অক্ষর অনুসারে রাখা হয়েছে ( দুইটা ভিন্ন অক্ষর দুই সুরার জন্য)?

২৫। কোরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে?

২৬। কোরআনের কোন সুরাতে সবচেয়ে বেশী বার কোন আয়াত বারংবার এসেছে?

২৭। কোরআনকে বই আকারে প্রথম সংকলন করেন কে?

২৮। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা ছাড়া আর কোন মসজিদের কথা কোরআনে উল্লেখ আছে?

২৯। কোন রানীর সিংহাসন একজন নবী জীনদের মাধ্যমে দূর থেকে নিজের কাছে এনেছিলেন? নবীর নাম এবং রানীর নাম বলতে হবে।

৩০। রসূলের (সা) কোন স্ত্রীর ( উম্মুল মুমিনিন) বিরুদ্ধে অপবাদের জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছিল?

৩১। পরপর ৪ প্রজন্ম নবী ছিলেন এমন ৪ জন নবীর নাম বলেন।

৩২। কোন নবীর অনুরোধে তার ভাইকেও নবী বানানো হয়েছিল।

আশা করি ব্লগাররা কুইজের উত্তর দেয়ার চেষ্টা করবে। প্রয়োজনে ইসলামি বইপত্র এবং অন্তরজালের সাহায্য নেবে। এই প্রচেষ্টার মাধ্যমে ব্লগারদের কোরআন এবং হাদিস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হউক এই কামনা করছি।

ছবি - nooracademy.com

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: প্রশ্ন গুলো কি আপনি নিজে তৈরি করেছেন। চমৎকার প্রশ্ন।

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রশ্নগুলি সব আমার নিজে তৈরি করা না। কিছু প্রশ্ন অন্তরজাল থেকে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: নিঃসন্দেহে সুন্দর প্রশ্নমালা। ++
শুভেচ্ছা প্রিয় সাচু ভাইকে।

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক ভাই আপনার গল্প পড়ি পড়ি করেও পড়া হচ্ছে না। কিন্তু আপনার উত্তরমালা কোথায়। :)

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

জুল ভার্ন বলেছেন: একেবারেই ভিন্ন রকম অসাধারণ সুন্দর একটা পোস্ট! আমি বেশীরভাগ প্রশ্নের উত্তর জানি।

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: তারমানে আপনি এই ধর্মীয় বিষয় নিয়ে মাঝে মাঝে পড়াশুনা করেন এটাই প্রতিয়মান হয়। ভালো থাকবেন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: সাচু ভাই উত্তর জিজ্ঞেস করলেন যখন এবার পিছনে গিয়ে দাঁড়ালাম।টুকলি করমু। আমার ইচ্ছা। :)

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: টুকলি করলেও কোন সমস্যা নাই। টুকলি করতে গিয়েও অনেক কিছু জানা হবে। :)

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বেশ কয়েকটি জানি । বাকীগুলোর জন্য পদাতিক দাদার পথ অনুসরণ করতে হবে !! :-B

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক দা'র পথ অনুসরণযোগ্য। কারণ সব উত্তর তাৎক্ষনিকভাবে বলতে পারাটা জরুরী না। :)

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৪৩

মিরোরডডল বলেছেন:




1. Muhammad
2. Surah Al-Mujadala
3.
4. Surah Tauba & Surah Naml
5. Rome
6. Babylon
7. Al Baqarah, Al Anaam, Al Nahl, Al Naml, Al Ankabut & Al Fil
8. 31 Animals
9. Six of them, Ibrahim, Yusuf, Mohammed, Nuh, Hood, Younus
10. 4 times
11. Ahmad
12.
13.
14.
15. Maryam

I love quiz but I’m in rush my dear.

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলকে এই ধরণের পোস্টে পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ সময় এবং শ্রম দিয়ে এবং মাথা ঘাটিয়ে কুইজগুলির উত্তর দেয়ার জন্য। সময় থাকলে হয়তো বাকিগুলির উত্তরও দিত।

মিরোরডডলের কুইজের উত্তর ঠিক আছে কি না দেখা যাক।

১। উত্তর সঠিক হয়েছে বলা যায়। সূরা মুহাম্মাদ একটি মাদানি সূরা কিন্তু এই সুরার ১৩ নং আয়াতটি মক্কা থেকে হিজরতের সময় মক্কায় অবতীর্ণ হয়েছে বলে অনেক স্কলার মনে করেন। “আর তারা আপনার যে জনপদ থেকে আপনাকে বিতাড়িত করেছে তার চেয়েও বেশী শক্তিশালী বহু জনপদ ছিল; আমরা তাদেরকে ধ্বংস করেছি অতঃপর তাদের সাহায্যকারী কেউ ছিল না।“ যদিও এই সূরাটি মাদানি নাকি মাক্কি সেটা নিয়ে মতবিরোধ আছে। সূরা মুহাম্মাদ ছাড়াও সূরা ফাতহের ১ নং আয়তটি মক্কা থেকে প্রায় সাড়ে ছয় মাইল দূরে হুদাইবিয়ার নিকটে নাজিল হয়েছে - “নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়।“ – এই সুরাটি মদিনায় হিজরতের পরে নাজিল হলেও এই ১ নং আয়াতটি মক্কার হুদাইবিয়ার নিকটে অবতীর্ণ হয়েছে। এছাড়া সূরা মায়িদার ৩ নং আয়াতটি মক্কার আরাফাতে অবতীর্ণ হয়। যদিও সূরা মায়িদা হিজরতের পরে অবতীর্ণ একটি সূরা। সূরা মায়িদার তিন নং আয়াতের অংশ বিশেষ - “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম”। এই আয়াতগুলি ছাড়াও আরও কয়েকটি মাদানি সুরায় আরও কিছু আয়াত আছে যেগুলি মক্কায় বা মক্কার নিকটে অবতীর্ণ হয়েছে মক্কা বিজয় বা বিদায় হজ্জের সময়।

২। উত্তর সঠিক হয়েছে। ৫৮ নং সূরা আল-মুজাদিলাহতে ২২ টি আয়াত আছে। এই ২২ টি আয়াতের প্রত্যেকটি আয়াতে ‘আল্লাহ শব্দটি আছে।
৩। কিছু এবাদত আছে কোরআনে নেই কিন্তু আমরা রসুলের (সা) নির্দেশে এবাদতগুলি করে থাকি। যেমন রোজার ঈদের ফিতরা এবং দুই ঈদের নামাজ। দুই ঈদ সম্পর্কেও পরিষ্কার কোন আয়াত নেই। তবে সূরা কাওসারে পশু কোরবানির কথা বলা আছে। রমজান মাস শেষ হলে আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে। কিন্তু ঈদ শব্দ ব্যবহার করে কোরআনে কোন আয়াত নেই যার দ্বারা বোঝা যায় যে ঈদ পালন করতে হবে।
৪। উত্তর সঠিক হয়েছে। সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। আবার সূরা আল নামালের শুরুতে একবার বিসমিল্লাহ আছে এবং মাঝে একবার বিসমিল্লাহ আছে। সূরা নামলের ৩০ নং আয়াত – “ নিশ্চয় এটা সুলাইমানের কাছ থেকে এবং নিশ্চয় এটা রহমান, রহীম আল্লাহর নামে
৫। উত্তর সঠিক হয়েছে। কোরআনের ৩০ নং সূরা হল সূরা আর- রুম। এই রুম মানে ইটালির রোম। এই সুরার ২ নং আয়াতে আছে “রোমানরা পরাজিত হয়েছে”
৬। উত্তর সঠিক হয়েছে। সূরা বাকারার ১০২ নং আয়াতে বাবিল শহরের কথা বলা হয়েছে। এই বাবিল হল ইরাকের প্রাচীন শহর ‘ব্যাবিলন’।
"আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। আর সুলাইমান কুফরী করেননি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও (সে বিষয় শিক্ষা দিত) যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশতাদ্বয়ের উপর নাযিল হয়েছিল। তারা উভয়েই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, ‘আমরা নিছক একটি পরীক্ষা; কাজেই তুমি কুফরী করো না’। তা সত্বেও তারা ফিরিশতাদ্বয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। আর তারা তা-ই শিখত যা তাদের ক্ষতি করত এবং কোন উপকারে আসত না। আর তারা নিশ্চিত জানে যে, যে কেউ তা খরিদ করে, (অর্থাৎ জাদুর আশ্রয় নেয়) তার জন্য আখেরাতে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা নিজেদের বিকিয়ে দিচ্ছে, তা খুবই মন্দ, যদি তারা জানত!

৭। উত্তর সঠিক হয়েছে। কোরআনের ৬ টি সুরার নাম প্রাণীর নামে। ১। সূরা বাকারা (গাভি) ২। সূরা আল নামাল (পিপড়া) ৩। সূরা আল আনায়াম (গবাদি পশু) ৪। সূরা আল আনকুবাত (মাকড়সা) ৫। সূরা আন নাহল (মৌমাছি)। ৬। সূরা আল আনকাবুত ( মাকড়সা)
৮। উত্তর সঠিক হয়েছে। ৩১ টি প্রাণীর নাম কোরআনে আছে।
পিপড়া, এইপ, মৌমাছি, পাখি, বাছুর, উট, ক্যাটেল, গরু, কাক, কুকুর, গাধা, হাতি, ভেড়ী, মাছ, মাছি, ব্যাঙ, ছাগল, হুদ হুদ পাখি, ঘোড়া, উকুন, সিংহ, পঙ্গপাল, মশা, মথ, খচ্ছর, শুকর, কোয়েল, ভেড়া, সাপ, মাকড়সা, নেকড়ে।

৯। উত্তর সঠিক হয়েছে। সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা ইব্রাহীম, সূরা ইউনুস, সূরা মুহাম্মাদ, সূরা ইউনুস। আরেকটা সূরার নাম সূরা লুকমান। কিন্ত হজরত লুকমান নবী ছিলেন কি না এটা নিয়ে দ্বন্দ্ব আছে।

১০। উত্তর সঠিক হয়েছে। মুহাম্মাদ (সা) শব্দটা কোরআনে ৪ বার আছে।
১১। উত্তর সঠিক হয়েছে। কোরআনে মুহাম্মাদ (সা) বলা হয়েছে ৪ বার আর আহমাদ বলা হয়েছে একবার। এছাড়া আরও অনেক গুণবাচক শব্দ রসুলে করিমের (সা) জন্য ব্যবহৃত হয়েছে কুরআনে।
১৩। মক্কাকে আরও কয়েকটা নাম/ বিশেষণে উল্লেখ করা হয়েছে কুরআনে। যেমন বাক্কা, উম্মুল কুরা, আল বালাদ, আলা বালাদ আল আমিন, হারাম আমিন।
১৪। কুরআনকে আরও কয়েকটি নাম/ বিশেষণে উল্লেখ করা হয়েছে কুরআনে। যেমন আল ফুরকান, আল কিতাব, আজ জিকির, আল হুদা।
১৫। উত্তর সঠিক হয়েছে। বিবি মারিয়াম হলেন একমাত্র নারী যার নাম কুরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার। কোরআনের একটা সুরার নাম সূরা ‘মারিয়াম’।

১৬। কোরআনের প্রথম হাফিজ হলেন রসুলে করিম হজরত মুহাম্মান (সা)।
১৭। কোরআনে হজরত মুসার (আঃ) নাম সবচেয়ে বেশী বার উল্লেখ করা হয়েছে।
১৮। ফিরাউনের কথা আল্লাহ কুরআনের সূরা ইউনুসে উল্লেখ করেছেন যে আজ আমি তোমার দেহটি রক্ষা করবো যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক।
"আর আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে নিলাম। আর ফির‘আউন ও তার সৈন্যবাহিনী ঔদ্ধত্য প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগল, তখন বলল, ‘আমি ঈমান এনেছি যে, সে সত্তা ছাড়া কোন ইলাহ নেই, যার প্রতি বনী ইসরাঈল ঈমান এনেছে। আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’। এখন অথচ ইতঃপূর্বে তুমি নাফরমানী করেছ, আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত’। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফেল’। সূরা ইউনুস আয়াত ৯০-৯২।

১৯। হজরত ইসরাইলের (আঃ) আরেক নাম হজরত ইয়াকুব (আঃ)। কোরআনে হজরত ইয়াকুবের নাম আছে। আর তার বংশধরদেরকে বনি ইসরাইল অর্থাৎ ইসরাইলের সন্তান বলা হয়েছে।
২০। হজরত সুলাইমান (আঃ) সকল পশু পাখির ভাষা বুঝতেন এবং জিনেরা তার অধিনস্থ ছিল।
২১। হজরত মুসার (আঃ) বড় ভাইয়ের নাম ছিল হজরত হারুন (আঃ)। হজরত হারূণও (আ) আল্লাহর নবী ছিলেন।
২২। হজরত লুতের (আঃ) চাচা ছিলেন হজরত ইব্রাহীম (আঃ)।
২৩। কোরআনের সূরা আহজাবের ৩৭ নং আয়াতে হজরত যাইদের নাম আছে। উনি রসূলের (সা) একজন সাহাবী ছিলেন। আর কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ করা হয় নাই।
২৪। দুইটি সুরার নাম আরবি একটি মাত্র আরবি হরফ দিয়ে রাখা হয়েছে। সূরা দুটি হল সূরা সোয়াদ এবং সূরা কাফ।
২৫। কোরআনে মোট ২৫ জন নবীর নাম উল্লেখ আছে। তারা হলেন হজরত আদম, ইদরিস, নূহ, হুদ, সালিহ, ইবরাহীম, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব, ইউসূফ, আইয়ূব, শুয়াইব, মূসা, হারূন, ইউনূস, দাউদ, সুলাইমান, ইল্ইয়াস, ইল্ইয়াসা’, যুলকিফল, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মাদ (সা)।
২৬। কোরআনে এই আয়াতটি সবচেয়ে বেশী বার এসেছে একটি সুরায়। সেটি হল সূরা আর-রাহমানের
"ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান।'' যার অর্থ হল 'সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?'
এই আয়াতটি সূরা আর-রহমানে ৩১ বার এসেছে । আর কোন আয়াত এত বার পুনরাবৃত্তি হয়নি।
২৭। কুরআনকে বই আকারে সর্ব প্রথম প্রকাশ করেন হজরত আবু বকর (রা)।
২৮। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা ছাড়া মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে জিরারের
কথা কুরআনে উল্লেখ আছে।
২৯। সেবার রানী বিলকিসের সিংহাসন জীনের সাহায্যে নিজের দেশে এনেছিলেন হজরত সুলাইমান (আঃ)।
৩০। হজরত আয়িশার (রা) বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল। এই মিথ্যার বিরুদ্ধে কুরআনের আয়াত নাজিল হয়েছিল।
৩১। হজরত ইব্রাহীম (আঃ) পুত্র ছিলেন হজরত ইসমাইল (আঃ) এবং হজরত ইশহাক (আঃ)। হজরত ইসহাকের (আঃ) পুত্র ছিলেন হজরত ইয়াকুব (আঃ) এবং হজরত ইয়াকুবের (আঃ) পুত্র ছিলেন হজরত ইউসুফ (আঃ)। হজরত ইসমাইলের (আঃ) বংশধর ছিলেন মহানবী মুহাম্মাদ (সা)। আর হজরত ইয়াকুবের (ওনার আরেক নাম হজরত ইসরাইল) পরবর্তী বংশধর ছিলেন হজরত মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা (আঃ)।
৩২। হজরত মুসার (আঃ) অনুরোধে আল্লাহ তার বড় ভাই হজরত হারুনকে (আঃ) নবী বানিয়ে দেন।

২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে মিরোরডডলকে দেয়া ৭ নাম্বার প্রশ্নের উত্তরে (প্রাণীর নামে ৬ টি সূরা) আমি ভুলে সূরা আনকাবুত দুইবার উল্লেখ করেছি। ষষ্ঠ সূরা হল সূরা ফিল (হাতি)।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: তারমানে আপনি এই ধর্মীয় বিষয় নিয়ে মাঝে মাঝে পড়াশুনা করেন এটাই প্রতিয়মান হয়। ভালো থাকবেন। - মাঝে মাঝে নয়, আমি প্রায় নিয়মিত ধর্মশাস্র নিয়ে পড়াশোনা করি। প্রতিদিন বাংলা অর্থ সহ কোরআন তেলওয়াত করি।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মত আমারও নিয়মিত কুরআন, হাদিস এবং ইসলামি বই পড়া উচিত। এটা একটা ভালো অভ্যাস।

কুরআন একটি বই। তাই আমাদের। এই বইটার লেখা বোঝার চেষ্টা করা উচিত।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
অল্প কয়েকটাই হয়তো পারবো। কয়েকটা পার্শিয়াল উত্তর দিতে পারবো। কিছু কিছু উত্তর খুঁজলেই পেয়ে যাবো। সব মিলিয়ে ৩২ এর মধ্যে আমাকে ৫ বা ৬ দিতে পারেন।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে মিরোরডডলের মন্তব্যের জবাবে (৬ নং প্রতি মন্তব্যে) সব কুইজের উত্তর দিয়ে দিয়েছি। কিছু প্রশ্ন এবং উত্তর অন্তরজালে সহজে পেয়ে যাবেন। কিছু কুইজ আমি নিজে বানিয়েছি।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:



২। কোন সুরার প্রতিটা আয়াতে আল্লাহ শব্দটা আছে?
সূরা মুজাদালাহ

৪। কোন সুরার শুরুতে বিসমিল্লাহ নেই এবং কোন সুরায় দুইবার বিসমিল্লাহ আছে?
সূরা তাওবা

৭। কোরআনের ৬ টি সুরার নামকরণ করা হয়েছে প্রাণীর নামে। এই ৬ টি সুরার নামগুলি বলেন।

আল বাকারা (বকনা-বাছুর)
আল আনআম (গৃহপালিত পশু)
আন নাহল (মৌমাছি)
আন নামল (পিপীলিকা)
আল আনকাবূত (মাকড়শা)
আল ফীল (হাতি)৷

৮। কোরআনে কোন কোন প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে?

মানুষ (সুরা ত্বীন, আয়াত নং ৪)
গাভী (সুরা বাক্বারাহ, আয়াত নং ৬৭)
পিপীলিকা (সুরা আন-নামল, আয়াত নং ১৮)
হুদহুদ (সুরা আন-নামল, আয়াত নং ২০)
হাতী (সুরা ফীল, আয়াত নং ১)
শূকর (সুরা বাক্বারাহ, আয়াত নং ১৭৩)
মৌমাছি (সুরা আন-নাহল, আয়াত নং ৬৮)
গাধা (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
মাছ (সুরা সফফাত, আয়াত নং ১৪২)
মাকড়সা (সুরা আল আনকাবুত, আয়াত নং ৪১)
ঘোড়া (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
খচ্চর (সুরা আন-নাহল, আয়াত নং ৮)
কাক (সুরা মায়িদা, আয়াত নং ৩১)

৯। নবীদের নামে কয়টি সূরা আছে? সুরার নামগুলি বলতে হবে।

সূরা ইব্রাহিম ,
সূরা হূদ ,
সূরা ইউসুফ,
সূরা ইউনুস,
সূরা নূহ,
এবং সূরা মুহাম্মাদ।
** সূরা লোকমান ---- নবী লোকমান আঃ কে নিয়ে বর্ণিত হয়েছে কিনা জানি না।

১০। কুরআনে আমাদের মুহাম্মাদ (সা) শব্দটা কয়বার উল্লেখ আছে?

কুরআনে মুহাম্মাদ (সা) নাম চারবার উল্লেখ করা হয়েছে।


১১। কোরআনে হজরত মুহাম্মাদের (সা) আর কোন কোন নাম উল্লেখ আছে?

সম্ভবত মুহাম্মাদ আর আহমদ। আহমদ নামটি একবার উল্লেখ করা হয়েছে।

১৫। কোরআনে একজন মাত্র নারীর নাম উল্লেখ আছে। তার নাম কি?
মারইয়াম। মারইয়াম হলেন ঈসা এর মাতা।

১৬। কোরআনের প্রথম হাফিজ কে?
হযরত মোহাম্মদ (সাঃ)।

১৭। কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশী বার উল্লেখ আছে?

হজরত মুসা আঃ । ৩৪টি সূরায় ১৩৭ বার উল্লেখ আছে।


পরে আবার আসছি ভাই।

দারুন পোস্ট ছিল।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই মন্তব্যে আপনার সবগুলি উত্তর সঠিক হয়েছে। শুধু ১ নং প্রশ্নে সূরা মুজাদালার উচ্চারণ হবে সূরা মুজাদিলা। হজরত লুকমান নবী ছিলেন কি না সেটা নিয়ে মত বিরোধ আছে।

অনেক কষ্ট করে এবং সময় ব্যয় করে সঠিক উত্তর দেয়ার জন্য অনেক ধন্যবাদ। উপরে ৬ নং প্রতি মন্তব্যে সকল কুইজের উত্তর দিয়েছি। অনেক ক্ষেত্রে আপনার পরের মন্তব্যে দেয়া উত্তরগুলি আমার চেয়ে ভালো হয়েছে এবং বিস্তারিত হয়েছে। আমি ওখান থেকে উত্তর ধার করেছি। :)

অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৪২

হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক কিছু জানলাম, ধর্ম নিয়ে জ্ঞান সীমিত।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি উপকৃত হয়েছেন এই পোস্টের তথ্য থেকে। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০৫

ঈশ্বরকণা বলেছেন: ৩০ নং প্রশ্নের ভাষাটা একটু চেঞ্জ করে দিন সম্ভব হলে। সূরা নূরের ১১ নং আয়াতের বেশির ভাগ ইংরেজি অনুবাদেই হজরত আয়িশার (রাঃ) ঘটনা প্রসঙ্গে 'slander' কথাটা ব্যবহার করা হয়েছে যাকে বাংলায় 'অপবাদ দেয়া' বলাই বেশি সঠিক।আপনার প্রশ্নে অন্য ধরণের শব্দের ব্যবহারটা একটু দৃষ্টিকটু লাগছে।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি ঐ শব্দটা লেখার সময় আমার মনেও একটু দ্বিধা ছিল। কিন্তু ভালো কোন শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আপনার পরামর্শ অনুযায়ী ঐ শব্দ প্রতিস্থাপন করে আপনার দেয়া শব্দ ব্যবহার করেছি এখন। অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

১৮। কোরআনে একজনের কথা উল্লেখ আছে যার দেহ পরবর্তী জমানার মানুষের জন্য নিদর্শন হিসাবে রাখা হয়েছে?

১৯। হজরত ইসরাইলের (আঃ) আরেক নাম কি যা কোরআনে উল্লেখ আছে?
হযরত ইয়াকুব (আঃ)। ইহুদীদের কাছে তিনি ইসরাইল (আঃ)।

২০। কোন নবী সকল পশু পাখির ভাষা বুঝতেন এবং তার আদেশ জিনেরা মানতে বাধ্য ছিল?
হযরত সোলায়মান (আঃ) ।
"হে মানুষ! আমাকে পাখিকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, এটা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। "(সূরা নাহল : আয়াত ১৬)

২১। হজরত মুসা (আঃ) এবং হজরত হারুন (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?
হজরত হারুন (আঃ) হজরত মুসা (আঃ)এর বড়ভাই ছিলেন।

২২। হজরত লুত (আঃ) এবং হজরত ইব্রাহীম (আঃ) এর মধ্যে কি ধরণের আত্মীয়তার বন্ধন ছিল?
লূত (আঃ) ছিলেন ইব্রাহীম (আঃ) এর ভাইয়ের ছেলে ছিলেন।

২৩। কোরআনে একজন মাত্র সাহাবীর নাম উল্লেখ আছে। সেই সুরার নাম কি এবং সাহাবীর নাম কি?
যায়েদ ইবনে হারেস রাঃ। সূরা আল আহ্‌যাব। আয়াত ৩৭।

২৪। দুইটা সুরার নাম একটি মাত্র আরবি অক্ষর অনুসারে রাখা হয়েছে ( দুইটা ভিন্ন অক্ষর দুই সুরার জন্য)?
ছোয়াদ আর ক্বাফ।


২৫। কোরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে?
কোরআনে মাজীদে মাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ আছে।
আদম, ইদরিস, নূহ, হুদ, সালিহ, ইবরাহীম, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব, ইউসূফ, আইয়ূব, শুয়াইব, মূসা, হারূন, ইউনূস, দাউদ, সুলাইমান, ইল্ইয়াস, ইল্ইয়াসা’, যুলকিফল, যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মাদ।

২৬। কোরআনের কোন সুরাতে সবচেয়ে বেশী বার কোন আয়াত বারংবার এসেছে?
সূরা আর-রাহমান।
"ফাবি আইয়্যি আ-লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান। ''
এই আয়াতটি সূরা আর-রহমানে ৩১ বার এসেছে ।

২৭। কোরআনকে বই আকারে প্রথম সংকলন করেন কে?
উসমান ইবনে আফফান।

২৮। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা ছাড়া আর কোন মসজিদের কথা কোরআনে উল্লেখ আছে?

মসজিদে হারাম,মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে জিরার।

২৯। কোন রানীর সিংহাসন একজন নবী জীনদের মাধ্যমে দূর থেকে নিজের কাছে এনেছিলেন? নবীর নাম এবং রানীর নাম বলতে হবে।
শেবার রানী বিলকিস। নবী হজরত সুলাইমান (আঃ) ।

৩০ নং এর উত্তর ইচ্ছা করেই দিচ্ছি না।

৩১। পরপর ৪ প্রজন্ম নবী ছিলেন এমন ৪ জন নবীর নাম বলেন।
হযরত ইবরাহীম, ইসমাঈল, ইসহাক এবং ইসমাঈলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মাদ (সাঃ )। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকূব, ইউসুফ, মূসা, দাঊদ, সুলায়মান, ইউনুস, ইলিয়াস, ঈসা।

৩২। কোন নবীর অনুরোধে তার ভাইকেও নবী বানানো হয়েছিল।
মুসা আঃ এর অনুরোধে তার বড়ভাই হারুন কে নবী বানানো হয়েছিল।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোঝা যাচ্ছে আপনি ধাঁধা, কুইজ, শব্দজট ইত্যাদি অনেক পছন্দ করেন। আপনার এইবারের উত্তরও অনেক চমৎকার হয়েছে। অনেক সময় এবং শ্রম আপনাকে দিতে হয়েছে। তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উপরে ৬ নং প্রতি মন্তব্যে উত্তরগুলি দিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রেই আপনার উত্তরগুলি আমার চেয়ে ভালো ছিল।

১৮ নং কুইজের উত্তর হল ফিরাউন। ফিরাউনের দেহকে আল্লাহ মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। কোরআনে এভাবেই বলা আছে। আয়াতের সুত্র উপরে পাবেন।

২৭ নং - হজরত আবু বকর (রা) প্রথম কুরআনকে বইয়ের আকৃতি দেন।

অনেক ধন্যবাদ এত সময় এবং শ্রম দেয়ার জন্য। ভালো থাকবেন।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
১৮ নম্বর মিস করেছি আসলে।

২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি নিশ্চয়ই এটার উত্তর জানতেন। আপনাকে অভিনন্দন সবচেয়ে বেশী সঠিক উত্তর দেয়ার জন্য।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। আমি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানতাম। তবে অনেকগুলোই অজানা ছিল। আপনার কমেন্ট দেখে জেনে নিলাম।

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবাই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হবে এই প্রত্যাশাতেই পোস্টটা দিয়েছি। মনোযোগ দিয়ে প্রশ্ন এবং উত্তরগুলি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪২

নতুন নকিব বলেছেন:



চমৎকার আয়োজন ছিল। মিস হয়ে গিয়েছিল। ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকেও ধন্যবাদ নতুন নকিব ভাই।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

বীরশ্রী বলেছেন:

১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ব্লগে স্বাগতম।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

বীরশ্রী বলেছেন: আশা করি আমার ব্লগটি নজরে রাখবেন। আমার কাঁচা হাতের লেখাকে শুধরে দিবেন।

১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ২য় পোস্টে একটা মন্তব্য করেছি। আশা করি ব্লগে নিয়মিত থাকবেন এবং পোস্ট দিবেন।

১৯| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৬

মুদ্‌দাকির বলেছেন: নাইস............

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ এতো পুরানো পোস্টগুলিতে মন্তব্য করার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.