নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

পুরানো দিনের বাংলা সিনেমার চির সবুজ কিছু গান

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩০


বলা যেতে পারে যে বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী যুগ ছিল ১৯৮৫ সাল পর্যন্ত। তারপর ধীরে ধীরে বাংলা সিনেমার মানের অধঃপতন ঘটে। আমরা ছোট বেলায় বাবা, মা, চাচা, ফুফু, খালাদের সাথে সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছি। সিনেমা ছিল মধ্যবিত্তের বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ভিসিআর আসার পরে এবং নকল এবং অশ্লীল ছবির দাপট শুরু হওয়ার পর থেকে এই ধারা ধীরে ধীরে শেষ হয়ে যায়। এই নকল, অশ্লীল এবং নিম্নমানের চলচ্চিত্রের ধারা শুরু করেছিল কিছু চরিত্রহীন এবং নীতিহীন চিত্রপরিচালক এবং প্রযোজক যাদেরকে জ্ঞাতে বা অজ্ঞাতে সমর্থন করেছিল কিছু তথাকথিত নায়ক, নায়িকা, অভিনেতা, নামের কুলাঙ্গারেরা।

পাকিস্তান আমলেও অনেক ভালো মানের বাংলা চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এহতেশাম, ফতেহ লোহানি, জহির রায়হান, খান আতা ঐ যুগে বেশ কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ করেন। এই সিনেমাগুলির অনেক গান মানুষের মুখে মুখে শোনা যেত। স্বাধীনতার পরে চলচ্চিত্র নির্মাণে যোগ হন আলমগীর কবির, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ মিতা, আমজাদ হোসেন, চাষি নজরুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন। উপরে উল্লেখিত পরিচালকদের নির্মিত প্রায় প্রত্যেকটা সিনেমা ছিল অনেক ভালো মানের। নীচে কিছু সিনেমার নাম উল্লেখ করা হল।

স্বাধীনতার আগের কিছু ভালো মানের চলচ্চিত্রঃ

আকাশ আর মাটি, মাটির পাহাড়, এদেশ তোমার আমার, কাঁচ কাটা হীরা, রাজধানীর বুকে, সূর্য স্নান, ধারাপাত, জীবন থেকে নেয়া, অনেক দিনের চেনা, রাজ সন্ন্যাসী, পিচ ঢালা পথ, স্বরলিপি, নীল আকাশের নীচে, সাত ভাই চম্পা, বেহুলা, ভাওয়াল সন্ন্যাসী, সুতরাং, ধারাপাত।

স্বাধীনতার পরের কিছু ভালো চলচ্চিত্রঃ

আবার তোরা মানুষ হ, ওরা এগার জন, দিন যায় কথা থাকে, ডানপিটে ছেলে, এরাও মানুষ, ধীরে বহে মেঘনা, অরুণোদয়ের অগ্নি সাক্ষী, সূর্য কন্যা, সীমানা পেড়িয়ে, মোহনা, তিতাস একটি নদীর নাম, আলোর মিছিল, লাঠিয়াল, সুজন সখী, মেঘের অনেক রঙ, নয়নমণি, বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, সারেং বৌ, সূর্য দিঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, ডুমুরের ফুল, ছুটির ঘণ্টা, পুরস্কার, বড় ভালো লোক ছিল, রুপালী সৈকতে, প্রাণ সজনী, জাদুর বাঁশী, সখী তুমি কার, মানসী, এখনই সময়, কসাই, ভাত দে, জন্ম থেকে জ্বলছি, দেবদাস, চাঁপা ডাঙ্গার বউ, অবিচার, ঘুড্ডি, দূর দেশ (ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা) আনার কলি, দুই পয়সার আলতা, সুন্দরী, অশিক্ষিত।

বাংলা সিনেমায় কিছু গান আছে যেগুলিকে চিরসবুজ গান বলা যেতে পারে। এই ধরণের কিছু পুরনো চির সবুজ গানের তালিকা নীচে দেয়া হল।
১। এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম (সিনেমা - মানসী, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
২। আমি রজনীগন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই (সিনেমা - রজনীগন্ধা, শিল্পী- সাবিনা ইয়াসমিন)
৩। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি (সিনেমা - জন্ম থেকে জ্বলছি মাগো, শিল্পী - সামিনা নবী)
৪। আজ কোন কাজ নেই আজ আমাদের ছুটি (সিনেমা - পুরস্কার, শিল্পী- সামিনা নবি, খন্দকার ফারুক আহমেদ এবং কোরাস)
৫। আমার সারা দেহ খেও গো মাটি ( সিনেমা - নয়নের আলো – শিল্পী - এন্দ্রু কিশোর)
৬। সব সখীরে পাড় করিতে নেব আনা আনা তোমার (সিনেমাঃ সুজন সখী শিল্পীঃ আব্দুল আলীম এবং সাবিনা ইয়াসমিন)
৭। পিচ ঢালা এই পথটারে ভালবেসেছি (সিনেমাঃ পিচ ঢালা পথ – শিল্পীঃ আব্দুল জব্বার)
৮। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় (সিনেমাঃ এতটুকু আশা – শিল্পীঃ আব্দুল জব্বার)
৯। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে (সিনেমাঃ আখি মিলন – শিল্পীঃ এন্দ্রু কিশোর, সামিনা চৌধুরী)
১০। বন্ধু তিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না (সিনেমাঃ কসাই – শিল্পীঃ রুনা লায়লা)
১১। তোমাকে চাই আমি আরও কাছে (সিনেমাঃ নসিব – শিল্পীঃ রুনা লায়লা)
১২। হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে (সিনেমাঃ পুরস্কার- শিল্পীঃ আবিদা সুলতানা)
১৩। আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুল পরী (সিনেমাঃ ছুটির ঘণ্টা – শিল্পীঃ আবিদা সুলতানা)
১৪। কে বাঁশী বাজায় রে মন কেন না চায় রে (সিনেমাঃ ঘুড্ডি – শিল্পী হ্যাপি আকন্দ)
১৫। কি যাদু করিলা পিরীতি শিখাইলা (সিনেমাঃ প্রাণ সজনী- শিল্পীঃ সাবিনা ইয়াসমিন, এন্দ্রু কিশোর)
১৬। ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশী দিন (সিনেমাঃ বড় ভালো লোক ছিলেন – শিল্পীঃ এন্দ্রু কিশোর)
১৭। জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বল সইবো (শিল্পীঃ সামিনা নবি – সিনেমাঃ জন্ম থেকে জ্বলছি)
১৮। যেও না সাথী চলেছ একেলা কোথায় ( সিনেমা - দুরদেশ - যৌথ প্রযোজনা- শিল্পী - সাবিনা ইয়াসমিন)
১৯। কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা (সিনেমা - সুন্দরী, শিল্পী - সৈয়দ আব্দুল হাদি)
২০। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় (সিনেমা- জন্ম থেকে জ্বলছি, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
২১। দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক ( সিনেমা - অলঙ্কার, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
২২। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ( সিনেমা - মনের মত বউ, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
২৩। মায়ের মত আপন কেহ নাই (সিনেমা - দিন যায় কথা থাকে, শিল্পী - রোমানা খান)
২৪। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না ( সিনেমা - নরম গরম, শিল্পী - রুনা লায়লা)
২৫। চোর চোর চোর (সিনেমা - এমিলের গোয়েন্দা বাহিনী, শিল্পীঃ কোরাস গান)
২৬। জীবনের গল্প আছে বাকি অল্প ( সিনেমা - ভেজা চোখ, শিল্পী - এন্দ্রু কিশোর)
২৭। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া (সিনেমা - সারেং বউ, শিল্পী - আব্দুল জব্বার)
২৮। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান ( সিনেমা - নয়নের আলো, শিল্পী - এন্দ্রু কিশোর)
২৯। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ (সিনেমা- গোলাপি এখন ট্রেনে, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৩০। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে (সিনেমা - নয়নের আলো, শিল্পী - সামিনা নবী, এন্দ্রু কিশোর)
৩১। আমি এক দুরন্ত যাযাবর (সিনেমা - অতিথি, শিল্পী - মোহাম্মাদ আলী সিদ্দিকি)
৩২। আইসে দামান সাহেব হইয়া বইসে মুখে রুমাল দিয়া ( সিনেমা - গোলাপি এখন ট্রেনে, শিল্পী -
৩৩। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা (সিনেমা - আশীর্বাদ, শিল্পী এন্দ্রু কিশোর, রুনা লায়লা)
৩৪। ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না (সিনেমা - সমাধি, শিল্পী- সাবিনা ইয়াসমিন)
৩৫। ও গো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও ( সিনেমা - লাল মেম সাহেব, শিল্পী - এন্দ্রু কিশোর)
৩৬। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব (সিনেমা- বন্ধু, শিল্পী - সুবীর নন্দী)
৩৭। কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ( সিনেমা - প্রেম যমুনা, শিল্পী - এন্দ্রু কিশোর)
৩৮। যদি সুন্দর একটা মুখ পাইতাম (সিনেমা- অনুভব, শিল্পী- সাবিনা ইয়াসমিন)
৩৯। আমি চিরকাল প্রেমের কাঙ্গাল (সিনেমা - প্রিন্সেস টিনা খান, শিল্পী - এন্দ্রু কিশোর)
৪০। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে (সিনেমা - সন্ধি, শিল্পী - ফেরদৌস ওয়াহিদ, আবিদা সুলতানা)
৪১। হায় রে মানুষ রঙিন ফানুশ দম ফুরাইলেই ঠুস (সিনেমা - বড় ভালো লোক ছিল, শিল্পী - এন্দ্রু কিশোর)
৪২। আমি একদিন তোমায় না দেখিলে (সিনেমা - দুই জীবন, শিল্পী - রুনা লায়লা, এন্দ্রু কিশোর)
৪৩। এক নদী রক্ত পেড়িয়ে (সিনেমা - আবার তোরা মানুষ হ, শিল্পী - শাহনাজ রহমতউল্লাহ)
৪৪। পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে (সিনেমা - সখী, শিল্পী - শাহনাজ রহমতউল্লাহ)
৪৫। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া (সিনেমা- পুত্রবধূ, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৪৬। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে (সিনেমা - আলোর মিছিল, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৪৭। সবাই তো ভালোবাসা চায় কেউ পায় (সিনেমা - সারেন্ডার, শিল্পী - এন্দ্রু কিশোর)
৪৮। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি (সিনেমা - জীবন থেকে নেয়া, শিল্পী - কোরাস গান)
৪৯। কারার ঐ লৌহ কপাট (সিনেমা - জীবন থেকে নেয়া, শিল্পী - কোরাস গান)
৫০। ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা (সিনেমা - ভাই বন্ধু, শিল্পী - এন্দ্রু কিশোর)
৫১। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে (সিনেমা - জীবন থেকে নেয়া, শিল্পী - খান আতা)
৫২। তুমি যে আমার কবিতা (সিনেমা - দর্পচূর্ণ, শিল্পী - সাবিনা ইয়াসমিন, মাহমুদুন নবী)
৫৩। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই (সিনেমা - দুই পয়সার আলতা, শিল্পী - মিতালি মুখারজি)
৫৪। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় (সিনেমা - চরম আঘাত, শিল্পী - মিতালি মুখারজি, কুমার শানু)
৫৫। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা (সিনেমা - এখনই সময়, শিল্পী সাবিনা ইয়াসমিন)
৫৬। গুড়ে বালি রাস্তা জ্যাম (সিনেমা - এমিলের গোয়েন্দা বাহিনী, শিল্পী - এন্দ্রু কিশোর)
৫৭। মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই (সিনেমা - অশিক্ষিত, শিল্পী - সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন)
৫৮। সামাল সামাল সামাল সাথী (সিনেমা - ওয়াদা, শিল্পী - সৈয়দ আব্দুল হাদি,)
৫৯। এক সাগর রক্তের বিনিময়ে (সিনেমা - ওরা এগারজন, শিল্পী - সপ্না রায়)
৬০। ও আমার দেশের মাটি তোমার পরে (সিনেমা - ওরা এগার জন, শিল্পী - সাইফুল ইসলাম)
৬১। ও মেয়ের নাম দেব কি ভাবি শুধু তাই (সিনেমা - স্বরলিপি, শিল্পী - মাহমুদুন নবী)
৬২। চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে ( সিনেমা - দোস্ত দুশমন, শিল্পী - খুরশিদ আলম)
৬৩। অমন করে যেও নাগো তুমি (সিনেমা - ঈমান, শিল্পী - রুনা লায়লা, আব্দুল জব্বার)
৬৪। গানের খাতায় স্বরলিপি লিখে বল কি হবে (সিনেমা - স্বরলিপি, শিল্পী - রুনা লায়লা)
৬৫। আবার এলো যে সন্ধ্যা শধু দুজনে (সিনেমা - ঘুড্ডি, শিল্পী - হ্যাপি আকন্দ)
৬৬। একা একা কেন ভালো লাগে না (সিনেমা - দা রেইন, শিল্পী - রুনা লায়লা)
৬৭। অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায় (সিনেমা - ময়নামতি, শিল্পী - বশির আহমেদ)
৬৮। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি (সিনেমা - মাস্তান, শিল্পী - আব্দুল জব্বার)
৬৯। শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা ( সিনেমা - অনুরাগ, শিল্পী - আব্দুল জব্বার)
৭০। বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদ্মার পাড় (সিনেমা - মনিহার, শিল্পী - আঞ্জুমান আরা বেগম)
৭১। জীবন আঁধারে পেয়েছি তোমারে (সিনেমা - পুত্রবধূ, শিল্পী - সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার)
৭২। আমি রূপ নগরের রাজকন্যা রুপের যাদু এনেছি ( সিনেমা - হারানো দিন, শিল্পী - ফেরদৌসি রহমান)
৭৩। নীল আকাশের নীচে আমি রাস্তা (সিনেমা- নীল আকাশের নীচে, শিল্পী - খন্দকার ফারুক আহমেদ)
৭৪। আমি কার জন্যে পথ চেয়ে রব আমার কি দায় (সিনেমা - ওমর প্রেম, শিল্পী - ফেরদৌসি রহমান, ফারুক আহমেদ)
৭৫। আয়নাতে ঐ মুখ দেখবে যখন (সিনেমা - নাচের পুতুল, শিল্পী - মাহমুদুন নবী)
৭৬। ঐ দূর দুরান্তে (সিনেমা - দীপ নিভে নাই, শিল্পী - মোহাম্মাদ আলী সিদ্দিকি)
৭৭। কত দূরে আর কত দূরে ( সিনেমা - সখী তুমি কার, শিল্পী - রুনা লায়লা)
৭৮। হীরা আমার হীরা (সিনেমা - মায়ের বাঁধন, শিল্পী - সাবিনা ইয়াসমিন, মাহমুদুন নবী)
৭৯। মনের রঙে রাঙাবো (সিনেমা - মাসুদ রানা, শিল্পী - সেলিনা আজাদ)
৮০। দিন যায় কথা থাকে (সিনেমা - দিন যায় কথা থাকে, শিল্পী - সুবীর নন্দী)
৮১। বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার ( সিনেমা - সীমানা পেরিয়ে, শিল্পী - আবিদা সুলতানা)
৮২। ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে (সিনেমা - নাগর দোলা, শিল্পী- সাবিনা ইয়াসমিন)
৮৩। বাবা বলে গেল আর কোন দিন গান কোর না

মন্তব্যকারী ব্লগারদের প্রিয় গানগুলিঃ

৮৩। আমারও লাগিয়া বন্ধু (সিনেমা - বেদের মেয়ে জোছনা, শিল্পী
- সাবিনা ইয়াসমিন, এন্দ্রু কিশোর)
৮৪। হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সিনেমা - মহানায়ক, শিল্পী - সুবীর নন্দী)
৮৫। ও নিরুপমা পাখির বাসার মত দুটি চোখ তোমার (সিনেমা - জিঘাংসা, শিল্পী - রুনা লায়লা, খুরশিদ আলম)
৮৬। শোন গো রূপসী ললনা (সিনেমা - কি যে করি, শিল্পী - মোহাম্মাদ আলী সিদ্দিকি)
৮৭। এই যে আকাশ (সিনেমা - সুতরাং, শিল্পী - কাজী আনোয়ার হোসেন এবং আব্দুল আলীম)
৮৮। চোখ যে মনের কথা বলে (সিনেমা - যে আগুন পুড়ে, শিল্পী - খন্দকার নুরুল আলম)
৮৯। অশ্রু দিয়ে লেখা এ গান (সিনেমা - অশ্রু দিয়ে লেখা, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৯০। একটুস খানি দেখো (সিনেমা - বধু বিদায়, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৯১। আরে ও প্রাণের রাজা তুমি যে আমার (সিনেমা - বাদশাহ, শিল্পী - উমা খান, প্রবাল চৌধুরী)
৯২। ও সাত ভাই চম্পা জাগো রে ( সিনেমা - রাজার মেয়ে পারুল, শিল্পী - সাবিনা ইয়াসমিন)
৯৩। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই ( সিনেমা - আবির্ভাব, শিল্পী - আঞ্জুমান আরা বেগম)
৯৪। ভাবি যেন লাজুক লতা (সিনেমা - আবির্ভাব, শিল্পী - সত্য সাহা)

আশা করি সবার গানগুলি ভালো লাগবে।

সুত্র - ইউটিউব এবং উইকিপিডিয়া। ছবি - গো নিউজ ২৪।

মন্তব্য ৬৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় সাচু ভাই,
পুরনো বাংলা ফিল্ম মানেই নস্টালজিক। আমরা এপারে যে উত্তম সুচিত্রা সেনের সিনেমা দেখে মুগ্ধ হতাম তা বাংলা ফিল্ম থেকে অস্তগামী। তবে এই মুহূর্তে সিনেমা বা নাটক যাই বলুন, দুই বাংলার মধ্যে অপূর্বকে আমার বেস্ট লাগে। অপূর্বর চাহনিতে আমার সেরা রোমান্টিক নায়ক মনে হয়। পরমব্রতকেও ভালো লাগে। তবে বড্ড অহংকারী।

নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাকে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক দা আমার কাছেও অপূর্বর অভিনয় ভালো লাগে। পরমব্রতকে চিনি না। আমি এগুলির খবর বেশী রাখি না। তবে আপনার যেহেতু ভালো লাগে তাই পরমব্রতের খবর নিতে হবে। :)

উত্তম সুচিত্রা জুটির মত সিনেমা আর কখনও আসবে না। আমাদের দেশের পুরানো সিনেমাগুলি বেশ ভালো ছিল। এখন অবস্থা খুবই করুণ। বেশীরভাগ সিনেমা হল বন্ধ হয়ে গেছে এই সব নিম্ন মানের সিনেমার কারণে।

আপনাকেও নিউ ইয়ারের শুভেচ্ছা।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: সময় নিয়ে কিছু মুভি দেখতে হবে। পোস্ট সোজা প্রিয়তে।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ। বেশ কিছু ভালো সিনেমা পাবেন আশা করি। বিশেষ করে কিছু গান খুব ভালো মানের এবং চির সবুজ।

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেদের মেয়ে জোসনা কোথায়? :)

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাই তো বেদের মেয়ে 'জোস' না বাদ পরে গেছে। ঐ সময় বেদের মেয়ে জোস না ভিসিআরেও দেখা যেত। আপনার জন্য বেদের মেয়ে জোছনার একটা গান শেষে যোগ করে দিচ্ছি। আসলে ১৯৮৫ সালের পরের আর কোন সিনেমার গান দেই নাই।

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পৃথিবীতে প্রেম বলে কিছু নেই , এই গানটা মনে হয় নেই !!

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুবীর নন্দীর গাওয়া মহানায়ক সিনেমার এই গানটাও বেশ ভালো। আপনার পছন্দের তাই যোগ করে দিচ্ছি। :)

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পাখির বাসার মত দুটি চোখ তোমার গানটাও নাই !

" শোন গো রূপসি ললনা " নাই এছাড়াও কাজী আনোয়ার হোসেনের গাওয়া এই যে আকাশ গানটাও নাই ।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা ছিল আপনার বয়স কম। :) কিন্তু আপনার বয়স মনে হচ্ছে আমার চেয়ে বেশী। :)

আপনার এবং আমার পছন্দের গানদুটিও যোগ করে দিচ্ছি।

কাজী আনোয়ার হোসেন গানও গেয়েছেন এটা জানা ছিল না। উনি অবশ্য বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ওটা খুঁজে পেলে যোগ করে দিব।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: চোখ যে মনের কথা বলে এটাও নাই !!!

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটা ভালো গান মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। যোগ করে দিচ্ছি। :)

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: এই সব গান সত্যই চির অম্লান থাকবে যূগ যুগান্তর

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানগুলি চির সুন্দর। বেশীর ভাগ ক্ষেত্রেই যে সিনেমায় এই গানগুলি ব্যবহৃত হয়েছে সেই সিনেমাগুলিও ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাঙালি স্বামীদের হাহাকার নিয়ে একটা গান আছে না ! এ খাঁচা ভাঙব আমি কেমন করে ! এই গানটা শুনলেই সেই ছোট বেলা থেকে বুঝতে পারতাম পুরুষেরও হাহাকার আছে B-)

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৫১ নং ক্রমে এই গানটা দেয়া আছে। আপনি পুরানো গান সম্পর্কে ভালোই ধারণা রাখেন। আপনি সম্ভবত গানের সাথে জড়িত।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গান পছন্দ করি আমি , ভালো লাগে শুনতে । নিজের লিখা ও সুর করা গান নিয়ে একটা লিখা আমি ব্লগে লিখেছি !! এই যে রইল পোস্টের লিংক

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গলা খুব ভালো। আপনার লেখা, সুর করা গান যেটাতে আপনি নিজে ম্যানডোলিন বাজিয়েছেন খুব ভালো লেগেছে। সম্ভবত আর কোন বাদ্যযন্ত্র ছিল না। গানটার তাল আর ছন্দও খুব ভালো লেগেছে। আপনার নিজের আরও গান থাকলে শেয়ার করবেন আশা করি।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সম্ভবত আর কোন বাদ্যযন্ত্র ছিল না।

না আর ছিল না । আমার রেকর্ডিং ইক্যুপমেন্টের বারোটা বাজাতে আর রেকর্ড করা সম্ভব হয়নি :(

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আরব দেশের এক তরুণকে ম্যানডোলিন জাতীয় একটা তারের বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাইতে দেখেছি। এটার নাম আমি জানি না। ক্যাম্পিংয়ের সময় সাথে নিয়ে ঘোরে। ওরা বেশ অতিথি পরায়ন। আমাদেরকে ওদের তাবুর মধ্যে ডেকে চা খাওয়াল আর নাচ, গান শুনাল। অনেক আগের কথা বলছি।

যত কম বাদ্যযন্ত্রে গান গাওয়া যায় ততই ভালো। অধিক বাদ্যযন্ত্র থাকলে কণ্ঠের গুরুত্ব কমে যায়। কম বাদ্যযন্ত্রের সাথে গাওয়া গান থেকে গায়কের কণ্ঠের গুনাগুন বোঝা যায়।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:০২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সম্ভবত ওটা ওদ ছিল !!

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ক্লু অনুযায়ী অন্তরজালে দেখলাম। সম্ভবত আপনার কথা ঠিক। এটা ওদ (oud) হতে পারে।

আপনার গানের ভিডিওতে দেয়া মেয়েটাকে চেনা চেনা লাগছে।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:০৫

মিরোরডডল বলেছেন:




এতো লম্বা লিস্ট, কোনটা যে লিস্টে নেই খুঁজে পাওয়াই মুশকিল #:-S
এ গানগুলো মনে হয় লিস্টে নেই । আরো আছে, আপাতত কয়েকটা শেয়ার করলাম।













[yt391M5R5Wh6U]



০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার এই পোস্টকে সমৃদ্ধ করার জন্য আমি মিরোরডডলের অপেক্ষায় ছিলাম। কিন্তু এই কাক (অস্ট্রেলিয়ান) ডাকা ভোরে তাকে পাওয়া যাবে এটা আমার ধারণার বাইরে ছিল।

এই অসাধারণ ছয়টা গান আমার তালিকায় আসেনি। দা দা ভাই (লতা) ছাড়া বাকিগুলি শুনেছি অনেক আগে। প্রত্যেকটা গানই খুব ভালো। বাংলাদেশের সিনেমায় লতাজি গেয়েছেন এটা আমার জানা ছিল না।

অনেক ধন্যবাদ মিরোরডডলকে।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:০৭

মিরোরডডল বলেছেন:






০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটাও ভালো লাগে। ছোটবেলায় শুনেছি। মিরোরডডল কিছু দিন আগেও শেয়ার করেছিল সম্ভবত।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৫

নূর আলম হিরণ বলেছেন: এই পোস্ট তৈরি করতে আপনার কেমন সময় লেগেছে?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই দিনে মোট ৬ থেকে ৭ ঘণ্টা সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: অনেক পরিশ্রমী পোস্ট।
আসলে আমাদের পুরোনো দিনের গানের তালিকা এতোই সমৃদ্ধ ছিলো- যার তালিকা অনেক লম্বা। আপনার তালিকায় আরো যোগ হতে পারতো-
'তুমি যে আমার কবিতা',
'অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়,
‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেওনা’,
‘ইটুস খানি দেখো, একখান কথা রাখো, ভালোবাইসা একবার তুমি বউ কইয়া ডাকো’,
‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার, কাছে কাছে থেকো চাই না কিছু আর’,
‘ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার’,
'এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা....'
'সাত ভাই চম্পা জাগোরে....'
'সাতটি রংগের মাঝে আমি মিল খুঁজে না পাই....'
'ভাবী যেনো লাজুক লতা'- এমন অসংখ্য গান!

পোস্টে প্লাস।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দেয়া প্রতিটা গানই বেশ ভালো মানের। আমি সবগুলি গানই এক সময় শুনেছি।

৫২ নং ক্রমিকে 'তুমি যে আমার কবিতা' গানটা আছে। ৬৭ নং ক্রমিকে আছে 'অনেক সাধের ময়না আমার'। ৫৯ নং ক্রমিকে আছে 'এক সাগর রক্তের বিনিময়ে'। বাকিগুলি তালিকায় যোগ করে দিচ্ছি। প্লাস দেয়ার জন্য ধন্যবাদ।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই গানগুলোর মৃত্যু নেই। অসাধারণ সময় কাটিয়েছি এসব গানের সাথে।
ইদানিং গান শোনা কমিয়ে দিয়েছি।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানগুলি আমাদের স্মৃতিকাতর করে তোলে। সাধারণত গান ভালো হলে সিনেমাও ভালো হয়। কিছু সিনেমা ছিল খুব ভালো মানের। ইদানিং আমার গান শোনা আরও বেড়ে গেছে। :)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

নীল আকাশ বলেছেন: ১, ২, ৩, ৫, ৮, ১২, ১৭, ২০, ২৭, ৩০, ৪১, ৪৩, ৫৯, ৭৫ খুব পছন্দের গান ছিল একসময়। এখন গান শোনা প্রায় বাদ দিয়ে দিয়েছি। এর মাঝে বেস্ট ২০, ২৭, ৪৩, ৮, ৫৯, ৭৫।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পছন্দের প্রত্যেকটা গানই আমারও পছন্দের গান। ধন্যবাদ। ভালো থাকবেন।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩

রোকসানা লেইস বলেছেন: বর্তমান প্রজন্মকে এইসব গান শুনতে দিলে ওদের ভালোলাগবে না।
সময়ের সাথে রুচি বদলে যায়।
এইগান পুরানোদের সাথেই শেষ। নতুনরা নতুন গান শোনে।
জয়যাত্রা তৌকির আহমেদের পরিচালনায়, অজ্ঞাতনামা আরো বেশ ভালো কিছু সিনেমা দেখেছি ভালোলেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আমার জন্মের আগের অনেক গান পছন্দ করি। আবার বর্তমান সময়ের অনেক গানও পছন্দ করি। গানের প্রতি ভালোবাসা থাকলে ভাষা, কাল, নতুন, পুরানো কোন সমস্যা না। রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত এখন থেকে ১০০ বছর বা তারও আগে সৃষ্টি। এখনও নতুন প্রজন্ম এই গানগুলি শোনে এবং শেখে।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এই গান গুলো তেমন শোনা হয় না। কষ্টসাধ্য পোষ্টে ++

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও অনেক বছর পর এই তালিকার অনেক গান পুনরায় শুনলাম। এই পোস্ট তৈরি করতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে।

২০| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বেশ কিছু ভালো ভালো গান একসাথে করেছেন।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার পছন্দের গানগুলি একসাথে করার চেষ্টা করেছি। ধন্যবাদ। ভালো থাকবেন।

২১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: https://www.facebook.com/banglapriyogaan এই পেইজে সব গানগুলো আছে ।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ লিঙ্কটা শেয়ার করার জন্য।

২২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

অজ্ঞ বালক বলেছেন: দারুণ পোস্ট। আমি পুরান দিনের গানের পোকা, কিন্তু লজ্জার সাথেই বলতে বাধ্য হইতাসি যে সেটা পুরান দিনের হিন্দী গানের। বাংলা ক্লাসিক গান তুলনায় একদমই কম শোনা হয়। এই লিস্ট ফলো করে বেশ কিছু গান শুনবো আশা রাখি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি হিন্দি সিনেমা এবং গানও অনেক পছন্দ করি। হিন্দি অনেক ভালো ভালো সিনেমা আছে এবং গান আছে গুণে শেষ করা যাবে না। কিন্তু ব্লগে হিন্দি অনেকে পছন্দ করে না। হিন্দি গান নিয়ে আমি আরও অনেক বড় তালিকা তৈরি করতে পারবো। আমিও পুরানো সিনেমা এবং গানের পোকা। :)

এক সময় বাংলাদেশে ভালো সিনেমা তৈরির পরিবেশ ছিল। যার কারণে সিনেমাগুলি সুস্থ ধারার ছিল। অনেক ভালো সিনেমা এবং গান ঐ সময় তৈরি হয়েছে এদেশের চিত্র নির্মাতা এবং শিল্পীদের দ্বারা। আপনি সময় করে এই গানগুলি শুনলে আশা করি আপনার ভালো লাগবে।

২৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: পোস্ট প্রিয়তে রেখেছি। সময় করে যে গান গুলো শোনা হয় ন ই সেগুলো শুনবো। সুন্দর পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ। আপনি দেশ বিদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহী একজন ব্লগার। আপনার সিনেমা রিভিউ পোস্টগুলি থেকে বিভিন্ন ভাষার বেশ কিছু ভালো সিনেমা সম্পর্কে আমরা জানতে পেড়েছি। আমি আপনার রিভিউয়ের সিনেমা গুলি দেখার আশা রাখি। সময়, সুযোগ পেলেই দেখবো।

আমিও পোস্ট তৈরি করতে গিয়ে এই গানগুলি অনেক বছর পরে পুনরায় শুনলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: ওরেব্বাস!! এর বেশীরভাগ গানতো আমারও চ্রম পছন্দের :)

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি আর আমি তো প্রায় একই সময়ের লোক মনে হয়। :) আপনি আমার চেয়ে সামান্য বড় হবেন হয়তো।

এক সময় এই গানগুলি মানুষের মুখে মুখে ছিল। ঐ সময়ের বেশ কিছু সিনেমা খুব উন্নত মানের ছিল। মানুষ সপরিবারে হলে গিয়ে সিনেমা দেখত। এখন বেশীর ভাগ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। নারায়ণ ঘোষ মিতা, আমজাদ হোসেন, খান আতা, জহির রায়হান, সুভাষ দত্ত, এহতেশাম, চাষি নজরুল ইসলাম, আলমগির কবির প্রমুখ চিত্র নির্মাতা বেশ কিছু ভালো ছবি বানিয়েছেন।

২৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৯

মাস্টারদা বলেছেন: এই যুগে বসেও আমি পুরনো মুভিই দেখি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমিও পুরানো সিনেমা এবং গান পছন্দ করি। এই কারণে অবশ্য বর্তমান সময়ের সিনেমা এবং গান সম্পর্কে বেশ অজ্ঞ বলা যাবে আমাকে। :) ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১:৪৮

অনল চৌধুরী বলেছেন: স্বাধীনতার আগে থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশে অনেক ভালো ছবি হয়েছে।
দূরদেশ-শাবানার বিরোধ আর ফেরদৌসের হঠাৎ বৃষ্টির মতোই সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতিতে নির্মিত ছবি, যেটাকে ববিতা-এহতেশাম যৌথ প্রতারণা করে বাংলাদেশী ছবি বলে বলে এদেশে চালিয়েছেন।
সীমানা পেরিয়ে চলচ্চিত্র নাকি প্রামান্য চিত্র !!!!
১৯৮৬'র পরও গাজী মাজহারুল আনোয়ার, আলম খান এবং আহমদে ইমতিয়াজ বুলবুল নকল অনেক ছবিতেও অনেক ভালো মৌলিক গান লিখেছেন এবং সুর করেছেন।
বিশেষ করে নয়নের আলো ছবির সব গান বিখ্যত ছিলো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি চলচ্চিত্র সম্পর্কে অনেক বেশী জানেন। সিনেমা তৈরির ভিতরের খবর সম্পর্কে আমি জানি না কিন্তু আপনি হয়তো জানেন। ১৯৮৬ থেকে ১৯৯০ সালেও কিছু ভালো ছবি হয়েছে এটা ঠিক। দূর দেশ ছবিটা দেখলে অনেকটা হিন্দি সিনেমার মতই মনে হয়। ববিতা আর এহতেশাম কি প্রতারনা করেছে এটা আমি অবশ্য জানি না। আপনি ব্যাখ্যা করলে জানতে পারবো।

'সীমানা পেরিয়ে' ১৯৭৭ সালে নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটা বিখ্যাত সিনেমা। ১৯৭০ সালের জলোচ্ছ্বাস নিয়ে অনেকটা রবিনসন ক্রুসোর মত ঘটনা। আমি দেখেছি অনেক আগে। বেশ নাম করেছিল ঐ সময়। আলমগির কবির এটা নির্মাণ করেছেন। ভুপেন হাজারিকার সুর করা এবং গাওয়া গান আছে ('মেঘ থম থম করে কেউ নেই'। একই সুরে ভুপেনের আরেকটা গান আছে 'চোখ ছল ছল করে ওগো মা';)। ভুপেন হাজারিকা ছিলেন সঙ্গীত পরিচালক এই সিনেমায়। আবিদা সুলতানার গাওয়া 'বিমূর্ত এই রাত্রি আমার' গানটা এই সিনেমার। এই গানটাও আমার তালিকায় যোগ করা উচিত। ভারতের নায়িকা কাজলের মা তনুজা (উনি নিজেও একজন বিখ্যাত হিন্দি এবং বাংলার নায়িকা ছিলেন।) এতে অভিনয় করেছেন। বুলবুল আহমেদ এবং জয়শ্রী কবির অভিনয় করেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান, গাজী মাজহারুল আনোয়ার এরা বহু ভালো গান লিখেছেন এবং সুর করেছেন। ওনাদের কোন গানই আসলে খারাপ বলা যাবে না। হিন্দি 'শোলে'র অনুকরন ছিল বাংলা 'দোস্ত দুশমন'। এই সিনেমাতে 'চুমকি চলেছে একা পথে' এই গানটা চটুল গান হলেও ভালো লাগে। গানের শিল্পী, সুরকার, গীতিকারদের জীবন জিবিকা গানের উপর নির্ভরশীল তাই অনেক ক্ষেত্রে সিনেমা নকল জেনেও এরা গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন।

'নয়নের আলো' র সব গান বিখ্যাত। আমিও একমত। 'জন্ম থেকে জ্বলছি' , 'গোলাপি এখন ট্রেনে', 'বড় ভালো লোক ছিল' এই সিনেমাগুলির গানগুলিও অনেক ভালো ছিল। এই সিনেমাগুলিও অনেক ভালো মানের ছিল। আমার মতে কিশোরদের উপযোগী সিনেমার মধ্যে 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'ছুটির ঘণ্টা', 'পুরস্কার', 'ডানপিটে ছেলে', 'ডুমুরের ফুল' খুব ভালো মানের সিনেমা ছিল।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,

সত্যিই! মনোমুগ্ধকর এই গানগুলি যেন আজও প্রাণবন্ত হয়ে আছে মানুষের মন। আজও এই সকল গানের লিখনী জীবনের সব দুঃখ ভুলিয়ে মনকে মনকে প্রাণোচ্ছল করে। সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

- দেয়ালিকা বিপাশা

০৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেয়ালিকা বিপাশা, এই তালিকার কোন কোন গান আপনার ভালো লাগে? অবশ্য আপনার জন্মের অনেক আগেই সম্ভবত সিনেমাগুলি হলে এসেছিল। :)

অনেক ধন্যবাদ যথারীতি সুন্দর মন্তব্য করার জন্য। বেশ আগের সিনেমাগুলি যেমন ভালো ছিল গানগুলিও ভালো ছিল। সময় সুযোগ পেলে কিছু সিনেমা দেখবেন আশা করি।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,


আপনার ধারনা একদম সঠিক। আমার জন্মের অনেক আগেই সিনেমা গুলো হল এসেছিল কিন্তু আপনার এই লিস্টের মধ্যে বেশ কিছু গান আমার খুবই ভালো লাগে। এখনো অবসরে আমি গানগুলো অনবরত শুনে থাকি। যদিও এই লিস্টের প্রতিটি গানই কালজয়ী কিন্তু এদের মধ্যে বেশ কিছু গান আমার খুবই প্রিয়।

আপনার উল্লেখিত তালিকার মধ্যে ১,২,৩,৫,৬,৭,৮,৯,১০,১৪, ১৬, ১৭, ২০, ২২, ২৬, ২৮, ৩০, ৩৩, ৪২, ৪৩, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫২, ৫৯, ৬০, ৬২, ৬৪, ৬৫, ৭৩,৭৫, ৭৯, ৮০, ৮৮, ৮৯ নং (৩৬টি) গানগুলো আমার খুবই পছন্দের গান। এছাড়াও খালিদ হাসান এর কিছু গান এবং কিশোর কুমার এবং বেশ কিছু রবীন্দ্র সংগীত আমার খুবই ভালো লাগে। মোট কথা এ সকল বাংলা গানের মধ্যে যেন প্রাণ রয়েছে। আশা করি আপনার পছন্দের গানগুলোর সাথেও মিল খুঁজে পাওয়া যাবে :)

- দেয়ালিকা বিপাশা

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এত কষ্ট করে গানগুলি শুনেছেন দেখে আমার খুব ভালো লাগছে। কিছু গান হয়তো আগে শোনেন নাই। কিন্তু গানগুলি আপনার ভালো লাগবে কয়েকবার শুনলে।

সিরিয়াল ৪ - 'আজ কোন কাজ নেই আজ আমাদের ছুটি' - এই গানটা কয়েকবার শুনলে আপনার ভালো লাগবে। এই সিনেমার নাম পুরস্কার। কিশোর কিশোরীদের উপযোগী একটা খুব ভালো মানের সিনেমা। এটার ঘটনা হল টঙ্গিতে কিশোর অপরাধীদের সংশোধনের একটা সরকারী প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের একদল কিশোর অপরাধীকে নিয়ে এই সিনেমাটা। এরা অপরাধী হলেও এদের মধ্যে মানবিক গুণাবলী জাগিয়ে তোলা সম্ভব। বুলবুল আহমেদ এবং নায়িকা এই কাজটি করেছে এই সিনেমায়। মায়া মমতা দিয়ে ছেলেগুলিকে সঠিক পথে নিয়ে আসে এই সিনেমার নায়ক এবং নায়িকা। এই সিনেমার আরেকটা গান হল 'হার জিত চিরদিন থাকবেই' (আমার লিস্টে ১২ নাম্বার)। এই গানটাও অনেক ভালো। এই সিনেমার লিঙ্ক হল সিনেমা - পুরস্কার

https://www.youtube.com/watch?v=H02kXOxrR5U
সিনেমাটা আপনার ভালো লাগবে।

সিরিয়াল ১৩ - 'আমাদের দেশটা স্বপ্নপুরী' - এই গানটা 'ছুটির ঘণ্টা' ছবির গান। এটাও কিশোর কিশোরীদের উপযোগী সিনেমা ছিল। এই সিনেমার ঘটনা হল একটা ছেলে স্কুলের বাথরুমে আটকা পড়ে যায়। এদিকে স্কুল প্রায় ১ মাসের জন্য ছুটি দিয়ে দেয়। এই বিপদগ্রস্ত অসহায় বাচ্চাটার বাথরুমে বন্দি অবস্থার বেশ কয়েকদিনের ঘটনা হল এই সিনেমা। এই সিনেমার লিঙ্ক হল;
সিনেমা - ছুটির ঘণ্টা

https://www.youtube.com/watch?v=_cIDMn2wodQ

আর, নীচের এই সিনেমাগুলিও দেখবেন। আমার বিশ্বাস আপনার ভালো লাগবে।
১। জন্ম থেকে জ্বলছি মাগো
২। নয়নের আলো
৩। বড় ভালো লোক ছিল
৪। সুন্দরী
৫। গোলাপি এখন ট্রেনে
৬। দিন যায় কথা থাকে
৭। সারেং বউ
৮। আবার তোরা মানুষ হ
৯। ওরা ১১ জন
১০। সখী
১১। আলোর মিছিল
১২। দোস্ত দুশমন ( হিন্দি 'শোলে' সিনেমার ঘটনা)
১৩। অমর প্রেম
১৪। সখী তুমি কার
১৫। সীমানা পেড়িয়ে

কষ্ট করে গানগুলো শোনার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার প্রিয় কয়েকটা রবীন্দ্রসঙ্গীত দিচ্ছি যেগুলি সিনেমাতে ব্যবহৃত হয়েছে।
চরণ ধরিতে দিও গো আমারে
এই করেছ ভালো নিঠুর হে
এসে প্রাণ ভরণ দৈন্য হরণ হে
বধু কোন আলো লাগলো চোখে

এছাড়া আরও অজস্র রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে। মাত্র কয়েকটা দিলাম;

আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে
তুমি কি কেবলই ছবি
তোমার হল শুরু আমার হল সারা
মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল ও দোলে মন

খালিদ হাসান মিলুর এই গানগুলি ভালো লাগে;

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন
মায়ের একধার দুধের দাম

কিশোর কুমারের অজস্র গান প্রিয়। মাত্র কয়েকটা দিলাম;
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে
আশা ছিল ভালোবাসা ছিল
পৃথিবী বদলে গাছে যা দেখি নতুন লাগে
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখ
চির দিনই তুমি যে আমার

২৯| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

একলব্য২১ বলেছেন: সময় সুযোগ করে আপনার এই পোস্টে আসার ইচ্ছে আছে। এখন চট করে এই পুরানো গানটা কথা মনে পড়ছে। আপনার লিস্টে আছে কি না জানি না। তার আগে প্রিয়তে নিয়ে নেই।

Jaadu bina pakhi temon

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ। আপনার দেয়া এই গানটা আমার তালিকায় নেই। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য। 'যাদুর বাঁশী' সিনেমার গান এটা। এই গানটা ছোটকালে শুনেছি। রুনা লায়লার গাওয়া এই গানটা বেশ ভালো গান। আপনার মায়ের সঙ্গীতের প্রতি ভালোবাসা মনে হয় আপনার মধ্যেও সঞ্চারিত হয়েছে।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

একলব্য২১ বলেছেন: আরও একটা।

Gaan Noy Jibon Kahini

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটা পুরানো গানের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। রুনা লায়লার গাওয়া এই গানটা অনেক আগে শুনেছি। সাবিনা, রুনা, শাহনাজ রহমতউল্লাহ, সৈয়দ আব্দুল হাদি, এন্দ্রু কিশোর এদের সব গানই ভালো। কোনটা কম ভালো আর কোনটা বেশী ভালো এই যা।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: পুরস্কার সিনেমাটি আমি দেখব ইনশাল্লাহ কিন্তু ছুটির ঘন্টা সিনেমাটি আমি এর আগেও দেখেছি। যখন ছোট ছিলাম তখনই সিনেমাটি বাবা-মায়ের সাথে বসে দেখা। মনে হচ্ছিল যেন আমি নিজেই সেই বাথরুমে আটকা পড়ে গিয়েছিলাম।

খালিদ হাসান এবং কিশোর কুমারের দেয়া আপনার গানগুলো আমার খুবই পছন্দের। আসলে এ সকল গানের সাথে সবারই পছন্দের মিল খুঁজে পাওয়া যায় :)

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছুটির ঘণ্টা ছবির সমাপ্তিটা খুব হৃদয়বিদারক। সিনেমাটা একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। নারায়ণগঞ্জের একটা স্কুলে ঈদের ছুটির সময় এই ঘটনা ঘটে। 'ছুটির ঘণ্টা'র ঘটনা ঘটেছিল ঈদের ছুটিতে

ভালো গায়কদের ভালো গানগুলি সবার কাছেই ভালো লাগে।

আরও অনেকগুলি সিনেমার তালিকা দিয়েছি সময় সুযোগ পেলে সেগুলিও দেখবেন। ভালো লাগবে আশা করি। :)

৩২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫০

দেয়ালিকা বিপাশা বলেছেন: ইনশাআল্লাহ। অবশ্যই দেখব। আজ সুন্দরী সিনেমাটি দেখলাম। খুবই ভালো লাগছিল।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দরী সিনেমাতে একটা মজার ডায়ালগ আছে। 'আমার নাম সুন্দরী কন্ট্রাক্ট লইয়া ঝগড়া করি'।

মজার সিনেমা দেখতে চাইলে এই হিন্দি সিনেমাটা দেখবেন;

মুসকুরাহাট

অথবা বাংলা মজার সিনেমা -

দাদার কীর্তি

আর কান্নার সিনেমা দেখতে চাইলে দেখবেন;

জন্ম থেকে জ্বলছি

৩৩| ১৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: স্বাধীনতার আগের রহমান-শবনম-খান আতা-খান জয়নুল অভিনীত একটি ভালো ছবির নাম আপনার তালিকা থেকে বাদ পড়েছে, নাম জোয়ার ভাটা
রাজ্জাক-শাবানা অভিনীত আরেকটি ভালো ছবির নামও বাদ পড়েছে- অবুঝ মন। এটা সম্ভবতঃ স্বাধীনতার পরের ছবি, তবে আগেরও হতে পারে; সঠিকভাবে স্মরণ করতে পারছি না।
এ ছবিদুটো আপনার পছন্দ হয়ে থাকলে তালিকায় যোগ করে দিতে পারেন।

৩৪| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫২

জুন বলেছেন: আপনার তালিকার গানগুলো তো একসময় অসম্ভব প্রিয় ছিল এ ছাড়াও
ইশারায় শিস দিয়ে আমাকে ডেকোনা সিনেমা বন্দিনী, শিল্পী সাবিনা ইয়াসমিন।
ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়" শাহনাজ রহমতুল্লাহর এই গানটাও অনেক প্রিয়।

৩৫| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: এটি পুরানো দিনের বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের একটি উত্তম সংকলন। জোয়ার ভাটা ছায়াছবির "মন যদি ভেঙে যায় যাক, কিছু বলবো না" গানটি তালিকায় সংযোজন করে দিতে পারেন, অন্ততঃ "মন্তব্যকারী ব্লগারদের প্রিয় গানগুলি" শীর্ষক উপতালিকাটিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.