নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

সাগর বা সমুদ্র নিয়ে কয়েকটি প্রিয় গান

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮


পৃথিবীতে সাগর বা সমুদ্র নিয়ে কত গান আর কবিতা যে রচিত হয়েছে তার হিসাব নাই। কখনও সাগরের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আবার কখনও উপমা হিসাবে সাগর বা সমুদ্র কবিতা এবং গানে এসেছে। পাহাড়, নদী, বনভুমি যেমন মানুষকে আকৃষ্ট করে একইভাবে সাগরের তীরও আমাদের মন ভালো করার একটা উৎকৃষ্ট জায়গা। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের কোন সাগর নেই। সাগর থাকুক বা না থাকুক মানুষ দীর্ঘ ভ্রমণ করে সাগরের সৌন্দর্য দেখার জন্য।

বহু কবিতা আছে সাগর নিয়ে। সব লিখে শেষ করা যাবে না। বাংলা ভাষায় আমাদের দুইজন প্রিয় কবির সাগর নিয়ে দুইটা কবিতা/ গান না উল্লেখ করলেই নয়।

কাজী নজরুল ইসলামের গানঃ

সাগর আমায় ডাক দিয়েছে
মন-নদী তাই ছুটছে ওই।
পাহাড় ভেঙে মাঠ ভাসিয়ে
বন ডুবিয়ে তাই তো বই॥
তরঙ্গে তাই রাত্রি দিন
গান গেয়ে যাই নিদ্রাহীন
বাজিয়ে ঢেউ-এর বীণ।
বন্যা এনে মায়ার পুরী ভাসিয়ে নাচি তাথই থই॥
গানের লিঙ্ক - সাগর আমায় ডাক দিয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

সমুদ্র

কিসের অশান্তি এই মহাপারাবারে,
সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন!
অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন।
যুগ-যুগান্তর ধরি যোজন যোজন
ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস--
অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন,
নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ।
আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
কঠিন পাষাণময় ধরণীর তীরে,
জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়,
ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে।
অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা
সতত দুলিছে ওই অশ্রুর পাথার,
উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা,
কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার।
সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা
সাধ যায় ব্যক্ত করি মানবভাষায়--
শান্ত করে দিই ওই চির ব্যাকুলতা,
সমুদ্রবায়ুর ওই চির হায় হায়।
সাধ যায় মোর গীতে দিবস রজনী
ধ্বনিতে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি।

রবীন্দ্রনাথ আর নজরুলের গান/কবিতা ছাড়াও সমুদ্রের কথা অনেক গানে এসেছে। আমার প্রিয় এই ধরণের কিছু গান ব্লগারদের উদ্দেশ্য উপস্থাপন করলাম।

১। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে- শাহনাজ রহমতউল্লাহ
২। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর - শ্যামল মিত্র
৩। সাগরের ঐ প্রান্তরে শুনি - নাসিম আলী খান
৪। ও সাগর এত জল কই পেলি - প্রমিথিউস
৫। সাগর বেলায় এলে কত স্মৃতি মনে পড়ে যায় - সোলস
৬। সাগার কিনারে দিল ইয়ে পুকারে - হিন্দি ছবি - সাগার - কিশোর কুমার এবং লতা মুঙ্গেশকর
৭। সাত সামুন্দার পার ম্যায় তেরে - হিন্দি ছবি - সাধানা সারগাম
৮। কত সাগর পেড়িয়েছি আমি - শুভ্রদেব
৯। ওগো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যায় - মিতালি মুখারজি
১০। আই সি আ বোট অন দা রিভার - বনি এম
১১। ওশান ডিপ - ক্লিফ রিচার্ড
১২। এক সাগর রক্তের বিনিময়ে - স্বপ্না রায় - সিনেমা 'ওরা এগারো জন'
১৩। সাগর বেলায় ঝিনুক খোটার ছলে - সন্ধ্যা মুখোপাধ্যায়
১৪। ঐ ঝিনুক ফোটা সাগর বেলা - সামিনা চৌধুরী
১৫। সাগরের সৈকতে কে যেন দূর হতে - শাহনাজ রহমতউল্লাহ - সিনেমার নাম ছুটির ফাঁদে
১৬। হে সাগর যখনই তোমায় দেখি - সন্ধ্যা মুখোপাধ্যায় - সিনেমার নাম অর্পিতা

আশা করি সবাই গানগুলি উপভোগ করবেন।

ছবি- বাংলাদেশ প্রতিদিন
সূত্র- ইউটিউব (বিশেষ করে সোনাবীজ ভাইয়ের ইউটিউব চ্যানেল)

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


কয়েকটি শুনেছি গান। নজরুল সমুদ্র বেড়াতে গিয়েছিলো কখনো?

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: গিয়েছেন সম্ভবত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুব কাছে সমুদ্র। নিশ্চয়ই গিয়ে থাকবেন কখনও। কবিরা কল্পনাতেও অনেক জায়গাতে চলে যেতে পারেন অবশ্য।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: তুমি কি এক এক দিন এক এক সাবজেক্ট বেছে বেছে গান শোনো??? B:-)

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে তা না। আমি এর আগে নদী, মায়ের ভালোবাসা এবং পথ নিয়ে গানের পোস্ট দিয়েছি। পৃথিবীর সকল দেশের গান আর কবিতায় কিছু জিনিস বারবার আসে। এই কারণে এবার ভাবলাম সাগর নিয়ে একটা পোস্ট দেই। সামনে হয়তো আরও কোন বিষয় নিয়ে দিব যেগুলি গানে বারবার আসে।

ইউটিউবে আমার একটা গানের তালিকা আছে। সেটাই বারবার শুনি। নতুন গান যোগও হয়।

রবীন্দ্রনাথের কোন সমুদ্র নিয়ে গান খুঁজে পেলাম না। আপনি তো মনে হয় রবীন্দ্রনাথের গান ছাড়া গান শোনেন না।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=সাগর আমায় ডাকেনি আজও=
ব্যথার অস্ফুট নিনাদ বুকে, অভিমানে ফুলিয়েছি ঠোঁট
সাগর ডাকেনি আজও বুকে পেয়েছি চোট,
শুনিনি কান পেতে সাগরের জলরাশির গর্জন
সময় করলো সঙ্গে আমার একি! প্রবঞ্চন।

ফেনিল জল ছুঁয় নি আমার পা,
সেথায় হলো না রিযিক, হলো না আজও প্রভুর কৃপা,
সাদা ঢেউয়ের বাড়ি এসে লাগে বুকের পাড়ে
ভাঙ্গে নিরাশায় বুক, নুয়ে পড়েছি হায় ব্যথার ভারে।

নোনা জলের ঢেউয়ে হাঁটিনি, বাজে বুকে নৈরাশ্যের গান
পার হতে পারিনি আজও সময়ের সুপান
দেখিনি দৃষ্টি তাক করে জলের উপর পাখির বিচরণ
কেউ নেয়নি মনের খোঁজ, বুক চুয়ে রক্ত ক্ষরণ।

শুনিনি, শুনিনি আজও ঢেউয়ের কলকল বীণ
মন উঠোনে চৈত্রের খরা, আশার বুকে নামলো দুর্দিন
বালিচরের উপর লিখতে পারলাম কই আর নিজের নাম
দেখিনি অথৈ সাগর, এ জীবনের কীবা দাম।

সাগরের উপর আকাশের মেঘ কে না দেখতে চায়
সময় আমার ইচ্ছের পথে সদা কাঁটা বিছায়
রয়ে গেল সাগর আমা হতে দূর যোজন যোজন
হলো না নীল জল ঢেউয়ের সাথে আমার সুখ মনোরঞ্জন।

আহা বুকে সাগর দর্শনের সে কী ব্যাকুলতা
একদিন নিশ্চয়ই সময় শুনবে আমার অস্ফুট কথা,
ইচ্ছে আমার সাজানো বুকের তাকে সারে সারে
সময়ের পিঠে হয়ে সওয়ার একদিন যাবো সাগরের পাড়ে,
ইচ্ছের বুকে যেন না লাগে আর নিথুয়া পাথার,
প্রভুর হলে দয়া সাগরের নীল জলে কাটবো সাঁতার।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। আসলে আপনার কবিতাগুলি খুব সাবলীল এবং প্রাঞ্জল। প্রত্যেকটা লাইনই উপভোগ করা যায়।

সাগর নিয়েও আপনি কবিতা লিখে ফেলেছেন এটা তো খেয়াল করিনি।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা এখন লিখছি। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সর্বদা

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এতো কম সময় কিভাবে লিখলেন!!!! :)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

বিষাদ সময় বলেছেন: কবি সাহিত্যিকদের তেমন কেউ মনে হয় সাগর বা জঙ্গলে খুব বেশিদিন স্হায়ী ভাবে থাকেননি। সাগর বা জঙ্গলপ্রীতির এটাও একটা কারণ হতে পারে। :)


২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৬ বছর বিহারের জঙ্গলে ছিলেন। ঘোড়ায় চরতেন নিয়মিত। এই বন জঙ্গলের অভিজ্ঞতা নিয়ে লেখা ওনার উপন্যাসের নাম 'আরণ্যক'। খুব ভালো উপন্যাস।

কবি সাহিত্যিকদের মধ্যে অনেক মেরিনার আছে নিশ্চয়ই। তবে বিখ্যাত কেউ আছে কি না জানি না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

কামাল১৮ বলেছেন: ওরে নীল দরিয়া,গানটি আমার খুবই ভালো লাগে।গানটিতে মানবিতা আছে,আছে প্রিয় জনের জন্ম আকুতি।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'ওরে নীল দরিয়া' আমারও প্রিয় একটা গান। আপনার জন্য গানটা দিলাম।


ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া - ছবি সারেং বউ - কণ্ঠ আব্দুল জব্বার

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

জুল ভার্ন বলেছেন: সবগুলোই খুব জনপ্রিয় গান!

ভূপেন হাজারিকার সাগর নিয়ে চমৎকার একটা গান আছে- সাগর সংগমে সাতার কেটেছি কতো কখনও হইনি ক্লান্ত......

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুপেনের গানটা মনে করিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। এই গানটার কথা ভুলেই গিয়েছিলাম। আমার খুব প্রিয় একটা গান।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৩

একলব্য২১ বলেছেন: চুয়াত্তর ভাই,

লিস্টের বাহিরে আপাতত কোন গানের কথা চট করে মনে পড়ছে না। তবে সাগরের কথা মনে হলেই আমার নিম্নের আরব সাগরের দৃশ্য সম্বলিত এই গানটির কথা মনে পড়ে।

view this link

২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটাতেও সাগরের ঢেউয়ের কথা আছে। গানটা আগে শুনি নাই। তবে বেশ ভালো লেগেছে। সালমা আগার গান খুব ভালো লাগে। অভিনয়ও ভালো লাগে। সালমা আগার একটা প্রিয় গান দিলাম। যদিও এটা সাগর নিয়ে নয়।
দিল কে আরমা আসুও মে ব্যাহে গায়ে - সালমা আগা - হিন্দি নিকা সিনেমার গান

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭

মুক্তা নীল বলেছেন:
বাহ চমৎকার পোস্ট অনেক পুরনো গান শোনা হবে ।
স্বপ্ন দেখবো বলে -- মৌসুমী ভৌমিকের এই গানটার সাথেও সমুদ্রের মিল খুঁজে পাওয়া যায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি গানগুলি আপনার ভালো লাগবে। আপনার দেয়া গানটা এখনও শুনি নাই। সেটার ভিডিও দিয়ে দিব এই পোস্টে।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার প্রিয় গানটা দিলাম। এই গানটা আমারও ভালো লাগে। প্রথমে গানের টাইটেল দেখে চিনতে পারিনি। কিন্তু শোনার পরে বুঝলাম এই গান আমার আগে শোনা।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: দুইটা গান দেওয়া উচিৎ ছিলো। এই দুটা গান ছাড়া এই পোষ্ট অসম্পূর্ন। এর মধ্যে একটা গান কেউ একজন মন্তব্যে দিয়েছেন। আরেকটা আপনি খুঁজে বের করুণ। খুবই পপুলার গান।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি খুঁজে পাচ্ছি না। আপনি দয়া করে সাহায্য করেন।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশতো ইউনিক ভাবনা। পোষ্টটি বেশ ভালো লেগেছে সাচু ভাই।++
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদাতিক ভাই, আপনাকেও একুশের শুভেচ্ছা। আশা করি গানগুলি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বেশ কটি গান বার বার শুনার তালিকায় আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু গান বেশ জনপ্রিয়। বাকি কয়েকটা জনপ্রিয় না হলেও আশা করি ভালো লাগবে সবার।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: কুল নাই কিনার নাই মাইকো তোমার ডাঙ্গা তরী

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনে হয় এই গানটার কথা বলতে চেয়েছেন ;

আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে
কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি,
কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি
আরে সাবধানে চালাইয়ো মাঝি,
আরে সাবধানে চালাইয়ো মাঝি
আমার ভাঙা তরী রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে,
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি খুঁজে পাচ্ছি না। আপনি দয়া করে সাহায্য করেন।

আমি ভেবেছিলাম আপনি পারবেন। দুঃখ পেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক সময় সহজ জিনিস মাথায় ঢোকে না। আপনার কাছ থেকে সাহায্য পাবো না এমনটাই ধারণা করেছিলাম।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

শাহিন-৯৯ বলেছেন:


গানে নেশা কম তবে সমুদ্রে নেশা অনেক।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমুদ্রের সৌন্দর্য সত্যিই নেশাগ্রস্ত করে আমাদের। আমার আবার গানের নেশাও আছে।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪১

শায়মা বলেছেন: কে বলেছে নাই!!! X((

https://www.youtube.com/watch?v=vXMANICOoV8

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা আমার আম্মার প্রিয় ছিল। আমারও খুব প্রিয়। ছোটবেলায় শুনতাম। বহু বছর পরে শুনলাম মনে হয়।

এই গানটার কথা কিভাবে ভুলে গেলাম।

আমি জানতাম আমাদের শায়মা আপু অবশ্যই পারবেন খুঁজে দিতে সাগর নিয়ে একটা রবীন্দ্রনাথের গান। অনেক ধন্যবাদ আপনাকে।

কিন্তু এমন ভয়ংকর ইমো কেন দিলেন বুঝলাম না। X(

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন:

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: একখান ঝাক্কাস গানের কথা আপনি ভুলে গেলেন !

" আমি সাত সাগরের ওপার থেকে তোমায় দেখেছি ! "

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি একজন সঙ্গীতজ্ঞ। বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ। সহজেই গানের সন্ধান দিতে পারেন।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২

একলব্য২১ বলেছেন: চুয়াত্তর ভাই,

আপনার লিস্টে এই গানটা কি দিয়েছেন। হঠাৎ করেই মনে পড়লো।

Ami sath sagar pari diye

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এতো পুরানো গান শোনেন !!!! :) অনেক ধন্যবাদ গানটা শেয়ার করার জন্য। অনেক দিন পরে শুনলাম।

রাজীব নূর একটা গানের কথা বলছে। বুঝতে পাড়ছি না কোন গান। অবশ্য রাজীব নুরের কথা কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝা মুশকিল।

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১২

শায়মা বলেছেন: রবীন্দ্রনাথ কিছু লেখেনি তাই কি হতে পারে? তাই X((

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আচ্ছা, এই কারণে। বুঝেছি। অনেক ধন্যবাদ আপনাকে। X(

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরেহ নাহ্ আমি এমন কিছুই না । ঝারা সারাটাদিন ভেবে এই গানের কথঅ মনে করতে পেরেছি !!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি আপনার বিনয়। গুনি মানুষের বিনয় থাকে। :)

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১

একলব্য২১ বলেছেন: সাগর নিয়ে আরও একটি হিন্দি গানের কথা মনে পড়েছে। শেয়ার করার লোভ সংবরণ করতে পারলাম না। :)

Saagar Kinare Dil Yeh Pukare

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গানটা লোভনীয়ই বটে। এটা আমার খুব প্রিয় একটা গান। এই গানটা কিন্তু আমার পোস্টের তালিকাতে আছে ( ৬ নং গান)। আপনি অনেক গানের খবর রাখেন। আপনার জন্মের আগের অনেক গানও আপনি জানেন। :) ধন্যবাদ আপনাকে।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯

করুণাধারা বলেছেন: তালিকায় আমার প্রিয় গান নেই!
এই যে-
view this link

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ আপনার প্রিয় গানটা শেয়ার করার জন্য। এতো ভালো একটা গান আসলে আরও আগেই শোনা উচিত ছিল। ভালো থাকবেন।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪

অনল চৌধুরী বলেছেন: শেষ লেখা গেলো কই !!!! =p~ :`> :-/

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখাটা নিজের কাছেই হাল্কা মনে হল তাই সরিয়ে ফেললাম। :)

২৪| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৭:১১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কিছু গান শোনা হলো। ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি মনোযোগ দিয়ে আমার গানের পোস্টগুলি শুনছেন। অনেক ধন্যবাদ গানগুলি শোনার জন্য। ভালো থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.