নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে দেশে বিদেশের ভালো মন্দ সব গান বিবেচনায় নিলে দেখা যায় ভালোবাসা এবং বিচ্ছেদের গানের পরিমান সবচেয়ে বেশী। ইংরেজি গানের মনস্তত্ত্বের উপর একটা গবেষণায় দেখা গেছে যে ৬০ এর দশক থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরণের গানের ৬৭% এর মূল বিষয় ছিল ভালোবাসা। বাংলা বা হিন্দি গানের ক্ষেত্রেও হয়তো এরকম পরিসংখ্যানই পাওয়া যাবে। তবে আমার ধারণা বিভিন্ন ভাষার বিভিন্ন ধরণের গান হিসাবে নিলে এই হার আরও বেশী হবে। ভালোবাসার গানে হৃদয়, মন, বুক, হার্ট এই শব্দগুলি বারবার এসেছে। এই পোস্টে কিছু গান দেয়ার চেষ্টা করেছি যে গানগুলিতে মন, হৃদয়, হার্ট বা বুক শব্দটা এসেছে গানের শুরুতে বা গানের টাইটেলে।
বাংলা গানঃ
১। আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে - এন্দ্রু কিশোর
২। হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে - উইনিং
৩। ভাঙ্গা মন নিয়ে তুমি - আয়ুব বাচ্চু
৪। মন কি যা চায় বল যারে দেখি লাগে ভালো - ডিফরেন্ট টাচ
৫। এই মন তোমাকে দিলাম - সাবিনা ইয়াসমিন
৬। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব - নিশিতা বড়ুয়া (মূল গান লতা মঙ্গেশকার)
৭। পাগল মন রে - দিলরুবা খান
৮। মনের দুয়ারে দাড়িয়ে থেকো না ঘরের দুয়ারে এসো - আরতি মুখারজি
৯। মন মেতেছে মন ময়ূরীর - আশা ভোশলে
১০। মন শুধু মন ছুঁয়েছে - সোলস
১১। মন নিয়ে কি মরবো নাকি শেষে - আশা ভোশলে
১২। মন মোর মেঘের সঙ্গী - রবীন্দ্র সঙ্গীত - হেমন্ত মুখোপাধ্যায়
১৩। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও - আব্দুল জব্বার
১৪। চঞ্চল মন আনমনা হয় - লতা মঙ্গেশকার এবং হেমন্ত মুখোপাধ্যায়
১৫। মন বলে আমি মনের কথা জানি না - হেমন্ত মুখোপাধ্যায়
১৬। বুকে আছে মন মনে আছে আশা - রুনা লায়লা এবং এন্দ্রু কিশোর
১৭। ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে - সাবিনা ইয়াসমিন
১৮। এ মন আমার পাথর তো নয় - শুভ্র দেব
১৯। মনে পড়ে যায় আমার কৈশোর - ওয়ারফেজ
২০। মনে কর তুমি আমি চলে গেছি - তপন চৌধুরী
২১। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল - রবীন্দ্র সঙ্গীত - ইন্দ্রানি সেন
২২। আজি বাংলাদেশের হৃদয় হতে - রবীন্দ্র সঙ্গীত - সমবেত সঙ্গীত
২৩। হৃদয়ের এ কূল ও কূল দু কূল ভেসে যায় - রবীন্দ্র সঙ্গীত - অদিতি মহসিন
২৪। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই - মান্না দে
২৫। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের কি আছে - রফিকুল আলম
২৬। মনে কি দ্বিধা রেখে গেলে - রবীন্দ্র সঙ্গীত - হেমন্ত মুখোপাধ্যায়
২৭। মনে কর যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় - চিত্রা সিং
২৮। মনে রবে কি না রবে আমারে - রবীন্দ্র সঙ্গীত - কমলিনী মুখারজি
২৯। বুকেরই ভিতরে রাখিব তোমারে আমারও পরাণ করিয়া - এন্দ্রু কিশোর
৩০। বুকের খাঁচায় যতন করে রেখেছিলাম তোরে - আসিফ
৩১। কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা - সাবিনা ইয়াসমিন
৩২। কারে দেখাব মনের দুঃখ গো আমি - এন্দ্রু কিশোর
৩৩। মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙ্গাবো - সেলিনা আজাদ
৩৪। চোখ যে মনের কথা বলে - খন্দকার নুরুল আলম
৩৫। যদি কাগজে লিখ নাম - মান্না দে
৩৬। আমার প্রাণ কাণ্ডে ও আমার মন - সাবিনা ইয়াসমিন এবং সুবীর নন্দী
ইংরেজি গানঃ
১। If you ever had a broken heart - Jayne Collins
২। Heart Beat - WHAM
৩। you're my heart you're my soul - Modern Talking
৪। Where does my heart beat now - Celine Dion
৫। Owner of lonely heart - YES
৬। Heart attack - Olivia Newton John
৭। Open your heart - Madonna
৮। Heart of gold - Neil Young
৯। Straight from the heart - Bryan Adam
১০। ইউ আর ইন মাই হার্ট - রড স্তিয়ারট
১১। হাংরি হার্ট - ব্রুস স্প্রিংসটিন
১২। কুইন অব হার্ট - জুস নিউটন
১৩। টেল ইট টু মাই হার্ট টেল মি - টেইলর ডেন
১৪। হার্ট এইক টুনাইট - ঈগলস
হিন্দি গানঃ
১। তু মিলে দিল খিলে - কুমার শানু, অলকা ইয়াগনিক
২। দিল হ্যায় কে মানতা নেহি - আনুরাঁধা পারওয়াল, কুমার শানু
৩। দিল দিওয়ানা বিন সাজনা কো মানে না - লতা মঙ্গেশকার
৪। দিল কা হাল সুনে দিলওয়ালা - মান্না ডে - সিনেমা শ্রী ৪২০
৫। দিল তারাপ তারাপ কে - লতা মঙ্গেশকার, মুকেশ
৬। দিল হুম হুম কারে - লতা মঙ্গেশকর
৭। দিল জিগার নাজার কেয়া হ্যায় - কুমার শানু
৮। দিল মেরা কেহতা হ্যায় তুম মেরে হো - নাজিয়া হাসান
৯। মেরা দিল ভি কিতনা পাগাল হ্যায় - কুমার শানু
১০। দিল তো পাগাল হ্যাঁয় - লতা মঙ্গেশকার, উদিত নারায়ান
১১। দিল বোলে বুম বুম - নাজিয়া হাসান
১২। দিল কে আরমা আসুও মে বাহে গায়ে - সালমা আগা
১৩। মেরা দিল ইয়ে পুকারে আজা - লতা মঙ্গেশকর
১৪। দিল কি ইয়ে আরজু থি কই - সালমা আগা এবং মাহেন্দ্রা কাপুর
১৫। দারদে দিল দারদে জিগার দিল মে - মোহাম্মাদ রফি
আশা করি গানগুলি ভালো লাগবে সবার।
ছবি - বোল্ডস্কাইবেঙ্গলি
০৬ ই মে, ২০২৩ সকাল ৭:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা ঠিক। দুঃখের গানই মনে সবচেয়ে দাগ কাটে। এই গান মানুষের মনকে হাল্কা করে। এই গানের রেশ থেকে যায় অনেক সময় পর্যন্ত। আনন্দের গান অল্প সময়ের আনন্দ দেয়। ভাবের গান মানুষকে বাস্তব জগত থেকে দূরে সরিয়ে দেয়। আপনার পর্যবেক্ষণের সাথে একমত।
২| ০৬ ই মে, ২০২৩ সকাল ৮:৪৮
মিরোরডডল বলেছেন:
you're here in my heart
and my heart will go on and on
Love of my life, you've hurt me
You've broken my heart, and now you leave me
Un-break my heart
Say you'll love me again
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়েনা
আমাকে
তুমি ভরেছো এই হৃদয়
যেন সাগর নীলান্তে
আজ বুঝতে পারি
সারাক্ষন এ বুকের গহীনে
তুমি সুখে দুখে করছো মিছিল
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো
হৃদয় বলে হৃদয় জুড়ে তুমি থাকো
Just remember it`s the only one I`ve got
It`s the only one I've
Don`t break my heart
মন ভালো নেই
বারে বারে মনে হয়
তুমি কাছে নেই
মনে কি পড়েনা রোদেলা সুখে
দুজনে ছিলাম কত কাছাকাছি
মনে পরে তাকে
যাকে চেয়ে না পেয়ে
স্বপ্নের মাঝে বিদ্রোহ করলো আমার দীর্ঘশ্বাস
আপাতত এতটুকুই, বাইরে যাচ্ছি, রাতে আবার আসবো।
০৬ ই মে, ২০২৩ সকাল ১১:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: হৃদয় দিয়ে গান খুঁজে পাচ্ছিলাম না। আপনার গানে হৃদয়ের গান অনেকগুলি। ভালো লাগলো। বেশীর ভাগই আগে শুনি নাই। ধন্যবাদ।
৩| ০৬ ই মে, ২০২৩ সকাল ১১:১২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ। প্রায় প্রত্যেকটা গান আমার পছন্দের।
০৬ ই মে, ২০২৩ সকাল ১১:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি অবসর সময়ে গানগুলি আপনার কাজে লাগবে। আপনাকেও ধন্যবাদ।
৪| ০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:০৬
শেরজা তপন বলেছেন: বাহ্ বেশ খাটা খাটুনি গেছে আপনার।
আরো কিছু মন দিয়ে গান আমার যোগ করে দেবার ইচ্ছে ছিল- সময় আর হইল না
০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। যখন সময় পাবেন তখন কিছু গানের পরামর্শ দিয়েন। তাহলেই চলবে।
৫| ০৬ ই মে, ২০২৩ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার এক তরফা ধর্মীয় পোস্ট গুলো থেকে এরকম পোষ্ট গুলো অনেক ভালো।
০৭ ই মে, ২০২৩ রাত ১২:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মাত্র ২০% ধর্ম নিয়ে। বাকি ৮০% অন্য বিষয় নিয়ে। ধর্ম জিনিসটাই আল্লাহর তরফ থেকে এক তরফা একটা ব্যাপার। ধর্ম ভালো লাগুক বা না লাগুক আপনাকে মানতেই হবে আল্লাহর নির্দেশ। ধর্মের পোস্টের বক্তব্য আমার না। এগুলি আল্লাহ এবং রসূলের এবং অনেক ক্ষেত্রে মুসলিম মনিষীদের। আমার বক্তব্য খুব কম থাকে।
৬| ০৬ ই মে, ২০২৩ বিকাল ৫:০০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: বেশ শ্রমসাধ্য কষ্ট করে লেখা পোষ্টে +।
০৭ ই মে, ২০২৩ রাত ১২:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ প্লাস দেয়ার জন্য। আরও কিছু গান যোগ করার চেষ্টা করবো।
৭| ০৭ ই মে, ২০২৩ ভোর ৬:৫৭
আহমেদ জী এস বলেছেন: সাড়ে চুয়াত্তর,
এমন একটা সংগ্রহ প্রিয়তে না নেয়া অন্যায়, তাই সোজা প্রিয়তে।
গানগুলো আসলেই মন, হৃদয় ছুঁয়ে যাবার মতো। মিরোরডডলএর মতো আমারও কিছু গানের ভিডিও দেয়ার ইচ্ছে ছিলো কিন্তু ব্লগে মন্তব্যের ঘরে কি করে ভিডিও যোগ করতে হয় তা জানিনে বলেই দেয়া গেলোনা।
অনেক খেটেখুটে করা এমন সুন্দর একটি পোস্ট দেয়ার জন্যে ধন্যবাদ জানবেন।
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ ভাই। আশা করি কিছু গান ভালো লাগবে আপনার।
ইউটিউব ভিডিও ব্লগে সরাসরি প্রকাশ করা যায়। নিয়ম হোল মন্তব্যের বা প্রতি মন্তব্যের ঘরে নীচের মত করে লিখতে হবে;
[ yt|…………..]
অর্থাৎ প্রথমে থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে তারপর yt লিখতে হবে। তারপর যতিচিহ্ন দাড়ি মত এই | চিহ্নটা লিখতে হবে। তারপর যেখানে ডট দিয়েছি সেখানে ডটের বদলে ইউটিউব লিঙ্কের ইকুয়াল সাইনের পরের অংশ কপি পেস্ট করতে হবে। যেমন যদি ইউটিউব লিঙ্ক থাকে https://www.youtube.com/watch?v=73IA4xdwnwM সেই ক্ষেত্রে শুধু শেষের 73IA4xdwnwM অংশ উপরের ডটের জায়গায় বসবে। তারপর ব্র্যাকেট বন্ধ করতে হবে। তারপর মন্তব্যে প্রকাশ করতে হবে।
এটা আমাকে ব্লগার মিরোরডডল শিখিয়েছে। চেষ্টা করলে আপনিও পারবেন।
৮| ০৭ ই মে, ২০২৩ সকাল ৮:৫১
ফারহানা শারমিন বলেছেন: প্রিয় অনেক গান আছে আপনার লিস্টে। বাকিগুলি এক এক করে খুঁজে শুনবো। প্রিয়তে রেখে দিলাম।
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়তে রাখার জন্য। সময় করে গানগুলি শুনবেন। আপনাদের সুবিধার জন্যই গানগুলি এক জায়গায় একত্র করেছি। ভালো থাকবেন।
৯| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১, ৩, ৪, ৫, ৬, ১০, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৫, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫
এই গানগুলি আমার ভালো লাগার তালিকায় আছে।
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক সময় নিয়ে গানগুলি উল্লেখ করার জন্য ধন্যবাদ। না শোনা গানগুলিও কয়েকবার শুনলে ভালো লাগার সম্ভবনা আছে।
১০| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার মাত্র ২০% ধর্ম নিয়ে। বাকি ৮০% অন্য বিষয় নিয়ে। ধর্ম জিনিসটাই আল্লাহর তরফ থেকে এক তরফা একটা ব্যাপার। ধর্ম ভালো লাগুক বা না লাগুক আপনাকে মানতেই হবে আল্লাহর নির্দেশ। ধর্মের পোস্টের বক্তব্য আমার না। এগুলি আল্লাহ এবং রসূলের এবং অনেক ক্ষেত্রে মুসলিম মনিষীদের। আমার বক্তব্য খুব কম থাকে।
মহান ও হৃদয়বান মানুষের ধর্মের প্রয়োজন নেই। যেমন ধরুন- এরিস্টটল, আরজ আলী, আইনস্টান, গৌতম বুদ্ধ।
ধর্ম ছাড়াও সুন্দরভাবে জীবনযাপন করা যায়। ধর্ম মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছেন কেন?
কোরআন এবং হাদীস। এদুটাই ধর্মের কিতাব। বাকি সব যা গ্রন্থ আছে সে গুলো এদুটা গ্রন্থ থেকে নিয়েই আলোচনা করা হয়েছে।
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: মরার পরে এই মহান এবং হৃদয়বান মানুষেরা বুঝবে কি ভুল তারা করেছে। ধর্মে জোর নেই। কিন্তু ধর্মহীন মানুষ মরার পরে বিপদে পড়বে। কোরআন আর হাদিসের আলোকে অনেক বই লেখা হয়েছে।
১১| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ধর্ম ব্যবসার আয়ের দিক বিবেচনায় বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
বাংলাদেশের অবস্থান কত তম?
০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: উন্নত দেশে চার্চগুলিতে দুর্নীতি হয়। একটা পরিসংখ্যানে দেখলাম যে ২০২৫ সাল নাগাদ ১০০ বিলিয়ন ডলার চুরি হয়েছে চার্চের নামে। এটা বাংলাদেশের ২ বছরের বাজেটের সমান। তাই চার্চের প্রতারণার সাথে মুসলমানেরা পারবে বলে মনে হয় না। ওরাই শীর্ষে থাকতে পারে। ওদের টাকা বেশী, দান বেশী তাই চুরিও বেশী হওয়ার সম্ভবনা আছে। সঠিক তালিকা নির্ণয় করা কঠিন অবশ্য।
১২| ০৭ ই মে, ২০২৩ রাত ৮:২০
মিরোরডডল বলেছেন:
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
যদি মন কাঁদে
তুমি চলে এসো, এক বরষায়
Can I touch you there
Touch you deep inside
Can I touch your heart
The way you're touchin' mine
I don't wanna talk about it
How you broke my heart
You give me your smile
A piece of your heart
You give me the feel I've been looking for
As promised, আরও কিছু গান দিবো তাই দিয়ে গেলাম।
০৭ ই মে, ২০২৩ রাত ৮:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রমিজ রাখার জন্য ধন্যবাদ। এই গানগুলি কালকে শুনে মন্তব্য করবো। মিরোরডডলের ঘুমানোর সময় হয়ে গিয়েছে। তার ঘুমানোর পরে আমি একটা পোস্ট দিব। পোস্টটা ঘুম থেকে উঠে পড়লেও চলবে।
০৮ ই মে, ২০২৩ রাত ৯:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আই ডোন্ট ওয়ানা টক এবাউট ইট গানটার ভিডিও দেখা যাচ্ছে না।
একটা গানও আগে শুনি নাই। তবে গানগুলি ভালো লেগেছে। স্করপিওনের গানটাও ভালো লেগেছে।
১৩| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:১২
মিরোরডডল বলেছেন:
আমার ঘুম আসছে না। জোড় করে ঘুমাবো???
জানি সকালে অফিস আছে কিন্তু এখন আমি সুমনের গানের মধ্যে ডুবে আছি।
০৭ ই মে, ২০২৩ রাত ৯:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি নতুন পোস্টটা দিয়েছি। সেটা পড়লে তাড়াতাড়ি ঘুম আসবে।
১৪| ০৮ ই মে, ২০২৩ সকাল ৮:২৮
জটিল ভাই বলেছেন:
আমার প্রিয় হতে একটা দিলাম-
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব আবেগি একটা গান। গানটা আমার ভালো লাগে ভাই। এটার সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার প্রিয় একজন সঙ্গীত পরিচালক। ওনার প্রত্যেকটা গান ভালো। ধন্যবাদ গানটা শেয়ার করার জন্য।
১৫| ০৯ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৭
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আই ডোন্ট ওয়ানা টক এবাউট ইট গানটার ভিডিও দেখা যাচ্ছে না।
সাচুকে গানটা দিতেই এসেছিলাম কিন্তু আমার ভুলো মন!
বিভিন্ন পোষ্টে ঘুরেটুরে লগ আউট করে চলেও গেলাম।
পরে মনে হলো, গানটা না দিতে এসেছিলাম!
তাই আবার এলাম, হোপ এবার লিংক কাজ করবে।
অনেক প্রিয় একটি গান।
If I stay here just a little bit longer
If I stay here, won't you listen to my heart?
১০ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো লেগেছে গানটা। রড স্টুওয়ার্টের গান ভালো লাগে। ওর সব গানই আসলে ভালো।
১৬| ১১ ই মে, ২০২৩ দুপুর ১২:০১
সোনালি কাবিন বলেছেন: দারুণ সিলেকশন ।
১১ ই মে, ২০২৩ রাত ৮:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
১৭| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:১০
খায়রুল আহসান বলেছেন: হৃদয়/বুক/মনকে প্রাধান্য দেয়া এ গানগুলোর কয়েকটা বহু দশক ধরে সঙ্গীতপ্রেমী আবালবৃদ্ধবনিতার মনে গেঁথে আছে। আয়াসসাধ্য এ সংকলনটির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
মূল পোস্টের সূত্র ধরে মন্তব্যের ঘরে পাওয়া গানগুলোও চমৎকার। মিরোরডডল এ ব্যাপারে অন্যান্য সকলের চেয়ে দু'পা এগিয়ে।
পোস্টটা 'প্রিয়' তে তুলে রাখলাম। + +
১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টটা প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ। সময় করে ধীরে ধীরে শুনতে পারবেন। চেষ্টা করেছি আমার কিছু পছন্দের গানের লিঙ্ক দিতে।
এই ব্লগে ব্লগার মিরোরডডল, শায়মা, নিবর্হণ, সোনাবিজ, সাজিদ, ঢুকিচেপা সঙ্গীত অনুরাগী। বিশেষ করে মিরোরডডল সব সময়ই সঙ্গীত নিয়ে থাকেন মনে হয়। ওনার ভাণ্ডারে অনেক গান আছে।
১৮| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৩:১৪
খায়রুল আহসান বলেছেন: ১৩ নং মন্তব্যে মিরোরডডল এর দেয়া সুমনের গানটা খুব ভালো লাগল।
১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুমনের গানটা আমারও ভালো লেগেছে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২৩ সকাল ৭:৪৯
কামাল১৮ বলেছেন: দুঃখের গান আমাদের হৃদয়ে গভীর দাগ কাটে।আন্ন্দের গান সাময়িক আনন্দ দেয়।ভাবের গান আমাদের বাস্তবতা থেকে ভাবের জগতে নিয়ে যায়।