নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

আরও কিছু কঠিন ধাঁধা (এই পোস্ট ব্লগার নিবর্হণ নির্ঘোষের উদ্দেশ্যে উৎসর্গ করা হোল)

২৮ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪২



সামু ব্লগে অনেকেই ধাঁধা পছন্দ করেন। আমার আগের পোস্টে কিছু ধাঁধা দিয়েছিলাম। ব্লগার নিবর্হণ নির্ঘোষ নাওয়া খাওয়া বাদ দিয়ে রাত দিন জেগে ৪ টার মধ্যে ৩ টার উত্তর দিতে পেড়েছিল। সেই পোস্টের ৪ নং প্রতি মন্তব্যে তাকে বাড়তি আরেকটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম। এখনও সেটার সমাধান সে করতে না পারলেও সে এই ধাঁধাটাকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছে। আমার ধারণা এই ধাঁধার সমাধান না হওয়া পর্যন্ত সে বিয়ে করতেও রাজী হবে না। এই কারণে এই পোস্টটা ব্লগার নিবর্হণ নির্ঘোষের উদ্দেশ্যে উৎসর্গ করা হোল।

তবে এই পোস্টের ধাঁধা শুধু নিবর্হণের জন্য না। কারও যদি নিবর্হণের মত বেহিসাবি এবং অলস সময় থাকে তারাও চেষ্টা করে দেখতে পারেন।

ধাঁধা নং ১

শায়মা আপুর স্কুলে ৭০ জন টিচার আছে। ৩০ জন নারী শিক্ষক। এছাড়া নীচের তথ্যগুলি খেয়াল করুন।

১। ৩০ জন টিচার বিবাহিত।
২। ২৪ জন টিচারের বয়স ২০ বছরের বেশী (বিশেষ দ্রষ্টব্য শায়মা আপুর বয়স ২০ বছরের বেশী না। কেউ তারচেয়ে বেশী বললে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।)।
৩। ১৯ জন বিবাহিত টিচারের বয়স ২০ বছরের বেশী এবং তাদের মধ্যে ৭ জন পুরুষ।
৪। ১২ জন পুরুষ শিক্ষকের বয়স ২০ বছরের বেশী
৫। ১৫ জন পুরুষ টিচার বিবাহিত।

বলতে হবে কতজন অবিবাহিত নারী শিক্ষক আছে যাদের বয়স ২০ বছরের বেশী। আর বলতে হবে শায়মা আপুর বয়স কত। শায়মা আপু নিজের বয়স ঠিক মত বলতে পারলে শুধু ওনাকে ২ টাকা দামের ১ টা চকলেট পুরোটা খাওয়ানো হবে।

ধাঁধা নং ২

একটা হাসের সামনে দুইটা হাস আছে। আবার একটা হাসের পিছনে দুইটা হাস আছে। একটা হাস দুইটা হাসের মাঝখানে আছে। বলতে হবে মোট কয়টা হাস আছে। ।

ধাঁধা নং ৩

টিঙ্কুর ড্রয়ারে মোট ৫৩ পিস মোজা আছে। ২১ টা নীল, ১৫ টা কালো আর ১৭ টা লাল রঙের। রাতের বেলা বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে টিঙ্কু কিছু দেখতে পাচ্ছে না। বলতে হবে কমপক্ষে কয়টা মোজা ড্রয়ার থেকে বের করলে সে ১ জোড়া কালো মোজা অবশ্যই পাবে।

ধাঁধা নং ৪

নীচের তথ্যগুলি মনোযোগ দিয়ে পড়ার পরে ধাঁধার উত্তর দিতে হবে।

১। অলক, বিথি, ক্যামেলিয়া, ডন এবং ইশপ বাংলাদেশের রামগড় থেকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা এবং রাশিয়া ভ্রমণ করেছে। প্রত্যেকে যে কোন একটা দেশ ভ্রমন করেছে। প্রত্যেকের বাহন ছিল আলাদা ধরণের। কেউ সাইকেল, কেউ বিমান, কেউ ম্যাজিক কার্পেট, কেউ নৌকা আবার কেউ বাইক ব্যবহার করেছে।
২। যে চীন ভ্রমণ করেছে সে বাইক ব্যবহার করে নি।
৩। ক্যামেলিয়া কানাডা গিয়েছে আর বিথি যুক্তরাজ্যে গিয়েছে। এদের একজন নৌকায় চড়ে আর আরেকজন ম্যাজিক কার্পেটে চড়ে গিয়েছে।
৪। ডন বাইকে চড়ে গিয়েছে। আর ইশপ বিমানে চড়ে গিয়েছে।
৫। রামগড় থেকে সাইকেলে যুক্তরাষ্ট্র বা চিনে যাওয়া যায় না।
৬। বিথি নৌকায় চড়া পছন্দ করে না।

বলতে হবে পাঁচজন কে কোন দেশে গিয়েছে এবং কোন বাহনে চড়ে গিয়েছে।

প্রচ্ছদের ছবিতেও একটা ধাঁধা আছে। কেউ সঠিক উত্তর দিতে পারলে তাকে জিনিয়াস হিসাবে ঘোষণা করা হবে। :) আর প্রচ্ছদের ধাঁধা সহ পোস্টের সকল ধাঁধার উত্তর সঠিকভাবে দিতে পারলে তাকে সুপার জিনিয়াস হিসাবে ঘোষণা করা হবে।

ছবি - পাজল আড্ডা

মন্তব্য ৪৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৪

শেরজা তপন বলেছেন: নিবর্হণ নির্ঘোষ-এর সাথে আপনার মিথস্ক্রিয়াটা বেট ভাল। আর এব্যাপারে উনার চেষ্টাও সাংঘাতিক :)
এ বিষয় নিয়ে আমরা চেষ্টা করলে উনি মন খারাপ করবেন। তাই থাক আপাতত

২৮ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি চেষ্টা করলে পারবেন এটা আমি জানি। কিন্তু নিবর্হণ নির্ঘোষের মত শ্রম আর কেউ দেয় না এই ধাঁধার জন্য। :)

২| ২৮ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

আরোগ্য বলেছেন: আমাকে খুব ভালো মত রোজা ধরসে। পোস্টে প্রবেশ না করেই আমি পোস্টের ছবির পাজল সলভ করতে মাথা খাটালাম। অনেক ক্লান্ত এজটু রেস্ট লাগবে। :(

২৮ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে রোজা রাখলে মাথা কম কাজ করে। আপনি একটু বিশ্রাম নিয়ে চেষ্টা করলে পারবেন আশা করি। :)

৩| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ৯:১৯

মামুinসামু বলেছেন: টিঙ্কুর ড্রয়ারে মোট ৫৩ পিস মোজা আছে। ... আপাতত এটার উত্তর খোঁজার চেষ্টা করছি। 53 piece ...

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে একটা মানুষের এতো মোজা লাগে না। আর তাছাড়া লাল রঙের মোজা মানুষে পড়ে নাকি। :)

৪| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: প্রচ্ছদেরটা হবে চতুর্ভূজ ।

১/ ৩ জন ।

২/ ৩ টি
৩/ ৪০ টি ।

পরেরটা বলছি !!

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রচ্ছদেরটার উত্তর হবে চতুর্ভুজ, বুঝলাম ঠিক আছে। চতুর্ভুজের মান কত?

১। উত্তর ভুল হয়েছে।
২। উত্তর ঠিক আছে।
৩। উত্তর সঠিক হয়েছে। :)

৫| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমাকে উদ্দেশ্য করে এই পোস্ট , আমি সম্মানীত বোধ করছি সাচু ভাই !!

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি সম্মানিত বোধ করছেন। শায়মা আপুকে নিয়ে ধাঁধা দিলাম অথচ উনি ক্ষেপে গেলেন। :) নিজের বয়সটাও ঠিক মত জানে না। নিজের বয়স বলতে পারলে আকর্ষণীয় পুরস্কার দিব অথচ সেই সুযোগও হাত ছাড়া করলেন। উপরের খুপরি একদম খালি মনে হয়। :)

৬| ২৮ শে জুলাই, ২০২৩ রাত ১০:৪৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অলক সাইকেলে করে রাশিয়ায় গেল

বিথি কার্পেটে করে যুক্তরাজ্যে গেল

ক্যামেলিয়া নৌকায় চড়ে কানাডা গেল

ডন বাইকে করে যুক্তরাষ্ট্রে গেল

ইশপ বিমানে করে চিনে গেল ।


হয়ে গেল !!!!!!

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধাঁধাটা বেশ কঠিন ছিল। কিন্তু আপনি পেড়েছেন। তাই আপনাকে অভিনন্দন। :)

৭| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: এই পর্বের ধাঁধা গুলো কঠিন নয়।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি নিশ্চিত আপনি একটাও পারবেন না।

৮| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:০৫

শায়মা বলেছেন: ঐ এতক্ষন মহা বিজি ছিলাম!!


আমার বয়সের পিছে লাগা!!!!!!!!

কত বড় শয়তানী!

দেখলে তো কেউ বলতেই পারলো না আমার বয়স! :)

যাইহোক ৩ টা হাস আছে।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বয়স তো নিজেই জানেন না। :) আকর্ষণীয় পুরস্কার ছিল নিজের বয়স ঠিক মত বলতে পারলে।

৩ টা হাস ছিল। এটার উত্তর তো একটা ছোট বাচ্চাও বলতে পারবে। যাই হোক আপনি পেড়েছেন। তারমানে আপনার বুদ্ধি আর বাচ্চাদের বুদ্ধি একই পর্যায়ের।

৯| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:১১

শায়মা বলেছেন: এই নাও প্রচ্ছদের পাজেলের উত্তর! এত কষ্ট করা লাগে!!


:)

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রশ্ন ফাঁস জেনারেশন। :D

১০| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: প্রশ্নপত্র তৈরী নকল করার অপরাধে তোমাকে জেইলে দেওয়া হবে ভাইয়া। :)

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তৈরি করা প্রশ্ন এবং উত্তর ভিডিওর চোরনী সবার সাথে শেয়ার করেছে। আপনি সেই ভিডিও শেয়ারে সাহায্য করেছেন। B-) তাহলে বড় চোরনী হোল চোরনী শায়মা হক। X((

১১| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: কে আবার ভিডিও চোরনী!!!!!!!!!!!!!!! B:-)

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৯ নাম্বার মন্তব্যে আপনার দেয়া ভিডিওতে দেখলাম একটা চোরনী মেয়ে আমার পাজলটার সমাধান করছে। আপনি সেই ভিডিও শেয়ার করেছেন। দুজনেই চোরনী। :)

১২| ০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাচু ভাই চতুরভূজের মান হলো ৪ ।

শায়মা আপার বয়স হলো ১৯ ।

০৩ রা আগস্ট, ২০২৩ রাত ১১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: চতুর্ভুজের মান সঠিক হয়েছে। :) এজন্য আপনাকে অভিনন্দন। আসলে আপনি একটা জিনিয়াস। শুধু বিয়ের গুরুত্বটা বুঝলেন না।

শায়মা আপার বয়স আরও কমও হতে পারে। যাই হোক এটাকেই সঠিক বলে মেনে নিলাম। কারণ ওনার সঠিক বয়স শায়মা আপু নিজেও জানে না। :)

তবে উনি কিন্তু খুব খুশি হয়েছেন আপনার উত্তর শুনে। কয়েকদিন পরে ওনার জন্মদিন আসছে। ওনাকে ওয়িশ করতে ভুলবেন না যেন। ওনার জন্মদিন কবে বলেন এবার? :) একই দিনে আরও দুইজন ব্লগরেরও জন্মদিন।

১৩| ০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই ১ / এর উত্তর কী এই হবে যে একজনও ২০ এর কম বিবাহিতা শিক্ষিকা নেই !!

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা হতে পারে কারণ এই যুগে মেয়েরা এতো কম বয়সে বিয়ে করে না। তাই আপনার ধারণা সঠিক এবং ধাঁধার উত্তরও সঠিক। :) আপনাকে পুনরায় অভিনন্দন।

১৪| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ৮:২৮

শায়মা বলেছেন: হা হা নির্বহন ঘোষ! :P

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি জানতাম আপনি খুব খুশি হবেন নিবর্হণের উত্তরে। আমিও খুব খুশি হয়েছি। তবে ১৬ বললে আরও ভালো হত। :P নিবর্হণ আর কমাতে সাহস পায় নাই।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২৩ বিকাল ৩:৪৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইয়েহ , যাক সবগুলোর উত্তর পারলাম । বলছিলাম এইবার জিনিয়াস ঘোষনা দেয়া যায় না ?

আরেকটি কথা শায়মা আপার জন্মদিন ১৭ ই আগস্ট । সেদিন ছবিআপারও জন্মদিন !!

০৪ ঠা আগস্ট, ২০২৩ বিকাল ৫:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি নিঃসন্দেহে একটা জিনিয়াস। শুধু ধাঁধার ক্ষেত্রে না আপনার প্রতিভার ক্ষেত্র আরও অনেক ব্যাপক। যেমন দর্শন, সঙ্গীত, কবিতা, গল্প ইত্যাদি ক্ষেত্রে আপনি ভালো জ্ঞান রাখেন।

আরও একজন ব্লগার আছেন যার জন্মদিন ১৭ আগস্ট। আমি নামটা ভুলে গেছি।

১৬| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: ধাঁধার সমাধান খোঁজার চেয়ে মন্তব্য/প্রতিমন্তব্যে রম্য এবং উত্তর, দুটোই খোঁজার কাজটা সহজ, তাই সেটাই করলাম এবং দুটোই পেলাম।

১ নং মন্তব্যে শেরজা তপন বলেছেন: নিবর্হণ নির্ঘোষ-এর সাথে আপনার মিথস্ক্রিয়াটা বেশ ভাল। শায়মার সাথেই বা কম কিসে!

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই পোস্টে অনেকেই মজার মন্তব্য করেছেন। শায়মা আপু অনেক মাথা খাটিয়ে দুই দিন সময় নিয়ে হাস নিয়ে ২ নাম্বার ধাঁধার উত্তরে বলেছেন যে ৩ টা হাস নাকি ছিল। ক্লাস টু, থ্রির বাচ্চারাও এই ধাঁধার উত্তর এক মিনিটে বলতে পারবে। উনি এই সাফল্যেই মহা খুশি। আমার ধারণা অংকে ভীষণ কাঁচা ছিলেন অথবা নকল করে পাস করেছেন, যে কারণে বাকি ধাঁধাগুলির ধারে কাছেও যান নি।

শায়মা আপুর সাথেও আমার মিথষ্ক্রিয়া বেশ ভালো কারণ শায়মা আপুর খাবার ঘরের থালা-বাটি, পায়েস, চেয়ার টেবিল আর রান্না ঘরের হাড়ি পাতিল, পাটা-পুতা আর লাল, নীল সবুজ শরবতের পোস্টগুলির আমি একনিষ্ঠ ভক্ত। এই কারণে উনি আমাকে খুবই পছন্দ করেন। তবে মাঝে মাঝে ওনার নির্বুদ্ধিতার কারণে ঠকাঠকি লেগে যাই।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

জুন বলেছেন: এবার আমাদের জন্য সহজ সরল ধাধা দেন সাড়ে চুয়াত্তর /:)

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্য কয়েকটা সহজ ধাঁধা দেই।
১। একটা ছেলে আর একজন ডাক্তার মাছ ধরছিল। ছেলে ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার ছেলের বাবা নয়। ডাক্তার কে?
২। সাইমনের বাবার চারটি ছেলে ছিল: মার্চ, এপ্রিল এবং মে। চতুর্থ পুত্রের নাম কি?
৩। দুই বাবা এবং দুই ছেলে একটা বেঞ্চে বসে আছে, অথচ সেখানে মাত্র তিনজন বসে আছে। কিভাবে?
৪। মরিয়মের চারটি কন্যা রয়েছে এবং তার প্রতিটি কন্যার একটি ভাই রয়েছে৷ মরিয়মের কয়টা সন্তান আছে? :)

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: ১। মা
২। জুন
৩। দুই ছেলে এক বাবা, মানে দুজনের একটা বাবা।
৪। ৫
পড়ার সাথে সাথে উত্তর দিচ্ছি না ভেবে চিন্তে চুয়াত্তর। আমারে এত গাধা ভাইবেন্না :P

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২ নম্বরের উত্তর হোল সাইমন। :)
৩ নম্বরের উত্তর হোল পুত্রের সাথে দাদা এবং বাবা বসে আছে। দাদা এবং বাবা হলেন দুই বাবা আবার বাবা এবং পুত্র হোল দুই ছেলে। আপনি এক বাবাকে দুইবার ধরেছেন দুই পুত্রের কারণে। :)

বাকিগুলির উত্তর সঠিক হয়েছে। অনেক ভেবে চিন্তে কিছু সঠিক এবং কিছু বেঠিক উত্তর দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বোঝা গেল আপনি ধাঁধা পছন্দ করেন। ভালো থাকবেন। :)

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



এমনতর উচ্চমানের ধাঁধা প্রনয়নের জন্য স্যলুট।
জটিলতর ধাঁধার সমাধান আমার সাধ্যের বাইরে ।
অনেক ধাঁধার সঠিক সমাধানের জন্য সমাধানকারীদের
প্রতি রইল অভিনন্দন । মেধার চর্চ্যা চলুক অব্যাহত
গতিতে এ কামনাই রেখে গেলাম ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে একটু ভিন্ন স্বাদ আনার জন্য এই ধাঁধার আয়োজন। আপনার মন্তব্য আমাকে এই ধরণের পোস্ট দিতে আরও অনুপ্রাণিত করবে। ব্লগে অনেক অনেক মেধাবী ব্লগার আছেন। তাই সহজ এবং কঠিন মিশিয়ে ধাঁধা দেয়ার চেষ্টা করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনালি কাবিন বলেছেন: মাথা ঘুরায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুড না থাকলে আমারও ধাঁধা দেখলে মাথা ঘুরায়। :)

২১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: ফিরে এলাম সাচু। আপনার পোস্ট গুলো দেখছিলাম। এই পোস্টটি ভালো লাগল ধাধা আছে বলে।

৩ নং ধাধার উত্তরটি আমি বলতে চাই। যে কয় জোড়াই বের করুক না কেন সবকটা কালোই বের হবে কারণ কারেন্ট চলে গেছে এবং অন্ধকারে সবই কালো হয়ে আছে :)

প্রতিমন্তব্যের অপেক্ষায়,

- দেয়ালিকা বিপাশা

০৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেয়ালিকা - আপনার মাথায় আসলে অনেক বুদ্ধি। আপনার উত্তর সঠিক হয়েছে। :) এই রকম বুদ্ধিদীপ্ত উত্তর কেউ দেয়নি। কারণ অন্ধকারে সবই কালো। তাই তো হেমন্ত মুখোপাধ্যায় নিচের গানটা গেয়েছেন। গানটা দেয়ার আগে আরেকটা কথা বলতে চাচ্ছি। এই পোস্টটা নিবর্হণকে উদ্দেশ্য করে লেখা। বিভিন্ন কারণে তার সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। আমার দৃষ্টিতে সে একটা ভুল করেছে। আমি আশা করবো সে ভুলটা বুঝতে পারবে। তারপরও সে পুনরায় ব্লগে এসে লেখালেখি করুক এই কামনা করছি। আমি এবং আরও কয়েকজন তাকে পছন্দ করতাম। এবার গানটা শোনেন। খুব পরিচিত একটা গান।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরের লিঙ্কটা কাজ করছে না। তাই আবার দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.